আমরা বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকি । যার মাধ্যমে বাতি জ্বালানো, ফ্যান চালানো, কম্পিউটার চালানো, টিভি চালানো এবং ফ্রিজ সহ যাবতীয় কাজকর্ম বিদ্যুতের মতই করা যায় । কিন্তু সেই সৌর বিদ্যুৎ চালাতে গেলে সোলার ব্যাটারির দরকার হয় । অনেকে হ্যামকো সোলার ব্যাটারি দাম সম্পর্কে জানতে চান ।
বর্তমানে সৌর বিদ্যুতের জন্য যতগুলো ব্যাটারি রয়েছে তার মধ্যে হামকো সোলার ব্যাটারি অন্যতম । এই ব্যাটারি ব্যবহার করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও সার্ভিস নেওয়া যায় । তাছাড়া আপনি যদি হ্যামকো ব্যাটারি কিনেন তাহলে ওই ব্যাটারির জন্য ২-৩ বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন । এই ব্যাটারীগুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।
এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারিগুলো ব্যবহার করার সুযোগ পাবেন । তাছাড়া অন্যান্য কোম্পানির সোলার ব্যাটারির গুণগতমান থেকে এই হামকো ব্যাটারির গুণগতমান অনেক বেশি । তাছাড়া এই ব্যাটারিগুলোর বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারির বাজার মূল্য থেকে তুলনামূলক কম ।
আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪
তাই বাজারজুড়ে আইপিএস বানানো, সৌর বিদ্যুৎ চালানো এবং অটো রিক্সা চালানো সবকিছু ক্ষেত্রেই বর্তমানে হামকো ব্যাটারি অনেক এগিয়ে গিয়েছে । আপনি যদি কখনো সোলার প্যানেলের জন্য ব্যাটারি কিনতে চান তাহলে অবশ্যই হামকো ব্যাটারিকে সবার প্রথমে রাখবেন । তাহলে আমি মনে করি আপনি ভালো ফলাফল উপভোগ করতে পারবেন ।
আজকের পোস্টে আমরা হামকো ব্যাটারির বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে আলোচনা করব । তাই আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
হ্যামকো সোলার ব্যাটারি সুবিধা
আপনি যদি হ্যামকো সোলার ব্যাটারি কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । আশা করি আপনি যদি ঐ সকল সুবিধা সম্পর্কে জানেন তাহলে নিঃসন্দেহে হামকো থেকে সৌর বিদ্যুতের জন্য ব্যাটারি কিনবেন । এখন আমরা কি কি সুযোগ সুবিধা পাব যদি হামকো থেকে ব্যাটারি কিনি তা নিচে উল্লেখ করা হলো ।
- হামকো সোলার ব্যাটারি উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে । একবার হামকো ব্যাটারি কিনলে অনায়াসে ৩-৫ বছর ব্যবহার করা যায় ।
- হেমকো ব্যাটারির ওজন খুবই কম এবং বহন করা সহজ ও রক্ষণাবেক্ষণ করা খুব সহজ ।
- এই ব্যাটারি গুলো থেকে কোনরকম শব্দ নির্গত হয় না । এর ফলে আপনি কোন রকম শব্দ দূষণের আশঙ্কা করতে পারেন না ।
- বিদ্যুৎ না থাকলে দীর্ঘ সময় বিদ্যুতের ব্যাকআপ হিসেবে এই হামকো ব্যাটারি সার্ভিস দিতে পারে ।
- হামকো ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী, পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ বিভ্রাট থেকে সুরক্ষা প্রদান করে ।
এখানে যতগুলো সুবিধার কথা উল্লেখ করা হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য সুবিধা রয়েছে । তাই আপনি যদি হ্যামকো সোলার ব্যাটারি কিনে অনেক সুবিধা উপভোগ করতে চান তাহলে দেরি না করে হ্যামকো থেকে সোলার ব্যাটারি কিনে নিন ।
হ্যামকো সোলার ব্যাটারি দাম কত
আপনি সৌর বিদ্যুতের কত ঘন্টা ব্যাকআপ নিতে চাচ্ছেন তার ওপর ভিত্তি করে হামকো সোলার ব্যাটারির দাম হয়ে থাকে । মূলত এই হিসাবটা ব্যাটারি এম্পিয়ার এর উপর নির্ভর করে হয় । যেমনঃ হামকো ব্যাটারি 200AH, হামকো ব্যাটারি 100AH, Hamko Battery 130AH এবং Hamko Battery 165AH ।
এই এম্পিয়ারের ব্যাটারিগুলো ছাড়াও হ্যামকো কোম্পানির আরো অনেক এম্পিয়ারের ব্যাটারি রয়েছে । তাই আপনি বিদ্যুৎ না থাকা অবস্থায় কত ঘন্টা বেকাপ নিতে চাচ্ছেন সবার প্রথমে তা নির্ধারণ করে নিন । তারপর আপনি ঠিক করতে পারবেন কত এম্পিয়ারের ব্যাটারি আপনার দরকার ।
আরও পড়ুন ➝ মোটরসাইকেলের ব্যাটারির দাম কত টাকা
সাধারণত সৌর বিদ্যুতের জন্য হামকো ব্যাটারির মূল্য ৮৫০০ টাকা থেকে শুরু হয়ে ২০,০০০ হাজার টাকা পর্যন্ত রয়েছে । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি বাজার থেকে হ্যামকো সোলার ব্যাটারি কিনতে পারেন । তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন যত টাকা বেশি খরচ করবেন ঠিক তত ভালো মানের ব্যাটারি পাবেন ।
হ্যামকো সোলার ব্যাটারি দাম বাংলাদেশ
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হ্যামকো সোলার ব্যাটারি দাম ৮৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । এখন আমরা বেশ কিছু ব্যাটারির মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে কিছু হেমকো ব্যাটারি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | ক্যাপাসিটি | ব্যাটারির দাম |
Hamko HPD-60 | 60AH | Tk-10,000/ |
Hamko HPD-215 | 215AH | Tk-28,000/ |
Hamko NS60L-MF 18M | 45 AH+ | Tk-8,500/ |
Hamko HPD 55 | 55AH | Tk-9,000/ |
Hamko HPD 80 | 80AH | Tk-11,500/ |
Hamko HPD 200 | 200AH | Tk-24,000/ |
Hamko HPD 130 | 130AH | Tk-21,000/ |
Hamko HPD 100 | 100AH | k-13,600/ |
Hamko HPD 165 | 165AH | Tk-20,800/ |
এখানে যতগুলো হামকো সোলার ব্যাটারি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তাই এই সকল ব্যাটারি মডেল নাম্বার ও দাম হেমকো কোম্পানি যে কোন সময় পরিবর্তন করতে পারে ।
কেন হ্যামকো সোলার ব্যাটারি কিনবেন?
আমরা সকলেই জানি বর্তমানে বাজারে অসংখ্য কোম্পানির সোলার ব্যাটারি রয়েছে । ওই সকল ব্যাটারি ইতিমধ্যে মার্কেটে জনপ্রিয় এবং সার্ভিসও ভালো দিচ্ছে । তাহলে কেন আমরা ওই সকল ব্যাটারি না কিনে হ্যামকো কোম্পানি থেকে সোলার ব্যাটারি কিনব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি খুবই যুক্তি সঙ্গত ।
দেখুন হামকো ব্যাটারি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এই ব্যাটারির গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারির গুনাগুনের থেকে হাজারগুন ভালো । তাছাড়া এই ব্যাটারিগুলোর বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের বাজার মূল্য থেকে অনেক কম । তাই এই সকল বিবেচনা করে আমরা হামকো সোলার ব্যাটারি কিনতে পারি ।
আমাদের শেষ কথা
বর্তমান সময়ের অন্যতম ও জনপ্রিয় ব্যাটারি কোম্পানি হ্যামকো ব্যাটারির বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া আমরা কেনই বা হামকো থেকে ব্যাটারি কিনবো সে সম্পর্কেও আপনাদের বুঝানোর চেষ্টা করেছি । তাই আপনি যদি কখনো ব্যাটারি কিনতে আগ্রহ প্রকাশ করেন বিশেষ করে সৌর বিদ্যুতের জন্য তাহলে অবশ্যই হামকো থেকে কিনে নিবেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে আমার যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।