মধ্যপ্রাচ্যের যতগুলো উন্নত মুসলিম সম্প্রদায় ভুক্ত দেশ রয়েছে তার মধ্যে কাতার অন্যতম । এদেশের অর্থনীতি এবং জীবন যাত্রার মান অতি উচ্চ পর্যায়ের । তাছাড়া এখানকার মানুষের মাথাপিছু গড় আয় এবং টাকার মান অনেক বেশি । তাই আমরা সাধারণত কাতার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি । এর জন্য আমাদের সবার প্রথমে কাতার ভিসা সেন্টার বাংলাদেশে কোথায় অবস্থিত সে সম্পর্কে জানা দরকার হয় ।
আপনি যদি কোন দালাল অথবা এজেন্সি ব্যবহার করে কাতার যান তাহলে আপনাকে নিজে থেকে কোথাও কাতারের ভিসা সেন্টার রয়েছে সে সম্পর্কে জানা দরকার নাই । যেই দালাল বা এজেন্সি কএ আপনি টাকা দিবেন তারাই সেখানে যোগাযোগ করে আপনার যাবতীয় কাজকর্ম সম্পাদন করে দিবে । তাই আপনাকে বাড়তি কোন প্যারা নিতে হবে না ।
কিন্তু আপনি যদি নিজে থেকে কাতারের যাওয়ার জন্য ভিসা ও অন্যান্য কাজ করতে চান তাহলে অবশ্যই কাতারের ভিসা সেন্টার সম্পর্কে জানা দরকার । তবে আমি মনে করি কোন দালাল বা এজেন্সি ব্যবহার করে কাতার ভিসা সম্পর্কিত কাজকর্ম সম্পাদন না করে নিজে থেকে করতে পারলে আপনার অর্থ এবং সময় দুটোই বাঁচবে ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে
আপনি যদি ইতিমধ্যে কাতার যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । এই পোস্টটি পড়ার পর আপনি জানতে পারবেন বাংলাদেশে কাতার ভিসা সেন্টারের কতগুলো শাখা রয়েছে, এর ঠিকানা এবং কাতার ভিসা করার জন্য যাবতীয় কাগজপত্র সম্পর্কে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
কাতার ভিসা সেন্টার বাংলাদেশের কোথায়
আমরা যদি বাংলাদেশ থেকে কাতার যেতে চাই তাহলে অবশ্যই ভিসার দরকার পড়বে । আপনি ভিসা ছাড়া কখনো কাতার যেতে পারবেন না । শুধুমাত্র কাতার নয় সারা বিশ্বের কোন দেশেই আপনি ভিসা ব্যাতিত যেতে পারবেন না । যদি ভিসা ছাড়া কাতার বা অন্য কোন দেশে যান তাহলে পুলিশের হাতে ধরা পড়বেন ।
ফলস্বরূপ আপনাকে কয়েক মাস সেখানে জেল খাটতে হবে । তারপর অপদস্ত হয়ে আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে । এতে দেখা যাবে আপনি টাকা খরচ ঠিকই করেছেন কিন্তু এর বিপরীতে কোন লাভবান হতে পারেন নাই । তাই আমরা যে দেশে যায় না কেন সবার প্রথমে ভিসা তৈরি করে নেব ।
তবে সবচেয়ে ভালো যদি আপনি নিজেই থেকে কাতারে ভিসা ব্যবস্থা করেন । কোন দালাল বা এজেন্সির ব্যবহার না করে কাজটি করতে পারলে ভুয়া বা জাল ভিসা থেকে রেহাই পাবেন । অতএব আমরা শপথ করে বলতে পারি ভিসা সম্পর্কিত যে কোন কাজ আমরা নিজে থেকে করার চেষ্টা করব ।
আরও পড়ুন ➝ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কাতারের ভিসা সেন্টার ঢাকার রামপুরা এবং সিলেট উপশহর এ অবস্থিত । আপনি উপরোক্ত ২টি জায়গার মধ্যে যেকোনো জায়গায় কাতারের ভিসা সম্পর্কিত যেকোনো কাজ সম্পাদন করতে পারবেন । আশা করি আমি আপনাদের বিষয়টি সম্পূর্ণ বুঝাতে পেরেছি ।
কাতার ভিসা সেন্টার শাখা কয়টি ও ঠিকানা
বর্তমানে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের দুইটি শাখা চালু রয়েছে । সেই শাখা গুলো হলো ঢাকা শাখা এবং সিলেট শাখা । এখন আপনাদের সুবিধার্থে এই দুইটি শাখার যোগাযোগের ঠিকানা নিচে উল্লেখ করা হলো ।
ঢাকা শাখা
ঠিকানা – ৩৮৯/বি, এমজি টাওয়ার (৭ম তলা), ডিআইটি রোড, ওয়েস্ট রামপুরা, ঢাকা
মোবাইল নাম্বার: ১৭৯৭৫-৭৭৫৩৩
অফিস টাইম: রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা
সাপ্তাহিক বন্ধের দিন : শুক্রবার ও শনিবার
সিলেট শাখা
ঠিকানা: উপশহর পয়েন্ট, এবি ব্যাংকের বিপরীতে, সিলেট
মোবাইল নাম্বার: +৮৮০ ৯৬৬৬-৭৭৭১০১
অফিস টাইম: রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা
সাপ্তাহিক বন্ধের দিন: শুক্রবার ও শনিবার
কাতার ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি কাতার ভিসার জন্য আবেদন করতে চান তাহলে বেশ কিছু কাগজপত্র সবার প্রথমে সংগ্রহ করে নিতে হবে । এখন আমরা জানবো কি কি কাগজপত্র থাকলে আমরা কাতার ভিসার জন্য আবেদন করতে পারব । নিচে তা উল্লেখ করা হলো ।
- বৈধ পাসপোর্ট
- পাসপোর্টের ফটোকপি
- ভিসার আবেদন ফর্ম
- ভিসার ফি খরচ
- ভ্রমণ বীমা
- হোটেল বুকিং (যদি থাকে)
- বিমানের টিকিট
আপনি যদি কখনো কাতার ভিসার এপয়েন্টমেন্ট নিতে চান তাহলে উপরে উল্লেখিত কাগজপত্র সবার প্রথমে সংগ্রহ করে ঢাকা অথবা সিলেট যে কোন একটি শাখায় যোগাযোগ করবেন ।
কাতার ভিসার কিছু দরকারি টিপস
- কাতার ভিসা আবেদন করার আগে নিশ্চিত করুন আপনি কোন কাজে পারদর্শী ।
- কাতার মেডিকেল সেন্টারে গিয়ে চেকআপ করে জেনে নিন আপনি মেডিকেল ফিট আছেন কিনা ।
- ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছান ।
- আপনি সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে এনেছেন কিনা তা নিশ্চিত করুন ।
- কাতারের ভিসা আবেদন করার সময় সঠিক তথ্য তুলে ধরুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শকবৃন্দ, আজকের পোস্টটিতে আমরা কাতার ভিসা সেন্টার কোথায় অবস্থিত এর শাখা ও ঠিকানা সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া আমরা যদি কাতার ভিসার জন্য আবেদন করি তাহলে কি কি কাগজপত্র লাগবে এবং বাড়তি কিছু টিপস সম্পর্কেও জানতে পেরেছি । আপনি যদি কখনো কাতার যেতে চান তাহলে উপরোক্ত তথ্য ফলো করে যেতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।