আপনি কি ১০০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ১০০০ টাকায় সেরা ৫টি রাউটার মডেল কিভাবে কেনা যায় । আমরা সচরাচর বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাই সংযোগ করে থাকি ।
আর wi-fi চালাতে গেলে অবশ্যই রাউটারের দরকার হয় । রাউটার ব্যতীত ওয়াইফাই চালানো অসম্ভব । আমাদের অনেকের বাজেট কম কিন্তু আমরা চাই কম দামে ভালো মানের রাউটার কেনার জন্য । বিশেষ করে অনেকের বাজেট এতই কম যে সেটা হয় ৯০০-১০০০ টাকা । এই জন্য আমরা গুগলে অথবা ইউটিউবে ১০০০ টাকার রাউটার লিখে সার্চ করি ।
আরও পড়ুন ➝ ২০০০ টাকার মধ্যে রাউটার
অনেক সময়ই গুগল থেকে আমরা ১০০০ টাকার রাউটার বিষয়ে তথ্য অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে থাকি । আবার অনেক সময় ওই সকল ভিডিও গুলো বাস্তবের সাথে কোন মিল পাওয়া যায় না । ওই তথ্যগুলোতে বলা হচ্ছে এক রকম কিন্তু বাস্তবে আরেক রকম । যা আমাদের সাথে এক রকম প্রতারণা করা বলা চলে ।
আপনার বাজেট যদি থাকে ১০০০ টাকা আর আপনি যদি এই টাকায় ভালো মানের রাউটার কিনতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
১০০০ টাকার মধ্যে রাউটার
বর্তমানে বাজারে অসংখ্য রাউটার কোম্পানি রয়েছে যারা কম দামে গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের রাউটার সরবরাহ করে থাকে । কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাহকদের বাজেট এতই কম থাকে ফলে কোম্পানিগুলো ভালো মনে রাউটার দেওয়ার মতো সুযোগ থাকে না । তবে কিছু কিছু কোম্পানি আছে যারা গ্রাহকদের এতটাই ভালবাসে তারা সর্বনিম্ন দামে রাউটারের ব্যবস্থা করে থাকে ।
সাধারণভাবে আপনি বাজার থেকে রাউটার কিনতে গেলে অনায়াসে ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ হবে । কিন্তু আপনি যদি এর থেকে আরো ভালো রাউটার কিনতে চান তাহলে ৪-৫ হাজার টাকার মত খরচ হতে পারে । আপনার বাজেট যেহেতু মাত্র ৯০০ থেকে ১০০০ টাকা তাহলে আপনার জন্য রাউটার খুঁজে পাওয়া খুবই কষ্টকর । তবুও আপনাদের সুবিধার্থে নিচে সেরা পাঁচটি রাউটার মডেল দাম সহ দেয়া হলো ।
১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার মডেল
আমরা সকলেই জানি ওয়াইফাই চালানোর জন্য রাউটারের গুরুত্ব অপরিসীম । এই রাউটার ব্যতীত আপনি ওয়াইফাই চালাতে পারবেন না । এখন আপনার বাজেট যদি ১০০০ টাকা হয় (যা তুলনামূল কম বাজেট ) তবুও আপনি ভালো মানের রাউটার পেতে পারেন । নিচে ১০০০ টাকার ভিতরে সেরা পাঁচটি রাউটার মডেলের তথ্য তুলে ধরা হলোঃ
মডেলের নাম | রাউটারের দাম |
D-Link DIR-650IN | 1,050 TK |
D-Link DIR-615X1 | 950 TK |
TP-Link TL-WR840N | 1,100 TK |
TP-Link TL-WR841N | 1,250 TK |
Tenda F3 | 900 TK |
উপরে উল্লেখিত পাঁচটি রাউটার মডেলের দাম ১ হাজার টাকার আশেপাশে (কিছু কম কিছু বেশি) । উপরোক্ত রাউটার মডেল গুলো থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি ক্রয় করে ব্যবহার করতে পারেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা ১ হাজার টাকার ভিতরে সেরা পাঁচটি রাউটার মডেল সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে ওয়াইফাই ব্যবহার করার জন্য রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত তুলে ধরা রাউটার গুলো যদি ভালো লাগে তাহলে কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামতের থাকে তাহলে কমেন্টে জানাবেন । আজকের মত এখানে শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।