আপনি কি সিঙ্গার এসির দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানির সিঙ্গারের বেশ কিছু এসির মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানতে পারব ।
সাধারণত গরমকালে এসি ব্যবহার করা হয় । বিশেষ করে শহর এলাকাতে এসির প্রচলন বেশি । মূলত শহর এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা এবং উন্নত জীবন যাপনের জন্য এসি বেশি ব্যবহার করা হয়ে থাকে । কিন্তু প্রযুক্তির আপডেটের সাথে সাথে এখন গ্রামাঞ্চলেও এসি ব্যবহৃত হয় ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসির দাম কত টাকা
আমাদের বাংলাদেশ এসি সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানী রয়েছে তার মধ্যে সিঙ্গার বাংলাদেশ অন্যতম । এই কোম্পানি তাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের এসি সরবরাহ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । তারা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এসি তৈরি করে আসছে ।
আপনি যদি ইতিমধ্যে এসি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে সিঙ্গার থেকে এসি কিনতে পারেন । এখন আমরা এই সিঙ্গারের এসি সম্পর্কে বিস্তারিত জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক ।
সিঙ্গার এসির দাম কত
আমাদের বাংলাদেশ এসি সরবরাহ করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । সেগুলো হলোঃ ওয়ালটন এসি, সিঙ্গার এসি, মিনিস্টার এসি, ভিশন এসি এবং যমুনা এসি । তবে এখানে যতগুলো এসির নাম উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে সিঙ্গারের তৈরি এসি সবচেয়ে ভালো এবং বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । তাছাড়া এই এসিগুলোর গুণগত মান অন্যান্য কোম্পানির এসির গুণগত মানের থেকে ভালো ।
সিঙ্গার এসির দাম অন্যান্য কোম্পানির তৈরি এসির বাজার মূল্য থেকে তুলনামূলক কম হয় । তাছাড়া এই এসিগুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে । তাছাড়া আপনি যদি সিঙ্গার থেকে এসি কিনেন তাহলে ১ থেকে ২বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন ।
সাধারণত সিঙ্গার এসির দাম ৫০০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে সিঙ্গার থেকে এসি কিনতে পারেন । তবে এখানে একটি বিষয় মাথায় রাখবেন যদি উচ্চতর কোয়ালিটি সম্পন্ন এসি কিনতে চান তাহলে বেশি টাকা খরচ করতে হবে ।
সিঙ্গার এসির দাম বাংলাদেশ
আমাদের অনেকে ছোট এসির দাম কত এ সম্পর্কে জানতে চান । আপনি হয়তো জেনে অবাক হবেন সিঙ্গারের অনেক ছোট এসি রয়েছে আবার বড় এসিও রয়েছে । মূলত আপনার চাহিদা কতটুকু তার ওপর ভিত্তি করে সিঙ্গার থেকে এসি কিনতে পারবেন । তাছাড়া এই এসিগুলো যদি ও ছোট তবুও গুণগত মান এবং টেকসই দীর্ঘদিন হয়ে থাকে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম
আমরা যদি বাজার থেকে অথবা অনলাইন থেকে সিঙ্গার এসি কিনতে চাই তাহলে ওই সকল এসির মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানা দরকার । তাহলেই আমরা কত বাজেটের মধ্যে এসি কিনতে পারবো তা নির্ণয় করা যাবে । এখন নিচে বেশ কিছু সিঙ্গেল এসির মডেল এবং দাম তুলে ধরা হলো ।
মডেল নাম | এসির দাম |
SINGER 22CBR32LVSGRIH | 81,684 TK |
SINGER 18CBR32LVSGRIH | 72,943 TK |
SINGER 12CBR32LVSGRIH | 55,999 TK |
SINGER SAS24LVSLPO | 71,286 TK |
SINGER SAS18LVSLPO | 58,991 TK |
Elite Fast Cool 18CRN-AF5G-FST | 65,705 TK |
Haier Energy 18 (INV)(3DF)(QA) | 69,816 TK |
Haier CleanCool 18 (INV)(3DF)(QA) | 69,816 TK |
এখানে যতগুলো সিঙ্গার এসির দাম এবং মডেল নাম্বার তুলে ধরা হয়েছে তা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই এসি গুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় সিঙ্গার কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে ।
আরো বিস্তারিত জানার জন্য সিঙ্গার কাস্টমার কেয়ার অথবা সিঙ্গার সার্ভিস সেন্টার নম্বর এ ফোন করে দেখতে পারেন । উপরে যতগুলো এসির মডেল নাম্বার তুলে ধরা হয়েছে এখান থেকে আপনি যে এসি পছন্দ করেন সেটি সিঙ্গার শোরুম অথবা ওয়েবসাইট থেকে কিনে ব্যবহার করতে পারেন ।
সিঙ্গার এসির সুবিধা
আমরা ইতিমধ্যে সিঙ্গার এসি প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সিঙ্গার এসির দাম কত এ সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া বেশ কিছু মডেল নাম্বার এবং তাদের দামের পার্থক্য বুঝতে পেরেছি । এখন আমরা সিঙ্গার এসির বেশ কিছু সুবিধা সম্পর্কে জানব ।
- সিঙ্গার এসি আপনার ঘরকে খুব দ্রুত ঠান্ডা হতে সহায়তা করবে ।
- এই এসির আকার এবং আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে ।
- এই এসি গুলোতে ইনভার্টার সিস্টেম রয়েছে ফলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে ।
- এই এসিতে ওয়াইফাই কানেক্টিভিটি ও ভয়েজ কন্ট্রোল সিস্টেম রয়েছে । এর ফলে আপনি মোবাইল ফোনে অ্যাপ ব্যবহার করে এসিকে নিয়ন্ত্রণ করতে পারবেন ।
- এসি গুলোতে উচ্চ এনার্জি ইফিশিয়েন্সি রেশিও ব্যবহার করা হয়েছে যা আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে করবে ।
- এই এসিতে দীর্ঘদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
সিঙ্গার এসি কেনার সময় কিছু টিপস
- আপনার বাজেট কত টাকা তা নির্ধারণ করে নিন ।
- এসির আকার এবং আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস্য রাখুন । ।
- বেশ কয়েকটি এসির মডেলের ফিচার এবং দামের তুলনা করুন ।
- সিঙ্গার শোরুম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসি কিনুন ।
- আপনার নিকটস্থ এবং বিশ্বস্ত ডিলারশিপ থেকে এসি কিনুন ।
- এসিতে কতদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে তা চেক করে নিন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানি সিঙ্গারের বেশ কিছু এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া এই এসিতে কি কি সুবিধা রয়েছে এবং যখন আমরা এসি কিনব কি কি বিষয় লক্ষ্য করে কেনা উচিত সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো সিঙ্গার থেকে এসি কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করুন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । পোস্টটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আপনার যদি আমার এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।