বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী, ভাড়া ও টিকেট বুকিং

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টটিতে আমরা আলোচনা করব বরিশাল থেকে ভোলা নদীপথে চলাচলকারী কয়েকটি লঞ্চের নাম, ভাড়া, সময়সূচী এবং টিকেট বুকিং সম্পর্কে ।

বর্তমানে বরিশাল থেকে ভোলা যাতায়াত করার জন্য বিভিন্ন যানবাহন ব্যবহার করা হয় । যেমনঃ বাস, মাইক্রো, ট্রেন অথবা লঞ্চ । প্রত্যেক মানুষ তার নিজ নিজ চাহিদার উপর ভিত্তি করে যানবাহন বাছাই করে । তাছাড়া কেউ কেউ যানবাহন বাছাই করার পূর্বে ভাড়া যাচাই করে নেয় ।

মূলত যে যানবাহনে কম টাকা ভাড়া পাওয়া যায় সেই যানবাহনে আমরা চলাচল করতে বেশি পছন্দ করে । আপনি যদি বরিশাল টু ভোলা যাতায়াত করতে চান তাহলে অবশ্যই লঞ্চে চলাচল করুন । কেননা সাধারণভাবে বাস অথবা মাইক্রো বা ট্রেনে চলাচল করলে যত টাকা খরচ হবে তার অর্ধেক খরচে আপনি লঞ্চে চলাচলে করতে পারবেন ।

আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত

আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন বরিশাল টু ভোলা লঞ্চে চলাচল করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।

বরিশাল টু ভোলা লঞ্চের তালিকা

বর্তমানে বরিশাল টু ভোলা নদীপথে অসংখ্য লঞ্চ নিয়মিত চলাচল করছে । কিন্তু সেই সকল লঞ্চগুলো থেকে আমাদের খুঁজে বার করতে হবে কোন লঞ্চ ভালো সার্ভিস দেয় এবং ভাড়াও তুলনামূলক কম লাগে । এখন আমরা বরিশাল-ভোলা নদী পথে চলাচলকারী সেরা কয়েকটি লঞ্চের নাম সম্পর্কে জানব । নিম্নে তা উল্লেখ করা হলো ।

  • এমভি সুপারসনিক ৩
  • এমভি মিলন এক্সপ্রেস ১
  • এমভি মেঘদূত ১
  • এমভি আওলাদ এক্সপ্রেস
  • এমভি উপকূল এক্সপ্রেস ২
  • এমভি বিউটি অব ইমা এক্সপ্রেস
  • এমভি সঞ্চিতা ১
  • এমভি পারভিন

এখানে উল্লেখ করা সবগুলো লঞ্চ অত্যন্ত বিলাসবহুল এবং লঞ্চগুলোতে উচ্চ আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে । তাছাড়া এই লঞ্চ গুলোর মধ্যে সম্পূর্ণ সীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে । আপনি যদি কখনো বরিশাল থেকে ভোলা লঞ্চে চলাচল করেন তাহলে উপরোক্ত লঞ্চগুলো ব্যবহার করুন ।

বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী

আমরা যদি বরিশাল থেকে ভোলা লঞ্চে চলাচল করি তাহলে অবশ্যই লঞ্চের সময়সূচি সম্পর্কে জানার দরকার হবে । কেননা আমরা যদি লঞ্চের সময়সূচি সম্পর্কে জানি তাহলে সঠিক সময় লঞ্চঘাটে যেতে পারবো এবং পছন্দের লঞ্চ ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন বরিশাল থেকে ভোলা লঞ্চের সময়সূচি নিম্নে ছক আকার উল্লেখ করা হলো ।

লঞ্চের নাম  ছাড়ার সময় 
এমভি সুপারসনিক ৩ ভোঁর ০৫ঃ০০
এমভি মিলন এক্সপ্রেস ১ সকাল ০৬ঃ০০
এমভি মেঘদূত ১ সকাল ০৭ঃ০০
এমভি আওলাদ এক্সপ্রেস সকাল ১১ঃ০৫
এমভি উপকূল এক্সপ্রেস ২ দুপুর ০১ঃ০০
এমভি বিউটি অব ইমা এক্সপ্রেস দুপুর ০১ঃ৩০
এমভি সঞ্চিতা ১ দুপুর ০৩ঃ০০
এমভি পারভিন দুপুর ০২ঃ০০

এখানে উল্লেখ করা প্রতিটি লঞ্চের সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময়সূচি লঞ্চ কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে । তাই আপনি যদি সর্বশেষ আপডেট পেতে চান তাহলে অবশ্যই লঞ্চ ঘাটে যোগাযোগ করুন ।

বরিশাল টু ভোলা লঞ্চ ভাড়া

বরিশাল টু ভোলা লঞ্চ ভাড়া সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি কম দামি সিট থেকে শুরু করে সর্বোচ্চ দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । তবে সিট বুকিং করার পূর্বে আমাদের জানা উচিত কোন সিটের জন্য কত টাকা ভাড়া রয়েছে । এখন নিম্নে তা উল্লেখ করা হলো ।

সিটের নাম  সিটের ভাড়া 
ইকোনমি ক্লাস ৫০০ টাকা
বিজনেস ক্লাস ৬০০
রয়্যাল ক্লাস ৭০০
সিঙ্গেল এসি কেবিন ১০০০
ডাবল এসি কেবিন ১৮০০
ডিলাক্স কেবিন ৩০০০

বরিশাল থেকে ভোলা লঞ্চের ভাড়া হচ্ছে যথাক্রমে ইকোনমি ক্লাস ৫০০ টাকা, বিজনেস ক্লাস ৬০০ টাকা, রয়েল ক্লাস ৭০০ টাকা, সিঙ্গেল এসি কেবিন ১০০০ টাকা, ডাবল এসি কেবিন ১৮০০ টাকা এবং ডিলাক্স কেবিন ৩০০০ টাকা ।

আরও পড়ুন ➝ কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়

এখানে উল্লেখ করা সবগুলো সিট থেকে সবার প্রথমে আপনার পছন্দের সিট বাছাই করবেন । তারপর সেই সিটের টিকিট কেটে বরিশাল থেকে ভোলা যাতায়াত সম্পন্ন করবেন । আপনি যদি সর্বোচ্চ মানের সিট পেতে চান তাহলে অবশ্যই ডিলাক্স কেবিনের টিকিট কাটেন ।

বরিশাল টু ভোলা লঞ্চ টিকেট বুকিং

আপনি যদি বরিশাল থেকে ভোলা লঞ্চে চলাচল করতে চান তাহলে অবশ্যই টিকিট বুকিং করতে হবে । এর জন্য আমাদের দরকার হবে কাঙ্ক্ষিত লঞ্চের যোগাযোগ নাম্বার । আমরা যদি ওই নাম্বারে কল দেই তাহলে লঞ্চের অগ্রিম টিকিট কাটতে পারব অথবা লঞ্চের সময়সূচি পরিবর্তন হলে নতুন সময়সূচী সম্পর্কে জানতে পারবো । এখন নিম্নে উপরে উল্লেখিত লঞ্চ গুলোর যোগাযোগ নাম্বার দেয়া হলো ।

লঞ্চের নাম  মোবাইল নাম্বার 
এমভি সুপারসনিক ৩ ০১৭১১-৩৯৩৯৭৬
এমভি মিলন এক্সপ্রেস ১ ০১৭১১-৩২৯৬২৬
এমভি মেঘদূত ১ ০১৭৪৯-৭৯০৭৯০
এমভি আওলাদ এক্সপ্রেস ০১৭১১-৩০৪৩১৩
এমভি উপকূল এক্সপ্রেস ২ ০১৭১৫-৬৩৫৫৬৩
এমভি বিউটি অব ইমা এক্সপ্রেস ০১৭২৫-১৭১৮৯৭
এমভি সঞ্চিতা ১ ০১৯২৩-৩৪৪৯৪৫
এমভি পারভিন ০১৭১৯-৩০৪৩০৮

আমাদের শেষ কথা

সুপ্রিয় পাঠক, আজকের পোস্টটিতে আমরা বরিশাল থেকে ভোলা লঞ্চে চলাচল করার জন্য সেরা কয়েকটি লঞ্চের নাম, ভাড়া, সময়সূচী ও টিকেট বুকিং সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো বরিশাল টু ভোলা লঞ্চে চলাচল করতে চান তাহলে অবশ্যই উপরোক্ত লাঞ্চগুলো ব্যবহার করুন এবং আপনার যাত্রা সম্পন্ন করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
টাঙ্গাইল টু ময়মনসিংহ বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা
টাঙ্গাইল টু ময়মনসিংহ বাসের সময়সূচী

আপনি কি টাঙ্গাইল টু ময়মনসিংহ বাসের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে বিস্তারিত পড়ুন

ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী, ভাড়া ও টিকেট বুকিং
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী, ভাড়া ও টিকেট বুকিং

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও কি বিষয়ে জানতে আগ্রহী আছেন? বিস্তারিত পড়ুন

ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচী, বাস কাউন্টার নাম্বার ও ভাড়া ২০২৫
ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচী

আপনি কি ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ সময়সূচি, ভাড়া ও অনলাইনে টিকেট বুকিং
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ সময়সূচি, ভাড়া ও অনলাইনে টিকেট বুকিং

আপনি কি ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ সময়সূচি খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়া ২০২৫
হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনি কি হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে চান? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

খোকসা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
খোকসা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

আপনি কি খোকসা টু কুষ্টিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!