দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্রের নাম হচ্ছে নেপাল । যেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন । কেউ কেউ পড়াশোনা করছেন, কেউ কেউ চাকরি করছেন আবার কেউ কেউ ব্যবসা করছেন । তাছাড়া প্রতি বছর বাংলাদেশ থেকে নেপাল অসংখ্য মানুষ ভ্রমণ করে থাকেন । তাই আমাদের বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া কত এ বিষয়ে জানার দরকার হয়ে থাকে ।
বাংলাদেশ থেকে নেপাল আমরা বেশিরভাগ যাই সেখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য । নেপালে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে । সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত যা মাউন্ট এভারেস্ট নামে পরিচিত যা নেপালে অবস্থিত । আপনি যদি নেপালে যান তাহলে এই মাউন্ট এভারেস্ট দেখতে পারবেন ।
আরও পড়ুন ➝ ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া কত
নেপালের মানুষ অত্যন্ত বন্ধু সুলভ যদি আপনি কখনো নেপাল যান তাহলে দেখতে পাবেন । সেখানকার মানুষের কর্মকান্ড ও সাংস্কৃতিক কতটুকু পরিমার্জিত যা সচরাচর অন্যান্য জাতির ক্ষেত্রে পাওয়া যায় না । আপনি সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি সেখান কার মানুষের সাথে আত্মীয়তা গ্রহণ করতে পারবেন যা আপনার মনে অন্য রকম অনুভূতি সৃষ্টি করবে ।
আজকের পোস্টে আমরা বাংলাদেশ টু নেপাল কয়েকটি বিমানের নাম, ভাড়ার তালিকা যেতে কত এবং সময়সূচী সহ আরও বেশ কিছু তথ্য সম্পর্কে জানব । আপনি যদি এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়টে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
বাংলাদেশ টু নেপাল বিমানের তালিকা
বর্তমানে বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার জন্য বেশ কয়েকটি বিমান নিয়মিত চলাচল করছে । এখন আমরা ওই সকল বিমান গুলোর নাম সম্পর্কে জানব । তাহলে সেখান থেকে আমাদের পছন্দের বিমান বাছাই করে সেই বিমানের টিকিট কাটবো এবং নেপাল পৌঁছাতে পারবো । নিচে সেরা কয়েকটি বিমানের নাম তুলে ধরা হলো ।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- ভিস্তারা এয়ারলাইন্স
- হিমালয়া এয়ারলাইন্স
- এয়ার ইন্ডিয়া
এখানে উল্লেখিত বাংলাদেশ টু নেপাল বিমান গুরু অত্যন্ত বিলাসবহুল এবং প্রতিটি বিমানে রয়েছে সম্পূর্ণ সীতা তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা । আপনি যদি কখনো বাংলাদেশ থেকে নেপাল বিমানে চলাচল করতে চান তাহলে উল্লেখিত বিমানগুলো ব্যবহার করুন ।
বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া কত
আমরাই ইতিমধ্যে কয়েকটি বিমানের নাম জেনেছি যেগুলো নিয়মিত বাংলাদেশ টু নেপাল চলাচল করে থাকে । এই প্রতিটি বিমানের জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারিত রয়েছে । এখন আমরা নিচে একটি ছকের মাধ্যমে জানতে পারবো বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া কত টাকা ।
বিমানের নাম | বিমানের ভাড়া |
---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ২৫,৯১৭ |
ভিস্তারা এয়ারলাইন্স | ২০,৪১১ |
হিমালয়া এয়ারলাইন্স | ১৭,৭৪১ |
এয়ার ইন্ডিয়া | ২৩,৮৪১ |
সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া উল্লেখিত ছকে তুলে ধরা হয়েছে । বিভিন্ন অনলাইন ট্রাস্টেড সোর্স এর বরাত অনুযায়ী উল্লেখিত বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া তথ্য বর্ণনা করা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও চাহিদার উপর ভিত্তি করে এই ভাড়া যেকোনো সময় কম বা বেশি হতে পারে ।
বাংলাদেশ টু নেপাল বিমানের সময়সূচী
আমরা যদি কখনো বাংলাদেশ থেকে নেপাল যেতে চাই তাহলে অবশ্যই বিমানের সময়সূচি সম্পর্কে জানা দরকার । তাহলে আমরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবো এবং বিমান ধরে নেপাল যেতে পারবো । এখন বাংলাদেশ টু নেপাল বিমানের ফ্লাইটের সিডিউল বা সময়সূচি তুলে ধরা হলো ।
বিমানের নাম | ফার্স্ট ফ্লাইট | লাস্ট ফ্লাইট |
---|---|---|
হিমালয়া এয়ারলাইন্স | বিকাল ০৪ঃ৩০ | বিকাল ০৪ঃ৩০ |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | সকাল ১০ঃ১৫ | সকাল ১০ঃ১৫ |
এয়ার ইন্ডিয়া | দুপুর ০২ঃ৩৫ | রাত ০৯ঃ০০ |
ভিস্তারা এয়ারলাইন্স | সকাল ১০ঃ১০ | সকাল ১১ঃ৪৫ |
বিভিন্ন অনলাইন ট্রাস্টেড সোর্স ও ওয়েবসাইট গুলোর তথ্য অনুযায়ী উল্লেখিত ছকে বিমান গুলোর দুইটি সিডিউল এর তথ্য তুলে ধরা হয়েছে । তবে আপনি বাংলাদেশ টু নেপাল বিমানের সময়সূচী বা সিডিউল সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য উল্লেখিত বিমান গুলোর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।
বাংলাদেশ টু নেপাল যেতে কত সময় লাগে
আমরা অনেকেই জানতে চাই বাংলাদেশ টু নেপাল যেতে কত সময় লাগে । এখানে প্রতিটি বিমানের জন্য আলাদা আলাদা সময় লাগতে পারে । তবে আমরা সবগুলো বিমান থেকে একটি গড় সময় বাছাই করেছি । আনুমানিক উল্লেখিত সময়ের মধ্যেই বাংলাদেশ টু নেপাল যেতে বিমানে সময় লাগে ।
আরও পড়ুন ➝ বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত
বর্তমানে বাংলাদেশ টু নেপাল বিমানে যেতে সময় লাগে ৬০ মিনিট থেকে ৯০ মিনিট (এক ঘন্টা থেকে দেড় ঘন্টা) পর্যন্ত । তবে বিমানের যান্ত্রিক ত্রুটি জনিত কারণে সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে । তবে সচরাচর বাংলাদেশ টু নেপাল যেতে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা হলেই যথেষ্ট ।
বাংলাদেশ টু নেপাল দূরত্ব কত কিলোমিটার
আমরা যদি কখনো বাংলাদেশ টু নেপাল যেতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশ টু নেপাল দূরত্ব কত কিলোমিটার অথবা কত মাইল এই বিষয়ে সম্পর্কে জানার দরকার হয় । কেননা আপনার পরিচিত কোন ব্যক্তি বা বন্ধুবান্ধব আপনাকে যদি প্রশ্ন করে ভাই বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব কত কিলোমিটার বা কত মাইল । তখন যদি আপনি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে লজ্জায় পড়তে হবে ।
বাংলাদেশ টু নেপাল দূরত্ব হচ্ছে ৮১৩ কিলোমিটার । কিন্তু আমরা যদি মাইল হিসেবে বিবেচনা করি তাহলে বাংলাদেশকে নেপালের দূরত্ব হচ্ছে ৫০৫ মাইল । এখন আপনাকে যদি আপনার পরিচিত কোন ব্যক্তি বা বন্ধুবান্ধব বাংলাদেশ ও নেপালের দূরত্ব কত কিলোমিটার বা মাইল সম্পর্কে প্রশ্ন করে আশা করি আপনি সঠিক জবাব দিতে পারবেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বাংলাদেশ টু নেপাল কোন কোন বিমান চলাচল করে, ভাড়া কত টাকা, যেতে কত সময় লাগে ও বিমানের সময়সূচি সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি কখনো নেপাল ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই উল্লেখিত বিমানগুলো থেকে যে কোন একটি বিমান বাছাই করুন এবং সেই বিমানের টিকিট কেটে আপনার যাতায়াত সম্পন্ন করুন ।
সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।