দুবাই লেবার কার্ড চেক | কিভাবে দুবাই লেবার কার্ড নাম্বার পাওয়া যায়

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি দুবাই লেবার কার্ড চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টটিতে আমরা আলোচনা করব দুবাই লেবার কার্ড কিভাবে চেক করা যায়, লেবার কার্ড নাম্বার পাওয়ার নিয়ম এবং লেবার কার্ড আবেদন করার উপায় সম্পর্কে ।

বর্তমানে বাংলাদেশের লাখ লাখ নাগরিক দুবাইতে প্রবাসী হিসেবে কাজ করছেন । মূলত দুবাইয়ের অর্থনৈতিক অবস্থা ও মুদ্রার মান ভালো হওয়ায় আমরা বেশিরভাগ মানুষ সেখানে যেতে আগ্রহী । একজন ব্যক্তি যদি বিদেশে গিয়ে উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি যদি উন্নত জীবন যাপন উপভোগ করতে চায় তাহলে আমার মতে দুবাই অন্যতম ভালো একটি জায়গা ।

আরও পড়ুন ➝ দুবাই থেকে আমেরিকা যাওয়ার সহজ উপায়

আমরা যদি দুবাইতে গিয়ে কোন কোম্পানির হয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই সেই কোম্পানির লেবার কার্ড দরকার হয় । কারণ আপনি কোন কোম্পানির অধীনে কাজ করছেন তার সকল ডকুমেন্ট ওই লেবার কার্ডে দেওয়া থাকবে । এতে করে আপনি পরবর্তীতে কোন ঝামেলায় পড়লে নিশ্চিত করা যাবে আপনি কোন কোম্পানির হয়ে কাজ করেছেন ।

আমাদের অনেকে লেবার কার্ড এর জন্য নতুন আবেদন করেছেন কিন্তু এখনো হাতে কার্ড পান নাই তাদের জানার দরকার কিভাবে লেবার কার্ড চেক করা যায় । হ্যাঁ আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক ।

দুবাই লেবার কার্ড চেক

দুবাই লেবার কার্ড সাধারণত ওয়ার্ক পারমিট নামে পরিচিত । এটি এমন একটি কার্ড যা আপনার কাজ করার দলিল পত্র বা প্রমাণপত্র হিসেবে বিবেচিত হয় । দুবাই লেবার কার্ড মূলত আপনার পরিচয় পত্র বহন করে । যেখানে একজন ব্যক্তির নাম, জাতীয়তা, কাজের ধরন, ব্যক্তি সনাক্তকরণ নাম্বার লেবার কার্ড নাম্বার এবং লেবার কার্ডের মেয়াদ লিখা থাকে ।

একজন ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আসার পর সবার প্রথমে এই কার্ড তৈরি করার দরকার হয় । কার্ডটি মূলত আপনি যে কোম্পানির অধীনে কাজ করবেন সেখান থেকেই তৈরি করতে পারবেন । তারা আপনাকে দুবাই লেবার কার্ড তৈরি করte হেল্প করবে । কিন্তু দুবাই লেবার কার্ড আবেদন করার পর আমাদের অবশ্যই চেক করার দরকার হয় কার্ডটি তৈরি হয়েছে কিনা ।

দুবাইতে লেবার কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

আমরা যদি দুবাই লেবার কার্ডের সর্বশেষ স্ট্যাটাস চেক করতে চাই তাহলে সবার প্রথমে ফোনের অথবা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে । অতঃপর ব্রাউজারে এড্রেসবারে লিখতে হবে https://inquiry.mohre.gov.ae/ অতঃপর এন্টার বাটনে প্রেস করতে হবে ।

দুবাই লেবার কার্ড চেক
দুবাই লেবার কার্ড চেক

তারপর আমাদের সামনে লেবার কার্ড চেক করার ওয়েবসাইট প্রদর্শিত হবে । সেখান থেকে আমরা “Electronic work permit information” অপশনে ক্লিক করব, তারপর “Transaction No” এই অপশনে আমাদের দুবাই লেবার কার্ড নাম্বারটি বসাবো । এখন নিচে প্রদর্শিত ক্যাপচাটি পূরণ করে “Search” বাটনে ক্লিক করব । তাহলেই আমাদের সামনে মুহূর্তের মধ্যে লেবার কার্ডের সর্বশেষ স্ট্যাটাস প্রদর্শিত হবে ।

কিভাবে দুবাই লেবার কার্ড নাম্বার পাওয়া যায়

আমরা যদি দুবাই লেবার কার্ড নাম্বার পেতে চাই তাহলে সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে । আপনি ফোনের গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন “Mohre” লিখে । তাহলেই সবার প্রথমে এই অ্যাপটি দেখতে পাবেন । অতপর সেখান থেকে আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করে নিবেন ।

  • অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার পাসপোর্ট এর তথ্য এবং মোবাইল নাম্বার ব্যবহার করুন ।
  • একাউন্ট তৈরি করার পর “My dashboard” অপশনে যাবেন । যেখানে দুবাই লেবার কার্ড সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন ।
  • আপনার একাউন্টের “My dashboard” অপশন এর নিচের দিকে দেখবেন লেখা আছে “Attachment” এই অপশনটির উপর ক্লিক করবেন । তাহলে আপনার ছবি সহ দুবাই লেবার কার্ড ডাউনলোড করতে পারবেন ।

উপরে আপনাদের সাথে আমি যে স্টেপগুলো শেয়ার করেছি সেগুলো ফলো করুন । আশা করি আপনি খুব সহজে আপনার দুবাই লেবার কার্ডের তথ্য দেখতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনার দুবাই লেবার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ।

লেবার কার্ড কিভাবে আবেদন করবেন?

এখন অনেকে প্রশ্ন করতে পারেন দুবাই লেবার কার্ড কিভাবে আবেদন করব? হ্যাঁ এ প্রশ্নটি করা যুক্তিসংগত বলে আমি মনে করি । তবে আপনি যদি ইতিমধ্যে দুবাই কোন কোম্পানিতে নতুন যোগদান করে থাকেন তাহলে এ বিষয়ে সম্পর্কে আপনার জানা দরকার । সাধারণত দুবাই লেবার কার্ড পাওয়ার জন্য একজন ব্যক্তির নিজে থেকে আবেদন করতে হয় না ।

আপনি যদি কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তাহলে ওই প্রতিষ্ঠানের নিয়োগ কর্মকর্তা আপনার পাসপোর্ট এর তথ্য ও ছবি দিয়ে আপনার লেবার কার্ডের জন্য আবেদন করে দিবে । আপনাকে নিজে থেকে দুবাই লেবার কার্ডের জন্য আবেদন করার দরকার হবে না । তাই এ নিয়ে কোন চিন্তা ভাবনা করার দরকার নেই ।

লেবার কার্ডের মেয়াদ কতদিন?

আমরা অনেকে জানতে চাই দুবাই লেবার কার্ডের মেয়াদ কতদিন থাকে । সাধারণত প্রতিটি দুবাই লেবার কার্ডের মেয়াদ ২ বছর দেওয়া থাকে । তবে যখন এই কার্ডের মেয়াদ ২ বছরের বেশি হয়ে যাবে তখন আপনা আপনি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে । আপনি চাইলে ওই সময় আবার নতুন করে একই লেবার কার্ডের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন ।

আমাদের শেষ কথা

সুপ্রিয় দর্শক, আজকের পোস্টে আমরা দুবাই লেবার কার্ডের কিভাবে আবেদন করা যায়, লেবার কার্ডের সর্বশেষ স্ট্যাটাস, এবং লেবার কার্ড নাম্বার পাওয়ার উপায় সহ আর অসংখ্য তথ্য সম্পর্কে বিস্তারিত জেনেছি । আপনি যদি কখনো দুবাই যেতে চান অথবা ইতিমধ্যে দুবাই অবস্থান করে থাকেন তাহলে উপরে উল্লেখিত স্টেপগুলো ফলো করুন এবং আপনার লেবার কার্ড সম্পর্কিত তথ্য জেনে নিন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি করার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
দুবাই থেকে স্বর্ণ আনার নিয়ম ও কত গ্রাম স্বর্ণ আনা যায়
দুবাই থেকে স্বর্ণ আনার নিয়ম

আমাদের অনেক ভাই ও বোন দুবাই থেকে স্বর্ণ আনার নিয়ম সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য বিস্তারিত পড়ুন

কাতার গোল্ড প্রাইস রেট ২২ ক্যারেট | কাতার গোল্ড প্রাইস রেট ২১ ক্যারেট
কাতার গোল্ড প্রাইস রেট ২২ ক্যারেট

আপনি কি কাতার গোল্ড প্রাইস রেট ২২ ক্যারেট কত এই বিষয়ে অনলাইনে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে বিস্তারিত পড়ুন

বুলগেরিয়া কাজের ভিসা ২০২৫ [বিস্তারিত সবকিছু]
বুলগেরিয়া কাজের ভিসা ২০২৪

আমাদের অনেক ভাই ও বোন বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে জানতে চান । আপনিও কি এ বিষয়ে জানতে আগ্রহী আছেন? যদি বিস্তারিত পড়ুন

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় [বিস্তারিত সবকিছু]
লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

আপনি কি লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় খুঁজছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের বিস্তারিত পড়ুন

কুয়েত সিভিল আইডি চেক করার নিয়ম [বিস্তারিত আপডেট]
কুয়েত সিভিল আইডি

আপনি কি অনলাইনে কুয়েত সিভিল আইডি চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

জাপানের ভিসার দাম কত এবং সরকারিভাবে জাপান যাওয়ার উপায়
জাপানের ভিসার দাম

আপনি নিশ্চয়ই জাপানের ভিসার দাম কত জানতে এসেছেন? যদি উত্তরটি হ্যাঁ, হয় তাহলে বলব সঠিক জায়গাতেই এসেছেন । জাপানের ভিসার বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!