বি আর বি তারের মূল্য তালিকা ২০২৫ | ১ কয়েল তারের দাম BRB

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি বি আর বি তারের মূল্য তালিকা ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । আমরা অনেকে বাসা বাড়িতে বা বৈদ্যুতিক কাজে বিভিন্ন কোম্পানির তার ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি তারের নাম হচ্ছে বিআরবি ।

অনেকে আবার নতুন ইলেকট্রিকের ব্যবসা দিতে চাচ্ছেন তারা কোন তারের মূল্য কত টাকা অথবা ১ গজের দাম, ১ কয়েল তারের দাম এবং ১ ফুট তারের দাম কত টাকা সম্পর্কে জানা খুবই দরকার । আপনি যদি এই সকল না জেনে থাকেন তাহলে কিন্তু ব্যবসা দিয়ে লাভবান হতে পারবেন না ।

তাছাড়া বি আর বি কেবল কোম্পানির তার গুলো খুবই মজবুত, মোটা এবং টেকসই হয়ে থাকে । তাইতো আমরা বাসা বাড়িতে যখন বৈদ্যুতিক সংযোগ দিতে যাই দোকানদার আমাদের এই তারগুলোই সাজেস্ট করে থাকে । আর যদি ওই দোকানদার সাজেস্ট নাও করে থাকে আপনি দীর্ঘদিন ব্যবহার করার জন্য হলেও বিআরবির তার নিবেন ।

আরও পড়ুন ➝ ওয়ালটন এসির দাম কত টাকা 

তাই ব্যবসায়িক কাজে হোক অথবা বাসাবাড়িতে ব্যবহারের জন্য হলেও বিআরবি তার নিতে চাইলে অবশ্যই এই তারের মূল্য তালিকা সম্পর্কে আমাদের জেনে নেওয়া জরুরী । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন আলোচনায় যাওয়া যাক ।

বি আর বি তারের দাম কত

বর্তমানে বাংলাদেশ যতগুলো ইলেকট্রিক্যাল কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম ও জনপ্রিয় কোম্পানির নাম হচ্ছে বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । তাদের বেশ কিছু ইলেকট্রনিক পণ্য মার্কেটে চলমান রয়েছে । এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিআরবি তার । এই তার খুবই শক্ত এবং মোটা ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাইতো আমাদের প্রায় সকলের মাঝে আগ্রহ জাগে যে এই বিআরবি তারের দাম কত টাকা?

এখন বিআরবি তারের গুলো মূল্য আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে । কেননা এই তার যেহেতু অনেক টেকসই এবং মজবুত মানুষ বেশি ব্যবহার করছে । সেই সুবিধার্থে কোম্পানি তার গুলোর মূল্য বাড়িয়ে দিয়েছে । সাধারণত প্রতি ফিট, গজ, মিটার এবং কয়েলের উপর ভিত্তি করে বিআরবির তার গুলোর মূল্য ধরা হয়ে থাকে ।

আপনার বাজেট যদি ১০০০ থেকে ১২০০ টাকার মাঝে হয় তাহলে আপনি ১ কুন্ডলী বা ১ কয়েল তার কিনতে পারবেন । তাছাড়া আপনি যদি আরও উন্নত মানের তার কিনতে চান তাহলে ১৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে ।তাই এই তারগুলো কেনার পূর্বে আপনার বাজেট এবং কোন কাজে ব্যবহার করছেন সেটি আগে সিদ্ধান্ত নিন ।

বি আর বি তারের মূল্য তালিকা ২০২৫

বিআরবি বৈদ্যুতিক কাজে ব্যবহার করার জন্য বেশ কিছু মডেলের তার তৈরি করেছে । এই সকল তার গুলো খুবই উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি ফলে আপনি নিশ্চিন্তে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন । এই তার ছিড়ে যাবে না অথবা নষ্ট হবে না । এখন নিচে বিআরবি ক্যাবল এর তারের মূল্য তুলে ধরা হলোঃ

ধরন  ভোল্ট মিটার  দাম 
PVC Single Core 450/750V 100 Meter 1267 TK
FRLS PVC Single 450/750V 100 Meter 2,255 TK
BHA LSZH-FR Skin Coated 450/750V 100 Meter 1,474 TK
PVC Multi Core 300/500V 100 Meter 2,888 TK
PVC Flat Cable Core 300/500V 100 Meter 6,113 TK
PVC Single Aluminum 450/750V 100 Meter 4,487 TK
Coaxial Cables 450/750V 100 Meter 5,490 TK

উপরে যতগুলো বিআরবি কেবল তারের দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই তারের দাম গুলো যেকোনো সময় কম অথবা বেশি হতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য বিআরবি কেবল https://brbcable.com/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ।

১ কয়েল তারের দাম BRB কত

আপনি যদি ব্যবসায়িক কাজে বিআরবি ক্যাবল থেকে তার কিনেন তাহলে অবশ্যই আপনাকে কয়েল হিসেবে কিনতে হবে । এই কয়েলকে সাধারণত কুন্ডলী বলা হয়ে থাকে । এখন আপনি যদি ব্যবসায়িক কাজে ২ কয়েল অথবা কুন্ডলী কিনেন তাহলে প্রতি কয়েলের জন্য কত টাকা রাখা হবে? এখানে ১ কয়েলের মূল্য কত টাকা হবে সেটা আপনার তারের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে ।

নিম্নমানের বিআরবি ১ কয়েল তারের মূল্য হচ্ছে ১০০০ টাকা এবং সর্বোচ্চ বিআরবি ১ কয়েল তারের মূল্য হচ্ছে ১৫০০ টাকা । তাই আপনার বাজেট এর উপর ভিত্তি করে এই তারের মূল্য ধরা হয়ে থাকে । তবে আপনি যদি ব্যবসায়িক অথবা ব্যক্তিগত কাজে হোক অবশ্যই চাইবেন ভালো মানের বিআরবি তার কেনার জন্য তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

১ গজ বিআরবি তারের দাম কত

আমরা অনেকেই বাসা বাড়িতে ছোটখাটো বৈদ্যুতিক কাজের জন্য অল্প তার কিনে থাকি । তাই ইলেকট্রিক দোকানদারের কাছে গিয়ে বলি ভাই আমার ১ গজ তার লাগবে বা ২ গজ তার লাগবে । এখন প্রশ্ন হচ্ছে ১ গজ বিআরবি তারের মূল্য কত টাকা? ১ কয়েল অথবা কুন্ডলীতে সাধারণত ১০৯ গজ তার থাকে ।

আরও পড়ুন ➝ ভিশন ইলেকট্রিক চুলা দাম কত

ধরে নিলাম প্রতি কয়েলের মূল্য ১২০০ টাকা তাহলে এক গজ তারের দাম কত টাকা । আপনি যদি এই ১২ ০০ টাকাকে ১০৯ দিয়ে ভাগ করেন তাহলে হিসাব করে পাওয়া যায় ১১.১০ টাকা । তাছাড়া প্রতি ১ কোয়েল তার মূল্য যদি আপনি ১৫০০ টাকা ধরেন তাহলে ১ গজ তারের দাম হয় ১৩.৭৬ টাকা । তাই আপনি কত দামী তার কিনবেন তার ওপর ভিত্তি করে প্রতি গজ বিআরবি কেবল তারের মূল্য হয়ে থাকে ।

১ ফিট বি আর বি তারের মূল্য কত

অনেকে আবার বিআরবি ১ ফিট তারের দাম কত টাকা সে সম্পর্কে জানতে চায় । আমরা ইতিমধ্যে .১ গজ এবং ১ কয়েল তারের দাম কত টাকা সে সম্পর্কে জানতে পেরেছি । এখন ১ ফিট তারের মূল্য কত টাকা হবে সেটা সম্পর্কে জানব । এখানেও আপনার তারের ধরনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে ।

সাধারণত বিআরবি ১ ফিট মোটা তারের মূল্য হচ্ছে ৪০ টাকা এবং ডাবল ক্যাবল যুক্ত এক ফিট ইফতারের মূল্য হচ্ছে ৭০-৮০ টাকা । তবে আপনি চাইলে ৫০ টাকার ভেতরেও মোটা তার কিনতে পারবেন । তাছাড়া প্রতি ফিট চিকন তারের মূল্য হচ্ছে মাত্র ১২ থেকে ১৫ টাকার ভিতরে । তাই আপনার যত টাকা বাজেট তার ওপর ভিত্তি করে তার কিনতে পারেন ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ইলেকট্রিক কোম্পানি বিআরবি ক্যাবল এর বেশ কিছু তারের মডেলের নাম এবং প্রতি ফিট, গজ এবং কয়েলের মূল্য কত টাকা সে সম্পর্কে আমরা জানতে পেরেছি । আপনি যদি বাসা বাড়িতে অথবা ব্যবসায়িক কাজে বিআরবি থেকে তার কিনতে চান তাহলে উপরোক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভাল থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!