আপনি কি তিন চাকার অটো গাড়ির দাম কত জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা জানবো তিন চাকা অটো রিক্সার দাম কত এবং অটো গাড়ির ব্যাটারির দাম সম্পর্কে ।
বর্তমানে আমরা রাস্তাঘাটে চলাচল করার জন্য অটো রিক্সা ব্যবহার করে থাকি । বিশেষ স্বল্প দূরত্বের জায়গাগুলোতে যাওয়ার জন্য আমরা অটোর ব্যবহার করি । অনেক মানুষ এখন অর্থ উপার্জনের পথ হিসেবে অটো রিক্সা কিনছে । দেশে শিক্ষার হারের তুলনায় চাকরি না থাকার কারণে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য অটো রিক্সা চালায় ।
আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪
তাই সেই সুবিধাকে কাজে লাগিয়ে অটো রিক্সা কোম্পানিগুলো বিপুল পরিমাণে ব্যবসা করে নিচ্ছে । এখন বাজারে অটো রিক্সার চড়া দাম । তবে বেশ কিছু কোম্পানি রয়েছে আপনি সেগুলো থেকে কম দামে অটো রিক্সা কিনতে পারবেন এবং সেটি চালিয়ে অর্থ উপার্জন করতে পারবেন ।
আপনি যদি একজন অটো গাড়ির ড্রাইভার হয়ে থাকেন তাহলে অটো রিক্সা কিনতে নিশ্চয়ই চাইবেন । এখন আমরা তিন চাকার নতুন অটো গাড়ির দাম সম্পর্কে আলোচনা করব । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনাতে যাওয়া যাক ।
তিন চাকার অটো গাড়ির দাম কত
বর্তমানে তিন চাকার অটো গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে । এর মূল কারণ হচ্ছে দেশে যতগুলো মানুষ শিক্ষিত আছে সেই অনুযায়ী চাকরির কোন ব্যবস্থা নেই । আমাদের সরকার সকল মানুষকে চাকরি দিয়ে কুলিয়ে উঠতে পারছে না । এর ফলস্বরুপ শিক্ষিত মানুষও এখন অটো চালাতে বাধ্য হচ্ছে ।
আপনার পেটে যদি ভাত না থাকে তাহলে কোন না কোন কাজ করে খেতে হবে । আর আমরা জানি কোন কাজই ছোট নাই । আপনি যদি অটো রিক্সা চালান আর যে কাজেই কেন করেন না কেন সেটা সম্মানের । আর এই কারণেই এখন অটো রিক্সার দাম হুরহুর করে বেড়ে চলেছে ।
এখন বাজারে ব্যাটারি চালিত তিন চাকার অটো গাড়ির দাম ১ লক্ষ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত রয়েছে । তবে তিন চাকা ইলেকট্রিক অটো গাড়ির দাম ৩ লক্ষ টাকা থেকে শুরু করে ৩ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে রয়েছে । তাই আপনার হাতে যত অর্থ আছে সে অনুযায়ী অটো গাড়ি কিনতে পারেন ।
নতুন অটো গাড়ির দাম কত
সমাজে এখন খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা পুরাতন অটো গাড়ি কিনতে চায় । আপনি যদি পুরাতন অটো গাড়ি কিনেন তাহলে সেই গাড়ি বেশি সময় ধরে চালাতে পারবেন না এবং গাড়িতে চার্জও থাকবে না । তাছাড়া ওই সকল অটো গাড়ি আপনি দীর্ঘদিন পর্যন্ত কখনোই ব্যবহার করতে পারবেন না ।
তবে একটা বিষয় পুরাতন অটো গাড়ির দাম কম থাকে । এই টাইপের গাড়ি কিনে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি কিছুদিন চালাতে পারবেন । কিন্তু সেটা আপনার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে । তবে আপনি যদি নতুন অটো গাড়ি কিনেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
আরও পড়ুন ➝ মোটরসাইকেলের ব্যাটারির দাম কত টাকা
বর্তমানে মিশুক অটো গাড়ি দাম ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত । তাছাড়া ব্যাটারি চালিত অটো গাড়ি আপনি ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন । কিন্তু আপনি যদি আরও বেশি টাকা খরচ করেন তাহলে ৩ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় ইলেকট্রিক অটো গাড়ি কিনতে পারবেন ।
ইজি বাইক অটো গাড়ি দাম কত
বর্তমানে বাজারে মিশুক এবং ইজিবাইক অটো গাড়ি বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । তবে এই সকল অটো গাড়ি থেকে ইজিবাইক অটো গাড়ি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । মূলত এই গাড়িগুলো উন্নত মনের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । তাছাড়া এই অটো গাড়িগুলোর গুণগতমান অন্যান্য কোম্পানির অটো গাড়ির গুণগত মানের থেকে ভালো ।
যদিও বা ইজিবাইক অটো গাড়ির দাম তুলনামূলক একটু বেশি । কিন্তু আপনি যদি একবার ইজি বাইকের অটো গাড়ি কিনেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । তাছাড়া .১ থেকে ৩ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে । তাই এই কারণে বর্তমানে ইজিবাইক অটো গাড়ির চাহিদা সারা দেশ জুড়ে ব্যাপক হারে বাড়ছে ।
এখন বর্তমানে নতুন ইজি বাইক অটো গাড়ির দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকার ভিতর পাওয়া যায় । কিন্তু আপনি চাইলে পুরাতন ইজিবাইক অটো গাড়ি কিনতে পারবেন । এখন পুরাতন ইজিবাইক অটো গাড়ি দাম ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পাওয়া যায় ।
অটো গাড়ির ব্যাটারির দাম কত
আপনি যদি অটো গাড়ি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে একটি ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে হবে । বর্তমানে অটো গাড়ির ব্যাটারি তৈরি করার জন্য বাংলাদেশ অসংখ্য কোম্পানি রয়েছে । যারা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে অটো গাড়ির ব্যাটারি তৈরি করছে এবং বাজার মূল্যও তুলনামূলক অনেক কম ।
এখন অটো গাড়ির জন্য ইজিবাইক অটো ব্যাটারি, মিশুক অটো ব্যাটারি, পাওয়ার প্লাস ভিআইপি অটো ব্যাটারি এবং পাইলট ব্যাটারি পাওয়া যায় । এই সকল ব্যাটারিগুলো খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছে । আপনি যদি একবার কিনেন তাহলে ১-২ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহারও করতে পারবেন ।
বর্তমানে মিশুক অটো গাড়ির ব্যাটারির দাম ১০ হাজার টাকা থেকে শুরু করে ১২০০০ টাকা, ইজি বাইক অটো ব্যাটারির দাম ১৪ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা, পাওয়ার প্লাস ভিআইপি অটো গাড়ির ব্যাটারির দাম ১৩ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা এবং পাইলট অটো গাড়ির ব্যাটারির দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা তিন চাকার অটো গাড়ির দাম কত টাকা এবং অটো গাড়ির ব্যাটারির দাম কত এ সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি কখনো বাজার থেকে অথবা অনলাইনে তিন চাকার অটো গাড়ি কিনেন তাহলে উপরোক্ত তথ্যগুলো পড়ে নেবেন । তারপর অনলাইনে অথবা আপনার বিশ্বস্ত ডিলারশিপ থেকে অটো গাড়ি কিনবেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই ফেসবুক ও টুইটার প্রোফাইলে শেয়ার করবেন । তাছাড়া চাইলে আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করতে পারেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।