আমাদের অনেক ভাই ও বোন কিভাবে দুবাই থেকে আবুধাবি যাওয়া যায় সে সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব দুবাই টু আবুধাবির দূরত্ব কত কিলোমিটার, যেতে কত সময় লাগে, বাস ভাড়া কত এবং কুরিয়ার সার্ভিস সম্পর্কে ।
আমাদের অনেক ভাই ও বোন ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন । তারা কেউ কেউ ব্যবসা পরিচালনা করছেন অথবা কেউ কেউ চাকরি করছেন । আপনার হয়তো কোন সময় জরুরি প্রয়োজনে অথবা ব্যক্তিগত কাজে অথবা ভ্রমণ করার জন্য দুবাই হতে আবুধাবি যাওয়ার দরকার হতে পারে ।
আরও পড়ুন ➝ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
তাই আমাদের প্রত্যেকের জানা উচিত দুবাই থেকে আবুধাবির দূরত্ব কত কিলোমিটার এবং বাস ভাড়া কত ইত্যাদি সম্পর্কে । এখন আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
দুবাই থেকে আবুধাবির দূরত্ব কত কিলোমিটার
আমরা সবার প্রথমে জানবো দুবাই থেকে আবুদাবির দূরত্ব কত কিলোমিটার অথবা কত মাইল । কেননা আমরা যদি দুবাই টু আবুধাবির দূরত্ব সম্পর্কে জানি তাহলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সেখানে যেতে পারব । তাছাড়া ভাড়া কত টাকা হবে সে সম্পর্কেও ধারণা নিতে পারব । তাই আমাদের প্রত্যেকের দুবাই টু আবুদাবি দূরত্ব সম্পর্কে জানার দরকার ।
গুগল সার্চের দেওয়া তথ্য অনুসারে বর্তমানে দুবাই থেকে আবুদাবি এর দূরত্ব হচ্ছে ১৩৮ কিলোমিটার । কিন্তু আমরা যদি মাইল হিসেবে বিবেচনা করি তাহলে দুবাই থেকে আবুদাবি দূরত্ব হচ্ছে ৮৫ মাইল । এখন আমাদের পরিবারের অথবা আত্মীয় স্বজনের কেউ যদি এই বিষয়ে প্রশ্ন করে তাহলে আমরা সঠিক উত্তর দিতে পারব ।
কিভাবে দুবাই থেকে আবুধাবি যাবেন?
অনেকে দুবাই থেকে আবুধাবি যেতে চান কিন্তু কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে জানেন না । বর্তমানে দুবাই হতে আবুধাবি যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস পরিবহন ব্যবহার করা । আপনি চাইলে দুবাই বাস স্টেশন থেকে বাসে করে সরাসরি আবুধাবি বাস স্টেশনে পৌঁছাতে পারবেন ।
তবে দুবাই থেকে আবুদাবি যাওয়ার জন্য অবশ্যই আপনার বাস কার্ড বা মেট্রো কার্ড থাকা লাগবে । খেয়াল রাখতে হবে বাস কার্ড বা মেট্রোকার্ডে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা । যেখান থেকে আপনার বাস বাবদ কত টাকা ভাড়া হবে তা কেটে নেওয়া খুব সহজ হয় ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে
প্রথমে আপনি দুবাই আলগুবাইদা মেট্রো স্টেশনে যাবেন । অতঃপর সেখানে বাস কাউন্টার থেকে বাস টোকেন সংগ্রহ করবেন । আপনার কাছে যদি বাস কার্ড বা মেট্রো কার্ড থাকে তাহলে খুব সহজে বাস টোকেন পেয়ে যাবেন । তারপর বাসে চড়বেন এবং খুব অল্প সময়ে আবুধাবি বাস স্টেশনে পৌঁছে যাবেন ।
দুবাই থেকে আবুধাবি বাস ভাড়া
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দুবাই থেকে আবুধাবি যাওয়ার সবচেয়ে সহজ পরিবহন মাধ্যম হচ্ছে বাস । আপনার কাছে যদি বাস কার্ড বা মেট্রো কার্ড থাকে তাহলে কাউন্টার থেকে বাস টোকেন সংগ্রহ করে খুব সহজে দুবাই হতে আবুধাবি পৌঁছাতে পারবেন । কিন্তু কত টাকা ভাড়া লাগবে সে সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ।
বাসের ধরন এবং ক্যাটাগরির উপর ভিত্তি করে দুবাই থেকে আবুধাবি বাস ভাড়া আলাদা আলাদা হতে পারে । তবে সকল বাস থেকে গড় হিসাব করে আমরা পাই নূন্যতম ২৫ দিরহাম থেকে ৩০ দিরহাম হলে দুবাই টু আবুধাবি বাসে যাওয়া যায় ।
দুবাই থেকে আবুধাবি যেতে কত সময় লাগে
আমরা ইতিমধ্যে দুবাই হতে আবুধাবির দূরত্ব সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা জানবো দুবাই টু আবুধাবি কত সময় লাগে । এখানে আমরা মূলত বাস পরিবহন মাধ্যম ব্যবহার করে দুবাই হতে আবুধাবি যেতে কত সময় লাগে সে সম্পর্কে জানব । মূলত বাসের ধরনের উপর ভিত্তি করে বলা যায় দুবাই টু আবুদাবি যেতে কত ঘন্টা সময় লাগতে পারে ।
আমরা যদি দুবাই থেকে আবুদাবি বাসে করে যাই তাহলে সময় লাগতে পারে ২ ঘন্টা ৩০ মিনিট । তবে এই সময়টা বাসের ধরনের উপর ভিত্তি করে কম অথবা বেশি হতে পারে । তাহলে বলা যায় ভালো মানের বাস ব্যবহার করলে সময় কম লাগবে এবং নিম্ন মানের বাস ব্যবহার করলে সময় বেশি লাগবে ।
দুবাই থেকে আবুধাবি কুরিয়ার সার্ভিস নাম সমূহ
আমরা অনেক সময় দুবাই থেকে আবুদাবি বিভিন্ন কাগজপত্র ডকুমেন্ট অথবা মালামাল পাঠানোর দরকার হয় । আপনার পরিচিত কোন ব্যক্তি, আত্মীয়-স্বজন অথবা কোম্পানির কাজে দুবাই হতে আবুধাবি কুরিয়ার সার্ভিসে বিভিন্ন বস্তু পাঠানোর দরকার হতে পারে । আর সেজন্য আমাদের কুরিয়ার সার্ভিস কোম্পানির নাম সম্পর্কে জানা দরকার ।
বর্তমানে দুবাই থেকে আবুধাবি পার্সেল পাঠানোর জন্য অসংখ্য কুরিয়ার সার্ভিস কোম্পানি রয়েছে । কিন্তু সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন কুরিয়ার সার্ভিস খুব অল্প সময়ে এবং অল্প টাকায় আমাদের পার্সেল গন্তব্যস্থলে পৌঁছে দেয় । আপনাদের সুবিধার্থে সেরা কয়েকটি কুরিয়ার সার্ভিসের নাম তুলে ধরা হলো ।
- Aramex Courier
- Barq Express
- UPS
- Zajel
- DTDC Eurostar Courier
- Prime Express
- First Flight
- Dubai Courier Services
- Shyft
- Deliver AE
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা দুবাই থেকে আবুধাবি কিভাবে যাওয়া যায়, দূরত্ব কত কিলোমিটার, বাস ভাড়া কত এবং কত সময় লাগে সহ আরো অসংখ্য তথ্য সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো দুবাই থেকে আবুধাবি যেতে চান তাহলে উপরে উল্লেখিত স্টেপগুলো ফলো করুন এবং আপনার যাতায়াত সম্পন্ন করুন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।