আমাদের অনেক ভাই ও বোন মিশরের ১ টাকা বাংলাদেশের কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব মিশরের মুদ্রার নাম কি, টাকার মান কত এবং আজকের মিশরের টাকার রেট কত সম্পর্কে ।
বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ বিদেশে প্রবাসী হিসেবে কাজ করছে । যেমনঃ সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি এবং মিশর সহ বিশ্বের অন্যান্য দেশে কাজ করে বাংলাদেশি ভাই ও বোনেরা বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে ।
আরও পড়ুন ➝ সরকারি ভাবে জাপান যাওয়ার উপায়
আমরা জানি মিশর একটি মুসলিম সম্প্রদায় ভুক্ত উন্নত দেশ । এই দেশটি আফ্রিকার উত্তর-পূর্বকোণে অবস্থিত । মিশরের জনগণের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি । সেই সুবিধার্থে এখানকার টাকার মানও বেশি । তাছাড়া এখানকার জনগণের জীবন যাত্রার মান অনেক উঁচু পর্যায়ের ।
আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন এবং দেশে কোন সরকারি অথবা বেশরকারি কোন চাকরি পাচ্ছেন না তাহলে বসে না থেকে মিশর আসতে পারেন । মিশরে এসে আপনি উচ্চ বেতনে চাকরি করতে পারবেন । এর ফলে আপনার নিজের ভালো একটি ক্যারিয়ার দাঁড় হবে এবং পরিবারের সকলকে হাসি ও খুশি রাখতে পারবেন
আপনি যদি কখনো মিশর যেতে চান তাহলে সেই দেশের মুদ্রার মান কত টাকা সে সম্পর্কে জানা দরকার । তাছাড়া আপনার বাবা, ভাই ও আত্মীয়-স্বজনের কেউ যদি মিশর থাকে তাহলে উনি কত টাকা মাসে উপার্জন করছেন তা সে দেশে মুদ্রার রেট সম্পর্কে জানলে বলতে পারবেন । তাই আমাদের আজকের মিশরের মুদ্রার রেট সম্পর্কে জানা অতীত জরুরী ।
এখন আমরা মিশরের মুদ্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকেন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
মিশরের মুদ্রার নাম কি
আমাদের অনেকের ধারণা মিশরের মুদ্রাকেও বাংলাদেশের মতো টাকা বলা হয় । না, ভাই মিশরের মুদ্রা কিন্তু টাকা নয় । টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম । সারা বিশ্বের সকল দেশের জন্য আলাদা আলাদা মুদ্রার নাম নির্ধারিত করে দেওয়া আছে । ঠিক তেমনি মিশরের নির্দিষ্ট একটি মুদ্রা নাম রয়েছে ।
আমরা জানি মিশর হচ্ছে আফ্রিকার মুসলিম সম্প্রদায় ভুক্ত উন্নত একটি দেশ । এই দেশটি যেহেতু মুসলিম সম্প্রদায়ের আওতাভুক্ত তাই এখানকার মুদ্রার নামও আরবির সাথে সামঞ্জস্যপূর্ণ । বর্তমানে মিশরের মুদ্রার নাম হচ্ছে মিশরীয় পাউন্ড । তাই এখন যদি আমাদের কেউ প্রশ্ন করে মিশরের মুদ্রার নাম কি তাহলে টাকা না বলে মিশরীয় পাউন্ড বলবো ।
মিশরের টাকার মান কত
আমরা ইতিমধ্যে মিশরের মুদ্রার নাম সম্পর্কে জেনেছি । এখন আমরা মিশরীয় পাউন্ডের মান কত সে সম্পর্কে জানব । আপনি যদি মিশরের টাকার মান কত এভাবে বলেন তাহলে কিন্তু হয়না । আপনাকে বলতে হবে মিশরের পাউন্ড এর মান কত তাহলেই সঠিক হবে । তবে অনেকে কথার কথা হিসেবে মিশরের টাকার মান কত বলে থাকে ।
আরও পড়ুন ➝ কুয়েত কোম্পানি ভিসা বেতন কত
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট অনুযায়ী মিশরের টাকার মান হচ্ছে ১ মিশরীয় পাউন্ড সমান বাংলাদেশি ২ টাকা ৪৬ পয়সা । এখন আপনাকে যদি কেউ বলে মিশরীয় ১০ পাউন্ড সমান বাংলাদেশি কত টাকা তাহলে আপনি নিঃসন্দেহে এর উত্তর বলতে পারবেন । বর্তমানে ১০ মিশরীয় পাউন্ড সমান ২৪ টাকা ৬০ পয়সা ।
মিশরীয় পাউন্ড | বাংলাদেশী টাকা |
১ মিশরীয় পাউন্ড | ২ টাকা ৪৬ পয়সা |
১০ মিশরীয় পাউন্ড | ২৪ টাকা ৬০ পয়সা |
৫০ মিশরীয় পাউন্ড | ১২৩ টাকা |
১০০ মিশরীয় পাউন্ড | ২৪৬ টাকা |
৫০০ মিশরীয় পাউন্ড | ১২৩০ টাকা |
১০০০ মিশরীয় পাউন্ড | ২৪৬০ টাকা |
মিশরের ১ টাকা বাংলাদেশের কত টাকা
মিশরের মুদ্রার জন্য নির্দিষ্ট একটি নাম রয়েছে যা হচ্ছে মিশরীয় পাউন্ড । আমরা যদি মিশরীয় পাউন্ড হিসেবে ধরি তাহলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট অনুযায়ী মিশরীয় ১ পাউন্ড সমান বাংলাদেশি ২ টাকা ৪৬ পয়সা । কিন্তু আপনি যদি মিশরের এক টাকা সমান বাংলাদেশি কত টাকা এভাবে হিসাব করেন তাহলে বলা যায় মিশরের ১ টাকা সমান বাংলাদেশি ২ টাকা ৪৬ পয়সা ।
আজকের মিশরের টাকার রেট কত
আমরা জানি মিশর আফ্রিকার মুসলিম সম্প্রদায় ভুক্ত উন্নত একটি দেশ । এই দেশের জনগণের মাথাপিছু আয় তুলনামূলক বেশি হওয়ায় এখানকার টাকার রেট অনেক বেশি । এই দেশে যেহেতু অনেক শিল্প কারখানা রয়েছে তাই এখানকার মুদ্রা রেটও প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে ।
আমরা কারেন্সি ক্যালকুলেটরে প্রতিনিয়ত মিশরের টাকার রেট সম্পর্কে জানতে পারি । অনেকে বলতে পারেন এই কারেন্সি ক্যালকুলেটর কোথায় পাবো? আপনি কত মিশরীয় পাউন্ড রেট সম্পর্কে জানতে চান তা লিখে গুগলে সার্চ করলেই অটোমেটিক কারেন্সি ক্যালকুলেটর হয়ে টাকায় রূপান্তরিত হয়ে যাবে ।
উদাহরণ স্বরূপ মিশরের ১ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা, মিশরের ১০ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা, মিশরের ৫০ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা, মিশরের ১০০ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা, মিশরের ৫০০ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা এবং মিশরের ১০০০ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা ।
আপনি যদি এইভাবে লিখে গুগলে সার্চ করেন তাহলে শুরুতে কারেন্সি ক্যালকুলেটরে এর উত্তর পেয়ে যাবেন । তাছাড়া আপনি মিশরের ১ পাউন্ড সমান বাংলাদেশের কত টাকা এটা যদি জানেন তাহলে নিজস্ব ক্যালকুলেটরে যত পরিমান ইচ্ছা তত পাউন্ডের হিসাব নিজেই করতে পারবেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা আফ্রিকার অন্যতম উন্নত মুসলিম সম্প্রদায় দেশ মিশরের আজকের টাকা রেট সম্পর্কে বিস্তারিত জেনেছি । এখানে কারেন্সি ক্যালকুলেটরে মিশরের বিভিন্ন পাউন্ড রেট উল্লেখ করা হয়েছে । আপনি যদি কখনো মিশরের মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে উপরোক্ত তথ্য ফলো করে জানতে পারেন ।
সুপ্রিয়া পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।