আপনি কি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, যাত্রা বিরতি স্টেশন ও ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যা, হয় তাহলে বলব সঠিক জায়গাতে এসেছেন । চিলাহাটি হচ্ছে রংপুর বিভাগের নীলফামারী জেলার অন্যতম একটি জায়গার নাম । এখানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশন । এটি বাংলাদেশের সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন ।
বর্তমানে ঢাকায় অনেক চিলাহাটি অঞ্চলের মানুষ বসবাস করে । ঈদের সময় অথবা অন্যান্য যেকোনো সময় ঢাকা হতে অনেক মানুষ চিলাহাটি যাতায়াত করে থাকে । অনেক মানুষ আছেন যারা বাস অথবা মাইক্রো ব্যবহার করে চিলাহাটি যাতায়াত করে । কিন্তু ঈদের সময় অনেক জ্যাম ও উপচে পড়া মানুষের ভিড় থাকায় বাস বা মাইক্রোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ।
আরও পড়ুন>>>ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া
আপনি চাইলে ঢাকা হতে চিলাহাটি অথবা চিলাহাটি থেকে ঢাকা যেতে পারবেন । যদি আপনি বাস বা মাইক্রো ব্যবহার করে চিলাহাটি যান তাহলে খরচ এবং সময় দুটোই বেশি যাবে । কিন্তু রেলপথে চিলাহাটি গেলে অনেক সময় কম লাগবে এবং খরচ কমে যাবে । তাই আমাদের অনেক ভাই ও বোন চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানতে চায় ।
আজকের পোস্টে আমরা আলোচনা করতে চলেছি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, এবং যাত্রা বিরতি স্টেশন ইত্যাদি সম্পর্কে । আপনি যদি এই সকল সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাকঃ
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা টু চিলাহাটি অথবা চিলাহাটি টু ঢাকা যাওয়ার জন্য প্রতিনিয়ত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ট্রেন চলাচল করে যা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি । এখন আমরা জানবো কখন এই ট্রেনটি স্টেশন ত্যাগ করে এবং গন্তব্যস্থলে পৌঁছায় । এখন নিচে ট্রেনটির সময় সূচি তুলে ধরা হলোঃ
চিলাহাটি এক্সপ্রেস
ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার জন্য ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিকাল ০৫ঃ০০ ঘটিকায় ছাড়ে এবং রাত ০৩ঃ০০ ঘটিকায় চিলাহাটি স্টেশনে গিয়ে পৌঁছায় ।
চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে সকাল ০৬ঃ০০ টায় ছাড়ে এবং দুপুর ০৩ঃ০০ টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় ।
স্টেশন নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
চিলাহাটি | সকাল ০৬ঃ০০ টায় | দুপুর ০৩ঃ০০ টায় |
ঢাকা | বিকাল ০৫ঃ০০ টায় | রাত ০৩ঃ০০ টায় |
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো শনিবার । তাছাড়া বাকি ৬ দিন ঢাকা টু চিলাহাটি বা চিলাহাটি টু ঢাকা ট্রেন টি চলাচল করে থাকে । সব মিলিয়ে ৬ থেকে ৮ ঘন্টা ব্যয় করে আমরা ঢাকা হতে চিলাহাটি অথবা চিলাহাটি হতে ঢাকায় পৌঁছাতে পারি ।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন
ঢাকা থেকে চিলাহাটি অথবা চিলাহাটি হতে ঢাকা চলাচলকালীন সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সর্বমোট ১২টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে । এখন আমরা জানবো কোন কোন স্টেশনে এই ট্রেনটি থামে । নিচে ট্রেনটির যাত্রা বিরতি স্টেশন গুলো উল্লেখ করা হলোঃ
- ঢাকা বিমানবন্দর
- জয়দেবপুর জংশন
- ঈশ্বরদী বাইপাস
- নাটোর
- সান্তাহার জংশন
- জয়পুরহাট
- বিরামপুর
- ফুলবাড়ি
- পার্বতীপুর জংশন
- সৈয়দপুর
- নীলফামারী
- ডোমার
চিলাহাটি এক্সপ্রেস ট্রেন টি মূলত উপরোক্ত স্টেশনগুলোতে যাত্রা বিরতি দিয়ে থাকে । তাই আপনি যদি ওই সকল এলাকার বাসিন্দা হয়ে থাকেন বা সেখানে নামতে চান তাহলে স্টেশনে পৌছার পর চাইলে নামতে পারবেন ।
আরও পড়ুন ➝ কানাডা কৃষি ভিসা খরচ কত ও বেতন কত
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া মূলত আপনার আসন বা সিটের ধরনের উপর নির্ভর করে হয়ে থাকে । এখানে সবচেয়ে কম দামের সিট থেকে শুরু করে সর্বোচ্চ দামি সিট পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন । এখন নিচে বেশ কয়েকটি সিটের ভাড়া উল্লেখ করা হলোঃ
- শোভন চেয়ার —— ৪৯৫ টাকা
- ফার্স্ট চেয়ার ——- ৬৬০ টাকা
- ফার্স্ট বার্থ —— ৯৮৫ টাকা
- স্নিগ্ধা —— ৯৪৯ টাকা
- এসি. এস —— ১১৩৩ টাকা
উপরে সর্বমোট ৫টি সিট বা আসনের নাম এবং ভাড়া তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার বাজেট এবং রুচির উপর ভিত্তি করে যে কোন একটি সিটের জন্য বুকিং করতে পারেন এবং আপনার কাঙ্খিত গন্তব্য স্থলে পৌঁছাতে পারেন ।
FAQ – চিলাহাটি এক্সপ্রেস
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি কত সালে চালু করা হয়?
এই ট্রেনটি ২০২৩ সালের ৪ জন সর্বপ্রথম চালু করা হয় ।
ঢাকা টু চিলাহাটি দূরত্ব কত?
ঢাকা থেকে চিলাহাটি দূরত্ব ৪৮৬ কিলোমিটার অথবা ৩০২ মাইল ।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন কতগুলো?
এই ট্রেনটি যাত্রাপথে মোট ১২টি স্টেশনে গিয়ে থামে ।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত টাকা?
সর্বনিম্ন ভাড়া শোভন চেয়ার ৪৯৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া এসি এস ১১৩৩ টাকা ।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন কোনটি?
এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো শনিবার । তাছাড়া বাকি ৬ দিন ঢাকা-চিলাহাটি এবং চিলাহাটি-ঢাকা ট্রেন টি চলাচল করে ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, যাত্রা বিরতি স্টেশন, ভাড়া এবং বেশ কিছু প্রশ্ন সম্পর্কে । উপরে যতগুলো তথ্য তুলে ধরা হয়েছে তা বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট এর সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই তথ্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে ।
তাই সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন রেলওয়ের অফিসিয়াল https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে । আশা করি আমাদের এই পোস্টটি পড়ে আপনার সামান্যতম হলেও ভালো লেগেছে । যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও ফ্যামিলির সবার সাথে শেয়ার করে রাখবেন ।