অনেকে মিনিস্টার ফ্রিজের মূল্য সম্পর্কে জানতে চান । এই ফ্রিজের মূল্য সেফটি এবং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে হয়ে থাকে । মিনিস্টার সাধারণত ১৬৫ লিটার, ১৭৫ লিটার, 195 লিটার, ২২২ লিটার, ২৫২ লিটার, এবং ৩০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ফ্রিজ বাজারে সাপ্লাই করে থাকে ।
আমাদের বাসায় খাবার সংরক্ষণ করার জন্য সাধারণত ফ্রিজ ব্যবহার করা হয় । ফ্রিজে খাবার রাখলে সেই খাবার দীর্ঘ সময় ধরে সতেজ থাকে এবং খুব দ্রুত পানিকে ঠান্ডা করা যায় । এরপরে আমরা ঠান্ডা শরবত ও খেতে পারি । বিশেষ করে গরমের সময় ফ্রিজের চাহিদা অনেক বেড়ে যায় ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত
আমাদের বাংলাদেশে ফ্রিজের জন্য অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ওয়ালটন ফ্রিজ, ভিশন ফ্রিজ, singer ফ্রিজ এবং মিনিস্টার ফ্রিজ । এই ফ্রিজ গুলো থেকে মিনিস্টার ফ্রিজ অনেক উন্নত মানের এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । মূলত এই ফ্রিজ গুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ফলে টেকসই হয়ে থাকে ।
আপনি যদি ফ্রিজ কিনে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে চান তাহলে আমার মতে মিনিস্টার ফ্রিজ সবচেয়ে বেস্ট হতে পারে । তাই এখন আমরা মিনিস্টারের বেশ কিছু ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন ।
মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা
মিনিস্টার তার গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে কম দামে সর্বোচ্চ গুণগত মানসম্মান ও ফ্রিজ বাজারে সরবরাহ করছে । এই ফ্রিজগুলোর মূল্য অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজের মূল্যের চেয়ে তুলনামূলক অনেক কম । তাছাড়া এই ফ্রিজগুলোর গুণগতমান অন্যান্য ব্রান্ডের ফ্রিজের গুণগত মানের থেকে হাজারগুন বেশি ভালো ।
যখন গরম কাল আসে তখন মিনিস্টার ফ্রিজ বিপুল পরিমাণে বাজারে বিক্রি হয়ে থাকে । আপনি যদি ইতিমধ্যে একজন মিনিস্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন এই ফ্রিজ কতটুকু ভালো সার্ভিস দেয় । তাই আমরা মিনিস্টার ফ্রিজকে আমাদের আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করতে পারি ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 175 লিটার দাম কত
বর্তমানে বাজারে মিনিস্টার ফ্রিজের মূল্য ৩০০০০ টাকা থেকে শুরু করে ১,৫০০০০ টাকা পর্যন্ত । সচরাচর মাত্র ৩০ হাজার টাকার মধ্যে উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি ফ্রিজ বাজারে পাওয়া যায় না । যদিও বা পাওয়া যায় সেগুলোর গুণগতমান ঠিকঠাক থাকে না । এখন আমরা বেশ কিছু মিনিস্টার ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব ।
মিনিস্টার ফ্রিজ 165 লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
MINISTER M-165 Black Arum Lily | 29,900 Taka |
MINISTER M-165N DEEP BLUE | 29,500 Taka |
MINISTER M-165N PURPLE MAGNOLIA | 29,500 Taka |
MINISTER M-165N RED JABA | 29,500 Taka |
MINISTER M-165N RED JABA NEW | 29,500 Taka |
MINISTER M-165N RED POPPY | 29,500 Taka |
MINISTER M-165 Elegant Rose | 29,900 Taka |
মিনিস্টার ফ্রিজ 175 লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
Minister M-175 RED JABA NEW | 34,500 Taka |
Minister M-175 Black Arum Lily | 34,500 Taka |
Minister M-175G BLACK ZINNIA | 34,700 Taka |
Minister M-175G DEEP BLUE | 34,500 Taka |
Minister M-175G NEW RED WITH FLOWER | 34,500 Taka |
Minister M-175 Purple Rose | 34,500 Taka |
মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
Minister M-195N BLACK LOTUS | 34,500 Taka |
Minister M-195N BLACK LOTUS (MATCH) | 34,900 Taka |
Minister M-195N BLACK ZINNIA (MATCH) | 34,900 Taka |
Minister M-195N BLACKBERRY STAR | 34,500 Taka |
Minister M-195N BLACKBERRY STAR (MATCH) | 34,900 Taka |
Minister M-195N DEEP BLUE | 34,500 Taka |
মিনিস্টার ফ্রিজ ২২২ লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
Minister M-222 BLACK LOTUS | 37,500 Taka |
Minister M-222 BLACK POPPY | 37,500 Taka |
Minister M-222 BLACK POPPY (MATCH) | 37,900 Taka |
Minister M-222 BLACKBERRY | 37,500 Taka |
MINISTER M-222 BLACKBERRY STAR | 37,500 Taka |
Minister M-222 DEEP BLUE | 37,500 Taka |
মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
MINISTER M-252 BLACK COSMOS | 43,500 Taka |
MINISTER M-252 BLACK LOTUS | 43,500 Taka |
MINISTER M-252 BLACK POPPY | 43,500 Taka |
MINISTER M-252 BLACK RAINBOW FLOWER (MATCH) | 43,900 Taka |
MINISTER M-252 BLACKBERRY | 43,500 Taka |
MINISTER M-252 RED | 43,500 Taka |
মিনিস্টার ফ্রিজ ৩০০ লিটার দাম
মডেল নাম্বার | ফ্রিজের দাম |
MINISTER M-300 BLACK | 44,500 Taka |
MINISTER M-300 BLACK COSMOS | 44,500 Taka |
MINISTER M-300 BLACK POPPY | 44,500 Taka |
MINISTER M-300 BLACK POPPY (MATCH) | 44,900 Taka |
MINISTER M-300 BLACKBERRY | 44,500 Taka |
নোট – উপরে যতগুলো ধারণক্ষমতা সম্পন্ন ফ্রিজের মডেল নাম্বার এবং দাম ছক আকারে উল্লেখ করা হয়েছে সেগুলো মিনিস্টার হাইটেক পার্ক অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার যে ফ্রিজটি পছন্দ হয় আপনি সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
তবে এখানে একটি বিষয় সবসময় মাথায় রাখবেন মিনিস্টার কর্তৃপক্ষ চাইলে উপরে আলোচিত ফ্রিজগুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তন করতে পারে । উপরের ফ্রিজ গুলো অনলাইন থেকে কিনতে মিনিস্টারের অফিসিয়াল https://ministerbd.com/refrigerator.html সাইটে ভিজিট করুন ।
মিনিস্টার ফ্রিজ কেন কিনবেন?
আমরা ইতিমধ্যে মিনিস্টার ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে অবগত হয়েছি । এখন প্রশ্ন হলো বাজারে ইতিমধ্যে উচ্চ গুণমান সম্পন্ন ফ্রিজ থাকতে আমরা কেন মিনিস্টার থেকে ফ্রিজ কিনবো? হ্যাঁ, এই প্রশ্নটিই খুবই একটি যুক্তিসংগত প্রশ্ন তা যে কেউ করতে পারে ।
কেননা আমরা যে ফ্রিজে সুযোগ-সুবিধা বেশি পাবো সেই ফ্রিজ কিনব টাকা বেশি লাগলে লাগুক । মিনিস্টারের ফ্রিজ গুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এই ফ্রিজগুলো ব্যবহার করা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি । এই ফ্রিজগুলোর মূল্য সাধারণত অন্যান্য ব্র্যান্ডের মূল্যের চেয়ে তুলনামূলক অনেক কম ।
মিনিস্টার ফ্রিজগুলোর গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজের গুণগত মানের তুলনায় অনেক ভালো এবং টেকসই । আমরা উপরোক্ত তথ্য বিবেচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে মিনিস্টার হাইটেক পার্ক থেকে কোন ফ্রিজ কিনলে সেটা আমাদের জন্য লাভজনক হতে পারে ।
আমাদের শেষ কথা
বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাইটেক পার্কের বেশ কিছু জনপ্রিয় ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আমরা আজকের পোস্টে জানতে পেরেছি । আপনি যদি কখনো ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরে আলোচিত ফ্রিজ গুলো পড়ে নিবেন এবং যেই ফ্রিজটি ভালো মনে হয় সেটি কিনে ব্যবহার করবেন ।
আশা করি আমার এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে । পোস্টটি পড়ে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।