আপনি কি মিনিস্টার ফ্রিজ 165 লিটার দাম সম্পর্কে জানতে চান? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাইটেক পার্কের ১৬৫ লিটারের বেশ কিছু ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।
আমরা সচরাচর বাসা বাড়িতে খাবার দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি । আপনার ফ্যামিলিতে যদি অনেক বেশি পরিমাণে রান্নাবান্না করা হয় অথবা ফাস্টফুড কেনা হয় তাহলে ওই সকল খাবার সরবরাহ করার জন্য অবশ্যই একটি ভালো মানের ফ্রিজ লাগবে । তাহলে আপনি ওই খাবার অপচয় রোধ করতে পারবেন ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম
আমরা যদি গুগলে অথবা ইউটিউবে মিনিস্টার ফ্রিজ লিখে সার্চ করি তাহলে বেশ কিছু লিটারের ফ্রিজ আমাদের সামনে চলে আসে । যেমনঃ মিনিস্টার 165 লিটার ফ্রিজ, মিনিস্টার 175 লিটার ফ্রিজ, মিনিস্টার 195 লিটার ফ্রিজ, এবং মিনিস্টার 252 লিটার ফ্রিজ আরো অসংখ্য ফ্রিজ চলে আসে । এখানকার প্রতিটি ফ্রিজেই অনেক ভালো এবং ব্যবহার করা খুবই সহজ ।
তবে বর্তমানে বাজারে মিনিস্টার 165 লিটার ফ্রিজটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে । মূলত এই ফ্রিজের বাজার মূল্য তুলনামূলক কম এবং ব্যবহার করাও সহজ হওয়াতে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে । তাই আমাদের অনেক ভাই ও বোন মিনিস্টার 165 লিটার ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে চান ।
আপনিও যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । কেননা পোস্টটি পড়ার পর আপনার মিনিস্টার 165 লিটার ফ্রিজ সম্পর্কে বিস্তারিত ধারণা হয়ে যাবে । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
মিনিস্টার ফ্রিজ 165 লিটার মডেল নাম্বার
বর্তমানে বাজারে মিনিস্টার ১৬৫ লিটার ফ্রিজের বেশ কিছু মডেল চালু রয়েছে । আমরা যদি ঐ সকল মডেল গুলোর নাম্বার জানি তাহলে সে মডেলের বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারব । এখন নিচে বেশ কিছু ১৬৫ লিটার মিনিস্টার ফ্রিজের মডেল নাম্বার তুলে ধরা হলো ।
- MINISTER M-165 Black Arum Lily
- MINISTER M-165N DEEP BLUE
- MINISTER M-165N PURPLE MAGNOLIA
- MINISTER M-165N RED JABA
- MINISTER M-165N RED JABA NEW
- MINISTER M-165N RED POPPY
- MINISTER M-165 Elegant Rose
এখানে যতগুলো মিনিস্টার ফ্রিজ ১৬৫ লিটার মডেল নাম্বার তুলে ধরা হয়েছে এগুলো নতুন বাজারে এসেছে । উন্নত মানের প্রযুক্তি ব্যবহার এবং দীর্ঘদিন টেকসই সেই সাথে ভালো মানের ওয়ারেন্টি সার্ভিস হওয়াতে এই মডেলদের ফ্রিজগুলো বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ।
মিনিস্টার ফ্রিজ 165 লিটার দাম কত
আমরা ইতিমধ্যে বেশ কিছু মিনিস্টার ফ্রিজ 165 লিটার মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা ওই সকল মডেলের ফ্রিজের দাম কত টাকা সে সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে মিনিস্টার ফ্রিজ ১৬৫ লিটারের বেশ কয়েকটি ফ্রিজের মডেল নাম্বার এবং দাম নিচে ছক আকারে তুলে ধরা হলো ।
মডেল নং | ফ্রিজের দাম |
MINISTER M-165 Black Arum Lily | 29,900 TK |
MINISTER M-165N DEEP BLUE | 29,500 TK |
MINISTER M-165N PURPLE MAGNOLIA | 29,500 TK |
MINISTER M-165N RED JABA | 29,500 TK |
MINISTER M-165N RED JABA NEW | 29,500 TK |
MINISTER M-165N RED POPPY | 29,500 TK |
MINISTER M-165 Elegant Rose | 29,900 TK |
এখানে যতগুলো ফ্রিজের মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা মিনিস্টার ফ্রিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই ফ্রিজগুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় মিনিস্টার কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য প্রতিনিয়ত মিনিস্টার ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন ।
আপনি যদি মিস্টার ফ্রিজ ১৬৫ লিটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে মিনিস্টার শো রুম যোগাযোগ করতে পারেন । তাছাড়া মিনিস্টার কাস্টমার কেয়ার নাম্বারে অথবা সার্ভিস সেন্টার নাম্বারে কল করে জানতে পারেন । তাহলে আশা করি মিনিস্টার ফ্রিজ ১৬৫ লিটার সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা লাভ করে যাবেন ।
মিনিস্টার ফ্রিজ 165 লিটার সুবিধা
প্রতিটি ফ্রিজেরই নিজস্ব বেশ কিছু সুবিধা রয়েছে । ঠিক তেমনি মিনিস্টার ফ্রিজ ১৬৫ লিটারে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন । এখন আপনাদের সুবিধার্থে নিচে ওই সকল সুবিধা গুলো তুলে ধরা হলো ।
- এই ফ্রিজগুলোতে ডাইরেক্ট কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা আপনার খাবার এবং পানিকে খুব দ্রুত ঠান্ডা করবে ।
- দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা অবস্থাতেও ফ্রিজের ভিতরে ঠান্ডা বজায় থাকবে ।
- আপনার ফ্যামিলিতে যদি ৩-৪ জন মেম্বার থাকে তাহলে এই ফ্রিজটি আপনার জন্য উপযুক্ত ।
- ফ্রিজগুলোতে উচ্চ এনার্জি ইফিসিয়েন্সি রেশিও ব্যবহার করা হয়েছে যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
- এই ফ্রিজগুলো আপনার ৬ লেভেল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে ।
এখানে মিনিস্টার ফ্রিজ 165 লিটারের যতগুলো সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অসংখ্য সুবিধা রয়েছে । তাই আপনি যদি কখনো উপরোক্ত সুবিধা উপভোগ করতে চান তাহলে অবশ্যই মিনিস্টার ১৬৫ লিটার ফ্রিজ কিনে ব্যবহার করুন ।
কেন মিনিস্টার ফ্রিজ 165 লিটার কিনবেন?
আমাদের বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য ইতিমধ্যে বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, মার্সেল ফ্রিজ এবং যমুনা ফ্রিজ । এই সকল কোম্পানী গুলোর ফ্রিজ খুবই ভালো এবং সার্ভিস ওয়ারেন্টিও ভালো । তাহলে আমরা উপরোক্ত ফ্রিজ না কিনে কেন মিনিস্টার ফ্রিজ 165 লিটার কিনব?
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 242 লিটার দাম
আপনার হাতের বাজেট যদি কম হয় এবং যদি চান উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি ফ্রিজ কিনবেন তাহলে মিনিস্টার থেকে 165 লিটার ফ্রিজ কিনতে পারেন । এই ফ্রিজগুলোর বর্তমান বাজার মূল্য অন্যান্য কোম্পানির ফ্রিজের বাজার মূল্য থেকে তুলনামূলক অনেক কম হয়ে থাকে ।
তাছাড়া এই ফ্রিজগুলোর গুণগত মান অন্যান্য কোম্পানির ফ্রিজের গুণগত মানের থেকে অনেক ভালো ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাছাড়া আপনি যদি মিনিস্টার থেকে ফ্রিজ কিনেন তাহলে সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । তাহলে আপনি বলি বলুন কেনই বা আপনি মিনিস্টার থেকে 165 লিটার ফ্রিজ কিনবেন না ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টারের ১৬৫ লিটার ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া এই ফ্রিজের সুবিধা এবং কেনই বা ফ্রিজটি কিনবো সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে । তাই আপনি যদি কখনো মিনিস্টার ফ্রিজ কিনতে চান তাহলে উপযুক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।
সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে রাখবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।