আপনি কি যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম কত জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানির যমুনা ফ্রিজের ১২ সেফটি কয়েকটি মডেল নাম্বার, দাম এবং সুবিধা সম্পর্কে ।
আমরা সচরাচর বাসা বাড়িতে ফ্রিজ ব্যবহার করি খাবার দীর্ঘ সময় সরবরাহ করার জন্য । তাছাড়া গরমকালে আমাদের প্রচুর পরিমাণে পানি খাওয়ার দরকার হয় । কিন্তু গরমের কারণে পানি অনেক গরম থাকে ফলে ওই পানি খাওয়া যায় না । কিন্তু আমরা যদি পানি বোতলে অথবা পাত্রের ভরে ফ্রিজে রেখে দিই তাহলে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায় ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা ২০২৪
অতঃপর সেই পানি ফ্রিজ থেকে বের করে যদি আপনি খান তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে কলিজা ঠান্ডা হয়ে গেছে । আপনার ফ্যামিলিতে যদি অন্তত ৩ থেকে ৪ জন মেম্বার থাকে তাহলে অবশ্যই একটি ফ্রিজের দরকার হয় । বাসা বাড়ির বাড়তি খাবার পচন রোধ করার জন্য ফ্রিজের গুরুত্ব অপরিসীম ।
বর্তমানে মার্কেটে ফ্রিজ সরবরাহ করার জন্য অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । তবে ওই সকল কোম্পানিগুলো থেকে আমরা যমুনা কোম্পানির ফ্রিজ সম্পর্কে আলোচনা করব । অনেকে প্রশ্ন করতে পারেন যমুনা ফ্রিজ কি ভালো? নিঃসন্দেহে আপনি যমুনা থেকে ফ্রিজ কিনতে পারেন ।
যমুনা কোম্পানির ফ্রিজ গুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । তাছাড়া আপনি যদি কখনো যমুনা থেকে ফ্রিজ কিনেন তাহলে দীর্ঘদিনের ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন । এই সকল সুবিধার সাধারণত অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিগুলোতে ক্ষেত্রে পাওয়া যায় না ।
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন বাজার থেকে নতুন একটি ফ্রিজ কিনবেন তাহলে অবশ্যই সবার প্রথমে যমুনা ফ্রিজকে প্রাধান্য দিবেন । এখন আমরা যমুনা ফ্রিজের মডেল নাম্বার এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানব । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম কত
আপনি যদি প্রশ্ন করেন যমুনা ফ্রিজের দাম কত তাহলে সবার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত সেফটির ফ্রিজ কিনতে যাচ্ছেন । যমুনা কোম্পানিতে সাধারণত যমুনা ফ্রিজ .১৬ সেফটি দাম কত, যমুনা ফ্রিজ ৮ সেফটি দাম কত, যমুনা ফ্রিজ ১০ সেফটি দাম কত, যমুনা ফ্রিজ ১১ সেফটি দাম কত, এবং যমুনা ফ্রিজ ১২ সেফটি পাওয়া যায় ।
যমুনা কোম্পানির ১২ সেফটি ফ্রিজ সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । এই ফ্রিজগুলো খুবই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় । এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন । তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি যমুনা থেকে ১২ সেফটি ফ্রিজ কিনেন তাহলে ২-৩ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
বর্তমান বাজারে যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম ৩০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা । তবে এই ১২ সেফটি ফ্রিজ গুলোতে দাম অনুযায়ী ধারণ ক্ষমতা আলাদা আলাদা রয়েছে । আপনি যদি বেশি টাকা খরচ করেন তাহলে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ১২ সেফটির ফ্রিজ কিনতে পারবেন ।
যমুনা ফ্রিজ ১২ সেফটি দাম বাংলাদেশ
বর্তমানে যমুনা কোম্পানিতে ১২ সেফটির অনেক ফ্রিজ পাওয়া যায় । কিন্তু ওই সকল ফ্রিজগুলো থেকে সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় কয়েকটি ১২ সেফটি ফ্রিজ সম্পর্কে এখন আমরা জানব । আপনাদের সুবিধার্থে কয়েকটি যমুনা ১২ সেফটি ফ্রিজের মডেল নাম্বার ও দাম সম্পর্কে নিচে তুলে ধরা হলো ।
মডেল নং | দাম (টাকা) |
JE6-BM2F6QD | Tk 38,520 |
JE5-BM2C2QD | Tk 34,470 |
JE5-TM2E0QD | Tk 33,570 |
JE5-TM2E0QD | Tk 33,570 |
JE5-TM2F8QD | Tk 38,070 |
JE5-TM2F8QD | Tk 38,070 |
JE6-BM3D8QD | Tk 44,370 |
এখানে উল্লেখিত সকল যমুনা ফ্রিজের দাম ২০২৪ সালের আপডেট অনুযায়ী যমুনা ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । তবে যমুনা কর্তৃপক্ষ চাইলে এই সকল ফ্রিজের মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তন করতে পারে ।
যমুনা ফ্রিজ ১২ সেফটির সুবিধা
আপনি যখন যমুনা ১২ সেফটি ফ্রিজ কিনবেন তখন বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন যমুনার ১২ সেফটি ফ্রিজে কি কি সুবিধা রয়েছে সে সম্পর্কে আমরা নিচে জানব । যমুনা ১২ সেফটি ফ্রিজের সুবিধাগুলো তুলে ধরা হলো ।
- এই ফ্রিজ গুলোতে ডিরেক্ট কুলিং সিস্টেম রয়েছে ফলে ফ্রিজে পানি রাখলে খুব অল্প সময়ে ঠান্ডা হতে সহায়তা করবে ।
- এই ফ্রিজ গুলোতে উচ্চ এনার্জি ইফিসিয়েন্সি রেশিও সিস্টেম ব্যবহার করা হয়েছে যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
- এই ফ্রিজগুলোতে দুই থেকে তিন বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
- এই ফ্রিজ গুলোতে রয়েছে উন্নত ইন্সুলেশন সিস্টেম যা তাপমাত্রা ধরে রাখে এবং আপনার বিদ্যুৎ বিল কমায় ।
- এই ফ্রিজগুলোর আকার আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রয়েছে ।
- এই ফ্রিজগুলো উচ্চ উপকরণ দিয়ে তৈরি ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
এখানে উল্লেখিত সুবিধা গুলো ছাড়াও আরো অসংখ্য সুবিধা রয়েছে সকল যমুনা ফ্রিজে । তাই আপনি যদি ফ্রিজ কিনে দীর্ঘদিন পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস এবং ব্যবহার করতে চান তাহলে আজই যমুনা ফ্রিজ কিনুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টে আমরা যমুনা ফ্রিজের দাম বিশেষ করে যমুনা ১২ সেফটি ফ্রিজের দাম কত এবং বেশ কিছু মডেল নাম্বার ও সুবিধা সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে যমুনা ফ্রিজ কিনতে আগ্রহী থাকেন তাহলে যমুনা ফ্রিজের যে কোন একটি মডেল পছন্দ করুন । অতঃপর সেই ফ্রিজের মডেল কিনে ব্যবহার করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন ব্যক্তিগত মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।