আপনি কি নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব নীলসাগর এক্সপ্রেস ট্রেন আন্তঃনগর নাকি মেইল ট্রেন, এই ট্রেনের সময়সূচী, বিরতি কাল স্টেশন এবং ভাড়া সম্পর্কে ।
আমরা যারা নিয়মিত ঢাকা থেকে চিলাহাটি বা চিলাহাটি থেকে ঢাকা এবং উত্তরের নীলফামারী জেলা রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে থাকি তাদের কাছে বেশ কিছু পরিচিত ট্রেন রয়েছে । যেমনঃ চিলাহাটি এক্সপ্রেস ও নীল সাগর এক্সপ্রেস । এ সকল ট্রেনগুলোর মধ্যে নীলসাগর এক্সপ্রেস খুবই বিলাসবহুল এবং দ্রুতগতির একটি ট্রেন ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন কত
আপনি যদি কখনো ঢাকা-চিলাহাটি-নীলফামারী রেলপথে চলাচল করেন তাহলে এই ট্রেনটি ব্যবহার করতে পারেন । কেননা এই ট্রেনের টিকিটের মূল্য সাধারণত কম আপনি যদি বাস অথবা মাইক্রো বা অন্যান্য যানবাহন ব্যবহার করেন উপরোক্ত গন্তব্যে পৌঁছাতে চান তাহলে আরো বেশি ভাড়া পড়বে এবং সময় লাগবে । কিন্তু আপনি যদি এই ট্রেন ব্যবহার করে যাতায়াত করেন তাহলে সময় এবং অর্থ দুটি কম লাগবে ।
তাই আমরা মূলত আজকের এই পোস্টে নীলসাগর এক্সপ্রেস এর যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানব । আপনি যদি এই সকল বিষয় জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
নীলসাগর এক্সপ্রেস
ঢাকা টু চিলাহাটি অথবা চিলাহাটি টু ঢাকা রেল পথে যতগুলো ট্রেন চলাচল করছে তার মধ্যে দ্রুতগতির ও বিলাসবহুল ট্রেন হচ্ছে নীলসাগর এক্সপ্রেস । এই ট্রেন টি সাধারণত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, চিলাহাটি স্টেশন এবং উত্তরের নীলফামারী জেলার সীমানা দিয়ে চলাচল করে থাকে । এই ট্রেনের যাত্রা শুরু হয় নীলফামারী থেকে ।
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
প্রথমে ঢাকার সেনানিবাস, পরে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সবশেষে চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করে থাকে । এই ট্রেনটি সম্পূর্ণ বিলাসবহুল ও সীতাতাপ নিয়ন্ত্রিত একটি ট্রেন । আপনি যদি কখনো ঢাকা থেকে চিলাহাটি বা চিলাহাটি থেকে ঢাকা রেল পথে চলাচল করতে চান তাহলে এই ট্রেনটি ব্যবহার করে চলাচল করতে পারেন ।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি নীলসাগর নামের ট্রেনটি সম্পূর্ণ বিলাসবহুল ও দ্রুতগতির একটি ট্রেন । এখন আমরা এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানব । আমরা যদি ট্রেনটির সময়সূচী সম্পর্কে অবগত হই তাহলে কখন ট্রেনটি স্টেশন থেকে ছাড়ে এবং কখন গিয়ে গন্তব্য স্থলে পৌঁছায় তা জানার পাশাপাশি সঠিক সময়ে আমরা ট্রেন ধরতে পারবো । এখন নিচে এই ট্রেনের সময় সময়সূচী উল্লেখ করা হলোঃ
ঢাকা টু চিলাহাটি যাওয়ার জন্য ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং বিকাল ৪:০০ টায় গিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় ।
আবার চিলাহাটি টু ঢাকা যাওয়ার জন্য ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে রাত ০৮ঃ০০ টায় যাত্রা শুরু করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় ভোর ৫ঃ৩০ মিনিটে ।
স্টেশনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | বন্ধের দিন |
ঢাকা টু চিলাহাটি | সকাল ০৬ঃ৪৫ | বিকাল ০৪ঃ০০ | সোমবার |
চিলাহাটি টু ঢাকা | রাত ০৮ঃ০০ | ভোর ০৫ঃ৩০ | রবিবার |
ঢাকা হতে চিলাহাটি চলাচল কালে নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) সিরিয়ালের ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হলো সোমবার ।
চিলাহাটি থেকে ঢাকা চলাচল কালে নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) সিরিয়ালের ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হল রবিবার ।
তাই উপরোক্ত বন্ধের দিন ব্যতীত অন্যান্য ৬দিন আপনি এই ট্রেন ব্যবহার করে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন ।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতি
ঢাকা-চিলাহাটি এবং চিলাহাটি-ঢাকা রেল পথে চলাচল করার সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছু রেলওয়ে স্টেশনে বিরতি নেয় । আপনি যদি ঐ সকল স্টেশনগুলোর নাম জেনে রাখেন তাহলে সেখানে পরিচিত কেউ থাকলে নামতে পারেন বা কোন কিছু কেনাকাটা করতে পারেন । এখন নিচে বিরতীকালীন স্টেশনগুলো তুলে ধরা হলোঃ
- বিমান বন্দর
- জয়দেবপুর
- বঙ্গবন্ধু সেতু পূর্ব
- মুলাডুলি
- নাটোর
- আহসানগঞ্জ
- সান্তাহার
- আক্কেলপুর
- জয়পুরহাট
- বিরামপুর
- ফুলবাড়ি
- পার্বতীপুর
- সৈয়দপুর
- নীলফামারী
- ডোমার
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
নীল সাগর ট্রেনের ভাড়া মূলত আপনার আসন বা সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি সবচেয়ে দামি সিট থেকে শুরু করে সবচেয়ে কম দামি পর্যন্ত সিটের বুকিং করতে পারবেন । মূলত আপনার বাজেট এবং রুচিশীলতার উপর ভিত্তি করে ট্রেনের সিট বুকিং করতে পারেন । এখন নিচে এই ট্রেনের বেশ কিছু সিটের ভাড়া গুলো তুলে ধরে হলোঃ
সিটের নাম | সিটের ভাড়া |
শোভন | ৩৬০ টাকা |
শোভন চেয়ার | ৪৩৫ টাকা |
প্রথম সিট | ৫৭৫ টাকা |
প্রথম বার্থ | ৮৬৫ টাকা |
স্নিগ্ধা | ৭২০ টাকা |
এসি বার্থ | ১২৯৫ টাকা |
উপরে যতগুলো সিটের ভাড়া দেওয়া হলো আপনি চাইলে ঐ সকল সিট থেকে যেকোনো টিকিট ক্রয় করতে পারবেন । তাই টিকিট ক্রয় করার পূর্বে আপনার বাজেট এবং রুচিশীলতার উপর নির্ভেজ করে টিকিট ক্রয় করুন ।
নোটঃ উপরে উল্লেখিত নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই ভাড়া এবং সময়সূচী যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের https://shorturl.at/cquzT অফিসিয়াল ওয়েবসাইটে ।
আমাদের শেষ কথা
সম্মানিত ভিজিটরগণ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি নীলসাগর নামক ট্রেনের পরিচিতি, সময়সূচী বিরতিকালীন স্টেশন এবং ভাড়ার তালিকা সম্পর্কে । আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি পড়ে থাকেন তাহলে আশা করা যাই এই ট্রেন সম্পর্কে আপনার আর কোন প্রশ্ন থাকবে না ।
আশা করি আমার এই পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে । যদি আপনি পোস্টটি পড়ার পর সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ।