বর্তমানে যতগুলো কোম্পানির সাইকেল বাজারে চালু রয়েছে সেগুলোর মধ্যে ফনিক্স সাইকেল অন্যতম । এই সাইকেল গুলো খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে । তাই তো অনেকে ফনিক্স সাইকেল দাম কত জানতে চান ।
সাইকেল আমাদের কম বেশি সকলের শখের জিনিস । আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা স্কুল-কলেজে যাওয়ার জন্য, প্রাইভেটে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এবং অন্যান্য দৈননিন্দ জীবনের কাজের ক্ষেত্রে সাইকেল ব্যবহার করে থাকি । বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে সাইকেল ব্যতীত জীবন কল্পনা করা যায় না ।
আরও পড়ুন ➝ বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত
বর্তমানে বাজারে অসংখ্য কোম্পানির সাইকেল পাওয়া যায় তার মধ্যে phoenix সাইকেল অন্যতম । এই সাইকেলগুলোর ডিজাইন খুবই নিখুঁত এবং ব্যবহার করাও সহজ । আপনি যদি নতুন অবস্থাতেও সাইকেল চালাতে চান তাহলেও খুব সহজেই এই সাইকেল নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন । আর মূলত এই কারণে যুগের পর যুগ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে phoenix সাইকেল ।
আপনি যদি ইতিমধ্যে সাইকেল কিনতে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি বলছি এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন । কেননা এই পোস্টে ফনিক্স সাইকেলের সুবিধা, বৈশিষ্ট্য, মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আলোচনা করা হবে । আশাকরি আপনি পুরো পোস্টে পড়লে আমার ধারণা অবশ্যই ফোনিক্স কোম্পানির সাইকেল কিনবেন ।
ফনিক্স সাইকেলের সুবিধা
আমরা যদি বাজার থেকে ফনিক্স কোম্পানির সাইকেল কিনি তাহলে বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারব । এখন আমরা কি কি সুবিধা পাব তা নিচে উল্লেখ করা হলো ।
- এই সাইকেলের বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের সাইকেলের মূল্য থেকে তুলনামূলক অনেক কম ।
- এই সাইকেল এর গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের তৈরি সাইকেলের গুণগতমানের চেয়ে অনেক ভালো ।
- এই সাইকেলগুলো উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা এবং ব্যবহার করাও খুবই সহজ
- এই সাইকেল গুলো খুব সহজে সারা বাংলাদেশের বেশিরভাগ সাইকেলের আউটলেটে পাওয়া যায় ।
- সাইকেল নষ্ট হয়ে গেলে তার অ্যাক্সেসরিজ এবং মেরামত করা খুবই সহজ ।
- কিছু কিছু সাইকেলে আজীবন গ্যারান্টি দেওয়া থাকে ।
উপরে যতগুলো সুবিধা উল্লেখ করা হয়েছে সেগুলো ছাড়াও আরো অসংখ্য সুবিধা এই সাইকেলে রয়েছে । তাই আপনি যদি সাইকেল চালিয়ে অনেক বেশি সুবিধা উপভোগ করতে চান তাহলে phoenix কোম্পানির সাইকেল কিনুন ।
ফনিক্স সাইকেলের বৈশিষ্ট্য
ফোনিক্সের তৈরি সাইকেলের বেশ কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে । এখন আমরা ঐ সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানব । এই সাইকেলে কি কি বৈশিষ্ট্য রয়েছে নিচে তা উল্লেখ করা হলো ।
- এই সাইকেলের ফ্রেম স্টিল, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি ।
- সাইকেলের চাকার আকার এবং প্রস্থের আকার আপনার চলাচল কে প্রভাবিত করতে সহায়তা করে ।
- সাইকেলে থাকা গিয়ার গুলোকে আপনি খুব সহজেই কম অথবা বেশি করতে পারবেন ।
- এই সাইকেলে ডিস্ক ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক রয়েছে ।
- সাইকেলে ব্যবহৃত এক্সেসসরিয খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।
ফনিক্স সাইকেল মডেল নাম্বার
বর্তমানে বাজারে ফনিক্স কোম্পানির সাইকেলের বেশ কিছু মডেল নাম্বার রয়েছে । আমরা যদি ওই সকল মডেল নাম্বার সম্পর্কে অবগত হই তাহলে নিকটস্থ আউটলেট অথবা অনলাইন থেকে কাঙ্কিত সাইকেলটি কিনতে পারব । এখন নিচে বেশ কিছু মডেল নাম্বার তুলে ধরা হলো ।
- Phoenix roadmaster
- Phoenix MTB 26
- Phoenix City tourer
- Phoenix lady special
ফনিক্স সাইকেল দাম কত
আমরা ইতিমধ্যে বেশ কিছু phoenix কোম্পানির সাইকেলে মডেল নাম্বার, এর সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি । এখন ওই সাইকেলগুলোর দাম কত টাকা সে সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে উপরুক্ত মডেল গুলোর দাম উল্লেখ করা হলো ।
মডেল নাম্বার | চাকার ইঞ্চি | সাইকেলের দাম |
Phoenix roadmaster | 27 Inch | 10,000-12,000 TK |
Phoenix MTB 26 | 26 Inch | 12,000-15,000 TK |
Phoenix City tourer | 27 Inch | 15000-18000 TK |
Phoenix lady special | 26 Inch | 10,000-12,000 TK |
উপরে যতগুলো মডেল নাম্বার এবং দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী করা হয়েছে । উপরে উল্লেখিত মডেল গুলো থেকে আপনার যে মডেলটি পছন্দ হয়েছে সেটি কিনে ব্যবহার করতে পারেন । তবে একটি বিষয় মনে রাখবেন এই সকল মডেল নাম্বার এবং দাম ফোনিক্স কোম্পানি চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে ।
কেন ফনিক্স সাইকেল কিনবেন?
আমরা সকলেই জানি বাজারে ইতিমধ্যে অসংখ্য জনপ্রিয় কোম্পানির সাইকেল চালু রয়েছে যেগুলোর পারফরম্যান্স খুবই ভালো এবং দামও কম । তাহলে আমরা ওই সকল সাইকেল না কিনে কেন ফোনিক্স কোম্পানির সাইকেল কিনব? হ্যাঁ, এই প্রশ্নটা করা খুবই যুক্তি সঙ্গত বলে আমি মনে করি । কেননা আমরা যে কোম্পানির সাইকেলে বেশি সুবিধা পাব সেই কোম্পানির সাইকেল কিনব ।
ফনিক্সের তৈরি সাইকেলের ডিজাইন ও কালার খুবই আকর্ষণীয় । এই সাইকেলগুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা । তাছাড়া সাইকেলগুলোতে ব্যবহার করা হয়েছে ডিস ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক । এই সাইকেলের বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের সাইকেলের বাজার মূল্য থেকে অনেক কম এবং গুণগত মান অন্যান্য সাইকেল এর থেকেও ভালো । উপরোক্ত তথ্য বিবেচনা করে আমরা অবশ্যই ফনিক্সের তৈরি সাইকেল কিনতে করতে পারি ।
আমাদের শেষ কথা
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফনিক্স সাইকেলের বেশ কিছু জনপ্রিয় মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া এই সাইকেল যদি আমরা কিনি তাহলে কি সুবিধা এবং বৈশিষ্ট্য লক্ষ্য করব সে সম্বন্ধেও আলোচনা করেছি । আপনি যদি কখনো বাজার থেকে সাইকেল কিনতে চান তাহলে উপরোক্ত তথ্য ফলো করে সাইকেল যে সাইকেলটি পছন্দ হয় সেটা কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোষ্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।