আমরা বিদ্যুতের বিকল্প হিসেবে আইপিএস ব্যবহার করে থাকি । সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে এই আইপিএস বেশি ব্যবহৃত হয় । তাছাড়া অনেক সময় বাসা বাড়িতে যখন বিদ্যুতের লোডশেডিং বেশি হয় তখন অনেকে আইপিএস কিনতে আগ্রহী হয় । কিন্তু আইপিএস এর জন্য কোন ব্যাটারি ভালো হবে সে সম্পর্কে অনেকে অবগত নয় ।
আর আই পি এস এর জন্য কোন ব্যাটারি সবচেয়ে ভালো সে সম্পর্কে না জেনে যদি ব্যাটারি কিনা হয় তাহলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায় না । ফলে খুব অল্প সময়ে ব্যাটারি ডাউন হয়ে যায় । তাছাড়া ওই ব্যাটারি দিয়ে আপনি দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করার কোন আশা করতে পারবেন না ।
আরও পড়ুন ➝ রহিম আফরোজ আইপিএস ব্যাটারির দাম
ধরে নিলাম আপনার একটি ব্যবসা আছে সেটা হতে পারে রেস্টুরেন্ট অথবা ইলেকট্রনিক ব্যবসা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে সারাদিন বিশেষ করে যতক্ষণ পর্যন্ত আপনি খোলা রাখবেন সবসময়ই বিদ্যুতের দরকার হয় । আর সাধারণত বিদ্যুৎ কিন্তু সবসময় থাকে না বিশেষ করে যখন গরমকালে আসে তখন বিদ্যুৎ থাকে না বললেই চলে ।
যখন বিদ্যুৎ থাকে না ওই সময় বিদ্যুতের বিকল্প হিসেবে আইপিএস ব্যবহার করার দরকার হয় । এখন আপনার যদি নরমাল আইপিএস ব্যাটারি হয় তাহলে বিদ্যুতের ঘাটতি পূরণ করতে পারবেন না । তাই আমাদের ভালো মানের আইপিএস এর ব্যাটারি দরকার হবে ।
এখন আমরা জানব আইপিএস এর ব্যাটারির ধরন এবং ব্র্যান্ড সম্পর্কে । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
আইপিএস ব্যাটারি কয় ধরনের হয়
আপনি যদি আইপিএস এর ব্যাটারি কিনতে চান তাহলে অবশ্যই জানা দরকার সাধারণত আইপিএসে কয় ধরনের ব্যাটারি হয় । তাহলে কোন ধরনের ব্যাটারি সবচেয়ে ভালো হবে সে সম্পর্কে আমাদের জানতে সুবিধা হবে । নিচে ওই সকল ব্যাটারিগুলোর নাম দেওয়া হলো ।
টিউবুলার আইপিএস ব্যাটারি
বর্তমানে বাজারে আইপিএস এর যত ধরনের ব্যাটারি পাওয়া যায় তার মধ্যে সবার প্রথমে রয়েছে টিউবুলার ব্যাটারি । এই ব্যাটারি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় । আপনি যদি আইপিএসে এই ব্যাটারি একবার চার্জ করেন তাহলে লং টাইম বা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন । তাছাড়া এই ব্যাটারি ডিপ-ডিসচার্জ করার জন্য উপযুক্ত ।
জেল আইপিএস ব্যাটারি
জেল ব্যাটারি সাধারণত লীড-অ্যাসিড ব্যাটারির তুলনায় বেশি নিরাপদ এবং রক্ষণাবেক্ষণ করাও খুব সহজ । যদিও বা এই ব্যাটারি ভালো কিন্তু টিউবুলার ব্যাটারির মত অত বেশি টেকসই এবং দীর্ঘায়ু স্থায়ী হয় না । তাছাড়া এই ব্যাটারি চার্জ হতে একটু বেশি সময় নিয়ে থাকে । তবে একবার চার্জ হলে আপনি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
লিথিয়াম-আয়ন আইপিএস ব্যাটারি
লিথিয়াম-আয়ন ব্যাটারি খুবই হালকা এবং দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে । এই ব্যাটারি চার্জ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে । তবে এই ব্যাটারি টিউবুলার ও জেল ব্যাটারির মতো ডিপ-ডিসচার্জ করার জন্য উপযুক্ত নয়। কিন্তু জেল ব্যাটারি ও টিউবুলার ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির মূল্য তুলনামূলক কম ।
কিছু জনপ্রিয় আইপিএস ব্যাটারি ব্র্যান্ড
বর্তমানে বাজারে বেশ কিছু আইপিএস ব্যাটারি ব্র্যান্ড বা কোম্পানী রয়েছে । আমরা যদি ওই সকল ব্যাটারি ব্র্যান্ডের নাম সম্পর্কে জানি তাহলে খুব সহজেই দোকান অথবা শোরুম থেকে আইপিএস এর জন্য ব্যাটারি কিনতে পারবো । নিচে বেশ কিছু ব্যাটারি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হলো ।
- রহিম আফরোজ
- অ্যামারণ
- স্কয়ার
- এক্সাইড
- কসমিকো
যদিও বা বাংলাদেশে আরো অসংখ্য ব্যাটারি ব্র্যান্ড পাওয়া যায় কিন্তু আইপিএস এর জন্য উপরে উল্লেখিত ব্র্যান্ডের ব্যাটারিগুলো সবচেয়ে ভালো । তবে এর মধ্যে রহিম আফরোজ নামক ব্যাটারি সবচেয়ে বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে ।
আইপিএস এর জন্য কোন ব্যাটারি ভালো?
আমরা ইতিমধ্যে আইপিএস এর ব্যাটারি কত ধরনের এবং বেশ কিছু ব্র্যান্ডের নাম সম্পর্কে অবগত হয়েছি । এখন প্রশ্ন হল কোন ব্যাটারি আইপিএস এর জন্য সবচেয়ে ভালো হবে? আমরা যদি ব্যাটারির ধরন হিসাব করি তাহলে টিউবুলার ব্যাটারি সবচেয়ে ভালো হয় যা টেকসই ও দীর্ঘস্থায়ী হয় ।
আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪
আবার আপনি যদি ব্র্যান্ডের কথা হিসেবে বলেন তাহলে রহিম আফরোজ নামক ব্যাটারি সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় । এই ব্যাটারি টেকসই এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । আপনি যদি একবার চার্জ করেন তাহলে আইপিএস লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন ।
আইপিএস ব্যাটারি কেনার সময় কিছু টিপস
- আপনি কোন কাজে আইপিএস ব্যবহার করতে চাচ্ছেন সবার প্রথমে সেটা নির্ধারিত করে নিন ।
- ব্যাটারি কেনার জন্য আপনার বাজেট কত টাকা আছে তার ওপর ভিত্তি করে ব্যাটারি কিনুন ।
- আপনি কত সময় ধরে আইপিএস ব্যবহার করতে চাচ্ছেন সেই অনুযায়ী এম্পিয়ার ব্যাটারি কিনুন ।
- ব্যাটারি কেনার সময় অবশ্যই কত বছর বা মাসের ওয়ারেন্টি ও গ্যারান্টি রয়েছে সেটি দেখে কিনুন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা আইপিএসের জন্য ব্যবহৃত কোন ব্যাটারি সবচেয়ে ভালো এবং ক্য ব্যাটারি ধরনের হয়ে থাকে সে সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া আমরা যখন ব্যাটারি কিনব কি কি মাথায় রেখে কেনা উচিত সে সম্পর্কেও জেনেছি । আপনি যদি কখনো আইপিএস এর জন্য ব্যাটারি কিনেন তাহলে উপরোক্ত আলোচনা ফলো করে যে ব্র্যান্ডের ব্যাটারি ভালো মনে হয় সেটি কিনে ব্যবহার করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।