আমাদের অনেক ভাই ও বোন ২ মিনিটে দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টটিতে আমরা জানব কিভাবে মাত্র দুই মিনিটে দুবাই ভিসা চেক করা যায়, দুবাই ভিসা চেক করতে কি কি লাগে এবং কেন দুবাই ভিসা চেক করা অতীব জরুরী ।
আমরা জানি মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায় ভুক্ত দেশগুলোর মধ্যে উন্নত একটি দেশের নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত । এই আরব আমিরাতের উন্নত একটি শহরের নাম হচ্ছে দুবাই । এখানকার জনগণের মাথাপিছু আয় তুলনামূলক বেশি হওয়ায় জীবন যাত্রার মান ও মুদ্রার মান দুটোই বেশি ।
আরও পড়ুন ➝ কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
তাই আমরা বেশিরভাগ মানুষ দুবাইতে প্রবাসী হিসেবে কাজ করতে বেশি আগ্রহী । কিন্তু অনেক সময় দেখা যায় আমরা দুবাই গিয়ে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় । এর মূল কারণ হচ্ছে আমাদের ভিসা জটিলতা । আমরা যদি জাল ভিসা বা ভুয়া ভিসা নিয়ে দুবাই যাই তাহলে নানান সমস্যায় পতিত হতে হবে ।
আপনি যদি ইতিমধ্যে দুবাই ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে সেই ভিসা কিভাবে চেক করতে হবে এবং আপনার হাতে থাকা ভিসাটি আদৌ কি আসল নাকি নকল তা কিভাবে জানবেন সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য আলোচনা করা হবে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।
২ মিনিটে দুবাই ভিসা চেক
আমরা যদি কখনো দুবাই প্রবাসী হিসেবে কাজ করার জন্য পড়াশোনা করার জন্য ভ্রমণ করার জন্য অথবা চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য যাই তাহলে অবশ্যই সবার প্রথমে ভিসা সংগ্রহ করতে হবে । ভিসা ব্যাতীত আমরা কখনো দুবাই যাওয়ার সুযোগ পাবো না । তাছাড়া জাল ভিসা বা ভুয়া ভিসা নিয়ে দুবাই গেলে নানান ঝামেলার মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আমাদের বাংলাদেশ অসংখ্য দালাল এবং এজেন্সি রয়েছে যারা সাধারণ জনগণকে জাল ভিসা ভুয়া বা ভিসা দিয়ে প্রতারণা করে থাকে । আপনি যদি শুরুতেই এ বিষয়ে সচেতন না হন তাহলে পরবর্তীতে নানান সমস্যার সম্মুখীন হবেন । তাই অবশ্যই আমরা দুবাই যাওয়ার পূর্বে ভিসা চেক করে নেব ।
আমরা যদি মাত্র ২ মিনিটের দুবাই ভিসা চেক করতে চাই তাহলে সবার প্রথমে গুগলে আসতে হবে এবং সার্চ করবেন “Dubai Visa Check” লিখে । অতঃপর প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেটি হচ্ছে https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login
অতঃপর এই ওয়েবসাইটে যা যা তথ্য সম্পর্কে জানতে চাইবে সেগুলো দিবেন । তাহলেই আপনার ভিসাটি আদৌ কি আসল ভিসা নাকি জাল ভিসা তার সত্যতা জানতে পারবেন ।
দুবাই ভিসা চেক করতে কি কি লাগে
আমরা যদি দুবাই ভিসা চেক করতে চাই তাহলে কি কি তথ্য লাগবে সে সম্পর্কে জানা খুবই দরকার । তাহলে আমাদের দুবাই ভিসা চেক করা খুব সহজ হবে বলে আমি মনে করি । আপনাদের সুবিধার্থে কি কি তথ্য থাকলে আমরা খুব সহজে দুবাই ভিসা চেক করতে পারবো নিচে তা তুলে ধরা হলো ।
- পাসপোর্ট এর নাম্বার
- ভিসা টাইপ বা ধরন
- পাসপোর্ট এর মেয়াদ
- দেশের নাম
আপনার কাছে যদি উপরে উল্লেখিত তথ্যগুলো থাকে তাহলে আপনি খুব সহজে দুবাই ভিসা চেক করতে পারবেন । তাই যদি কখনো অনলাইনে দুবাই ভিসা চেক করতে চান তাহলে প্রথমে উপরে উল্লেখিত তথ্য গুলো সংগ্রহ করে নিবেন ।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দুবাই ভিসা চেক করার জন্য অবশ্যই পাসপোর্ট নাম্বার দরকার হবে । এই পাসপোর্ট নাম্বার ছাড়া আপনি দুবাই ভিসা চেক করতে পারবেন না । এখন কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করা যায় সে সম্পর্কে নিম্নে তুলে ধরা হলো । তাই প্রতিটি স্টেপ ফলো করতে থাকুন ।
- প্রথমে https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login সাইটে প্রবেশ করুন ।
- উপরের দিকে থ্রি ডট মেনু থেকে “Public Service” বাটনে ক্লিক করুন । সেখান থেকে “File validity” বাটনে ক্লিক করুন । তাহলে ভিসা চেক করার জন্য আপনার সামনে বক্স ওপেন হবে । এই বক্সে আমাদের বেশ কিছু তথ্য জমা দিতে হবে ।
- “Search by” এই অপশনে “Passport” সিলেক্ট করুন এবং “Select the type” এই অপশনে “Visa” সিলেক্ট করুন ।
- “Passport number” এই অপশনে পাসপোর্ট নাম্বার, “Passport Expire Date” এই অপশনে পাসপোর্ট এর মেয়াদ এবং “Nationality” অপশনে বাংলাদেশ সিলেক্ট করুন ।
- সবকিছু সঠিকভাবে পূরণ করার পর ক্যাপচা ভেরিফাই করুন এবং “Search” বাটনে ক্লিক করুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এখন আপনি দেখতে পারবেন আপনার এজেন্সি অথবা দালাল কর্তৃক প্রদত্ত ভিসাটি আদৌ কি আসল নাকি জাল ভিসা ।
দুবাই ভিসা চেক কেন জরুরী
আমরা ইতিমধ্যে দুবাই ভিসা কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে হয় সে সম্পর্কে জেনেছি । এখন অনেকে প্রশ্ন করতে পারেন দুবাই ভিসা চেক করা কেন জরুরী? এর মূল কারণ হচ্ছে বর্তমানে অনেক অসাধু দালাল চক্র ও এজেন্সি রয়েছে যারা সাধারণ মানুষকে জাল বা ভুয়া ভিসা দিয়ে প্রতারণার সৃষ্টি করে থাকে ।
আরও পড়ুন ➝ কাতার রেস্টুরেন্ট ভিসা বেতন কত
ধরুন আপনি ৫ লাখ থেকে 8 লাখ টাকা খরচ করে দুবাই ভিসা নিলেন । তখন সেই ভিসাটি আসল নাকি নকল চেক করে আপনি দেখলেন না । কিন্তু যখন দুবাই গেলেন তখন দেখতে পারলেন ভিসাটি নকল । তাহলে আপনার পরিস্থিতি কেমন হতে পারে তখন? আপনি নিশ্চয়ই জেলে প্রেরণ হবেন ।
অতঃপর সেখানে কয়েক মাস জেল হাজত খাটতে হবে । তারপর অপমানের সহিত বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয়া হবে । তাহলে আপনি এত টাকা খরচ করে দুবাই গেলেন কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেল তাহলে তো হলো না । তাই জাল ভিসা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই ভিসা চেক করতে হবে ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা কিভাবে মাত্র ২ মিনিটে দুবাই ভিসা চেক করা যায়, দুবাই ভিসা চেক করতে কি কি লাগে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনেছি । আপনি যদি কখনো দুবাই ভিসা হাতে পান তাহলে অবশ্যই সেই ভিসাটি তৎক্ষণাৎ অনলাইন থেকে চেক করে নিবেন যে সেটি আসল নাকি নকল ভিসা ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতা উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।