সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমরা অনেকে সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা সম্পর্কে জানতে চাই । আপনি কি ইতিমধ্যে অনলাইনে সিঙ্গার ফ্রিজ দাম কত এই বিষয় সম্পর্কে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে বলব সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সিঙ্গার ফ্রিজের সেরা কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব ।

আমরা সচরাচর খাবার সংরক্ষণ করার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি । আমাদের অনেকের পরিবার বড় হয় এবং প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার রান্না করা হয় । তারপর দেখা যায় অনেক খাবার অবশিষ্ট থাকে । কিন্তু আপনি সেই খাবার যদি এভাবেই রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।

আমরা পরবর্তীতে সেই খাবার খাওয়ার জন্য অবশ্যই ফ্রিজ ব্যবহার করব । কারণ ফ্রিজে আপনি যদি খাবার রাখেন তাহলে লম্বা সময় ধরে ব্যাকটেরিয়া থেকে খাবার বাঁচবে এবং সেই খাবার খাওয়ার উপযোগী থাকবে । এই জন্য আমাদের প্রত্যেকের একটি ফ্রিজের দরকার হয় ।

আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যায় । যেমনঃ ওয়ালটন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, যমুনা ফ্রিজ, মিনিস্টার ফ্রিজ এবং মার্সেল ফ্রিজ ইত্যাদি । এই সকল ফ্রিজ গুলো থেকে বর্তমানে ব্যবহারে ব্যবহৃত হচ্ছে সিঙ্গার ফ্রিজ । আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সিঙ্গার ফ্রিজ সম্পর্কে ।

এখন আমরা সিঙ্গার কোন ফ্রিজের দাম কত এই বিষয়ে সম্পর্কে জানব । আপনি যদি ইতিমধ্যে এ বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক ।

সিঙ্গার ফ্রিজ মডেল নাম্বার সমূহ

আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ফ্রিজ তৈরি করছে । এখানে মূলত কোম্পানিগুলো তার গ্রাহকদের সর্বোচ্চ মানের সুবিধা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে বিভিন্ন উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজের মডেল তৈরি করছে । সেই সকল কোম্পানিদের সাথে প্রতিযোগিতা করে সিঙ্গার তার গ্রাহকদের জন্য বিভিন্ন উচ্চ কোয়ালিটি মডেল তৈরি করছে ।

আরও পড়ুন ➝ সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২৫

এই সকল ফ্রিজের মডেল গুলোর ডিজাইন দেখতে যেমন সুন্দর এবং দামও তুলনামূলক অনেক কম । তাছাড়া এই ফ্রিজগুলো আপনার একবার কিনলে দীর্ঘদিন পর্যন্ত টেকসই হয় । তাছাড়া ফ্রিজগুলোতে থাকে আপনার লম্বা সময় ধরে ওয়ারেন্টি সার্ভিস এবং দ্রুত কাস্টমার সার্ভিস ।

আমরা যদি কখনো সিঙ্গার ফ্রিজ কিনতে চাই তাহলে প্রথমে কোন মডেলের ফ্রিজ কিনবো তা বাছাই করা দরকার । এর জন্য আমাদের জানতে হবে সিঙ্গার ফ্রিজে কোন কোন মডেল রয়েছে । এখন আমরা সেরা কিছু সিঙ্গার ফ্রিজের মডেল নাম্বার সম্পর্কে জানব ।

  • FTDS200-BUG – 200 Ltr
  • FTDS185-BUG – 180 Ltr
  • FBDS260Z-RG – 260 Ltr
  • FTDS200-RG – 200 Ltr
  • FBDS260Z-BG – 260 Ltr
  • FTDS231-RG – 231 Ltr
  • FBDS185-BG – 184 Ltr
  • FTDS231-BG – 231 Ltr
  • FTDS155-BG – 157 Ltr
  • FTDS185-BG – 180 Ltr
  • FBDS185-RG – 184 Ltr
  • FTDS155-RG – 157 Ltr
  • FTDS231Z-RG – 231 Ltr
  • B3RGNS46HGBI – 466 Ltr

এখানে উল্লেখিত সবগুলো সিঙ্গার ফ্রিজের মডেল নাম্বার সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই ফ্রিজগুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এর ফলে আপনি ফ্রিজগুলো দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা ২০২৫

আমরা যদি কখনো সিঙ্গার ফ্রিজ কিনতে চাই তাহলে প্রথমে জানতে হবে সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা সম্পর্কে । এখানে মূলত বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা নির্ধারণ করা যায় । আমরা ইতিমধ্যে সেরা কিছু সিঙ্গার ফ্রিজের মডেল নাম্বার সম্পর্কে জেনেছি ।

উল্লেখিত সিঙ্গার ফ্রিজের মডেল গুলো ছাড়াও আরো অসংখ্য সিঙ্গারের ফ্রিজের মডেল রয়েছে । এখন আমরা সেরা কিছু সিঙ্গার ফ্রিজের মডেল নাম্বার সহ দাম জানবো । আপনাদের জন্য একটি ছক তৈরি করা হয়েছে এবং সেই ছকে সিঙ্গার কোন ফ্রিজের দাম কত তা তুলে ধরা হলো ।

মডেল ধরণ ধারণক্ষমতা কালার মূল্য  
FTDS200-BUG Top Mount 200 Ltr Blue 32,990 TK
FTDS185-BUG Top Mount 180 Ltr Blue 31,140 TK
FBDS260Z-RG Bottom Mount 260 Ltr Red 45,890 TK
FTDS200-RG Top Mount 200 Ltr Red 33,330 TK
FBDS260Z-BG Bottom Mount 260 Ltr Black 37,053 TK
FTDS231-RG Top Mount 231 Ltr Red 45,890 TK
FBDS185-BG Bottom Mount 184 Ltr Black 33,304 TK
FTDS231-BG Top Mount 231 Ltr Black 37,053 TK
FTDS155-BG Top Mount 157 Ltr Black 28,305 TK
FTDS185-BG Top Mount 180 Ltr Black 31,430 TK
FBDS185-RG Bottom Mount 184 Ltr Red 33,304 TK
FTDS155-RG Top Mount 157 Ltr Red 28,305 TK
FTDS231Z-RG Top Mount 231 Ltr Red 39,290 TK
B3RGNS46HGBI Multidoor 466 Ltr Black 142,990 TK

সিঙ্গার ফ্রিজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উল্লেখিত ছকের সিঙ্গার কোন ফ্রিজের দাম কত তা তুলে ধরা হয়েছে । তবে এক্ষেত্রে সিঙ্গার কর্তৃপক্ষ চাইলে এই ফ্রিজগুলোর দাম সময়ের সাথে সাথে ও চাহিদার কথা বিবেচনা করে যেকোনো সময় দাম কিছুটা বেশি অথবা কম করতে পারে ।

সিঙ্গার ফ্রিজের বৈশিষ্ট্য সমূহ

আপনি যদি সিঙ্গার ফ্রিজের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান তাহলে প্রথমে যে কোন একটি সিঙ্গার ফ্রিজ বাছাই করতে হবে । কারণ প্রতিটি সিঙ্গার ফ্রিজের বৈশিষ্ট্য কিন্তু আলাদা । তাই আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে সকল ফ্রিজের বৈশিষ্ট্য । আমাদের প্রথমে যেকোনো একটি সিঙ্গার ফ্রিজ বাছাই করতে হবে ।

এখন আমরা জানবো বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সেরা কিছু সিঙ্গার ফ্রিজের বৈশিষ্ট্য সম্পর্কে ।

SINGER Bottom Mount Refrigerator | 260 Ltr | FBDS260Z-BG | BLACK

  • ২৬০ লিটার ধারণক্ষমতা
  • ৫০:৫০ স্পেস কম্পার্টমেন্ট অনুপাত
  • বিএসটিআই দ্বারা ৫ স্টার এনার্জি রেটিং
  • কম বিদ্যুৎ খরচ
  • রিয়েল টেম্পার্ড গ্লাস ফিনিশ
  • নিউটিলক ও ফ্রেশোলজি প্রযুক্তি আপনার খাবার ২০ দিন পর্যন্ত টাটকা রাখবে
  • বিল্ট-ইন স্ট্যাবিলাইজার, ১৩৫ ভোল্ট চলার সক্ষমতা
  • গন্ধ নিরোধক ফিল্টার | বোতল সংরক্ষণের সুবিধা
  • বটম মাউন্টেড রেফ্রিজারেটর
  • ১০ বছর কম্প্রেসর ও ২ বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি

SINGER Chest Freezer | 286 Ltr | 290-GL-GY | Grey

  • 286 লিটার চেস্ট ফ্রিজার
  • স্লাইডিং গ্লাস ডোর
  • অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট ডোর
  • এনার্জি সেভিং ডিজাইন
  • দীর্ঘস্থায়ী ওয়্যার্ড বাস্কেট
  • দ্রুত ফ্রিজিং ক্ষমতা
  • গ্রে রঙের আউটলুক
  • তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট
  • ফ্রেশ ও কুল প্রযুক্তি

SINGER Top Mount Refrigerator | 180 Ltr | FTDS185-BUG | Blue

  • নেট ধারণক্ষমতা ১৮০ লিটার
  • স্থান বিভাজন অনুপাত ৪৫:৫৫
  • জ্বালানি সাশ্রয়: BSTI দ্বারা ৫-স্টার এনার্জি রেটিং
  • নিম্ন বিদ্যুৎ খরচ
  • রিয়েল টেম্পারড গ্লাস ফিনিশ
  • টেম্পারড গ্লাস তাক
  • বিল্ট-ইন স্ট্যাবিলাইজার
  • গন্ধ নিরোধক ফিল্টার
  • টপ মাউন্টেড রেফ্রিজারেটর
  •  ১০ বছরের কম্প্রেসর ও ২ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি

সিঙ্গার ফ্রিজে কি কি সুবিধা আছে

আমরা ইতিমধ্যে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সিঙ্গার ফ্রিজের সেরা কিছু মডেল নাম্বার ও দাম জানতে পেরেছি । এখন অনেকে প্রশ্ন করতে পারেন সিঙ্গার ফ্রিজে কি কি সুবিধা রয়েছে । আপনি সিঙ্গার ফ্রিজ বলুন অথবা অন্য কোম্পানির ফ্রিজ বলুন যে ফ্রিজ কিনেন না কেন প্রথমে জেনে নেব কাঙ্খিত ফ্রিজে কি কি সুযোগ সুবিধা রয়েছে ।

এর মূল কারণ হচ্ছে বর্তমানে কোম্পানিগুলো তার গ্রাহকদের উচ্চ মানের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ তৈরি করছে । তাই আমরা যেই ফ্রিজে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাব অবশ্যই চেষ্টা করবো সেই ফ্রিজ কেনার জন্য । সেটা যে কোন ব্র্যান্ড হোক না কেন ।

এখন আমরা জানবো সিঙ্গার ফ্রিজে কি কি সুবিধা আছে সে সম্পর্কে জানব ।

  • সিঙ্গার ফ্রিজ গুলোতে রয়েছে ডিজিটাল ইনভার্টার সিস্টেম কম্প্রেসর যা আপনার বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করবে ।
  • এই ফ্রিজগুলোতে রয়েছে নয়েজ ফ্রি টেকনোলজি এর ফলে আপনার ফ্রিজে শব্দ কম হবে এবং পরিবেশ দূষণ হবে না ।
  • খাবার দ্রুত ঠান্ডা ও টাটকা রাখার জন্য রয়েছে ফ্রিজগুলোতে ফাস্ট কুলিং প্রযুক্তি ব্যবস্থা রুয়েছে ।
  • প্রতিটি ফ্রিজে রয়েছে এলইডি লাইটিং সিস্টেম এর ফলে ফ্রিজের ভিতরে পরিষ্কার সবকিছু দেখা যাবে ।
  • এই ফ্রিজগুলোতে রয়েছে ডুয়াল কুলিং ফাংশন যা আপনার ফ্রিজ ও ফ্রিজের অংশ আলাদা তাপমাত্রায় কাজ করবে ।
  • খাবার পানি দ্রুত ঠান্ডা বা বরফ তৈরি করার জন্য প্রতিটি ফ্রিজে আইস মুড রয়েছে ।

এখানে যতগুলো সিঙ্গার ফ্রিজের সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আর অসংখ্য সুবিধা রয়েছে আপনি যদি কখনো সিঙ্গার থেকে ফ্রিজ কিনেন তাহলে নিঃসন্দেহে উল্লেখিত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন

কেন সিঙ্গার ফ্রিজ কিনবেন?

আমরা অনেকে সিঙ্গার ফ্রিজ কিনতে আগ্রহী আছি কিন্তু মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন সিঙ্গার ফ্রিজ কিনব । হ্যাঁ আপনার এই প্রশ্নটি করা খুবই যুক্তি সঙ্গত বলে আমি মনে করি । কেননা আমরা সকলেই জানি বাংলাদেশে ফ্রিজ তৈরি করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক মানের অসংখ্য কোম্পানি রয়েছে ।

তাহলে ঐ সকল কোম্পানির ফ্রিজ না কিনে কেন আমরা সিঙ্গারের তৈরি ফ্রিজ কিনবো? দেখুন ভাই যদিও বা বাংলাদেশ বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যায় । আপনাকে খুঁজতে হবে কোন কোম্পানি উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কম দামে বিক্রি করছে । এই কাতারের প্রথম সারিতে রয়েছে সিঙ্গার ফ্রিজ গুলো ।

সিঙ্গারের তেরি ফ্রিজ গুলোর ডিজাইন খুবই আকর্ষণীয় এবং চোখে পড়ার মতো । আপনার কিচেন যদি আধুনিক হয় তাহলে অবশ্যই আমি মনে করি সেই কিচেন এর জন্য সিঙ্গার ফ্রিজ গুলো খুবই উপযোগী । তাছাড়া এই ফ্রিজগুলো আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে এবং অল্প সময়ে খাবার ঠান্ডা রাখবে ।

তাছাড়া সিঙ্গার ফ্রিজে রয়েছে লং টাইম ওয়ারেন্টি সার্ভিস । এক্ষেত্রে আপনার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার পর ভয় পাওয়ার কিছু নেই । নিকটস্থ সিঙ্গার কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে খুব দ্রুত আপনার ফ্রিজের সার্ভিসিং করে দেয়া হবে । উল্লেখিত তথ্য বিবেচনা করে আপনি চাইলে সিঙ্গার ফ্রিজ কিনতে পারেন ।

সিঙ্গার ফ্রিজ কেনার কিছু টিপস

আপনি যদি কখনো সিঙ্গার ফ্রিজ কিনতে চান তাহলে অবশ্যই কিছু টিপস অনুসরণ করা উচিত কারণ আমরা সবসময় চাইবো ফ্রিজ কেনার সময় সর্বোচ্চ ডিস্কাউন্ট পাওয়ার জন্য তাছাড়া ফ্রিজগুলোতে যাতে অসংখ্য ফিচার্স এবং উচ্চ কোয়ালিটি সম্পন্ন ডিজাইন থাকে যা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।

তাই আমাদের অবশ্যই সিঙ্গার ফ্রিজ কেনার সময় প্রত্যেককে সচেতন হওয়া উচিত । এখন আমরা জানবো সিঙ্গার ফ্রিজ কেনার সময় কি কি টিপস অনুসরণ করা উচিত ।

  • আপনার পরিবারের সদসংখ্যা কতজন তারপর ওপর ভিত্তি করে ফ্রিজের সাইজ বেছে নিন ।
  • ফ্রিজে বিদ্যুৎ খরচ কমানোর জন্য ইনভার্টার কম্প্রেসর আছে কিনা তা চেক করে নিন ।
  • আপনার পছন্দ করা ফ্রিজে কত বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে তা যাচাই করে নিন ।
  • কত পারসেন্ট ডিসকাউন্ট সুবিধা পাবেন তা ফ্রিজ কেনার সময় অবশ্যই চেক করে নিন ।
  • ব্রিজের ভিতরে এলইডি লাইটিং ব্যবস্থা এবং ডুয়াল কুলিং ফাংশন আছে কিনা তা চেক করে নিন ।
  • আপনি যে ফ্রিজটি কিনতে চাচ্ছেন তার অনলাইন কাস্টমার রিভিউ কেমন আছে তা জেনে নিন ।

আপনি যদি কখনো সিঙ্গার ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই উপরে যতগুলো আমার টিপসের কথা তুলে ধরা হয়েছে সেগুলো মেনে চলুন । তাহলে আশা করি আপনি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কম দামে কিনতে পারবেন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সিঙ্গার ফ্রিজ মূল্য তালিকা সম্পর্কে আলোচনা করেছি । তাছাড়া এখানে সিঙ্গার ফ্রিজের সেরা কিছু মডেল নাম্বার এবং দাম ছকের মাধ্যমে জানতে পেরেছি । সিঙ্গার ফ্রিজে কি কি সুযোগ সুবিধা রয়েছে কেন সিঙ্গার ফ্রিজ কেনা উচিত এবং সিঙ্গার ফ্রিজ কেনার সময় কিছু টিপস সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে । আপনি চাইলে উল্লেখিত তথ্য বিবেচনা করে যে কোন একটি সিঙ্গার ফ্রিজ কিনে ব্যবহার করতে পারেন ।

আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । এই পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন । চাইলে আপনার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শেয়ার করতে পারেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত ২০২৫
ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি ডিফেন্ডার চার্জার ফ্যান দাম ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন । যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৫
ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৪

আপনি কি ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

১০০০ টাকার মধ্যে রাউটার | সেরা ৫টি রাউটার মডেল
১০০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১০০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

নেবুলাইজার মেশিনের দাম কত বাংলাদেশ ২০২৫
নেবুলাইজার মেশিনের দাম কত বাংলাদেশ ২০২৪

আপনি কি নেবুলাইজার মেশিনের দাম কত ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার নিয়ম ২০২৫
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার নিয়ম ২০২৪

আমরা অনেকে কিস্তিতে ওয়ালটন মোবাইল নিতে চাই কিন্তু কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে অবগত নই । আপনি যদি ওয়ালটন থেকে বিস্তারিত পড়ুন

সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২৫
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম

আমাদের অনেক ভাই ও বোন সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম কত এই বিষয় সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!