আপনি কি রোমানিয়া ভিসার দাম কত এ সম্পর্কে জানতে এসেছেন? যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে বলবো সঠিক জায়গাতে এসেছেন । তবে রোমানিয়া ভিসা সম্পর্কে জানার পূর্বে আমাদের এই দেশ সম্পর্কে সংক্ষিপ্তভাবে পরিচিত হয়ে নেওয়া জরুরী । রোমানিয়া কোথায় অবস্থিত এবং কেনই বা আমরা রোমানিয়া যেতে এত বেশি আগ্রহী?
বর্তমান সময়ে অর্থ উপার্জনের প্রাণকেন্দ্র বলা হয় ইউরোপের দেশগুলোকে । আমাদের প্রবাস থেকে যত রেমিটেন্স আছে তার ৮০ শতাংশেরও বেশি আসে ইউরোপের দেশগুলো থেকে । এখনকার জীবন যাত্রার মান, মানুষের চলাফেরা, মুদ্রার মান এবং সাংস্কৃতিক কালচার অতি উন্নত এবং লাক্সারি পর্যায়ের । আমরা সকলেই এমন উন্নত লাক্সারি জীবন উপভোগ করতে চাই যার জন্য অবশ্যই টাকা দরকার ।
রোমানিয়া পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ যার বর্তমান আয়তন হচ্ছে ২ লক্ষ ৩৮ হাজার ৩৯৭ বর্গ কিলোমিটার । এই দেশের সর্বমোট জনসংখ্যা হচ্ছে ১ কোটির ৮৯ লক্ষ বর্গ কিলোমিটার । এই দেশের চারদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, সার্বিয়া, মলদোভার দেশের সীমান্ত রয়েছে । ইউরোপে যতগুলো উন্নত দেশ রয়েছে তার মধ্যে রোমানিয়া অন্তত ।
আরও পড়ুন ➝ মালয়েশিয়া ভিসার দাম কত
রোমানিয়ার মানুষ অত্যন্ত নম্র ও ভদ্র । এখানকার আশপাশের প্রকৃতি ও রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ । সবচেয়ে মজার বিষয় এখানে নতুন অবস্থায় আপনি যদি আসেন তাহলে ভালো বেতন পাওয়া পাবেন । তাইতো আমাদের দেশে অনেক মানুষ রোমানিয়া যেতে আগ্রহী । আবার কেউ কেউ ইতালি অথবা ফ্রান্স থেকে রোমানিয়ায় প্রবাস হওয়ার জন্য আগ্রহী ।
আপনি যদি ইতিমধ্যে রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে চলেছে । আজকের এই পোস্ট থেকে আমরা জানতে পারবো রোমানিয়াতে কয় ধরনের ভিসা চালু রয়েছে, কোন ভিসার কত দাম, সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় এবং সিজনাল ও নন সিজনাল ভিসার মূল্য কত টাকা । তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
রোমানিয়া ভিসার দাম কত
আপনি যদি ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে চান তাহলে অবশ্যই ভিসার দরকার পড়বে । কেননা ভিসা ব্যতীত আপনি কখনো রোমানিয়া যেতে পারবেন না । যদি ভিসা বিহীন বা অবৈধ পথে রোমানিয়া যান তাহলে হিতে বিপরীত হতে পারে । আপনি যদি কাজের উদ্দেশ্যে অবৈধ পথে রোমানিয়া যান কাজ তো পাবেনই না বরঞ্চ আপনার জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে ।
কোন না কোন সময় পুলিশ অবশ্যই আপনাকে গ্রেফতার করবে এবং এমনকি জেলেও প্রেরণ করতে পারে । ফলে শেষ মেশ দেখা যাবে রোমানিয়াতে জেল খেটে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে । একে তো আপনার টাকা খরচ হলো তার উপর জেল খেটে বাংলাদেশে ফিরে আসবেন । তো বুঝতেই পারছেন এটা আপনার জন্য কতটুকু দুঃখের বিষয় হতে পারে ।
রোমানিয়ার ভিসার মূল্য সাধারণত ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে হয়ে থাকে । আপনি যদি কোম্পানি ভিসায় সেখানে যান তাহলে মূল্য এক রকম হবে । আর যদি কৃষি ভিসায় যান তাহলে তার মূল্য আরেক রকম হবে । তবে রোমানিয়াতে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে খুব সহজে সেখানে পৌঁছাতে পারবেন । বর্তমানে রোমানিয়াতে ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে ন্যূনতম ৪ লক্ষ থেকে ১৩ লক্ষ পর্যন্ত ভিসার দাম হয়ে থাকে ।
রোমানিয়া কোম্পানি ভিসার দাম কত
রোমানিয়াতে আসার জন্য যতগুলো ভিসা রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোম্পানি ভিসা । মূলত কোন নির্দিষ্ট কোম্পানির উপর ভিত্তি করে ভিসা পাঠানো হয় । আপনি যদি কোম্পানির কোন কাজে পারদর্শী হয়ে থাকেন তাহলে সে বিষয়ে সেখানে গিয়ে নতুন অবস্থায় ভালো বেতন পাবেন । আর যদি আপনি নতুন ও হোন তাহলে সমস্যা নেই । তবে আস্তে আস্তে বেতন বৃদ্ধি পাবে ।
আরও পড়ুন ➝ কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
আপনার যদি পরিচিত কেউ রোমানিয়াতে থাকে তাহলে উনার মাধ্যমেও সেখানে যেতে পারেন অথবা নিজে থেকে আবেদন করে বা দালাল এবং থার্ড পার্টি এজেন্সি ব্যবহার করেও যেতে পারেন । যদি নিজে থেকে আবেদন করেন তাহলে ভিসার জন্য খরচ করতে হবে ১১ লক্ষ টাকা এবং দালাল বা থার্ড পার্টি দিয়ে আবেদন করলে ভিসার মূল্য দাঁড়াতে পারে সর্বোচ্চ ১৩ লক্ষ টাকা পর্যন্ত ।
রোমানিয়া জব ভিসার দাম
আপনি যদি একজন শিক্ষিত সম্মানিত মানুষ হয়ে থাকেন তাহলে রোমানিয়াতে নির্দিষ্ট কোন ক্যাটাগরিতে জব ভিসায় যেতে পারেন । ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক অথবা ডাক্তার এখন এই সকল ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি রোমানিয়াতে ভালো বেতনে চাকরি পেতে পারেন । যারা জব ভিসাতে রোমানিয়াতে আসে তাদের বেতন নতুন অবস্থাতেও অনেক বেশি ধরা হয় ।
এই জব ভিসা আপনি চাইলে অনলাইনে নিজে আবেদন করতে পারেন অথবা দালাল এবং থার্ড পার্টি এজেন্সি মাধ্যমেও কাজটি করাতে পারেন । তবে সবচেয়ে যেটা ভালো হয় নিজে থেকে ভিসা আবেদন করতে পারলে খরচ এবং ঝুঁকি দুটোই কম থাকে । আপনি যদি নিজে থেকে রোমানিয়া যাওয়ার ভিসার জন্য আবেদন করেন তাহলে খরচ পড়বে ১০ লক্ষ টাকা এবং দালাল বা থার্ড পার্টি দিয়ে ভিসা সংগ্রহ করলে সর্বোচ্চ ১২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে ।
রোমানিয়া কৃষি ভিসার দাম
রোমানিয়া যেহেতু একটি উন্নত দেশ তাই এই দেশের অন্যান্য সেক্টরের মতোই কৃষি সেক্টরও দিন দিন উন্নত হচ্ছে । তাই এই সেক্টরে প্রতিনিয়ত অনেক বেশি মানুষকে নিয়োগ দেয়া হচ্ছে । আপনি যদি কৃষিকাজে একজন পারদর্শী ব্যক্তি হয়ে থাকেন তাহলে রোমানিয়া সরকার আপনাকে ভাল বেতনে কাজ করার অফার করছে । কেননা একটি দেশকে উন্নত পর্যায়ে নেয়ার জন্য উন্নত কৃষি ব্যবস্থার বিকল্প নেই ।
আপনি যদি কৃষি নিয়ে পড়াশোনা করে থাকেন বা কৃষি কাজের উপর উচ্চতর ডিগ্রি থাকে তাহলে আপনি সেখানকার ভালো কোন পদে চাকরি পেতে পারেন । তবে আপনি সাধারণভাবেও রোমানিয়াতে কৃষি কাজের জন্য ভিসা পেতে পারেন । এই ভিসার জন্য মিনিমাম ৬ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে ।
রোমানিয়া ড্রাইভিং ভিসার দাম
ড্রাইভিং বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি পেশার নাম । আমাদের দেশের অনেক তরুণ ড্রাইভিং পেশার উপর নিজেকে উপস্থাপন করতে আগ্রহ প্রকাশ করছে । মূলত উচ্চ বেতন এবং রুচিশীল পেশা হওয়ায় রোমানিয়াতে এই কাজের চাহিদা অনেক বেশি । আপনি যদি ড্রাইভিং কাজে একজন পারদর্শী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি রোমানিয়াতে ড্রাইভিং ভিসার জন্য আবেদন করতে পারেন ।
এখানে সাধারণত ড্রাইভিং কাজের জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ নিয়োগ করা হয়ে থাকে । তাই আপনি যদি চান দেশে পড়ে না থেকে বিদেশে গিয়ে ড্রাইভিং অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে উন্নত জীবন যাপন এবং ভালো সেলারি উপার্জন করবেন তাহলে রোমানিয়াতে ড্রাইভিং কাজে যেতে পারেন । সাধারণত রোমানিয়া ড্রাইভিং ভিসার জন্য ৭ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে ।
রোমানিয়া টুরিস্ট ভিসার দাম কত
আমরা প্রায় সকলেই ভ্রমণ করতে খুব পছন্দ করি । এই ভ্রমণ করার মাধ্যমে আমরা সেখানকার সৌন্দর্য, ঐতিহ্য, কালচার এবং মানুষের আচার ব্যবহার সম্পর্কে জানতে পারি । বর্তমানে রোমানিয়াতে ভ্রমণ করার জন্য অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আপনি চাইলে ভ্রমণ করতে পারেন । আপনি যদি একজন ভ্রমণপিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই রোমানিয়া আপনার জন্য ভালো একটি জায়গা হতে পারে ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে রোমানিয়াতে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসার মূল্য তুলনামূলক কম হয়ে থাকে । আপনি যদি নিজে থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে ৫ লক্ষ টাকা খরচ হতে পারে । আবার যদি কোন দালাল অথবা থার্ড পার্টি এজেন্সি দিয়ে টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে ।
রোমানিয়া স্টুডেন্ট ভিসার দাম
আমরা এখন প্রায় সকল বিদেশে গিয়ে উচ্চতর পড়াশোনা করতে চাই । আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই বিদেশে গিয়ে পড়াশোনা করা উচিত । বর্তমানে রোমানিয়াতে অসংখ্য উন্নত বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে বিভিন্ন দেশের স্টুডেন্টরা পড়াশোনা করে থাকে । এখানকার শিক্ষকদের আচার ব্যবহার এবং কালচার খুব নম্র এবং ভদ্র হওয়ায় খুব সহজে আপনি শিক্ষা ব্যবস্থার সাথে নিজেকে মিশাতে পারবেন ।
আপনি যদি কখনো বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে সবার উপরের কাতারে রোমানিয়া রাখতে পারেন । সবচেয়ে মজার বিষয় হচ্ছে রোমানিয়াতে যতগুলো ভিসা রয়েছে তার মধ্যে সবচেয়ে কম দামে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় । একজন স্টুডেন্ট হিসেবে রুমানিয়াতে আপনি সর্বনিম্ন ৪ লক্ষ এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা খরচ করে নিতে পারেন ।
রোমানিয়া সিজনাল ভিসার দাম
আপনি যদি চান তাহলে রোমানিয়াতে নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে চুক্তি করে কাজ করতে পারেন । আর এই কাজের জন্য যে ভিসা পাওয়া যায় তাকে সাধারণত সিজনাল ভিসা বলা হয় । এই সিজনাল ভিসাতে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে যা শেষ হওয়ার পর আপনাকে দেশে চলে আসতে হবে । আপনার যদি কোন টার্গেট থাকে যে এত বছর রোমানিয়াতে থাকবেন তাহলে সিজনাল ভিসাতে এখানে আসতে পারেন ।
সিজনাল ভিসা যেহেতু নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে দামদর হয়ে থাকেন তাই আপনি কত বছর থাকবেন তা সবার প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিন । আপনার যদি পরিচিত কেউ সেখানে থাকে তাহলে সিজনাল ভিসা পাওয়া খুব সহজ হয় । আর যদি পরিচিত কেউ রোমানিয়াতে না থাকে তাহলে আপনি ব্যক্তিগতভাবে বা থার্ড পার্টি এজেন্সি ব্যবহার করেন ভিসা নিতে পারেন । এর জন্য আপনাকে ৭-৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে ।
রোমানিয়া নন সিজনাল ভিসার দাম
রোমানিয়ান নন সিজনাল ভিসা হচ্ছে যার কোন নির্দিষ্ট কোন সময় নির্ধারণ করে দেয়া হয়না যা আপনি লং টাইম বা দীর্ঘ সময় ধরে থাকার সুযোগ পাবেন । শুধুমাত্র সিজনাল ভিসা ব্যতীত বাকি সবগুলোই নন সিজনাল ভিসার অন্তর্ভুক্ত । যেজাঃ রোমানিয়ার জব ভিসা, স্টুডেন্ট ভিসা, ড্রাইভিং ভিসা এবং কাজের ভিসা । এই সকল ভিসা গুলোকে আমরা সাধারণত নন সিজনাল ভিসা বলতে পারি ।
আপনার যদি ইচ্ছা থাকে রোমানিয়াতে লং টাইম বা দীর্ঘ সময় ধরে কাজ করবেন তাহলে অবশ্যই নন সিজনাল ভিসা নিবেন ।এই ভিসার দাম ভিসার ধরনের ওপর নির্ধারণ করে হয়ে থাকে । সর্বনিম্ন নন সিজনাল ভিসার মূল্য হচ্ছে ৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ নন সিজনাল ভিসার মূল্য হচ্ছে ১৩ লক্ষ টাকা । তাই সবার প্রথমে কোন ক্যাটাগরি ভিসা নিয়ে রোমানিইয়া আসবেন তা নির্ধারণ করে নিবেন ।
বিশেষ নোটঃ এখানে একটি বিষয় উল্লেখ করার জরুরী উপরের যতগুলো ভিসার দাম দেওয়া হয়েছে তা বিভিন্ন অনলাইন সোর্স এবং এজেন্সির তথ্য অনুসারে দেওয়া হয়েছে । সময়ের সাথে সাথে ঐ সকল ভিসা গুলোর মূল্য কম বেশি হতে পারে । তবে যত গুলো ভিসার মূল্য দেওয়া হয়েছে বাস্তবিকভাবে যেকোনো সময় উপরোক্ত ভিসা গুলো দাম উল্লেখ করা দামের আশে পাশে থাকবে ।
রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি
এতক্ষণ তো আমরা জানতে পারলাম রোমানিয়াতে আসার জন্য কি কি ভিসা বর্তমানে চালু রয়েছে । এখন আমরা জানবো রোমানিয়াতে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজে আসলে নতুন অবস্থায় ভালো সেলারি পাওয়া যায় । বর্তমানে রোমানিয়াে বেশ কয়েকটি জনপ্রিয় কাজের ক্যাটাগরি নিচে তুলে ধরা হলোঃ
- ড্রাইভিং
- কৃষি কাজ
- কন্সট্রাকশন
- কোম্পানি কাজ
- রেস্টুরেন্ট
- ইলেকট্রিক্যাল কাজ
আপনি যদি উপরোক্ত ক্যাটাগরির উপর অভিজ্ঞ বা পারদর্শী হয়ে থাকেন তাহলে নতুন অবস্থায় রোমানিয়াতে আসলে ভালো বেতনের চাকরি করার সুযোগ পাবেন । যদি ওই সকল বিষয় ছাড়া অন্য কোন কাজ পারেন বা ঐ সকল বিষয়ে যদি অভিজ্ঞতা নাও থাকেন তাহলেো রোমানিয়াতে কাজ পাবেন । কিন্তু বেতন নতুন অবস্থায় তুলনামূলক কম ধরা হবে ।
FAQ – রোমানিয়ান ভিসার দাম কত?
রোমানিয়া ভিসা কি বন্ধ?
না, বর্তমানে রোমানিয়ান ভিসা বন্ধ নেই । রোমানিয়া যেহেতুু উন্নত একটি দেশ তাই প্রতিনিয়ত বিভিন্ন ক্যাটাগরির উপর লোক নিয়োগ দেয়া হয়ে থাকে । তাই বলা যায় রোমানিয়াতে বর্তমানে ভিসা চালু রয়েছে ।
রোমানিয়া এম্বাসি কি বাংলাদেশে আছে?
বর্তমানে বাংলাদেশ রোমানিয়ার কোন এম্বাসি নেই । তবে ভারতে রোমানিয়ান এম্বাসি রয়েছে । আপনি যদি রোমানিয়ান ভিসা পেতে চান তাহলে ভারতীয় এম্বাসি ব্যবহার করে আবেদন করতে পারেন । অথবা আপনার পরিচিত কেউ যদি রোমানিয়াতে থাকে তাহলে সরাসরি বাংলাদেশে ভিসা পাঠালে আপনি সেটি ব্যবহার করে রুমানিয়াতে যেতে পারেন ।
রোমানিয়া ভিসা আবেদনের সাইট কোনটি?
অনলাইনে রোমানিয়ার ভিসা আবেদনের সাইট হলো https://evisa.mae.ro/Home?lang=en-US
রোমানিয়া বেতন কত?
রোমানিয়াতে আসার পর আপনার বেতন কত হতে পারে তা সাধারণত আপনার অভিজ্ঞতা এবং কাজের ক্যাটাগরির উপর নির্ধারণ করে হবে । তবে নতুন অবস্থায় সর্বনিম্ন বেতন হচ্ছে ৫০ হাজার টাকা এবং আপনি যদি অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন তাহলে বেতন ১ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে ।
রোমানিয়া টাকার মান কত?
রোমানিয়ান মুদ্রার নাম হচ্ছে রোমানিয়ান লি ইউ । এদেশের মুদ্রার মূল্য বাংলাদেশের মুদ্রার থেকে অনেক বেশি । বর্তমানে ১ রোমানিয়ান নিউ লি ইউ সমান ২৩ টাকা ৯৩ পয়সা (এই রেট বাংলাদেশ ব্যাংকের সর্ব শেষ আপডেট অনুযায়ী ধরা হয়েছে তাই যেকোনো সময় পরিবর্তিত হতে পারে) ।
শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি বর্তমানে ইউরোপের অন্যতম জনপ্রিয় ও উন্নত দেশ রোমানিয়াতে আসার জন্য কোন কোন ভিসা চালু রয়েছে, কোন ভিসার মূল্য কত টাকা, সিজনাল ও নন সিজনাল ভিসার সুবিধা ও অসুবিধা, রোমানিয়ান টাকার মূল্য এবং রোমানিয়াতে আসার পর নতুন অবস্থায় বেতন কত হবে । আমরা যারা নতুন অবস্থায় রোমানিয়া আসবো অবশ্যই উপরুক্ত বিষয়গুলো মেনে আসবো ।
আপনি যদি আমার এই পুরো পোস্ট পড়ে থাকেন তাহলে অবশ্যই রুমানিয়ান ভিসা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন । যদি এই পোস্টটি পড়ার পর আপনি সামান্যতম উপকৃত হন তাহলে পুরো পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । যদি আমার এই পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।