সম্মানিত পাঠক, আপনি কি অনলাইনে রোজা কত তারিখে ২০২৫ সম্পর্কে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব ২০২৫ সালে রমজানের ক্যালেন্ডার, শবে কদর কবে এবং রমজানের ঈদ কবে ইত্যাদি বিষয় সম্পর্কে ।
রোজা হলো ইসলাম ধর্মের অতীব একটি গুরুত্বপূর্ণ ইবাদত । যা মুসলমানদের জন্য বাধ্যতামূলক ফরজ করা হয়েছে । এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সাধারণত রমজান মাসে পালন করা হয় ।
রোজা রাখা মানে সুবহে সাদিক (ভোর) থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার, পানীয় এবং শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা । শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত রাখার নামই হলো রোজা ।
আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছি তাদের অবশ্যই জানা দরকার ২০২৫ সালে রোজা কত তারিখ । এখন আমরা এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরব । আপনি যদি ইতিমধ্যে রমজানের রোজা কবে সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
রোজা কত তারিখে ২০২৫
রোজা হচ্ছে মুসলমান ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত । আমরা জানি প্রতি বছর ১ বার রোজা আসে । সাধারণত আমরা ৩০ দিন রোজা রেখে থাকি অর্থাৎ প্রতি বছর ১ মাস আমরা মহান আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি ।
রোজা সম্পর্কে মহান আল্লাহ তা’আলার কুরআনে অনেক আয়াত বর্ণিত রয়েছে । শুধুমাত্র রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেবেন এবং কি পুরস্কার পাবেন তা শুধুমাত্র আল্লাহ তা’আলা জানেন । আর আল্লাহ তা’আলা যা দিবেন নিঃসন্দেহে তা সর্বোচ্চ পুরস্কার হবে ।
আরও পড়ুন ➝ [২৫০+] আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ
১৪ই ফেব্রুয়ারি ২০২৫ দিবাগত রাতে আমরা শবে বরাতের রাত পেয়েছি । এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ কালামে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন । আর আমরা সকলেই জানি শবে বরাতের ১৫ দিন পর রমজানের রোজা শুরু হয়ে থাকে ।
মূলত আমরা চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের রোজা রেখে থাকি । আমরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী জানতে পারি ২০২৫ সালের রোজা হতে পারে ২ই মার্চ রবিবার ।
রমজানের ক্যালেন্ডার ২০২৫
যখন রমজান মাস আসে তখন আমরা রমজানের কোন রোজা কখন সেহরি খাওয়া শুরু হয় এবং কখন ইফতার সময় হয় তা জানতে আমরা ক্যালেন্ডার ব্যবহার করে থাকি । তাছাড়া রমজান প্রথমে কবে শুরু হয় এবং কবে শেষ ক্যালেন্ডারে তা উল্লেখ করা থাকে । আপনার কাছে যদি রমজানের ক্যালেন্ডার ২০২৫ থাকে তাহলে কিন্তু আপনি রোজা সম্পর্কে সম্পূর্ণ আপডেট পেয়ে গেলেন ।
আমরা আপনাদের কথা চিন্তাভাবনা করে রমজানের ক্যালেন্ডার ২০২৫ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক তৈরি খুজে বের করেছি । নিচের ২০২৫ সালের রমজানের ক্যালেন্ডারটি তুলে ধরা হলো ।
রমজান | তারিখ | বার | সাহরির শেষ সময় | ফজরের ওয়াক্ত শুরু | ইফতারের সময় |
---|---|---|---|---|---|
১ | ২ মার্চ | রবিবার | ৫:০২ মিনিট | ৫:০৪ মিনিট | ৬:০২ মিনিট |
২ | ৩ মার্চ | সোমবার | ৫:০২ মিনিট | ৫:০৪ মিনিট | ৬:০২ মিনিট |
৩ | ৪ মার্চ | মঙ্গলবার | ৫:০১ মিনিট | ৫:০৩ মিনিট | ৬:০৩ মিনিট |
৪ | ৫ মার্চ | বুধবার | ৫:০০ মিনিট | ৫:০২ মিনিট | ৬:০৪ মিনিট |
৫ | ৬ মার্চ | বৃহস্পতিবার | ৫:০০ মিনিট | ৫:০২ মিনিট | ৬:০৪ মিনিট |
৬ | ৭ মার্চ | শুক্রবার | ৪:৫৯ মিনিট | ৫:০১ মিনিট | ৬:০৫ মিনিট |
৭ | ৮ মার্চ | শনিবার | ৪:৫৮ মিনিট | ৫:০০ মিনিট | ৬:০৬ মিনিট |
৮ | ৯ মার্চ | রবিবার | ৪:৫৭ মিনিট | ৪:৫৯ মিনিট | ৬:০৬ মিনিট |
৯ | ১০ মার্চ | সোমবার | ৪:৫৬ মিনিট | ৪:৫৮ মিনিট | ৬:০৭ মিনিট |
১০ | ১১ মার্চ | মঙ্গলবার | ৪:৫৫ মিনিট | ৪:৫৭ মিনিট | ৬:০৮ মিনিট |
১১ | ১২ মার্চ | বুধবার | ৪:৫৪ মিনিট | ৪:৫৬ মিনিট | ৬:০৯ মিনিট |
১২ | ১৩ মার্চ | বৃহস্পতিবার | ৪:৫৩ মিনিট | ৪:৫৫ মিনিট | ৬:০৯ মিনিট |
১৩ | ১৪ মার্চ | শুক্রবার | ৪:৫২ মিনিট | ৪:৫৪ মিনিট | ৬:১০ মিনিট |
১৪ | ১৫ মার্চ | শনিবার | ৪:৫১ মিনিট | ৪:৫৩ মিনিট | ৬:১১ মিনিট |
১৫ | ১৬ মার্চ | রবিবার | ৪:৫০ মিনিট | ৪:৫২ মিনিট | ৬:১২ মিনিট |
১৬ | ১৭ মার্চ | সোমবার | ৪:৪৯ মিনিট | ৪:৫১ মিনিট | ৬:১২ মিনিট |
১৭ | ১৮ মার্চ | মঙ্গলবার | ৪:৪৮ মিনিট | ৪:৫০ মিনিট | ৬:১৩ মিনিট |
১৮ | ১৯ মার্চ | বুধবার | ৪:৪৭ মিনিট | ৪:৪৯ মিনিট | ৬:১৪ মিনিট |
১৯ | ২০ মার্চ | বৃহস্পতিবার | ৪:৪৬ মিনিট | ৪:৪৮ মিনিট | ৬:১৪ মিনিট |
২০ | ২১ মার্চ | শুক্রবার | ৪:৪৫ মিনিট | ৪:৪৭ মিনিট | ৬:১৫ মিনিট |
২১ | ২২ মার্চ | শনিবার | ৪:৪৪ মিনিট | ৪:৪৬ মিনিট | ৬:১৬ মিনিট |
২২ | ২৩ মার্চ | রবিবার | ৪:৪৩ মিনিট | ৪:৪৫ মিনিট | ৬:১৬ মিনিট |
২৩ | ২৪ মার্চ | সোমবার | ৪:৪২ মিনিট | ৪:৪৪ মিনিট | ৬:১৭ মিনিট |
২৪ | ২৫ মার্চ | মঙ্গলবার | ৪:৪১ মিনিট | ৪:৪৩ মিনিট | ৬:১৮ মিনিট |
২৫ | ২৬ মার্চ | বুধবার | ৪:৪০ মিনিট | ৪:৪২ মিনিট | ৬:১৯ মিনিট |
২৬ | ২৭ মার্চ | বৃহস্পতিবার | ৪:৩৯ মিনিট | ৪:৪১ মিনিট | ৬:১৯ মিনিট |
২৭ | ২৮ মার্চ | শুক্রবার | ৪:৩৮ মিনিট | ৪:৪০ মিনিট | ৬:২০ মিনিট |
২৮ | ২৯ মার্চ | শনিবার | ৪:৩৭ মিনিট | ৪:৩৯ মিনিট | ৬:২১ মিনিট |
২৯ | ৩০ মার্চ | রবিবার | ৪:৩৬ মিনিট | ৪:৩৮ মিনিট | ৬:২১ মিনিট |
৩০ | ৩১ মার্চ | সোমবার | ৪:৩৫ মিনিট | ৪:৩৭ মিনিট | ৬:২২ মিনিট |
নিঃসন্দেহে এই রমজানের ক্যালেন্ডার নির্ভুল হতে পারে । তবে চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন আগে অথবা পরে রমজানের রোজা শুরু হতে পারে ।
২০২৫ রমজানের ঈদ কত তারিখে
মুসলমানদের দুইটি বড় ধর্মীয় উৎসব রয়েছে । সেগুলো হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা । আমরা সাধারণত প্রতি বছর ৩০ দিন রোজা রাখার পর ঈদুল ফিতর পালন করে থাকি । মূলত ঈদুল ফিতরকে আমরা রমজানের ঈদ বলে থাকি ।
পুরো ৩০ দিন রোজা রাখার পর সাধারণত রমজানের ঈদ শুরু হয়ে থাকে । আমরা যেমন ভাবে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের রোজা রাখি ঠিক তেমনি চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের ঈদ কত তারিখ তা বলতে হয় ।
যদি ২০২৫ সালের রমজানের রোজা ২মার্চ রবিবার শুরু হয় তাহলে রমজানের ৩০ রোজা শেষ হবে ৩১শে মার্চ সোমবার । তাহলে আমরা ধরে নিতে পারি ২০২৫ সালের রমজানের ঈদ ১এপ্রিল ২০২৫ মঙ্গলবার । তারপরও আমরা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৫ রমজানের ঈদ পালন করব ।
২০২৫ সালে শবে কদর কবে
মহান আল্লাহতালা মুসলমানদের ইবাদত করার জন্য তিনটি সর্বোচ্চ ধর্মীয় ইবাদতের রাত সম্পর্কে তুলে ধরেছেন । সেগুলো হচ্ছে শবে মেরাজ, শবে বরাত এবং শবে কদর । সাধারণত শবে কদর পালন করা হয় রমজানের রোজার সময় । আমরা বেশিরভাগ মানুষ রমজানের ২৬ রোজা শেষ করার পর ২৭ রোজার সময় শবে কদর পালন করে থাকি ।
তাহলে আমরা ধরে নিতে পারি ২০২৫ সালের ২৭ শে মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে শবে কদর শুরু হবে । শবে কদর হচ্ছে সম্পূর্ণ নফল একটি ইবাদতের রাত । এই রাতকে মহান আল্লাহতালা হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন । আমরা যদি সারাদিন রোজা রাখি তাহলে অবশ্যই শবে কদরের নামাজ আদায় করব । আপনার ইচ্ছামত যত রাকাত নফল শবে কদরের আদায় করতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টটিতে আমরা ২০২৫ সালের রোজা কত তারিখ এই সম্পর্কে জেনেছি । তাছাড়া ২০২৫ সালের রমজানের রোজার ক্যালেন্ডার, রমজান ঈদ কবে এবং শবে কদর শহর বেশ কিছু তথ্য সম্পর্কে জেনেছি । আপনি ইতিমধ্যে রমজানের রোজা সম্পর্কে জানতে চান তাহলে উল্লেখিত তথ্যগুলো ফলো করতে থাকুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন । তো আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।