রবি মিনিট চেক করে কিভাবে ২০২৫ | রবি মিনিট চেক করার কোড

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি রবি মিনিট চেক করে কিভাবে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়, তাহলে বলবো সঠিক জায়গাতে এসেছেন । আমরা সকলে কম বেশি রবি সিম ব্যবহার করে থাকি । এই সিম ব্যবহার করে আমরা মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্রাউজিং এবং এসএমএস সহ আমাদের অন্যান্য যাবতীয় কাজ করে থাকি ।

আমরা যখন রবি সিমে মোবাইল রিচার্জ করে তখন রবি ব্যালেন্স চেক কোড সম্পর্কে জানতে হয় । তা না হলে আমরা একাউন্টে কত টাকা রয়েছে তা জানতে পারি না । তাছাড়া রবি ইন্টারনেট ক্রয় করলে রবি ইন্টারনেট চেক কোড সম্পর্কেও আমাদের জানতে হয় । না হলে সিমে কতটুকু ডাটা অবশিষ্ট রয়েছে সে সম্পর্কে জানতে পারিনা ।

আরও পড়ুন ➝ রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

ঠিক তেমনি আমরা যখন কথা বলার জন্য রবি মিনিট প্যাকেজ ক্রয় করি তখন কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে তা জানার জন্য রবি মিনিট চেক কোড জানার দরকার হয় । আমরা যদি অ্যাকাউন্টে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে সে সম্পর্কে না জানি তাহলে সময় মতো সিমে টাকা রিচার্জ করতে পারবো না । তাছাড়া ওই মিনিটের কতটুকু মেয়াদ রয়েছে সে সম্পর্কেও আমরা জানতে পারবো না । ফলে অফারের মেয়াদ শেষ হয়ে যাবে ।

তাই আজকের পোস্টে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে রবি মিনিট চেক করা যায় এবং রবির সকল কোড সম্পর্কে । আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সকল বিষয়ে জেনে রাখা জরুরি । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্ট পড়তে থাকুন । তো চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক ।

রবি মিনিট চেক করে কিভাবে ২০২৫

আমরা ইতিমধ্যে রবি মিনিট চেক করার গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছি । এখন আমরা জানবো কিভাবে রবি সিমে মিনিট চেক করা হয় । সাধারণত দুইটি উপায়ে অবলম্বন করার মাধ্যমে রবি সিমের মিনিট চেক করা যায় । উপায় দুইটি হলোঃ

  • USSD কোড ব্যবহার করে
  • মাই রবি অ্যাপ ব্যবহার করে

উপরে যে দুইটি সিস্টেম দেয়া হয়েছে আপনারা তা ফলো করার মাধ্যমে খুব সহজে আপনার সিমে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে তা জানতে পারবেন । এখন আপনাদের সুবিধার্থে নিচে বিস্তারিতভাবে উপরোক্ত দুটি উপায় অবলম্বন করে কিভাবে রবিতে মিনিট চেক করা যায় তা তুলে ধরা হলো ।

USSD কোড ব্যবহার করে রবি মিনিট চেক

রবি মিনিট ব্যালেন্স দেখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে USSD কোড ব্যবহার করা । এই কোড ব্যবহার করার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই আপনার সিমে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে তা জানতে পারবেন । এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনার মোবাইলের ডায়ালপ্যাড অপশনে যেতে হবে এবং ডায়াল করতে হবে *২২২*৯# বা *২২২*২# ।

কোড ডায়াল করার পর যদি আপনার ফোনে দুইটি সিম থাকে তাহলে সেখান থেকে রবি সিম সিলেক্ট করুন এবং সর্বোচ্চ ২ থেকে ৫ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন । যদি আপনার ফোনে নেটওয়ার্ক কভারেজ ভালো থাকে তাহলে কম সময় লাগবে । যদি নেটওয়ার্ক কভারেজ দুর্বল হয় তাহলে একটু বেশি সময় নিবে । অতঃপর কিছু সময় পর দেখতে পাবেন আপনার রবি সিমে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে ।

মাই রবি অ্যাপ ব্যবহার করে রবি মিনিট চেক

রবি তার গ্রাহকদের মান উন্নয়ন এবং ফিডব্যাক গ্রহণ করার জন্য বেশ কিছু অ্যাপ ইতিমধ্যে গুগল প্লে স্টোরে পাবলিশ করেছে । তার মধ্যে অন্যতম একটি অ্যাপ এর নাম হচ্ছে মাই রবি অ্যাপ । এই অ্যাপ ব্যবহার করে আপনি রবি সম্পর্কিত যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন । সেটা হোক মিনিট, ইন্টারনেট অথবা এসএমএস সম্পর্কিত তথ্য ।

আপনি যদি মাই রবি অ্যাপ দিয়ে রবিতে মিনিট ব্যালেন্স দেখতে চান তাহলে সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে হবে । তাই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে My Robi লিখে । অতঃপর দেখতে পাবেন আপনার সামনে কাঙ্খিত অ্যাপটি চলে এসেছে  এবং সেখান থেকে অ্যাপটি ইন্সটল করে নিবেন ।

আরও পড়ুন ➝ ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন

মাই রবি অ্যাপ সফলভাবে ইন্সটল হওয়ার পর সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে । অ্যাকাউন্ট খোলার জন্য আপনার রবি সিমের নাম্বার দিবেন এবং Request OTP বাটনে ক্লিক করবেন । অতঃপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর আপনার সিমে একটি এসএমএস আসবে । সেই কোড বসিয়ে সাবমিট করবেন । ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ ।

সফলভাবে ওটিপি সাবমিট করার পর অটোমেটিক্যালি আপনার রবি একাউন্টে লগইন হয়ে যাবে । এখন আপনি যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার রবি সিমে কত মিনিট, কত জিবি ইন্টারনেট এবং কত এসএমএস অবশিষ্ট রয়েছে ।

রবি মিনিট চেক করার কোড

আমরা সকলেই জানি রবিতে কম দামে বেশি মেয়াদী মিনিট পাওয়া যায় । তাছাড়া সচরাচর কম লোকই পাওয়া যাবে যারা কিনা নরমালি টাকা ব্যবহার করে রবিতে কথা বলে থাকে । আপনি যদি টাকা ব্যবহার করে কথা বলেন তাহলে প্রতি মিনিটে অনেক বেশি চার্জ কাটবে । কিন্তু যদি মিনিট ব্যবহার করে কথা বলেন তাহলে প্রতি মিনিটে চার্জের পরিমাণ অনেক কম পড়বে ।

বর্তমানে বাংলাদেশের যতগুলো মোবাইল সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে রবি । এখানে কম রেটে বেশি মিনিট পাওয়া যায় । তাই একজন রবি সিম গ্রাহক যখন মিনিট প্যাকেজ ক্রয় করে তখন ওই প্যাকেজটির কত দিন মেয়াদ রয়েছে এবং কত মিনিট অবশিষ্ট হয়েছে সে সম্পর্কে জানা অপরিহার্য হয়ে পড়ে ।

ধরে নিন, আপনার ইমার্জেন্সি কোথাও কথা বলতে হবে এখন আপনার নাম্বার ডায়াল করে কল দিলেন দেখলেন আপনার ব্যালেন্স টাকা নেই বা মিনিট নেই এমত অবস্থায় আপনার হাতে কোন টাকাও নেই তাহলে বুঝুন আপনার অবস্থা কেমন হতে পারে? অথবা আপনি রবি থেকে বড় একটি মিনিট প্যাকেজ ক্রয় করেছেন সেই প্যাকেজের মেয়াদ কত দিন সে সম্পর্কে ও আপনি জানেন না ।

তাহলে দেখা যাবে ওই অফারটি হঠাৎ করেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এবং আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে । তাই আমরা অবশ্যই রবি মিনিট অফার ক্রয় করার পর একাউন্টে কতটুকু অবশিষ্ট মিনিট হয়েছে তা জানার চেষ্টা করব । এর জন্য আমরা মোবাইলের ডায়াল অপশন থেকে টাইপ করব *২২২*৯# বা *২২২*২# ।

রবি মিনিট চেক করার নাম্বার

অনেকে জানতে চান রবি মিনিট চেক করার নাম্বার কি? আসলে রবিতে মিনিট চেক করার নাম্বার আর USSD কোড নাম্বার একই যা আমরা ইতিপূর্বে উপরে আলোচনা করেছি । তাই আপনি যদি নাম্বার ব্যবহার করে একাউন্টে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে তা জানতে চান তাহলে *২২২*৯# বা *২২২*২# ডায়াল করুন ।

রবি সিমের সকল কোড

আপনি যদি একজন রবি সিম গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই রবি সিমের সকল কোড সম্পর্কে জেনে রাখা উচিত । কেননা আমাদের কোন কোডের দরকার কখন হবে তা আমরা কিন্তু ঠিক জানিনা । আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে সকল কোডগুলো উল্লেখ করা হলোঃ

রবি সকল কোডের নাম  রবি সকল কোডের নাম্বার 
রবি ইন্টারনেট ব্যালেন্স *২২২*৮১#
রবি সিম ব্যালেন্স *২২২#
রবি এসএমএস *২২২*১৩#
রবি সিম নাম্বার *২#
রবি মিনিট চেক *২২২*৯# বা *২২২*২#
রবি কাস্টমার কেয়ার নাম্বার ১২১
রবি ইমারজেন্সি ব্যালেন্স *৪#
রবি কলরেট *৬#

উপরে ছক আকারে যে USSD কোডগুলো দিয়েছি সেগুলো আমাদের প্রতিদিনই দরকার পরে । তাই কষ্ট করে কোড গুলো আপনার নোটপ্যাডে কপি করে রাখুন অথবা চাইলে এই পোস্টের লিংক সেভ করে রাখতে পারেন । আপনার যদি আর ও কোডের দরকার হয় তাহলে রবির অফিসিয়াল ওয়েবসাইট https://www.robi.com.bd/en ভিজিট করুন ।

FAQ – রবি মিনিট চেক কিভাবে করে

রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড কি?

রবিতে ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *২২২*৮১#

রবি এসএমএস চেক কোড কি?

রবি সিমে এসএমএস দেখার জন্য ডায়াল করুন *২২২*১৩#

রবি মিনিট চেক করার কোড কি?

রবি সিমে মিনিট দেখার জন্য ডায়াল করুন *২২২*৯ অথবা*২২২*৯#

রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেব?

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে *৪# ডায়াল করুন ।

রবি কল রেট দেখার উপায় কি?

আপনার ব্যবহৃত রবি সিমে কল রেট জানতে *৬# কোড ডায়াল করুন ।

রবি সিমে ব্যালেন্স দেখার কোড কি?

আপনার রবি সিমে ব্যালেন্স দেখতে *২২২# ডায়াল করুন ।

রবি সিম নাম্বার কিভাবে দেখবো?

আপনার ব্যবহৃত রবি সিম নাম্বার দেখতে *২# ডায়াল করুন ।

শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আমরা আজকের পোস্ট থেকে জানতে পারলাম কিভাবে রবিতে মিনিট দেখা যায় এবং রবির সকল কোডগুলো সম্পর্কে । আপনি যদি এই সকল তথ্য সম্পর্কে ইতিমধ্যে না জেনে থাকেন তাহলে নিশ্চয়ই জেনে ফেলেছেন । তাই কখনো যদি রবি মিনিট দেখার দরকার হয় তাহলে উপরোক্ত নির্দেশনাগুলো ফলো করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই বৃথা চেষ্টা সার্থক হবে । পোস্টটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন [বিস্তারিত সবকিছু]
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন

বাংলাদেশে যতগুলো মোবাইল সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড । এই কোম্পানিটি তাদের গ্রাহকদের বিস্তারিত পড়ুন

রবি এসএমএস কেনার কোড ২০২৫
রবি এসএমএস কেনার কোড ২০২৪

আমরা অনেকে রবি এসএমএস কেনার কোড সম্পর্কে জানতে চাই । আপনিও কি অনলাইনে কিভাবে রবি এসএমএস কেনা যায় এই বিষয়ে বিস্তারিত পড়ুন

রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড ২০২৫
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড

বর্তমানে বাংলাদেশের যতগুলো মোবাইল সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে প্রযুক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী ও উন্নত একটি অপারেটর কোম্পানির নাম হচ্ছে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!