আমাদের অনেক ভাই ও বোন যমুনা ফ্রিজ দাম কত এই বিষয়ে জানতে চান । আপনিও কি অনলাইনে যমুনা কোন ফ্রিজের দাম কত এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে বলব সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা যমুনা ফ্রিজ মডেল নাম্বার ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো ।
ইতিমধ্যে বাংলাদেশে গরমকাল পড়ে গেছে । এই সময় আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ও সরবত খাওয়ার দরকার হয় । আমরা সচরাচর ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি । তাছাড়া আপনি ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে শরবত অথবা অন্যান্য উপকরণ তৈরি করতে পারেন ।
তাছাড়া অনেক সময় আমরা প্রতিদিনের খাবার খাওয়ার পর বাড়তি খাবার থেকে যায় । সেই খাবার পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করতে হয় । ওই খাবার সংরক্ষণের জন্য অবশ্যই ফ্রিজের দরকার হবে । ফ্রিজ এমন একটি ইলেকট্রনিক্স পণ্য যা আপনার খাবার সরবরাহ করবে এবং দ্রুত পানি ঠান্ডা করবে ।
আমাদের বাংলাদেশ ফ্রিজ তৈরি করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যেমনঃ যমুনা ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ মিনিস্টার ফ্রিজ এবং মার্সেল ফ্রিজ ইত্যাদি । আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যমুনা ফ্রিজ দাম কত এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানা ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত
এখন আমরা যমুনা ফ্রিজের মূল্য কত এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
যমুনা ফ্রিজ দাম কত ২০২৫
বাংলাদেশে যতগুলো ইলেকট্রনিক কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স লিমিটেড । এদের বিভিন্ন পণ্য রয়েছে । যেমনঃ যমুনা এসি, যমুনা ফ্রিজ এবং যমুনা টেলিভিশন ইত্যাদি । কিন্তু যমুনার ঐ সকল ইলেকট্রনিক্স পণ্যগুলো বাদে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যমুনা ফ্রিজ ।
আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে নিঃসন্দেহে যমুনা ফ্রিজ সম্পর্কে জানতে পেরেছেন । দেশের যতগুলো উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ সরবরাহ কোম্পানি রয়েছে তার মধ্যে যমুনা অন্যতম । এই ফ্রিজ গুলো অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
আমরা যদি যমুনা ফ্রিজ কিনতে চাই তাহলে জানা উচিত যে যমুনা ফ্রিজ দাম কত । এখানে মূলত যমুনা ফ্রিজের দাম বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে হয়ে থাকে । তাছাড়া ওই মডেল এ কি কি বৈশিষ্ট্য এবং ফিচার রয়েছে সেটার উপর ভিত্তি করেও যমুনা ফ্রিজের দাম নির্ধারণ করা যায় ।
এখন আমরা যমুনা ফ্রিজ দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে সেরা কিছু মডেল নাম্বার বাছাই করেছি । এখন ঐ সকল যমুনা ফ্রিজ মডেল নাম্বার এবং দাম কত এই বিষয়ে সম্পর্কে নিম্নে তুলে ধরা হলো ।
যমুনা ফ্রিজ ১৭০ লিটার দাম কত
যমুনা কোম্পানির যতগুলো মডেলের ফ্রিজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা ফ্রিজ ১৭০ লিটার । আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি ৩-৪ জন তাহলে আপনার পরিবারের জন্য যমুনা ১৭০ লিটার ফ্রিজ কিনতে পারেন । এই ফ্রিজগুলো অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা । এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
বর্তমানে যমুনা ফ্রিজ ১৭০ লিটারের বিভিন্ন মডেলের ফ্রিজ পাওয়া যায় । আপনাদের সুবিধার্থে আমরা সেরা কিছু ১৭০ লিটারের যমুনা ফ্রিজ বাছাই করেছি । নিচে ছকের মাধ্যমে ওই ফ্রিজ গুলোর দাম সম্পর্কে তথ্য তুলে করা হলো ।
মডেল | কালার | দাম |
---|---|---|
JE5-BM1G0QD | Silver Lotus | 32,720 TK |
JE5-BM1G0QD | Red Diamond | 32,720 TK |
JE-XXB-LS51G0 QD | Red Winter | 36,300 TK |
JE-170L CD | Wine Water Lily | 35,800 TK |
JE-170L-VCM | Orange | 33,300 TK |
JE-170L VCM | Maroon Print | 33,300 TK |
যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত
আপনার হাতের বাজেট যদি কম হয় এবং যদি চান উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কিনতে তাহলে যমুনা ফ্রিজ ২২৮ লিটার কিনতে পারেন । মূলত যাদের পরিবারের সদস্য সংখ্যা ৩-৪ জন তাদের জন্য এই ফ্রিজটি অত্যন্ত উপযোগী । তাছাড়া আপনার কিচেন টি যদি অত্যাধুনিক হয় তাহলে তার সাথে মানানসই এই যমুনা ২২৮ লিটার ফ্রিজ ।
আমরা যদি কখনো পরিবারের জন্য যমুনা ফ্রিজ কিনতে চাই তাহলে চেষ্টা করব যমুনা ২২৮ লিটার ফ্রিজ কেনার জন্য । তবে আমাদের প্রথমে জানতে হবে যমুনা ২২৮ লিটারের কি কি মডেল রয়েছে এবং দাম কত । এখন নিচে তা ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল | কালার | দাম |
---|---|---|
JE5-TM2B8QD | Silver Diamond | 35,820 TK |
JE5-TM2B8QD | Diamond Roses | 35,820 TK |
JE-XXB-US52B8JF-QD | Red Rosa Sinensis | 35,820 TK |
JE-2B8JF CD | Blue Lily Leaf | 39,300 TK |
JE-2B8JF CD | Blooming Flower | 39,300 TK |
JE-XXB-US52B8-QD | Blue Almond | 35,820 TK |
যমুনা ফ্রিজ ২৪৮ লিটার দাম কত
যমুনা তারা গ্রাহকদের জন্য কম দামে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ নিয়মিত তৈরি করে আসছে । এই তালিকায় রয়েছে যমুনা ২৪৮ লিটার ফ্রিজগুলো । মূলত আপনার মাঝারি পরিবারের জন্য যমুনা ২৪৮ লিটার ফ্রিজ ব্যবহার করা হয় । সাধারণত এইগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি । এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
মডেল | কালার | দাম |
---|---|---|
JE6-BM2D8QD | Diamond Roses | 37,749 TK |
JR-LES624800 | CD Purple Dream | 41,300 TK |
JR-LES624800 | CD Pink Butterfly | 41,300 TK |
JR-LES624800 | VCM Orange | 39,800 TK |
JR-XX-LES624800 | CD Blue Iris | 37,199 TK |
JR-LES624800 | CD Black Lily Leaf | 41,300 TK |
আমরা মার্কেটে যমুনা ২৪৮ লিটার ফ্রিজের বিভিন্ন মডেল দেখতে পাই । কিন্তু অনেকে জানি না ২৪৮ লিটার যমুনা ফ্রিজের কোন মডেলের দাম কত আমার সেরা কিছু মডেল বাছাই করেছি । এখন ওই সকল মডেল গুলোর দাম নিচে ছকের মাধ্যমে তুলে ধরা হলো ।
যমুনা ফ্রিজ ৩২৮ লিটার দাম কত
বর্তমানে যমুনায় যতগুলো বড় আকারের ফ্রিজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা 328 লিটার ফ্রিজ । এই ফ্রিজগুলো আকারে বড় হয় এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি ৭-৮ জন হয় তবুও চাইলে এই ফ্রিজ ব্যবহার করতে পারবেন । এখানে বড় পরিসরে স্টরেজ ক্যাপাসিটি রয়েছে যা আপনি অনেক খাবার সংরক্ষণ করতে পারবেন ।
তাছাড়া অন্যান্য লিটারের ফ্রিজের তুলনায় যমুনা ফ্রিজ ৩২৮ লিটার দাম তুলনামূলক অনেক কম । মার্কেটে বিভিন্ন মডেলের যমুনা ফ্রিজ ৩২৮ লিটার পাওয়া যায় । এখন আমরা সেরা কিছু যমুনা ৩২৮ লিটারের মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব ।
মডেল | কালার | দাম |
---|---|---|
JE6-BM3B8QD | Velvet Rose | 45,349 TK |
JE6-BM3B8QD | Electric Blue | 45,349 TK |
JE6-BM3B8QD | Cosmic Waves | 45,349 TK |
JE6-BM3B8QD | Crimson Crush | 45,349 TK |
JE6-BM3B8QD | Crystal Lotus | 45,429 TK |
JE6-BM3B8QD | Magical Black | 45,429 TK |
যমুনা ফ্রিজ 348 লিটার দাম কত
আপনার পরিবার যদি বড় হয় এবং সদস্য সংখ্যা ও যদি ৭-৮ জন হয় তাহলে যমুনা ৩৪৮ লিটার ফ্রিজ কিনতে পারেন । এই ফ্রিজগুলো ব্যবহার করা সহজ দাম, তুলনামূলক অনেক কম এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি । তাছাড়া আপনি যমুনা ৩৪৮ লিটার ফ্রিজ কিনলে লং টাইম ওয়ারেন্টি সার্ভিস পাবেন ।
ইতিমধ্যে যমুনা তার গ্রাহকদের জন্য বড় পরিসরে যতগুলো ফ্রিজ তৈরি করেছে । তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা ৩৪৮ লিটার । এই ফ্রিজগুলোর ভিতরে বড় আকার স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে । আপনি যত ইচ্ছা খাবার এখানে সংরক্ষণ করতে পারেন । এখন আমরা যমুনা ৩৪৮ লিটার ফ্রিজ দাম সম্পর্কে জানব ।
মডেল | কালার | দাম |
---|---|---|
JE6-BMDDM3D8QD | Magical Black | 53,870 TK |
JE6-BM3D8QD | Blue Hibiscus | 46,329 TK |
JE6-BM3D8QD | Magical Black | 46,329 TK |
JE6-DDBM3D8QD | Magical Black | 52,070 TK |
JE6DDM-BM3D8QD | Black Stripe | 53,870 TK |
JR-LES634800 CD | Blue Lily Leaf | 45,879 TK |
JR-XXB-LS634800 QD | Black | 46,329 TK |
JE6-BM3D8QD | Gold Rose | 46,329 TK |
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টটি আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত যমুনা ফ্রিজ দাম কত এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি । বিশেষ করে যমুনা ১৭০ লিটার ফ্রিজ থেকে শুরু করে যমুনা ৩৪৮ লিটার ফ্রিজের দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে । এখানে যতগুলো ফ্রিজ রয়েছে সবগুলো অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি করা । আপনি চাইলে এই ফ্রিজগুলো থেকে যেকোনো একটি ফ্রিজ কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত ফেসবুক অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।