ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি: খুদে বার্তা, উক্তি ও স্ট্যাটাস

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমরা জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি । প্রতি বছর দুইটি দিন মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় । মূলত এই দুইটি দিনকে বলা হয় ঈদের দিন । এগুলো হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আযহা । আমরা অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে চাই ।

বর্তমানে অনেকের বন্ধু দেশের বিভিন্ন স্থানে থাকতে পারেন অথবা কেউ কেউ দেশের বাহিরে রয়েছেন । মূলত জীবিকার তাগিদে একেক বন্ধু একেক জায়গায় রয়েছে তাদের সাথে আর সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছেন না । এমনকি ঈদেও দেখা যায় ওই সকল বন্ধুদের একত্র হওয়া সম্ভব নয় ।

আমরা যদিও বা তাদের সাথে একত্র হতে পারব না কিন্তু আমাদের এই পবিত্র ঈদ চাইলে ভাগাভাগি করতে পারি চিঠি আদান-প্রদান করার মাধ্যমে । একটা সময় ছিল যখন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি । কিন্তু কালের পরিবর্তনে প্রযুক্তিগত আপডেট হয়ে সেই চিঠি এখন আর ব্যবহৃত হচ্ছে না ।

আমরা এখন কথা বলার মাধ্যম হিসেবে মেসেজ অথবা ইমেইল ব্যবহার করে থাকি । আপনি চাইলে মেসেজ বা ইমেইল এর মাধ্যমে আপনার বন্ধুকে চিঠি লিখতে পারেন ঈদের শুভেচ্ছা সম্পর্কে । এখন আমরা অনেকে হয়তো জানি না কিভাবে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখতে হয় ।

আবার আমরা অনেকে লম্বা সময় ধরে চিঠি লিখতে পছন্দ করি না । আমরা চাই ছোট ছোট উক্তি ব্যবহার করার মাধ্যমে বন্ধুকে এসএমএস পাঠাতে । তাহলে দেখা যায় অল্প সময়ে আমরা আদান-প্রদান করতে পারি ঈদের শুভেচ্ছা সম্পর্কে ।

এখন আমরা কিভাবে শুভেচ্ছা জানিয়ে ঈদের চিঠি লিখতে হয় এবং ঈদের উক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে আমরা জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি

আমাদের প্রায় সকলের কম বেশি বন্ধু থাকে কারো । কারো অনেক বেশি বন্ধু থাকে আবার কারো কারো কম পরিমাণ বন্ধ থাকে । মূলত আমরা বন্ধুবিহীন চলাচল করতে পারি না । অর্থাৎ আপনার জীবন বন্ধু ছাড়া অপরিপূর্ণ বলা যায় । বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক বলা হয় ।

আরও পড়ুন ➝ সেরা ৬টি প্রেমের চিঠি | রোমান্টিক প্রেমের চিঠি

আপনার বন্ধু যদি দেশের বাহিরে থাকে অথবা দেশের ভিতরেও রয়েছে কিন্তু সে ঈদে বাড়ি পৌঁছাতে পারছে না তাহলে তার সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না । দেখা যাবে ঈদও উপভোগ করতে পারবেন না । ওই সময় আপনি বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখতে পারেন ।

এখন আমরা বেশিরভাগ মানুষ জানি না কিভাবে ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হয় । আপনাদের কথা চিন্তা ভাবনা করে এখন আমরা নিচে তুলে ধরলাম কিভাবে বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখবেন ।

প্রিয় সজিব,

আসসালামু আলাইকুম।
তোমার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা । আশা করি তুমি ও তোমার পরিবারের সবাই আল্লাহর রহমতে ভালো আছো ।

এবার তোমাকে ঈদের আগাম শুভেচ্ছা জানাতে এই চিঠি ।
ঈদ মোবারক! ঈদের খুশি যেন তোমার জীবনকে আরও আনন্দময় করে তোলে, এই দোয়া করি ।

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, মজাদার খাবার আর আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো । তোমার সঙ্গে ঈদের দিন কাটানোর অনেক মজার স্মৃতি এখনো মনে পড়ে। খুব ইচ্ছে করছে আবার একসাথে ঈদ পালন করতে । যদি সম্ভব হয়, ঈদের ছুটিতে একবার দেখা করার চেষ্টা করো ।

তোমার উপহার পছন্দ হয়েছে বলো? আমি কিন্তু অনেক কষ্ট করে তোমার পছন্দের জিনিসটাই খুঁজে বের করেছি ! আশা করি ঈদের দিন সেটা পরে ছবি পাঠাবে ।

আর বেশি কিছু লিখলাম না । ঈদের পর দেখা হলে আরও অনেক কথা হবে ।
তোমার ও তোমার পরিবারের সবাইকে জানিও আমার সালাম ও ঈদের শুভেচ্ছা ।

আবারও বলছি – ঈদ মোবারক !
আল্লাহ তোমার জীবনে সুখ, শান্তি ও সফলতা দান করুন ।

তোমার বন্ধু,
রুবেল

আমি আপনাদের সামনে যে পদ্ধতি ব্যবহার করে বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখবেন তা তুলে ধরা হয়েছে । আপনারা শুধুমাত্র নিজের নাম ও বন্ধুর নাম পরিবর্তন করে উল্লেখিত তথ্য অনুযায়ী চিঠি লিখতে পারেন ।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রযুক্তিগত আপডেটের জন্য এখন হয়তো খোলা চিঠিতে লিখার প্রচলন নেই । এখন আমরা এসএমএস এর মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি । এখন আপনি চাইলে ছোট ছোট খুদে বার্তার মাধ্যমে আপনার বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন ।

আপনার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমুর মাধ্যমে পরিচিত বন্ধুদেরকে খুদে বার্তা লিখতে পারেন । এর ফলে দেখা যাবে আপনার বন্ধুর সাথে যদিও বা সরাসরি যোগাযোগ না হয় তাহলে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করতে পারবেন ।

আপনাদের কথা চিন্তা করে আমরা সেরা কিছু ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সংগ্রহ করেছি । নিচে ওই সকল খুদেবার্তা গুলো তুলে ধরা হলো ।

১.
ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবনে নেমে আসুক সুখ, সমৃদ্ধি এবং বরকত। 

২.
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে,
সম্বল যা আছে আমার,
দেব আদর করে।
ঈদ মোবারক

৩.
ঈদ মানে হাসি,
ঈদ মানে খুশি,
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি।
ঈদ মোবারক

৪.
ঈদের দিনে পায়েস খাব,
খাব গরুর গোস্ত।
ঘুরতে যাব তোকে নিয়ে,
আসিস কিন্তু দোস্ত।
ঈদ মোবারক 

৫.
**ভাবছি একটা কথা বলব,
কিভাবে শুরু করি ভেবে পাই না।
তবুও বলতে হয় দোস্ত,
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
ঈদ মোবারক

৬.
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পড়ে।
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
“ঈদ মোবারক”

৭.
কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেঁদে যায়।
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় –
”ঈদ মোবারক”

৮.
ঈদের আনন্দে মন ভরে উঠুক, হৃদয় হোক প্রেমে পূর্ণ।
আপনার জীবনে নেমে আসুক সুখ, সমৃদ্ধি এবং বরকত। 

৯.
ঈদের পোশাক, নতুন মন, সবাইকে ঈদের শুভেচ্ছা।
আপনার জীবনে নেমে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও বরকত। 

১০.
ঈদের আনন্দে মন ভরে উঠুক,
আপনার জীবনে নেমে আসুক সুখ, শান্তি এবং বরকত। 

এখানে যতগুলো ঈদের শুভেচ্ছা সম্পর্কিত খুদেবার্তা তুলে ধরা হয়েছে আপনি চাইলে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য উল্লেখিত হতে বার্তাগুলো বন্ধুদের পাঠাতে পারেন । এর ফলে আপনার ঈদ হয়ে উঠবে আরো পরিপূর্ণ ।

বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উক্তি

বর্তমানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা পাই বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উক্তি । মূলত এগুলো ছন্দ আকারে তৈরি করা হয়েছে যা আপনার বন্ধুকে যদি পাঠান তাহলে সেগুলো দেখে খুব পছন্দ করবে । এর ফলে আপনার এবং তার মধ্যে খুবই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে ।

আমরা জানি বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল । তাই ঈদে আমরা যদিও বা বন্ধুদের সাথে একত্রে না হতে পারি তাহলে অবশ্যই বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উক্তি পাঠাতে পারি । এখন আমরা বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেরা কিছু উক্তি সম্পর্কে জানব ।

১.
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
অগ্রিম ঈদ মোবারক…

২.
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক……
তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”

৩.
বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক…

৪.
মন চাইছে কারো সাথে কথা বলি,
মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
“ঈদ মোবারক”

৫.
**স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক।
দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারক তোমার জন্য।
ঈদ মোবারক!!

৬.
**চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়।
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই
ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক…!

৭.
*নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিনটা তোমার হোক রঙিন..!
ঈদ মোবারক

৮.
**রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে!
খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে!
সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”!

বন্ধুকে অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস

আমরা সকলেই জানি ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে খুশি । এই ঈদের আনন্দ বন্ধুদের সাথে ভাগাভাগি করা আমাদের উচিত । এর ফলে দেখা যাবে বন্ধুদের সাথে বন্ধুত্ব অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে । এখন আমরা অনেকে চাই ঈদ শুরু হওয়ার পূর্বে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে ।

দেখুন আপনি যদি আপনার বন্ধুকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তাহলে সে আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে । এর ফলে সেও আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাবে । এভাবে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারি । এখন নিচে বন্ধুকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সম্পর্কিত সেরা কিছু স্ট্যাটাস তুলে ধরা হলো ।

১.
সবার ঈদ অনেক ভালো কাটুক।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

২.
পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
আল্লাহ সকলের জীবন আনন্দ ও শান্তিতে ভরে দিন।

৩.
সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।
এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।

৪.
আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক — এই দোয়াই করি।
সবার ঈদ ভালো কাটুক, এ আশায় সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই।

৫.
সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ — সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি লিখার নিয়ম সম্পর্কে জেনেছি । তাছাড়া ঈদের খোদে বার্তা ঈদের শুভেচ্ছা জানিয়ে উক্তি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু স্ট্যাটাস সম্পর্কে জেনেছি । আপনি যদি বন্ধুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান তাহলে চিঠি লেখে, খোদে বার্তা অথবা স্ট্যাটাস পাঠাতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম ২০২৬
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

অনেকে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম জানতে চান । আপনিও যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বিস্তারিত পড়ুন

SSC বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা (সম্পূর্ণ নতুন নিয়মে)
SSC বিদায় অনুষ্ঠানের বক্তব্য

সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনি কি SSC বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা সম্পর্কে অনলাইনে তথ্য খুজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

দোকান ভাড়ার চুক্তিপত্র নমুনা ও তফসিল পরিচয়
দোকান ভাড়ার চুক্তিপত্র নমুনা ও তফসিল পরিচয়

আপনি কি দোকান ভাড়ার চুক্তিপত্র নমুনা সম্পর্কে জানতে চান? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

প্রশংসা পত্রের জন্য আবেদন লেখার নিয়ম ২০২৬
প্রশংসা পত্রের জন্য আবেদন লেখার নিয়ম

আপনি কি প্রশংসা পত্রের জন্য আবেদন লেখার নিয়ম জানতে চান? কিভাবে প্রশংসাপত্রের জন্য আবেদন লিখতে হয় তা জানেন না? আপনার বিস্তারিত পড়ুন

আমন্ত্রণ পত্র লেখার নিয়ম | কিভাবে আমন্ত্রণ পত্র লেখা হয়
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম

আপনি কি আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

সেরা ৬টি প্রেমের চিঠি | রোমান্টিক প্রেমের চিঠি
সেরা ৬টি প্রেমের চিঠি

আমাদের অনেক ভাই ও বোন অনলাইনে রোমান্টিক প্রেমের চিঠি কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানতে চান । কারণ আমরা জানি বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!