আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও কি বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের নাম সময়সূচী, ভাড়ার তালিকা এবং টিকেট বুকিংসম্পর্কে ।
আমরা সচরাচর ঢাকা থেকে পটুয়াখালী যাতায়াত করার জন্য বাস বা মাইক্রো ব্যবহার করি । কেউ কেউ চলাচলের সুবিধার্থে ট্রেনে করে ঢাকা থেকে পটুয়াখালী যাতায়াত করে । কিন্তু আপনি চাইলে নদীপথে ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যাতায়াত করতে পারেন । তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন আমরা বাস মাইক্রো অথবা ট্রেন ব্যবহার না করে কেন লঞ্চে যাতায়াত করব?
আমাদের বেশিরভাগ মানুষের হাতের বাজেট অনেক কম । তাই আমরা চাই কম খরচে ঢাকা টু পটুয়াখালী পৌঁছাতে মূলত কম খরচে এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যবহার করা খুবই দরকার । তাছাড়া আপনি যখন লঞ্চে যাতায়াত করবেন তখন নদীপথের সৌন্দর্য সবকিছু উপভোগ করার সুযোগ পাবেন ।
আরও পড়ুন ➝ মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যাতায়াত করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চের তালিকা
বর্তমানে ঢাকা টু পটুয়াখালী নদীপথে অসংখ্য লঞ্চ নিয়মিত চলাচল করছে । কিন্তু সেই সকল লঞ্চগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে । কোন লঞ্চ খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং ভাড়া তুলনা মূলক অনেক কম । এখন আমরা আপনাদের সুবিধার্থে কয়েকটি ভালো সার্ভিস দেয় এমন লঞ্চ খুঁজে বের করেছি । ওই লঞ্চ গুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো ।
- এম ভি কুয়াকাটা ১
- এম ভি সুন্দরবন ১১
- এম ভি জামাল ৫
- এম ভি কাজল ৭
- এম ভি ছাত্তার খান ১
- এম ভি এ আর খান ১
- এম ভি প্রিন্স আওলাদ ৭
- এম ভি সুন্দরবন ৯
আরও পড়ুন ➝ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
উপরে উল্লেখ করার লঞ্চগুলো অত্যন্ত বিলাসবহুল এবং ভাড়াও তুলনামূলক কম । আপনি যদি উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে ঢাকা টু পটুয়াখালী যেতে চান তাহলে অবশ্যই উপরে উল্লেখিত লঞ্চগুলো ব্যবহার করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী
আপনি যদি নদীপথে ঢাকা টু পটুয়াখালী যাতায়াত করতে চান তাহলে অবশ্যই লঞ্চের সময়সূচি সম্পর্কে জানা দরকার । আমরা যদি লঞ্চের সময়সূচি সম্পর্কে জানি তাহলে সঠিক সময় লঞ্চঘাটে যেতে পারবো এবং লঞ্চ ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন আমরা ঢাকা থেকে পটুয়াখালী চলাচলকারী লঞ্চের সময়সূচী সম্পর্কে জানব যা নিম্নে উল্লেখ করা হলো ।
লঞ্চের নাম | ছাড়ার সময় | আসার সময় |
এম ভি এ আর খান ১ | রাত ০৮ঃ০০ | বিকেল ০৪ঃ০০ |
এম ভি প্রিন্স আওলাদ ৭ | রাত ০৮ঃ৩০ | বিকেল ০৪ঃ৩০ |
এম ভি সুন্দরবন ৯ | সকাল ০৯ঃ০০ | রাত ০৯ঃ০০ |
এম ভি কুয়াকাটা ১ | রাত ০৮ঃ০০ | বিকেল ০৪ঃ০০ |
এম ভি সুন্দরবন ১১ | সকাল ০৯ঃ৩০ | রাত ০৯ঃ৩০ |
এম ভি জামাল ৫ | সকাল ০৮ঃ০০ | বিকেল ০৪ঃ০০ |
এম ভি কাজল ৭ | রাত ০৮ঃ৪৫ | বিকেল ০৫ঃ০০ |
এম ভি ছাত্তার খান 1 | রাত ০৯ঃ০০ | বিকেল ০৫ঃ০০ |
এখানে উল্লেখ করা লঞ্চগুলোর সময়সূচী সর্বশেষ আপডেট অনুযায়ী উল্লেখ করা হয়েছে । তবে এই সময়সূচী লঞ্চ কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য লঞ্চঘাটে যোগাযোগ করুন ।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ ভাড়া
আপনি যদি ঢাকা টু পটুয়াখালী লঞ্চের যাতায়াত করতে চান তাহলে তার ভাড়া সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি কম দামি সিট থেকে শুরু করে সর্বোচ্চ দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন কোন সিটের ভাড়া কত টাকা হবে তা নিম্নে উল্লেখ করা হলো ।
সিট নাম | সিট ভাড়া |
ডেক | ২০০ টাকা |
সিঙ্গেল কেবিন | ৯০০ টাকা |
ডাবল কেবিন | ১৬০০ টাকা |
ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের ভাড়া হচ্ছে যথাক্রমে ডেকের ভাড়া ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ৯০০ টাকা এবং ডাবল কেবিন ১৬০০ টাকা । এখানে উল্লেখ করা সিট গুলো থেকে আপনার পছন্দের সিট বাছাই করবেন । তারপর সেই সিটের টিকিট কেটে ঢাকা টু পটুয়াখালী যাতায়াত করবেন । তবে আপনি যদি উচ্চ আরামদায়ক সিট পেতে চান তাহলে অবশ্যই ডাবল কেবিন সিটের টিকিট কাটুন ।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চের টিকেট বুকিং
আমরা যদি ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের অগ্রিম টিকিট কাটতে চান তাহলে অবশ্যই লঞ্চঘাট কর্তৃপক্ষের নাম্বারে ফোন করার দরকার হবে । তাছাড়া অনেক সময় লঞ্চের সময়সূচি পরিবর্তন হয় এবং অন্যান্য সমস্যা জনিত কারণে লঞ্চঘাটে যোগাযোগ করার দরকার হয় । এখন উপরে উল্লেখ করা লঞ্চ গুলোর টিকিট বুকিং করার জন্য নাম্বার ছক আকারে উল্লেখ করা হলো ।
লঞ্চ নাম | মোবাইল নাম্বার |
এম ভি এ আর খান ১ | ০১৮২৩-৩৯১৫৬৩ |
এম ভি প্রিন্স আওলাদ ৭ | ০১৭৬০-৯৯৮৫৩৭ |
এম ভি সুন্দরবন ৯ | ০১৭১১-৩৫৮৮১০ |
এম ভি কুয়াকাটা ১ | ০১৭৩৬-৬২০৫৮০ |
এম ভি সুন্দরবন ১১ | ০১৭১১-৩৫৮৮৩৮ |
এম ভি জামাল ৫ | ০১৭১২-৫৬১৫২০ |
এম ভি কাজল ৭ | ০১৭৯৮-৮৪৯৭৪৭ |
এম ভি ছাত্তার খান ১ | ০১৭৭০-৬৭৩০৬০ |
আপনি যদি কখনো ঢাকা টু পটুয়াখালী লঞ্চের টিকিট কাটতে চান তাহলে উপরে উল্লেখ করা নাম্বারগুলোতে ফোন দিন । তাছাড়া আপনি যদি আরও অন্যান্য সমস্যায় পতিত হন তাহলে অবশ্যই সেখানে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিতে ভুলবেন না ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ঢাকা থেকে পটুয়াখালী নদী পথে চলাচলকারী সেরা কয়েকটি লঞ্চের নাম, ভাড়া, সময়সূচী এবং টিকেট বুকিং সম্পর্কে বিস্তারিত জেনেছি । আপনি যদি কখনো ঢাকা টু পটুয়াখালী লঞ্চের যাতায়াত করতে চান তাহলে উপরে উল্লেখ করা যে কোন একটি লঞ্চ বাছাই করুন । তারপর সেই লঞ্চের টিকিট কেটে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । আপনি চাইলে পোস্টটি আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটারে পোস্ট শেয়ার করতে পারেন । ধন্যবাদ ।