বাংলাদেশে যত কোম্পানির আইপিএস পাওয়া যায় তার মধ্যে সবার প্রথমে রয়েছে রহিম আফরোজ আইপিএস । তাই অনেকে রহিম আফরোজ আইপিএস এর দাম কত টাকা সম্পর্কে জানতে চায় । মূলত আমরা বিদ্যুতের বিকল্প হিসেবে আইপিএস ব্যবহার করে থাকি । এর ফলে আমরা ফ্যান চালানো, বাতি জ্বালানো, টিভি চালানো, এবং কম্পিউটার চালানো সহ যাবতীয় সকল কাজ বিদ্যুতের মতই চালাতে পারি ।
আমাদের বাংলাদেশ গরম কাল আসলে প্রচুর পরিমাণে বিদ্যুতের লোডশেডিং হয় । ওই সময় যদি একবার বিদ্যুৎ চলে যায় তাহলে কত ঘন্টা পরে আসবে তার কোন ঠিক ঠিকানা থাকে না । মূলত ওই সময় আমরা গরম থেকে পরিত্রাণ পেতে এবং বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য আইপিএস এর খোঁজ করে থাকি ।
আরও পড়ুন ➝ রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম
বর্তমানে বাজারে বেশ কিছু কোম্পানির আইপিএস চালু রয়েছে । তার মধ্যে সফলতার সহিত সবার প্রথমে রয়েছে রহিম আফরোজ কোম্পানির আইপিএস । এই আইপিএস গুলো টেকসই এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে । আপনি যদি এই কোম্পানি থেকে আইপিএস কিনেন তাহলে ২-৩ বছরের ওয়ারেন্টি পাবেন ।
আপনার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকে আর সেখানে যদি সব সময় বিদ্যুতের দরকার হয় তাহলে রহিম আফরোজ থেকে আইপিএস নিতে পারেন । এখন আমরা এই কোম্পানির বেশ কিছু আইপিএস এর মডেল নাম্বার, দাম এবং সুবিধা সম্পর্কে আলোচনা করব । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
রহিম আফরোজ আইপিএস এর সুবিধা
আপনি যদি বাজার থেকে রহিম আফরোজ কোম্পানির আইপিএস কিনেন তাহলে বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন । এখন প্রশ্ন হলো যদি আমরা এই কোম্পানি থেকে আইপিএস কিনি তাহলে কি কি সুবিধা পাবো নিচে তা উল্লেখ করা হলো ।
- এই আইপিএস গুলো বিদ্যুৎ বিভ্রাটের সময় বাসা বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে ।
- এই আইপিএস এর মাধ্যমে আপনি ঘরের বাতি জ্বালানো, ফ্যান চালানো, টিভি দেখা, এবং কম্পিউটার চালানো সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন ।
- এই আইপিএস দিয়ে আপনার ল্যাপটপ ও মোবাইল ডিভাইস সব চার্জ করতে পারবেন ।
- এই আইপিএস গুলোতে উচ্চমানের পদার্থ ব্যবহার করা হয়েছে ফলে তা দীর্ঘস্থায়ী এবং টেকসই হয় ।
- রহিম আফরোজ আইপিএস এর বিভিন্ন মডেল রয়েছে । এখান থেকে আপনার চাহিদা মত আইপিএস কিনতে পারবেন ।
- তাছাড়া এই আইপিএস গুলিতে ২-৩ বছরের ওয়ারেন্টি রয়েছে।
রহিম আফরোজ আইপিএস এর দাম
আপনি রহিম আফরোজ কোম্পানির আইপিএস এর দাম কত টাকা তা জানতে গুগল অথবা ইউটিউব এ সার্চ করতে পারেন । তাছাড়া এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এসে যদি আইপিএস এর দাম লিখে সার্চ করেন তাহলেও কিন্তু অসংখ্য তথ্য পেয়ে যাবেন । আবার আপনার নিকটস্থ যদি কোন রহিম আফরোজ শোরুম থাকে তাহলে সেখান থেকে ও জানতে পারবেন ।
আপনি কত সময় ব্যাকআপের জন্য আইপিএস চাচ্ছেন তার ওপর ভিত্তি করে এই কোম্পানির আইপিএস এর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে । তাছাড়া আপনার বাজেট কত, ব্যাটারির এম্পিয়ার ও আরো অন্যান্য বিষয় বিবেচনা করা হয় রহিম আফরোজ আইপিএস এর দাম হয়ে থাকে ।
আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪
বর্তমানে রহিম আফরোজ আইপিএস এর বাজার মূল্য ১৩,০০০ টাকা থেকে শুরু হয় এবং ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে । তাই সবার প্রথমে আপনার হাতের বাজেট কত টাকা সেটা নির্ধারণ করুন । তারপর সেই অনুযায়ী আইপিএস কিনে ব্যবহার করতে পারেন ।
রহিম আফরোজ আইপিএস দাম বাংলাদেশ
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বর্তমান সময়ে বহুল ব্যবহৃত আইপিএস কোম্পানির রহিম আফরোজ এর আই পি এস এর মূল্য শুরু হয় ১৩০০০ থেকে এবং সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত । এখন আমরা বেশ কিছু আইপিএস এর মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচের তা উল্লেখ করা হলো ।
মডেল নাম্বার | আইপিএস দাম |
350VA IPS Light Box | 26,500 TK |
1275-Watt IPS Control Unit | 21,000 TK |
VLX Sinewave 675VA | 41,000 TK |
RZ 1650 Sine Wave | 69,900 TK |
DB Sinewave 800VA | 45,550 TK |
ION 2 KVA IPS | 85,150 TK |
এখানে যতগুলো আইপিএস এর মডেল নাম্বার এবং দাম উল্লেখ করা হয়েছে তা রহিম আফরোজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই সকল মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে ।
কেন রহিম আফরোজ আইপিএস কিনবেন?
আমরা ইতিমধ্যে রহিম আফরোজ আইপিএস এর বেশ কিছু মডেল নাম্বার ও দাম এবং সুবিধা সম্পর্কে জানতে পেরেছি । এখন প্রশ্ন হলো বাজারে এত সকল কোম্পানির আইপিএস থাকতে কেন রহিম আফরোজ থেকে আমরা আইপিএস কিনবো? হ্যাঁ, এই প্রশ্নটি করা খুবই যুক্তিসংগ ।
আপনার হাতের বাজেট যদি কম থাকে এবং যদি ভালো মানের আইপিএস কিনতে চান তাহলে রহিম আফরোজ আপনার জন্য বেস্ট হতে পারে । এই আইপিএস গুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । তাছাড়া আপনি যদি এখান থেকে একবার আইপিএস কিনেন তাহলে ২-৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ।
আপনি যদি রহিম আফরোজ আইপিএস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিকটস্থ রহিম আফরোজ শোরুমে যোগাযোগ করতে পারেন । তাছাড়া আপনি রহিম আফরোজ আইপিএস কাস্টমার কেয়ার নাম্বারে কল করে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত আইপিএস কোম্পানি রহিম আফরোজ এর বেশ কিছু আইপিএস এর মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া এই আইপিএস এর কি কি সুবিধা রয়েছে সে সম্পর্কেও জেনেছি । আপনি যদি কখনো বাজার থেকে আইপিএস কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে যে আইপিএসটি পছন্দ হয় সেটা কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে আমার যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার যদি আর কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।