আমরা জানি দিন দিন প্রযুক্তি নতুন নতুন আপডেট নিয়ে আসছে । একটা সময় ছিল যখন আমাদের হাতে কোন মোবাইল ফোন ছিল না বা কম্পিউটার, ল্যাপটপ অথবা ট্যাবলেট ছিল না । কিন্তু কালের পরিক্রমায় সাধারণ বাটন ফোন আসলো । অতঃপর আস্তে আস্তে স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং ট্যাবলেট আসলো ।
এই সকল ডিভাইস গুলো ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা বা তথ্য আদান প্রদান করার জন্য অথবা অন্যান্য কাজের জন্য ইন্টারনেট এক্সেস এর প্রয়োজন হয়। তার জন্য মোবাইল ডাটা কানেকশন তৈরি হলো । তাছাড়া ওয়াইফাই কানেকশনও ব্যবহার করা হলো ।
বর্তমানে সারা বিশ্বে ইলেকট্রনিক্স ডিভাইসে ইন্টারনেট এক্সেস করার জন্য সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করা হয় ওয়াইফাই কানেকশন । আর আপনি যদি ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার একটি রাউটার কিনতে হবে । ভালো মানের রাউটার পেলে আপনি ভালো ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন ।
বিভিন্ন কোম্পানি তার গ্রাহকদের জন্য উচ্চ ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে রাউটার তৈরি করে আসছে । বর্তমানে বিশ্বমানের রাউটার তৈরি করছে টিপি লিংক কোম্পানি । এদের রাউটার গুলো এডমিন প্যানেল এক্সেস করা খুবই সহজ এবং টেকসই হয়ে থাকে । তাই একবার এই রাউটার কিনলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারছেন ।
আরও পড়ুন ➝ ১০০০ টাকার মধ্যে রাউটার
আমাদের অনেকের ওয়াইফাই রাউটারের পছন্দের তালিকায় টিপি লিংক থাকার কথা । আমি আমার বাসার ওয়াইফাই কানেকশন ব্যবহার করার জন্য টিপি লিংক রাউটার ব্যবহার করে থাকি । আপনি যদি নতুন ওয়াইফাই কানেকশন নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করি টিপি লিংক রাউটার ব্যবহার করুন ।
এখন আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত টিপি লিংক রাউটারের সেরা কিছু মডেল নাম্বার, দাম কত এবং বৈশিষ্ট্য বেশ কিছু তথ্য সম্পর্কে জানব । আপনি যদি ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
টিপি লিংক রাউটারের বৈশিষ্ট
আপনি যদি টিপি লিংক এর রাউটার কিনেন তাহলে এদের নিজস্ব বেশ কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে ।ঠিক তেমনি আপনি যে কোম্পানির রাউটার ব্যবহার করেন না কেন প্রতিটি রাউটারের ক্ষেত্রে আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে । আমরা যদি কখনো টিপি লিংক রাউটার কিনি তাহলে অবশ্যই এই রাউটারে কি কি বৈশিষ্ট্য রয়েছে তা জেনে তারপর কিনব ।
এর মূল কারণ হচ্ছে বর্তমানে প্রতিযোগিতার এই যুগে বিভিন্ন কোম্পানি তার গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার জন্য অঙ্গীকার করছে । সুতরাং আমরা যদি ঐ সকল আলাদা রাউটার গুলোতে ভালো মানের বৈশিষ্ট্য পরিলক্ষিত দেখতে পাই তাহলে অবশ্যই চেষ্টা করব সেই সকল রাউটার কেনার জন্য ।
এখন আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত টিপি লিংক রাউটারে কি কি বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে তা নিচে তুলে ধরা হয়েছে ।
-
300Mbps থেকে 1800Mbps বা তার বেশি স্পিড সাপোর্ট।
-
একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড (2.4GHz ও 5GHz)।
-
WPA/WPA2/WPA3 এনক্রিপশন ও ফায়ারওয়াল।
-
4টি LAN ও 1টি WAN বা আরও বেশি পোর্ট।
-
শিশুদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ।
-
একসাথে একাধিক ডিভাইস সংযোগ ও স্টেবল ইন্টারনেট।
-
মোবাইল অ্যাপ ও ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সহজ কনফিগারেশন।
টিপি লিংক রাউটারের দাম
আমরা ইতিমধ্যে জেনে গেছি টিভি লিংক রাউটার বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে । আপনি যদি কখনো টিপি লিংক রাউটার কিনতে চান তাহলে অবশ্যই এই রাউটার গুলোর মডেল নাম্বার সম্পর্কে জানা উচিত । বর্তমানে tp-link বিভিন্ন মডেলের রাউটার বাজারে এনেছে ।
এখানে মূলত মডেল নাম্বার এর উপর ভিত্তি করে টিপি লিংক রাউটারের দাম নির্ধারণ করা হয়ে থাকে । তাছাড়া ওই সকল মডেলগুলোতে বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে বা সুযোগ-সুবিধা কম বেশি রয়েছে । তার ওপর ভিত্তি করেও টিপি লিংক রাউটারের দাম নির্ধারণ করা হয়ে থাকে ।
আপনি যদি অল্প টাকা খরচ করতে চান বা অল্প বৈশিষ্ট্য নিতে চান তাহলে রাউটারের দাম কিছুটা কম পড়বে । আবার যদি আপনি বেশি বৈশিষ্ট্য নিতে চান বা বেশি দাম দিয়ে রাউটার কিনতে চান তাহলে সেই রাউটারের দাম তুলনামূলকভাবে বেশি পড়বে । এই সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত রয়েছি ।
টিপি লিংক রাউটারের দাম কত
এখন আমরা টিপি লিংক রাউটারের দাম কত এই বিষয়ে সম্পর্কে জানব । আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা সেরা কিছু টিপি লিংকের রাউটার মডেল নাম্বার বাছাই করেছি । ওই সকল টিপি লিংক রাউটারের মডেল নাম্বার এবং দাম কত সেই সম্পর্কে একটি ছক তৈরি করেছি ।
আপনারা অবশ্যই নিচে তুলে দ্বারা টিপি লিংক রাউটারের দাম সম্পর্কিত ছকটি মনোযোগ সহকারে পড়ুন । তাহলে আপনি এখান থেকে পছন্দের রাউটারটি বাছাই করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ।
মডেল নাম্বার | পোর্ট | ফ্রিকোয়েন্সি | গতি | নিরাপত্তা | সাম্প্রতিক মূল্য (৳) |
---|---|---|---|---|---|
TL-WR841N | 1x LAN, 4x WAN | 2.4 GHz – 2.48 GHz | 300 Mbps | Wi-Fi সুরক্ষিত | 1,690 |
TL-WR845N | 4x LAN, 1x WAN | 2.4 GHz – 2.497 GHz | 300 Mbps | WPA/WPA2 | 1,890 |
TD-W8961ND | 4x LAN, 1x WAN | 2.4 GHz – 2.497 GHz | 300 Mbps | WPA/WPA2 | 2,600 |
Archer C60 | 4x LAN, 1x WAN | 2.4GHz & 5GHz | 450+867 Mbps | WPA/WPA2 | 3,150 |
M7200 4G LTE | – | 2.4 GHz | 300 Mbps পর্যন্ত | WPA/WPA2 | 4,500 |
Deco M5 | 4x LAN, Gigabit WAN | 2.4 GHz & 5 GHz | 400+867 Mbps | WPA/WPA2 | 6,000 |
Archer A9 | 4x LAN, 1x WAN | 2.4 GHz & 5.0 GHz | 600+1300 Mbps | 128-bit AES, WPA/WPA2 | 7,900 |
Archer AX20 | 4x LAN, 1x WAN | 2.4 GHz & 5 GHz | 574+1201 Mbps | WPA/WPA2/WPA3 | 8,350 |
Deco M5 (Mesh) | – | 2.4 GHz & 5 GHz | 400+867 Mbps | WPA/WPA2 | 10,900 |
Archer C4000 | 5x Port, 1x USB 3.0 | 2.4 GHz & 5.0 GHz | 750+1625 Mbps | WPA/WPA2 | 22,500 |
উপরে উল্লেখ করা সবগুলো টিপি লিংক রাউটার মডেলের দাম সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে টিপি লিংক কর্তৃপক্ষ চাইলে ওই সকল মডেলের রাউটার গুলোর দাম কিছুটা কম অথবা বেশি করতে পারেন । এখন মূলত গ্রাহকের চাহিদার উপর ভিত্তি করে কোম্পানি সিদ্ধান্ত নিয়ে থাকে ।
টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন
আপনি যদি একজন টিপি লিংক রাউটার গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানা উচিত কিভাবে টিপি লিংক রাউটার সেটআপ দিতে হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সহ আরো অন্যান্য বিষয় সম্পর্কে । কারণ একজন রাউটার ব্যবহারকারী হিসেবে আপনার এই সামান্য বেসিক বিষয়গুলো সম্পর্কে জানা উচিত ।
টিপি লিংক রাউটার সেটআপ পদ্ধতি – আপনি যদি টিপি লিংক রাউটার সেটআপ করতে চান তাহলে এই www.tplinkwifi.net ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা 192.168.0.1 এড্রেস ভিজিট করুন ।
তারপর সেটআপ করার জন্য ইউজার নেম এর জায়গায় admin এবং পাসওয়ার্ড এর জায়গায় admin দিন । মূলত ডিফল্ট হিসেবে এটা দেওয়া থাকে ।
তারপর আপনার এডমিন প্যানেল দেখতে পাবেন । এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম লিখুন । তারপর নতুন একটি পাসওয়ার্ড দিন ।
WAN সেটিংস মূলত আপনি কোন ধরনের ওয়াইফাই সংযোগ নিচ্ছেন তা যে ওয়াইফাই প্রোভাইডার থেকে নিবেন তার থেকে জেনে নিতে পারেন । এই কাজটি মূলত যেখান থেকে আপনি ওয়াইফাই কানেকশন নিবে তারাই করে দিবে । আপনাকে আর কষ্ট করে করতে হবে না ।
টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন পদ্ধতি
প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের এডমিন প্যানেলে ভিজিট করুন ।
আপনার ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
অতঃপর ওয়ারলেস > ওয়ারলেস সিকিউরিটি > WPA1/WPA2 ব্যক্তিগত এবং পাসওয়ার্ড নামের মেনুতে ক্লিক করুন ।
সবশেষে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন সংরক্ষণ করুন ।
কেন টিপি লিংক রাউটার ব্যাবহার করবেন?
আমরা ইতিমধ্যে বর্তমান সময়ে ব্যাপক ব্যবহৃত টিপি লিংক রাউটারের কিছু মডেলের নাম ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া কিভাবে এই রাউটার সেটআপ করা যায় এবং পাসওয়ার্ড পরিবর্তন করা যায় সে সম্পর্কেও জেনেছি । এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন টিপি লিংক রাউটার ব্যবহার করব ।
হ্যাঁ আপনার মনে এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি । কারণ বর্তমানে অনেক রাউটার রয়েছে যেগুলো খুব ভালো মানের পরিষেবা দিচ্ছে । আপনি যদি চান এডমিন প্যানেল খুব সহজে এক্সেস করবেন এবং নন স্টপ ইন্টারনেট সেবা ব্যবহার করার জন্য তাহলে টিপি লিংক ব্যবহার করতে পারেন ।
তাছাড়া টিপি লিংক রাউটারগুলো ব্যবহার করা সহজ, টেকসই এবং দাম তুলনামূলক কম হয়ে থাকে । আমরা যদি এই সকল সবকিছু তত্ত্ব বিবেচনা করি তাহলে অবশ্যই টিপি লিংক রাউটার ব্যবহার করতে পারি ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা টিপি লিংক রাউটারের দাম সম্পর্কে আলোচনা করেছি । বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সেরা কিছু টিপি লিংক মডেলের নাম, বৈশিষ্ট্য, দাম এবং কেন টিপি লিংক রাউটার কেনা দরকার সে সম্পর্কে তথ্য তুলে ধরেছি । আপনি উল্লেখিত তথ্যগুলো বিবেচনা করে চাইলে টিপি লিংক রাউটার কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্য উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন ব্যক্তিগত মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।