ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪ | সেরা কয়েকটি ড্রোন ক্যামেরা মডেল

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি অনলাইনে ড্রোন ক্যামেরা দাম কত এই বিষয়ে তথ্য খুঁজছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ মনে হয় তাহলে আমি বলব সঠিক জায়গাতে এসেছেন কেননা । আজকের পোস্টে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা কিছু ড্রোন ক্যামেরা মডেল নাম্বার, দাম এবং ড্রোন ক্যামেরা কেনার কিছু টিপস সম্পর্কে ।

আমরা সাধারণত ছবি ও ভিডিও ধারণ করার জন্য মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে থাকি । তাছাড়া কেউ কেউ ছবি বা ভিডিওর কোয়ালিটি আরো উন্নত করার জন্য ক্যামেরা ব্যবহার করে থাকেন । কিন্তু আপনি হয়তো জেনে অবাক হবেন বর্তমানে মোবাইল বা ক্যামেরা থেকে আরও উন্নত প্রযুক্তি বাহির হয়েছে ।

আরও পড়ুন ➝ মিনি এয়ার কুলার এর দাম কত

আপনি চাইলে কিন্তু মোবাইল অথবা ক্যামেরা দিয়ে আকাশ থেকে বা ছাদ থেকে ভিডিও বা ছবি তুলতে পারবেন না । কিন্তু এমন এক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে যে কোন স্থান থেকে সেটা হোক আকাশ বা আপনার বাড়ির ছাদ চাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন ।

হ্যাঁ, এই প্রযুক্তিটি হচ্ছে ড্রোন ক্যামেরা । এই ক্যামেরার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজে আকাশ থেকে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন । আমরা ইতিমধ্যে এই বিষয়টি অবগত হয়েছি । কিন্তু কোন মডেলের ড্রোনের দাম কত টাকা এ সম্পর্কে হয়তো আমরা অধিকাংশ লোক জানিনা । যার ফলে আমরা ড্রোন ক্যামেরাও কিনতে পারছি না ।

এখন আমরা বাংলাদেশের সেরা কিছু ড্রোন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী তাহলে পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম দেখেছি শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।

ড্রোন ক্যামেরা দাম কত ২০২৪

আমরা যদি ড্রোন ক্যামেরা কিনতে চাই তাহলে অবশ্যই জানা দরকার বর্তমানে ড্রোন ক্যামেরা দাম কত । এখানে মূলত ড্রোন ক্যামেরার সাইজ ও কোয়ালিটির উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়ে থাকে । প্রতিটি কোম্পানির ড্রোনের জন্য আলাদা আলাদা দাম নির্ধারিত করে দেওয়া রয়েছে । এখন আমরা ড্রোন ক্যামেরা দাম সম্পর্কে জানব ।

বর্তমানে বাজারে ড্রোন ক্যামেরা দাম ৪০০০ টাকা থেকে শুরু করে ২ টাকার মধ্যে পাওয়া যায় আশাকরি আমাদের যাদের বাজেট খুব কম কিন্তু আমরা চাই আকাশ পথে উচ্চ কোয়ালিটির ভিডিও ও ছবি ধারণ করার তারা চার হাজার টাকা থেকে ২০০০০ টাকার ভিতরে ড্রোন ক্যামেরা কিনে ভিডিও বা ছবি তৈরি করতে পারব

ড্রোন ক্যামেরা দাম বাংলাদেশ

বর্তমানে অসংখ্য কোম্পানি রয়েছে যারা উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ক্যামেরা তৈরি করছে । এই ড্রোন ক্যামেরা গুলো ব্যবহার করা এবং নিয়ন্ত্রণ করা খুবই সহজ । সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি একবার ভালো মানের ড্রোন ক্যামেরা কিনেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ।

আমরা ইতিমধ্যে সেরা কিছু ড্রোন ক্যামেরা মডেল নাম্বার ও দাম সম্পর্কে অবগত হয়েছি । এখন সেগুলো সম্পর্কেই আমরা জানবো । বর্তমানে বাজারে CXRIC Sky-06 4K Wi-Fi Dual HD Camera Drone মডেলের ড্রোনের দাম ৪৪৯৯ টাকা, E84 Mini Pro 4K Drone মডেলের ড্রোনের দাম ১২৫০০ টাকা এবং E63 4K Dual HD Camera GPS Drone মডেলের ড্রোনের দাম ১৬৫০০ টাকা ।

সেরা কয়েকটি ড্রোন ক্যামেরা মডেল

আপনি যদি বিভিন্ন সুপারমার্কেট, অনলাইন মার্কেটপ্লেস অথবা ফেসবুক পেইজে ড্রোন ক্যামেরা দাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই মডেল নাম্বার সম্পর্কে জানা দরকার । কেননা আপনি যদি ড্রোন ক্যামেরা মডেল নাম্বার সম্পর্কে জানেন তাহলে প্রায় প্রতিটি জায়গায় আপনি ক্যামেরার দামের তফাৎ বুঝতে পারবেন ।

এখন আমরা সেরা কিছু ড্রোন ক্যামেরা মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ঐ সকল ড্রোন ক্যামেরার মডেল নাম্বার ও দামগুলো ছক আকারে নিম্নে তুলে ধরা হলো ।

ড্রোন ক্যামেরা মডেল নাম্বার ড্রোন ক্যামেরা দাম
SG900 Optical Flowing Wi-Fi Drone ৮,৮৫০ টাকা
CXRIC Sky-06 4K Wi-Fi Dual HD Camera Drone ৪,৪৯৯ টাকা
E84 Mini Pro 4K Drone ১২,৫০০ টাকা
F184 RC 4K Dual ESC Camera Drone ৯,৯৯৯ টাকা
E58 Wi-Fi FPV 4K Drone ৪,৯০০ টাকা
E99 RC Drone With 4K Dual Camera ৫,৫০০ টাকা
RG107 Pro Optical Flow 4K Dual Camera Drone ৭,০০০ টাকা
F190 Drone with 4K Dual Camera ৬,৫৫০ টাকা
E63 4K Dual HD Camera GPS Drone ১৬,৫০০ টাকা

উপরে উল্লেখ করার ড্রোন ক্যামেরা মডেলের দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও প্রয়োজন বা চাহিদার উপর ভিত্তি করে ড্রোন ক্যামেরার দাম যে কোন সময় কম অথবা বেশি হতে পারে ।

ড্রোন ক্যামেরা কেনার কিছু টিপস

আপনি যখন ড্রোন ক্যামেরা বাজার থেকে বা অনলাইন থেকে কিনবেন তখন অবশ্যই কিছু টিপস অনুসরণ করা উচিত । ধরে নিলাম আপনি .১৫০০০ বা ২০০০০ টাকা দিয়ে একটি ড্রোন ক্যামেরা কিনলেন কিন্তু কয়েকদিন যেতেন না যেতে নষ্ট হয়ে গেল । এতে কিন্তু আপনি ক্ষতি সম্মুখীন হলেন । এখন সেরা কিছু টিপস নিচে তুলে ধরা হলো যেগুলো আমাদের ড্রোন ক্যামেরা কেনার সময় অনুসরণ করা উচিত ।

  • ড্রোন ক্যামেরা কেনার সময় অবশ্যই ব্যাটারি কতক্ষণ চলবে তা জেনে নেয়া উচিত । কমপক্ষে ড্রোনের ব্যাটারির লাইফ টাইম ৩০ থেকে ৪০ মিনিট হওয়া উচিত ।
  • ড্রোনের ক্যামেরা কোয়ালিটি যাচাই করে নিতে হবে । কমপক্ষে হলেও 4K কোয়ালিটির ক্যামেরা থাকতে হবে ।
  • ড্রোনটি কত দূরত্ব পর্যন্ত উঠতে পারে তা দেখতে হবে । সর্বনিম্ন ১ থেকে ৩ কিলোমিটার পড়তে পারে তা দেখে ড্রোন কিনতে হবে ।
  • খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন ড্রোন কিনতে হবে । যদি ওই ড্রনে মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তাহলে তো আরো ভালো হয় ।
  • অবশ্যই ড্রোনের সাইজের দিকে লক্ষ্য করুন । ছোট ও হালকা ড্রোন হলে আপনি যে কোন স্থানে নিয়ে যেতে পারবেন ।

আশা করি আপনি উপরে উল্লেখিত স্টেপ গুলো ফলো করলেই ভালো ও উন্নত মানের ড্রোন ক্যামেরা কিনতে পারবেন । অতঃপর দেখা যাবে আপনি একটি ড্রোন ক্যামেরা কিনে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

কেন ড্রোন ক্যামেরা কিনবেন

আমরা ইতিমধ্যে সেরা কিছু ড্রোন ক্যামেরার মডেল নাম্বার ও দান সম্পর্কে জেনেছি । এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন আমরা ড্রোন ক্যামেরা কিনবো? হ্যাঁ, আপনার প্রশ্নটি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি । এখন বর্ণনা করা হলো কেন আপনারা ড্রোন ক্যামেরা কিনবেন ।

আপনি যদি চান আকাশ পথ থেকে অথবা আপনার বাড়ির ছাদ থেকে চার পাশের ভিডিও ফুটেজ অথবা ভালো মানের ছবি তুলবেন তাহলে অবশ্যই ড্রোন ক্যামেরা ব্যবহার করতে হবে । বিবাহ অনুষ্ঠান, ইভেন্ট ও সিনেমার শুটিং এর জন্য সাধারণত ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয় ।

তাছাড়া ড্রোন ক্যামেরা দিয়ে কৃষি, বন ব্যবস্থা এবং ভৌগোলিক পরিবেশ ইত্যাদি সম্পর্কিত জরিপের জন্য ভিডিও বা ছবি ধারণ করা হয় । আপনি যদি কারো উপর গোয়েন্দা নজরদারি করতে চান সে ক্ষেত্রে আপনি ড্রোন ক্যামেরা ব্যবহার করতে পারেন ।

আমাদের শেষ কথা

সুপ্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সেরা কিছু ড্রোনের মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া ড্রোন ক্যামেরা কেনার সময় কিছু টিপস ও কেন ড্রোন ক্যামেরা কিনবো সে সম্পর্কেও জেনেছি । আপনি যদি ইতিমধ্যে ড্রোন ক্যামেরা কিনতে আগ্রহী হন তাহলে উপরে উল্লেখিত তথ্য গুলো ফলো করে ড্রোন ক্যামেরা কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার অবশ্যই ভালো লাগবে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া যদি আমার এই পোস্ট নিয়ে আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম [সর্বশেষ আপডেট]
প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম

আমাদের অনেকে প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? যদি আপনার বিস্তারিত পড়ুন

ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম কত | স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার নাইট ক্রিম

আমাদের অনেক মা ও বোন ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এ বিষয়ে তথ্য বিস্তারিত পড়ুন

মিনি এয়ার কুলার এর দাম কত | মিনি এয়ার কুলার এর জনপ্রিয় কিছু মডেল
মিনি এয়ার কুলার এর দাম কত

আমাদের অনেক ভাই ও বোন মিনি এয়ার কুলার এর দাম কত এই বিষয়ে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিস্তারিত পড়ুন

গোলাপ জলের দাম কত ২০২৪ [সর্বশেষ আপডেট]
গোলাপ জলের দাম

আমাদের অনেক ভাই ও বোন গোলাপ জলের দাম কত এই বিষয়ে জানতে চান? আপনিও কি অনলাইনে এ বিষয়ে তথ্য খুঁজতেছেন? বিস্তারিত পড়ুন

আজকের ব্রয়লার মুরগির দাম | ১ কেজি ব্রয়লার মুরগির দাম কত
আজকের ব্রয়লার মুরগির দাম

আপনি কি অনলাইনে আজকের ব্রয়লার মুরগির দাম কত এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে মনে করব বিস্তারিত পড়ুন

গাজী মটর পানির পাম্প দাম কত | গাজী ১ ঘোড়া পাম্পের দাম কত
গাজী ১ ঘোড়া পাম্পের দাম কত

আপনি কি অনলাইনে গাজী মটর পানির পাম্প দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ মনে হয় তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!