আপনি কি ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৪ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ভিশন সিলিং ফ্যানের সুবিধা, বেশ কিছু ফ্যানের মডেলের নাম্বার এবং দাম সম্পর্কে । আমরা অনেকেই ইতিমধ্যে সিলিং ফ্যান কিনতে আগ্রহী হয়েছি ।
দেশে এখন গরম পড়েছে এবং এই সময় গরম থেকে পরিত্রান পেতে অবশ্যই সিলিং ফ্যানের বিকল্প নেই । বর্তমানে বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যান কোম্পানি রয়েছে কিন্তু কোন কোম্পানির ফ্যান ভালো এবং টেকসই সে সম্পর্কে আমরা কিন্তু অবগত নই । তাছাড়া অনেকেই সিলিং ফ্যানের দাম সম্পর্কে গুগলে অথবা অনলাইনে জানতে চান কিন্তু সঠিক তথ্য খুঁজে পান না ।
আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত
আপনি যে কোন কোম্পানির সিলিং ফ্যান ক্রয় করার পূর্বে ওই ফ্যানের সুবিধা, মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া উচিত । এতে আমরা ওই ফ্যানের যাবতীয় সুবিধা উপভোগ করার পাশাপাশি অনলাইন বা শোরুম থেকে সঠিক দামে ফ্যানটি ক্রয় করতে পারব । ফলে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে ।
আপনি যদি ইতিমধ্যে সিলিং ফ্যান ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে খুবই ভালো । তাই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তাহলে সিলিং ফ্যান সম্পর্কিত যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে । তো আর দেরি না করে চলুন আলোচনায় যাওয়া যাক ।
ভিশন সিলিং ফ্যান
বর্তমানে বাংলাদেশ অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি তাদের গ্রাহকদের জন্য সিলিং ফ্যানের ব্যবস্থা করেছে । যেমনঃ ওয়ালটন সিলিং ফ্যান, সিংগার সিলিং ফ্যান, সুপারস্টার সিলিং ফ্যান এবং ভিশন সিলিং ফ্যান । যদিও বা বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যান কোম্পানি রয়েছে তবে তার মধ্যে ভিশন সিলিং ফ্যান খুবই ভালো এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম
এই ফ্যানগুলো সাধারণত সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় ফলে আমাদের বিদ্যুৎ খুব সাশ্রয়ী হয়ে থাকে । আপনি যদি সিলিং ফ্যান ব্যবহার করেন এবং তাতে যদি অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় তাহলে লাভ এর থেকে লস বেশি হবে । আর এই বিষয়টাকে ভিশন কোম্পানি প্রাধান্য দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান তৈরি করেছে ।
ভিশন সিলিং ফ্যানের সুবিধা
ভিশনের সিলিং ফ্যানগুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে যা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি । এখন আমরা যদি ফ্যানটি ক্রয় করি তাহলে কি কি সুযোগ সুবিধা পাব সে সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরী । কেননা যে কোম্পানি বেশি সুবিধা দিবে আমরা ওই কোম্পানির ফ্যান ব্যবহার করব । এখন নিচে ভিশন সিলিং ফ্যানের সুবিধা গুলো উল্লেখ করা হলোঃ
- এই ফ্যানগুলোর ডিজাইন আকর্ষণীয় যা দেখতে খুবই সুন্দর ।
- ভিশন সুপার সিলিং ফ্যানগুলো সাধারণত বিদ্যুৎ সাশ্রয়ী হয় যা আপনাকে বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করে ।
- এই ফ্যানগুলোর আকার আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মানানসই হয় থাকে ।
- এইখানে শক্তিশালী মোটর রয়েছে যা খুব দ্রুত ঘুরে এবং আপনার চারপাশ দ্রুত ঠান্ডা রাখে ।
- ফ্যানগুলোতে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ।
উপরোক্ত সুবিধা গুলো ছাড়াও আরো অসংখ্য অসুবিধা রয়েছে যা আপনি এই ফ্যানগুলো ক্রয় করলে বুঝতে পারবেন । তাই বাজার থেকে অন্যান্য ফ্যান না ক্রয় করে এই ভিশন থেকে ফ্যান ক্রয় করতে পারেন । তাহলে আশা করি ভালো ফলাফল উপভোগ করতে পারবেন ।
ভিশন সিলিং ফ্যানের মডেল নাম্বার
বর্তমানে ভিশনের অসংখ্য সিলিং ফ্যান মডেল রয়েছে । প্রায় সকল মডেলের সিলিং ফ্যানই ভালো এবং ব্যবহার করা খুবই সহজ । আমরা যদি ঐ সকল সিলিং ফ্যান মডেল সম্পর্কে জানি তাহলে দোকান বা শোরুম বা অনলাইন থেকে খুব সহজে ওই ফ্যান টি ক্রয় করতে পারবো । নিচে ভিশন সিলিং ফ্যানের কয়েকটি মডেল নাম্বার উল্লেখ করা হলোঃ
- VISION Super Ceiling Fan Ivory 56″
- VISION Super Ceiling Fan 36″ White
- VISION Royal Ceiling Fan 56″
- VISION Super Ceiling Fan White 56″
- VISION Aerial Ceiling Fan 56″
- VISION Super Ceiling Fan 48″ Ivory
- VISION Super Ceiling Fan 24″ White
- VISION Elegant Ceiling Fan 56″
উপরে যতগুলো ভিশনের সিলিং ফ্যান মডেল তুলে ধরা হয়েছে সবগুলো মডেলই ভালো সার্ভিস দিয়ে থাকে । প্রায় প্রতিটি ফ্যানের ক্ষেত্রে আপনি মিনিমাম ১বছর ওয়ারেন্টি পাবেন । তাই উপরোক্ত ফ্যানগুলো থেকে আপনার যে ফ্যানটি খুবই পছন্দের সেটি ক্রয় করে ব্যাবহার করতে পারেন ।
ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৪
আমরা ইতিমধ্যে ভিশনের বেশ কয়েকটি সিলিং ফ্যানের মডেল নাম্বার সম্পর্কে অবগত হয়েছি । এখন আমরা উপরোক্ত সিলিং ফ্যানগুলোর দাম সম্পর্কে জানবো । অনলাইন বা দোকান বা শোরুম থেকে সিলিং ফ্যান ক্রয় করে যাতে আমরা না ঠকে যাই সেইজন্য সিলিং ফ্যানের দাম সম্পর্কে জানব । নিচে ছক আকারে ফ্যানে গুলোর দাম উল্লেখ করা হলোঃ
মডেল নাম্বার | ইঞ্চির পরিমাণ | দাম |
VISION Super Ceiling Fan Ivory | 56″ | 3087 Tk |
VISION Super Ceiling Fan | 36″ | 2441 Tk |
VISION Royal Ceiling Fan | 56″ | 3990 Tk |
VISION Super Ceiling Fan White | 56″ | 3087 Tk |
VISION Aerial Ceiling Fan | 56″ | 3781 Tk |
VISION Super Ceiling Fan Ivory | 48″ | 2740 Tk |
VISION Super Ceiling Fan White | 24″ | 2441 Tk |
VISION Elegant Ceiling Fan | 56″ | 3253 Tk |
উপরোক্ত ছকে যতগুলো সিলিং ফ্যানের দাম উল্লেখ করা হয়েছে সেগুলো ভিশন ইলেকট্রনিক্স বাংলাদেশ ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী করা হয়েছে । এই ফ্যানগুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন ভিশনের https://vision.com.bd/fan/ceiling-fan/ অফিসিয়াল ওয়েবসাইটে
FAQ – ভিশন সিলিং ফ্যান
ভিশন 24″ সিলিং ফ্যানের দাম কত?
এই ফ্যানগুলোর মূল্য ২,৪৪১ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ।
ভিশন 36″ সিলিং ফ্যানের দাম কত?
এই ফ্যানগুলোর মূল্য ২,৪৪১ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ।
ভিশন 56″ সিলিং ফ্যানের দাম কত?
এই ফ্যানগুলোর মূল্য ৩০০০ থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শকবৃন্দ, আজকের পোস্টে আমরা ভিশনের সিলিং ফ্যানের বেশ কয়েকটি মডেল নাম, দাম এবং সুবিধা সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি ইতিমধ্যে সিলিং ফ্যান ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাজেশন হচ্ছে ভিশন থেকে সিলিং ফ্যান ক্রয় করুন । তাহলে আশা করা যায় আপনি ভালো ফলাফল আশা করতে পারেন ।
আপনার যদি এই সিলিং ফ্যান সম্পর্কে আরও কোন প্রশ্ন জানার দরকার হয় তাহলে কমেন্টে মতামত জানান । আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি পড়ার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।