সাইকেল আমাদের শখের একটি জিনিসের নাম । যার মাধ্যমে আমরা বন্ধুদের সাথে ঘোরাফেরা, স্কুল কলেজে যাতায়াত করা, এবং বাজারে যাওয়া ইত্যাদি অনেক কাজকর্ম সম্পাদন করে থাকি । আমরা সকলেই জানি প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে । ফলে নরমাল সাইকেল থেকে এখন গিয়ার সাইকেল রূপান্তরিত হয়ে গেছে । এই গিয়ার সাইকেল এর দাম নরমাল থেকে একটু বেশি হয় ।
তবে এই সাইকেল খুবই দ্রুতগতির এবং ব্যবহার করাও সহজ । আপনি নরমাল সাইকেল ব্যবহার করে কোন জায়গায় যেতে যদি ২০ মিনিট লাগে তাহলে এই গিয়ার সাইকেল এর মাধ্যমে আপনি ওই জায়গায় সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন । তাছাড়া এই সাইকেলের ডিজাইন ও কালার খুবই আকর্ষণীয় হয়ে থাকে ।
আরও পড়ুন ➝ ফনিক্স সাইকেল দাম কত ২০২৪
সাধারণত গিয়ার সাইকেল গুলো অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় । এর ফলে অন্যান্য সাধারণ মানের সাইকেল থেকে এই সাইকেলগুলোর দাম একটু বেশি হয় । আপনি যদি সাইকেল চালাতে ভালোবাসেন তাহলে গিয়ারের সাইকেল কিনে ব্যবহার করতে পারেন । তার জন্য আমাদের সবার প্রথমে কোন কোম্পানির সাইকেল ব্যবহার করবো সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত ।
আমাদের বাংলাদেশে এমন সাইকেল তৈরি করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে যারা অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন যাবত সাইকেল তৈরি করে আসছও । এখন আমরা বেশ কিছু জনপ্রিয় গিয়ার এর সাইকেলের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারবেন ।
গিয়ার সাইকেল এর দাম কত টাকা
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গিয়ার এর সাইকেলে মূল্য সাধারণ সাইকেলের থেকে তুলনামূলক অনেক বেশি । কেননা এই সাইকেলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে আপনি ২০ মিনিটের কাজ ১০ মিনিটে সম্পন্ন করতে পারবেন । তাই যদিও দাম কিছু টাকা বেশি লাগে তবু আমরা এমন সাইকেল কিনতে আগ্রহী আছি ।
আমাদের বাংলাদেশ অসংখ্য কোম্পানি আছে যারা গিয়ারের সাইকেল তৈরি করে থাকে । যেমনঃ ফনিক্স গিয়ারের সাইকেল এবং হিরো গিয়ারের সাইকেল । এই সকল কোম্পানিগুলো বর্তমানে গিয়ারের সাইকেল তৈরি করাতে সবার শীর্ষে অবস্থান করছে । আপনি চাইলে এখান থেকে সাইকেল কিনে ব্যবহার করতে পারেন ।
গিয়ারের ধরনের উপর ভিত্তি করে এই সাইকেল গুলোর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে । সাধারণত ৪০০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত গিয়ার এর সাইকেল পাওয়া যায় । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে আপনি এমন সাইকেল কিনতে পারবেন ।
গিয়ার সাইকেল দাম বাংলাদেশ
আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য সাইকেল নামক জিনিসটা খুবই শখের । এর মাধ্যমে আমরা স্কুলে অথবা কলেজে যাই, প্রাইভেট পড়তে যাই, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাই এবং বাজারে যাই । আরো অন্যান্য কাজে এই সাইকেল আমরা ব্যবহার করি । মূলত আমাদের দৈননিন্দ জীবনের সাথে এই সাইকেল নামক জিনিসটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ।
আরও পড়ুন ➝ বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত
এক কথায় স্টুডেন্ট লাইফে সাইকেল ব্যতীত জীবন কল্পনা করা অসম্ভব । আমাদের নিজেদের মতো এই সাইকেলটা খুবই অতি যত্নের জিনিস বলে মনে করি । তাই বর্তমানে প্রযুক্তির আপডেটের মাধ্যমে নরমাল সাইকেল কে বাদ দিয়ে এখন উচ্চমানের সাইকেল বাংলাদেশ চালু হয়েছে । এখন আমরা বেশ কিছু সাইকেলের মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব ।
মডেল নাম্বার | সাইকেলের দাম |
Hero Neon DX Lady 26T | 7100 TK |
Hero Miss India Emerald | 7200 TK |
Forever 2020 | 11000 TK |
Phoenix Tornado Steel Frame | 11500 TK |
Hero Bicycle cycle Alloy Hi Rim | 11899 TK |
Phoenix Bicycle | 12000 TK |
Land Rover g4 Folding Bicycle | 22000 TK |
Core Hydro cycle | 26000 TK |
এখানে যতগুলো গিয়ার এর সাইকেলের মডেল নাম্বার এবং দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই সকল মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । উপরোক্ত সাইকেলগুলো থেকে আপনার যে সাইকেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
কম দামে ভালো গিয়ার সাইকেল
আমাদের বাংলাদেশে বর্তমানে দুইটি গিয়ার এর সাইকেল তৈরি করার কোম্পানি সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে । ১. ফনিক্স সাইকেল ২. হিরো সাইকেল । আমরা যারা নরমাল সাইকেল ব্যবহার করেছি বা করে আসছি তারা অবশ্যই ফোনিক্স সাইকেলের নাম শুনে থাকবো । এই সাইকেল যত নরমাল সাইকেল আছে তার মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে ।
আর প্রযুক্তির আপডেটের সাথে সাথে নরমাল সাইকেল থেকে গিয়ারে রূপান্তরিত করে সবার প্রথমে রয়েছে হিরো সাইকেল । যারা বর্তমানে গিয়ারের সাইকেল ব্যবহার করছে তাদের মুখে মুখে এখন হিরো সাইকেলের নাম রয়েছে । এই সাইকেল ব্যবহার করা খুবই সহজ । আপনি যদি একবার সাইকেল কিনেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
ফনিক্স সাইকেল এবং হিরো সাইকেল এই দুই কোম্পানি তাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবার জন্য উন্নত মানের গিয়ারের সাইকেল তৈরি করে আসছে । তাই আপনি যদি কখনো বাজার থেকে সাইকেল কিনতে চান তাহলে উপরোক্ত দুই কোম্পানি থেকে যেকোনো একটি কোম্পানির সাইকেল কিনে ব্যবহার করতে পারেন ।
কেন গিয়ার সাইকেল কিনবেন?
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের অন্যতম সাইকেল তৈরির কোম্পানি হচ্ছে ফনিক্স এবং হিরো । এখন প্রশ্ন হল সাধারণ সাইকেল না কিনে আমরা কেন গিয়ার এর সাইকেল কিনবো? হ্যাঁ এই প্রশ্নটি করা খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি । আপনি যদি সময়ের অপচয় রোধ করতে চান তাহলে এমন সাইকেল খুবই জরুরী ।
ধরুন আপনি বাসা থেকে স্কুলে যাবেন আপনার হাতে সময় আছে .২০ মিনিট এবং স্কুলে যেতেও সময় লাগবে ২০ মিনিট । এখন খুব দ্রুত আপনাকে স্কুলে যেতে হবে । আপনার হাতে যদি গিয়ার সাইকেল থাকে তাহলে ওই ২০ মিনিটের পথ আপনি ১০ মিনিটে পৌঁছাতে পারবেন । তাহলে বুঝতেই পারছেন কোন সাইকেল আপনার জন্য ভালো হবে
আপনি যদি স্কুল অথবা কলেজ অথবা অন্য যেকোনো কাজে নরমাল সাইকেলের অর্ধেক সময়ে যদি কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে চান তাহলে অবশ্যই গিয়ারের সাইকেল কিনবেন । এই সাইকেলগুলো খুবই সফট এবং আকর্ষণীয় ডিজাইনের হয় । তাছাড়া নরমাল সাইকেল থেকে ব্যবহার করাও সহজ । তাই আমরা অবশ্যই এই সাইকেল কিনতে পারি ।
FAQ – গিয়ার সাইকেলের দাম
সাধারণ মানের গিয়ার সাইকেলের দাম কত?
এই সকল সাইকেলের মূল্য সাধারণত ৪০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকার ভিতরে হয়ে থাকে ।
মধ্যম মানের গিয়ার সাইকেল এর দাম কত?
এই সাইকেলের মূল্য সাধারণত ৮০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকার ভিতরে হয় ।
উচ্চমানের গিয়ার সাইকেল এর দাম কত?
এই সাইকেলের বর্তমান বাজার মূল্য ১২,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার ভিতরে ।
হিরো গিয়ার সাইকেল এর দাম কত?
এই সাইকেলের সর্বনিম্ন মূল্য ৮০০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ২৬,০০০ টাকা ।
ফনিক্স গিয়ার সাইকেল এর দাম কত?
এই সাইকেলের বর্তমান বাজার মূল্য ১০,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকার পর্যন্ত ।
মোটা চাকার গিয়ার সাইকেলের দাম কত?
এই সাইকেল গুলোর দাম ৮০০০ থেকে শুরু করে ১৬,০০০ টাকা পর্যন্ত ।
কোন কোম্পানির গিয়ার সাইকেল সবচেয়ে ভালো?
বর্তমানে ফনিক্স এবং হিরো কোম্পানির গিয়ার এর সাইকেল সবচেয়ে ভালো ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমাদের শখের জিনিস সাইকেলের আপডেট ভার্সন গিয়ারের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া আরও বেশ কিছু প্রশ্ন গিয়ার এর সাইকেল সম্পর্কে অবগত হয়েছি । আপনি যদি কখনো অনলাইন অথবা অফলাইন থেকে সাইকেল কিনতে চান উপরোক্ত তথ্য ফলো করে যে সাইকেলটি পছন্দ হয় সেটা কিনে ব্যবহার করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি আপনার আর কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন । সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।