মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অনেকে মিনিস্টার ফ্রিজের মূল্য সম্পর্কে জানতে চান । এই ফ্রিজের মূল্য সেফটি এবং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে হয়ে থাকে । মিনিস্টার সাধারণত ১৬৫ লিটার, ১৭৫ লিটার, 195 লিটার, ২২২ লিটার, ২৫২ লিটার, এবং ৩০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ফ্রিজ বাজারে সাপ্লাই করে থাকে ।

আমাদের বাসায় খাবার সংরক্ষণ করার জন্য সাধারণত ফ্রিজ ব্যবহার করা হয় । ফ্রিজে খাবার রাখলে সেই খাবার দীর্ঘ সময় ধরে সতেজ থাকে এবং খুব দ্রুত পানিকে ঠান্ডা করা যায় । এরপরে আমরা ঠান্ডা শরবত ও খেতে পারি । বিশেষ করে গরমের সময় ফ্রিজের চাহিদা অনেক বেড়ে যায় ।

আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত

আমাদের বাংলাদেশে ফ্রিজের জন্য অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ওয়ালটন ফ্রিজ, ভিশন ফ্রিজ, singer ফ্রিজ এবং মিনিস্টার ফ্রিজ । এই ফ্রিজ গুলো থেকে মিনিস্টার ফ্রিজ অনেক উন্নত মানের এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । মূলত এই ফ্রিজ গুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ফলে টেকসই হয়ে থাকে ।

আপনি যদি ফ্রিজ কিনে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে চান তাহলে আমার মতে মিনিস্টার ফ্রিজ সবচেয়ে বেস্ট হতে পারে । তাই এখন আমরা মিনিস্টারের বেশ কিছু ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন ।

মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা

মিনিস্টার তার গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে কম দামে সর্বোচ্চ গুণগত মানসম্মান ও ফ্রিজ বাজারে সরবরাহ করছে । এই ফ্রিজগুলোর মূল্য অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজের মূল্যের চেয়ে তুলনামূলক অনেক কম । তাছাড়া এই ফ্রিজগুলোর গুণগতমান অন্যান্য ব্রান্ডের ফ্রিজের গুণগত মানের থেকে হাজারগুন বেশি ভালো ।

যখন গরম কাল আসে তখন মিনিস্টার ফ্রিজ বিপুল পরিমাণে বাজারে বিক্রি হয়ে থাকে । আপনি যদি ইতিমধ্যে একজন মিনিস্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন এই ফ্রিজ কতটুকু ভালো সার্ভিস দেয় । তাই আমরা মিনিস্টার ফ্রিজকে আমাদের আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করতে পারি ।

আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজ 175 লিটার দাম কত

বর্তমানে বাজারে মিনিস্টার ফ্রিজের মূল্য ৩০০০০ টাকা থেকে শুরু করে ১,৫০০০০ টাকা পর্যন্ত । সচরাচর মাত্র ৩০ হাজার টাকার মধ্যে উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি ফ্রিজ বাজারে পাওয়া যায় না । যদিও বা পাওয়া যায় সেগুলোর গুণগতমান ঠিকঠাক থাকে না । এখন আমরা বেশ কিছু মিনিস্টার ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব ।

মিনিস্টার ফ্রিজ 165 লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
MINISTER M-165 Black Arum Lily 29,900 Taka
MINISTER M-165N DEEP BLUE 29,500 Taka
MINISTER M-165N PURPLE MAGNOLIA 29,500 Taka
MINISTER M-165N RED JABA 29,500 Taka
MINISTER M-165N RED JABA NEW 29,500 Taka
MINISTER M-165N RED POPPY 29,500 Taka
MINISTER M-165 Elegant Rose 29,900 Taka

মিনিস্টার ফ্রিজ 175 লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
Minister M-175 RED JABA NEW  34,500 Taka
Minister M-175 Black Arum Lily 34,500 Taka
Minister M-175G BLACK ZINNIA 34,700 Taka
Minister M-175G DEEP BLUE 34,500 Taka
Minister M-175G NEW RED WITH FLOWER 34,500 Taka
Minister M-175 Purple Rose 34,500 Taka

মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
Minister M-195N BLACK LOTUS  34,500 Taka
Minister M-195N BLACK LOTUS (MATCH) 34,900 Taka
Minister M-195N BLACK ZINNIA (MATCH) 34,900 Taka
Minister M-195N BLACKBERRY STAR 34,500 Taka
Minister M-195N BLACKBERRY STAR (MATCH) 34,900 Taka
Minister M-195N DEEP BLUE 34,500 Taka

মিনিস্টার ফ্রিজ ২২২ লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
Minister M-222 BLACK LOTUS 37,500 Taka
Minister M-222 BLACK POPPY 37,500 Taka
Minister M-222 BLACK POPPY (MATCH) 37,900 Taka
Minister M-222 BLACKBERRY 37,500 Taka
MINISTER M-222 BLACKBERRY STAR  37,500 Taka
Minister M-222 DEEP BLUE 37,500 Taka

মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
MINISTER M-252 BLACK COSMOS 43,500 Taka
MINISTER M-252 BLACK LOTUS 43,500 Taka
MINISTER M-252 BLACK POPPY 43,500 Taka
MINISTER M-252 BLACK RAINBOW FLOWER (MATCH) 43,900 Taka
MINISTER M-252 BLACKBERRY 43,500 Taka
MINISTER M-252 RED 43,500 Taka

মিনিস্টার ফ্রিজ ৩০০ লিটার দাম

মডেল নাম্বার  ফ্রিজের দাম 
MINISTER M-300 BLACK 44,500 Taka
MINISTER M-300 BLACK COSMOS  44,500 Taka
MINISTER M-300 BLACK POPPY 44,500 Taka
MINISTER M-300 BLACK POPPY (MATCH) 44,900 Taka
MINISTER M-300 BLACKBERRY 44,500 Taka

নোট – উপরে যতগুলো ধারণক্ষমতা সম্পন্ন ফ্রিজের মডেল নাম্বার এবং দাম ছক আকারে উল্লেখ করা হয়েছে সেগুলো মিনিস্টার হাইটেক পার্ক অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার যে ফ্রিজটি পছন্দ হয় আপনি সেটি কিনে ব্যবহার করতে পারেন ।

তবে এখানে একটি বিষয় সবসময় মাথায় রাখবেন মিনিস্টার কর্তৃপক্ষ চাইলে উপরে আলোচিত ফ্রিজগুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তন করতে পারে । উপরের ফ্রিজ গুলো অনলাইন থেকে কিনতে মিনিস্টারের অফিসিয়াল https://ministerbd.com/refrigerator.html সাইটে ভিজিট করুন ।

মিনিস্টার ফ্রিজ কেন কিনবেন?

আমরা ইতিমধ্যে মিনিস্টার ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে অবগত হয়েছি । এখন প্রশ্ন হলো বাজারে ইতিমধ্যে উচ্চ গুণমান সম্পন্ন ফ্রিজ থাকতে আমরা কেন মিনিস্টার থেকে ফ্রিজ কিনবো? হ্যাঁ, এই প্রশ্নটিই খুবই একটি যুক্তিসংগত প্রশ্ন তা যে কেউ করতে পারে ।

কেননা আমরা যে ফ্রিজে সুযোগ-সুবিধা বেশি পাবো সেই ফ্রিজ কিনব টাকা বেশি লাগলে লাগুক । মিনিস্টারের ফ্রিজ গুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এই ফ্রিজগুলো ব্যবহার করা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি । এই ফ্রিজগুলোর মূল্য সাধারণত অন্যান্য ব্র্যান্ডের মূল্যের চেয়ে তুলনামূলক অনেক কম ।

মিনিস্টার ফ্রিজগুলোর গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজের গুণগত মানের তুলনায় অনেক ভালো এবং টেকসই । আমরা উপরোক্ত তথ্য বিবেচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে মিনিস্টার হাইটেক পার্ক থেকে কোন ফ্রিজ কিনলে সেটা আমাদের জন্য লাভজনক হতে পারে ।

আমাদের শেষ কথা

বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাইটেক পার্কের বেশ কিছু জনপ্রিয় ফ্রিজের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আমরা আজকের পোস্টে জানতে পেরেছি । আপনি যদি কখনো ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরে আলোচিত ফ্রিজ গুলো পড়ে নিবেন এবং যেই ফ্রিজটি ভালো মনে হয় সেটি কিনে ব্যবহার করবেন ।

আশা করি আমার এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে । পোস্টটি পড়ে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!