আপনি কি ছোট ফ্রিজের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা মিনি ফ্রিজের দাম ২০২৫ সম্পর্কে আলোচনা করব । অনেকেই মিনি ফ্রিজ বা ছোট ফ্রিজ বাসায় রাখতে পছন্দ করেন ।
ধরুন আপনার ফ্যামিলিতে আপনি এবং আপনার স্ত্রী দুজন মানুষ রয়েছেন তাহলে তো মিনি ফ্রিজই যথেষ্ট । আর বড় ফ্রিজ রাখার কোন দরকার নেই । তাছাড়া অনেক সময় আমাদের বাজেট কম থাকে কিন্তু ফ্রিজ না রাখলেই নয় ওই সময় আমরা চাইলে এই ছোট ফ্রিজগুলো ক্রয় করে ব্যবহার করতে পারি ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২০২৫
ছোট ফ্রিজ গুলোর দাম অনেক কম এবং দীর্ঘদিন যাবত ব্যবহার করা যায় । এই জন্য মূলত অনেকে মিনি ফ্রিজ গুলো ক্রয় করতে আগ্রহী । এর জন্য আমরা অনলাইনে যেমনঃ google এবং youtube এ এসে ছোট ফ্রিজের দাম কত লিখে সার্চ করি । তখন গুগল থেকে বেশ কিছু তথ্য এবং ইউটিউব থেকে ভিডিও দেখে ছোট ফ্রিজের আমরা ধারণা পাই ।
আবার অনেক সময় দেখা যায় মানুষজন ভুলভাল তথ্য তুলে ধরে । এতে আমরা আরো বেশি কনফিউশনে পড়ে যাই যে ছোট ফ্রিজ ক্রয় করব নাকি করব না । আপনি যদি ইতিমধ্যে ছোট ফ্রিজ ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
ছোট ফ্রিজের দাম কত
আমাদের পরিবারের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের অনেকে ছোট ফ্রিজের দাম সম্পর্কে জানতে চান । ছোট ফ্রিজের দাম তুলনামূলক বড় ফ্রিজ থেকে অনেক কম হয়ে থাকে । কেননা বড় ফ্রিজে অনেক বেশি যন্ত্রাংশ এবং প্রযুক্তি ব্যবহার করা হয় তাই এর মূল্য বেশি । আমাদের অনেকের বাজেট কম তাই ছোট ফ্রিজের দিকে নজর দেই ।
আবার কারো কারো ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী এই দুইজন মানুষের জন্য ছোট ফ্রিজ পারফেক্ট বলে আমি মনে করি । বর্তমানে ছোট ফ্রিজের মূল্য হচ্ছে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত । আপনার বাজেট যদি ১০-১৫ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই দোকান বা শোরুম থেকে ছোট ফ্রিজ ক্রয় করে নিয়ে আসো ।
মিনি ফ্রিজের দাম ২০২৫
আপনার বাজেট যদি কম হয় অথবা আপনার ফ্যামিলিতে যদি আপনি এবং আপনার স্ত্রী থাকেন তাহলে মিনি ফ্রিজ ক্রয় করায় সবচেয়ে ভাল বলে আমরা আমি মনে করি । বর্তমানে বাংলাদেশি অসংখ্য ফ্রিজ কোম্পানি রয়েছে যারা তাদের কাস্টমারদের জন্য সর্বোচ্চ মানের ফ্রিজ সরবরাহ করে থাকে । তার মধ্যে রয়েছে ওয়ালটন, সিঙ্গার, ভিশন এবং মিনিস্টার ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম কত
এই সকল কোম্পানিগুলো বড় ফ্রিজের পাশাপাশি গ্রাহকদের চাহিদার কথা চিন্তা ভাবনা করে মিনি ফ্রিজ বাজারে সরবরাহ করে থাকে । কোম্পানি ভেদে এই সকল মিনি ফ্রিজের দাম কম বেশি হয়ে থাকে । এখন আমরা ওয়ালটন এবং ভিশনের বেশ কয়েকটি মিনি ফ্রিজের দাম সম্পর্কে জানব ।
ওয়ালটন ছোট ফ্রিজের দাম কত
আমরা সকলে জানি ওয়ালটন আমাদের বাংলাদেশের দেশীয় একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান । যারা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আন্তর্জাতিক মানের ফ্রিজ তৈরি করে থাকে । এই কোম্পানি বড় ফ্রিজের পাশাপাশি ছোট ফ্রিজ ও আমাদের দিয়ে থাকে । নিচে বেশ কয়েকটি ছোট ফ্রিজের মডেল সহ দাম উল্লেখ করা হলোঃ
- WFD-1D2-G (1.2 CF) – 10,000 TK
- WFD-1D3-G (1.3 CF) – 11,000 TK
- WFD-1D5-G (1.5 CF) – 12,000 TK
উপরোক্ত তিনটি ফ্রিজ থেকে যে ফ্রিজটি আপনার ভাল মনে হয় এবং আপনার বাজেটের সাথে ম্যাচ হয় তাহলে সেই ফ্রিজটি ক্রয় করুন । তাছাড়া আপনি যদি আরও মিনি ফ্রিজ ক্রয় করতে চান তাহলে ওয়ালটনের https://waltonbd.com/ অফিসিয়াল সাইটে ভিজিট করুন ।
ভিশন ছোট ফ্রিজের দাম কত
ভিশন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি । এই কোম্পানির বেশ কিছু পণ্য মার্কেটে রয়েছে তার মধ্যে অন্যতম একটি পণ্যের নাম হচ্ছে ফ্রিজ । তারা বড় ফ্রিজের পাশাপাশি ছোট ছোট ফ্রিজগুলো আমাদের মাঝে সরবরাহ করে থাকে । এখন নিচে ভিশনের কয়েকটি ছোট ফ্রিজের দাম উল্লেখ করা হলোঃ
- VF-1D2 (1.2 CF) – 11,000 TK
- VF-1D3 (1.3 CF) – 12,000 TK
- VF-1D5 (1.5 CF) – 13,000 TK
আপনার বাজেট যদি ১০-১৫ হাজার হয় তাহলে উপরোক্ত তিনটি ভিশন ফ্রিজ থেকে যেকোনো একটি ফ্রিজ ক্রয় করতে পারেন । তাছাড়া আপনি যদি আরও মিনি ফ্রিজ সম্পর্কে জানতে চান এবং ক্রয় করতে চান তাহলে ভিশনের https://vision.com.bd/ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুইটি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন এবং ভিশনের ছোট ফ্রিজ বা মিনি ফ্রিজ সম্পর্কে আলোচনা করছি । এই কোম্পানি দুইটির বেশ কয়েকটি ফ্রিজের মডেল নাম্বারও উল্লেখ করা হয়েছে । তাই আপনি যদি কখনো ছোট ফ্রিজ ক্রয় করতে চান তাহলে উপরোক্ত যে কোন একটি ফ্রিজ ক্রয় করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । আপনার যদি মিনি ফ্রিজ বা ছোট ফ্রিজ সম্পর্কে আরো কোন তথ্যের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।