অনেকে ভিশন সিলিং ফ্যানের দাম কত এ সম্পর্কে জানতে চান? আপনিও যদি এ বিষয়ে জানতে চান তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভিশন সিলিং ফ্যানের বেশ কিছু মডেলের নাম এবং দাম সম্পর্কে ।
আমাদের দেশে সাধারণত গরমকালে রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি থাকে । বিশেষ করে সকাল দশটার পর থেকে রৌদ্রের তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়তে থাকে । ওই সময় ঘরে থাকা এক রকম কষ্টকর হয়ে যায় । তখন এই গরম থেকে পরিত্রান পাওয়ার জন্য আমরা সাধারণত এসি, চার্জার ফ্যান এবং সিলিং ফ্যান ব্যবহার করে থাকি ।
আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত
আমরা সিলিং ফ্যান কেনার পূর্বে সবার প্রথমে গুগলে এসে সিলিং ফ্যানের দাম লিখে সার্চ করি । তখন গুগল আমাদের সামনে বেশ কিছু বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি নাম প্রদর্শন করে । সেগুলো হলোঃ ভিশন সিলিং ফ্যান, ওয়ালটন সিলিং ফ্যান। বিআরবি সিলিং ফ্যান, এবং সুপারস্টার সিলিং ফ্যান ইত্যাদি ।
তবে এখানে যতগুলো সিলিং ফ্যানের নাম তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিশন সিলিং ফ্যান খুবই ভালো এবং ব্যবহার করাও সহজ । এই সিলিং ফ্যানগুলোর নকশা এবং ডিজাইন খুবই আকর্ষণীয় যা দেখে যে কেউ খুবই পছন্দ করতে পারে । তাছাড়া এই ফ্যানগুলোর আকারের সাথে আপনার ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে ।
আপনি যদি ইতিমধ্যে বাজার থেকে সিলিং ফ্যান কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন ভিশন সিলিং ফ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।
ভিশন সিলিং ফ্যানের দাম
আপনি যদি ভিশন সিলিং ফ্যানের দাম জানতে চান তাহলে সবার প্রথমে জানা দরকার আপনি কত ইঞ্চির সিলিং ফ্যান কিনতে এসেছেন । মূলত এখানে ইঞ্চির উপর ভিত্তি করে এই সিলিং ফ্যানগুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে । যেমনঃ ভিশন সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি এবং ভিশন সিলিং ফ্যান 56 ইঞ্চি । এখন নিচে বেশ কিছু ফ্যানের মডেল নাম্বার এবং দাম তুলে ধরে হলো ।
মডেল নাম্বার | ফ্যানের দাম |
VISION Super Ceiling Fan Ivory 56″ | 3,087 |
VISION Super Ceiling Fan 36″ White | 2,441 |
VISION Ceiling Net Fan 20″ Black | 1,597 |
VISION Royal Ceiling Fan 56″ | 3,990 |
VISION Super Ceiling Fan White 56″ | 3,250 |
VISION Super Ceiling Fan 48″ Ivory | 2,740 |
এখানে যতগুলো ভিশন সিলিং ফ্যানের দাম এবং মডেল নাম্বার দেয়া হয়েছে তা ভিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার যে ফ্যান পছন্দ হয় সেটি ভিশন শোরুম অথবা ডিলারশিপ থেকে কিনে ব্যবহার করতে পারেন ।
ভিশন সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি দাম
আপনার হাতের বাজেট যদি কম হয় এবং যদি চান ভালো মানের সিলিং ফ্যান কিনবেন তাহলে ভিশন ৩৬ ইঞ্চি সিলিং ফ্যান কিনতে পারেন । এই ফ্যানের আকার আপনার ঘরের আকার সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে । তাছাড়া ফ্যানের পাখা গুলো মোটামুটি বড় যা আপনার সারা ঘর জুড়ে বাতাস ছড়াতে সহায়তা করবে ।
বিভিন্ন মডেল বেদে ভিশন ৩৬ ইঞ্চি সিলিং ফ্যানের দাম আলাদা আলাদা হয়ে থাকে । তবে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে vision super ceiling fan 36″ white । এই ফ্যানের বাজার মূল্য হচ্ছে ২৪৪১ টাকা । আপনি চাইলে এই ফ্যানটি নিকটস্থ ডিলারশিপ অথবা ভিশন ওয়েবসাইট থেকে অনলাইনে কিনতে পারবেন ।
ভিশন সিলিং ফ্যান 56 ইঞ্চি দাম
আপনার ঘরের আকার যদি বড় হয় এবং বেশি বাতাস গ্রহণের দরকার হয় তাহলে ভিশন সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি কিনতে পারেন । এই সিলিং ফ্যানের আকার এতটা বড় নয় যে আপনার ঘরের সাথে মানানসই হবে না । এই ফ্যানটি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে তাই দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
আরও পড়ুন ➝ ভিশন সিলিং ফ্যানের দাম কত
বর্তমানে ভিশন ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানের দাম বিভিন্ন মডেলের উপর নির্ভর করে থাকে । এখন বাজারে Vision Super ceiling fan Ivory 56″ দাম ৩০৮৭ টাকা এবং vision super ceiling fan white 56″ দাম ৩২৫০ টাকা । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে এই ফ্যানগুলো কিনে ব্যবহার করতে পারেন ।
ভিশন সিলিং ফ্যানের সুবিধা
আপনি যদি ভিশন সিলিং ফ্যান কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । কেননা আমরা যদি অন্যান্য কোম্পানি থেকে ভিশনে বেশি সুবিধা পাই তাহলে আমরা অবশ্যই এই কোম্পানির ফ্যান ব্যবহার করব । এখন নিচে বেশ কিছু সুবিধার কথা তুলে ধরা হলো ।
- এই সিলিং ফ্যান ঠান্ডা বাতাস নিচে টেনে আনতে সহায়তা করে যা সিতাতাপ নিয়ন্ত্রণের কার্যক্ষমতা বৃদ্ধি করে ।
- এই ফ্যানগুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।
- ফ্যানের আকার এবং ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে ।
- এই ফ্যানগুলো সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
- ফ্যানগুলোতে ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
এখানে যতগুলো সুবিধার কথা তুলে ধরেছে এগুলো ছাড়াও আরো অন্যান্য সুবিধা রয়েছে । তাই আপনি চাইলে ভিশন সিলিং ফ্যান কিনে ব্যবহার করতে পারেন ।
ভিশন সিলিং ফ্যান কেন কিনবেন?
আমরা জানি বাংলাদেশের সিলিং ফ্যানের জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যারা ইতিমধ্যে ভালো অবস্থানে রয়েছে এবং তাদের ফ্যানের সার্ভিসও খুবই ভালো । তাহলে ঐ সকল ফ্যান না কিনে কেন আমরা ভিশন সিলিং ফ্যান কিনব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি আমার কাছে খুবই যুক্তিসঙ্গত বলে মনে হয় ।
আপনি যদি কম খরচে উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি সিলিং ফ্যান ব্যবহার করতে চান তাহলে ভিশন সিলিং ফ্যান আপনার জন্য বেস্ট হতে পারে । এই ফ্যানের গুণগত মান অন্যান্য কোম্পানির ফ্যানের গুণগন্ত মনের থেকে হাজারগুন ভালো । তাছাড়া এই ফ্যানের বর্তমান বাজার মূল্য অন্যান্য কোম্পানির ফ্যানের বাজার মূল্য থাকে তুলনামূলক বেশি ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি ভিশন থেকে সিলিং ফ্যান কিনেন তাহলে ১ থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । যা সচরাচর অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিতে পাওয়া যায় না । আমরা উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর এই সিদ্ধান্ত উপনীত হতে পারি ভিশন সিলিং ফ্যান কিনলে আমাদের লাভ হবে ।
ভিশন সিলিং ফ্যান কেনার সময় কিছু টিপস
- আপনি কত দামী সিলিং ফ্যান কিনতে চাচ্ছেন তার বাজেট নির্ধারণ করুন ।
- ফ্যানের আকার এবং আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস রাখুন ।
- বেশ কিছু সিলিং ফ্যানের মডেল এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানান ।
- অনলাইনে অথবা অফলাইনে বেশ কয়েকটি স্টোরে একই সিলিং ফ্যানের দামের তুলনা করুন ।
- দীর্ঘদিনের ওয়ারেন্টি সার্ভিস দেয় এমন সিলিং ফ্যান কিনুন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ভিশন সিলিং ফ্যানের দাম কত এবং বেশ কিছু মডেলের নাম সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া এই ফ্যানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা যদি ফ্যান কিনি তাহলে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জানতে পেরেছি । তাই আপনি যদি কখনো ভিশন সিলিং ফ্যান কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক অথবা টুইটার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন । তাছাড়া আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।