আপনি কি সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা জানব বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি সিংগারের ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম, বৈশিষ্ট্য এবং মডেল নাম্বার সম্পর্কে ।
সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাছাড়া এই টিভির গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের টিভির গুণগত মনে থেকে হাজারগুন ভালো । তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের বাজার মূল্য থেকে সিংগার ৩২ ইঞ্চি এলইডি টিভির বাজার দাম অনেক কম ।
আরও পড়ুন ➝ ওয়ালটন 32 ইঞ্চি টিভির দাম কত
আপনি যদি বাসা বাড়িতে মুভি দেখা, গান শোনা এবং ইন্টারনেট ব্রাউজিং করতে চান তাহলে singer ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনতে পারেন । আপনি যদি সিঙ্গার থেকে ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনেন তাহলে ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । তা ছাড়া যখন কিনবেন তখন ডিসকাউন্ট তো পাবেনই ।
বর্তমানে সিঙ্গার কোম্পানির বেশ কিছু ইঞ্চির টিভি রয়েছে । যেমন সিঙ্গার 14 ইঞ্চি, সিঙ্গার 22 ইঞ্চি, সিঙ্গার 24 ইঞ্চি, সিঙ্গার 32 ইঞ্চি, এবং সনি 48 ইঞ্চি । কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি । এখন আমরা এই টিভি সম্পর্কে বিস্তারিত জানবো । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি ফিচার সমূহ
আপনি বাজার থেকে সিঙ্গার ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনলে বেশ কিছু ফিচার দেখতে পাবেন । এই সকল ফিচারগুলো সাধারণত অন্যান্য ব্র্যান্ডের টিভিতে পাওয়া যায় না । এখন সিঙ্গার ৩২ ইঞ্চি এলইডি টিভিতে কি কি ফিচার রয়েছে তা নিচে তুলে ধরা হলো ।
- এই টিভিতে 32 ইঞ্চি এইচডি (1366 x 768) রেজোলিউশন ডিসপ্লে রয়েছে
- LED ব্যাকলাইট এবং ডিসপ্লে 16:9 অ্যাস্পেক্ট রেশিও রয়েছে
- অ্যানালগ এবং ডিজিটাল টিউনার দুটোই রয়েছে
- ২টি HDMI পোর্ট এবং ২টি USB পোর্ট ইন্সটল করা আছে
- কম্পোজিট ভিডিও ইনপুট সিস্টেম রয়েছে
- ২টি 10W স্পিকার ইন্সটল করা আছে
এখানে যা যা ফিচার তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য ফিচার সিঙ্গার ৩২ ইঞ্চি টিভিতে রয়েছে । তাই বেশি পরিমাণে ফিচার ও সুবিধা উপভোগ করতে সিঙ্গার থেকে ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনতে পারেন ।
সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি দাম কত
অনেকে সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি দাম সম্পর্কে জানতে চান । বর্তমানে সিঙ্গারের বেশ কিছু ৩২ ইঞ্চির টিভির মডেল রয়েছে । প্রতিটি মডেলের জন্য আলাদা আলাদা দাম নির্ধারিত করে দেওয়া হয়েছে । এখন আমরা নিচে ছক আকারে বেশ কিছু সিঙ্গার ৩২ ইঞ্চি টিভির মডেল ও দাম সম্পর্কে জানব ।
মডেল নাম্বার | টিভির দাম |
SLE32D6100GOTV | 24,490 TK |
SLE32E3AGOTV | 24,490 TK |
32E3AHDTV | 17,490 TK |
32E3AWSTV | 17,490 TK |
এখানে যতগুলো টিভির মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা সিঙ্গার ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই টিভি গুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় সিঙ্গার কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য সিংগার ওয়েবসাইটে ভিজিট করুন ।
সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি কেনার সময় কিছু টিপস
- আপনার বাজেট নির্ধারণ করুন অর্থাৎ কত টাকায় সিঙ্গার ৩২ ইঞ্চি টিভি কিনতে চাইছেন তা নির্ধারণ করুন ।
- এই টিভিতে কি কি ফিচার রয়েছে তা পড়ে নিন ।
- টিভির আকার এবং রেজুলেশন ঠিকঠাক আছে কিনা ভালো করে চেক করে নিবেন ।
- অনলাইনে অথবা অফলাইনে বেশ কয়েকটি স্টোরে একই মডেলের দামের তুলনা করুন ।
- এই টিভিতে কতদিনের ওয়ারেন্টি অথবা গ্যারান্টি সার্ভিস রয়েছে তা জেনে নিন ।
- যে স্টোর বা শপ থেকে টিভিটি কিনবেন সেখানকার বিক্রয় প্রতিনিধির সাথে টিভির দামাদামি করুন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে সিঙ্গার এলইডি স্মার্ট টিভি 32 ইঞ্চি দাম এবং বেশ কিছু মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া এই টিভিতে কি কি ফিচার রয়েছে এবং টিভি কেনার সময় কি কি ফিচার মনে রাখা উচিত সে সম্পর্কেও জানতে পেরেছি । তাই আপনি যদি কখনো সিঙ্গার কোম্পানি থেকে ৩২ ইঞ্চি এলইডি টিভি কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।