আপনি কি সুপার স্টার সিলিং ফ্যান দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টটিতে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সুপারস্টার ফ্যানের বেশ কিছু মডেল নাম্বার ও দাম এবং এর সুবিধা সম্পর্কে জানব ।
সাধারণত যখন গরম কাল আসে তখন বেশি পরিমাণে বাতাস গ্রহণের দরকার হয় । কারণ আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণে গরম থাকে । সকাল দশটার পর থেকে রৌদ্রের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়তেই থাকে । তখন বাতাস গ্রহণের জন্য আমরা সিলিং ফ্যান চালিয়ে থাকি ।
আপনি যদি গরম থেকে পরিত্রাণ পেতে চান তাহলে ভালো মানের সিলিং ফ্যান দরকার হবে । যদি বেশি পরিমাণে বাতাস না দিতে পারে ফ্যান তাহলে আপনার গরম আরো উল্টো বেড়ে যাবে । তাই আমাদের ভালো মানের সিলিং ফ্যানের দরকার হয় । তবে আমরা কোন কোম্পানির সিলিং ফ্যান কিনবো সে সম্পর্কে কনফিউশনে পড়ে যাই ।
আরও পড়ুন ➝ ভিশন সিলিং ফ্যানের দাম কত
আমাদের অনেক ভাই বোন কম দামে ভালো সিলিং ফ্যান খুঁজে থাকেন । যদিওবা বাংলাদেশে কম দামে অসংখ্য সিলিং ফ্যান পাওয়া যায় । কিন্তু বেশির ভাগ ফ্যান অল্প দিনে নষ্ট হয়ে যায় ও বাতাস ঠিকমতো দেয় না । তাছাড়া ওইফানের ওয়ারেন্টি সার্ভিস খুবই বাজে হয় । আমরা কম দামে সিলিং ফ্যান খুজবো কিন্তু সেইটার কোয়ালিটি যাতে ভালো হয় ।
যদিও বা বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যানের কোম্পানি রয়েছে তবে ওই সকল কোম্পানি থেকে সুপারস্টার কোম্পানির ফ্যান খুবই ভালো এবং টেকসই হয়ে থাকে । এখন আমরা এই ফ্যান সম্পর্কে বিস্তারিত জানবো । আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
সুপার স্টার সিলিং ফ্যান দাম
আমাদের বাংলাদেশে সিলিং ফ্যান তৈরি করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন সিলিং ফ্যান, ওয়ালটন সিলিং ফ্যান, প্রদীপ সিলিং ফ্যান, যমুনা সিলিং ফ্যান এবং সুপার স্টার সিলিং ফ্যান । এই সকল কোম্পানির সিলিং ফ্যান থেকে সুপার স্টার কোম্পানির সিলিং ফ্যান গুলো অনেক ভালো এবং টেকসই হয়ে থাকে ।
এই ফ্যানগুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং বাতাসও বেশি দিয়ে থাকে । তাছাড়া এই ফ্যানের বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের সিলিং ফ্যানের বাজার মূল্য থেকে তুলনামূলক অনেক কম হয়ে থাকে । তাছাড়া সুপার স্টার ফ্যানের গুণগতমান অন্যান্য ব্র্যান্ডের ফ্যানের গুণগতমানের চেয়ে অনেক ভালো ।
বর্তমানে সুপারস্টার ফ্যানের বাজার মূল্য ৮০০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত । এখানে আপনি কত ইঞ্চির ফ্যান নিতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারিত করা হয়ে থাকে । তবে ফ্যান কেনার ক্ষেত্রে আপনি একটা বিষয় সবসময় মাথা রাখবেন যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের ফ্যান কিনতে পারবেন ।
সুপার স্টার সিলিং ফ্যান দাম বাংলাদেশ
বর্তমানে সুপারস্টার কোম্পানির ফ্যানগুলো বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । মূলত এই ফ্যানগুলোতে দীর্ঘদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে । তাছাড়া এই ফ্যানগুলোতে অনেক বেশি বাতাস দেয় এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । সুপারস্টার কোম্পানি তার গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের প্রযুক্তি দিয়ে তৈরি সিলিং ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে ।
আরও পড়ুন ➝ ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত
এখন বাজারে সুপারস্টার কোম্পানির সুপার স্টার এডজাস্ট ফ্যান এবং সুপার স্টার লাকি সিলিং ফ্যান পাওয়া যাচ্ছে । এই ফ্যানগুলো ব্যবহার করা খুবই সহজ এবং ওয়ারেন্টি সার্ভিসও ভালো । আপনি যদি ফ্যান কিনেন তাহলে ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । এখন নিচে বেশ কিছু ফ্যানের মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | ফ্যানের দাম |
Super Star 10 inch – 1490182101 | TK. 1,093 |
Super 6 inch – 1490202101 | TK. 846 |
Super Star 12 inch – 1490162101 | TK. 1,250 |
Super Star 8 inch – 1490192101 | TK. 979 |
Super Star 56 Inch – 1490101111 | TK. 3,410 |
Super Star 56 Inch – 1490101110 | TK. 3,400 |
এখানে যতগুলো সুপারস্টার ফ্যানের মডেল নাম্বার ও দাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । উল্লেখিত ফ্যানগুলো থেকে আপনার যে ফ্যানটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
সুপার স্টার সিলিং ফ্যান সুবিধা
আপনি যদি বাজার থেকে সুপারস্টার কোম্পানির সিলিং ফ্যান কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন নিচে ওই সকল সুবিধার কথা উল্লেখ করা হলো ।
- এই ফ্যানগুলো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত ফলে গরমের সময় ঘর ঠান্ডা রাখতে সহায়তা করে ।
- ফ্যানগুলো সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী ফলে আপনার প্রতি মাসে বিদ্যুতের খরচ কম হবে ।
- এই ফ্যানগুলোর কালার, ডিজাইন ও নকশা অনেক সুন্দর যা যে কেউ পছন্দ করতে পারে ।
- ফ্যানগুলোতে বড় বড় পাখা রয়েছে ফলে প্রচুর পরিমাণে বাতাস দিতে পারবে ।
সুপার স্টার ফ্যান কেনার সময় টিপস
- আপনার কত দামী ফ্যান কিনতে চাচ্ছেন তা নির্ধারণ করে নিন ।
- আপনার ফ্যানের আকার ঘরের আকারের সাথে মিল রেখে সুপারস্টার সিলিং ফ্যান কিনবেন ।
- ফ্যানগুলোতে কি কি ফিচার রয়েছে তা ভালোমতো দেখেশুনে তারপরে কিনবেন ।
- কতদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে তা জেনে নিন ।
- অনলাইনে অথবা অফলাইনে বেশ কয়েকটি স্টোরে ফ্যানের দামের তুলনা করুন
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সুপারস্টার সিলিং ফ্যানের বেশ কয়েকটি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । তা ছাড়া এই ফ্যানের সুবিধা কি কি রয়েছে এবং কেনার সময় কি কি বিষয়ে মাথায় রাখা উচিত সে সম্পর্কেও আমরা জেনেছি । আপনি যদি কখনো সিলিং ফ্যান কিনতে চান তাহলে উপরের তথ্য ফলো করে তারপরে সুপারস্টার কোম্পানির সিলিং ফ্যান কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।