ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অনেকে ভিশন সিলিং ফ্যানের দাম কত এ সম্পর্কে জানতে চান? আপনিও যদি এ বিষয়ে জানতে চান তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ভিশন সিলিং ফ্যানের বেশ কিছু মডেলের নাম এবং দাম সম্পর্কে ।

আমাদের দেশে সাধারণত গরমকালে রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি থাকে । বিশেষ করে সকাল দশটার পর থেকে রৌদ্রের তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়তে থাকে । ওই সময় ঘরে থাকা এক রকম কষ্টকর হয়ে যায় । তখন এই গরম থেকে পরিত্রান পাওয়ার জন্য আমরা সাধারণত এসি, চার্জার ফ্যান এবং সিলিং ফ্যান ব্যবহার করে থাকি ।

আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত 

আমরা সিলিং ফ্যান কেনার পূর্বে সবার প্রথমে গুগলে এসে সিলিং ফ্যানের দাম লিখে সার্চ করি । তখন গুগল আমাদের সামনে বেশ কিছু বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি নাম প্রদর্শন করে । সেগুলো হলোঃ ভিশন সিলিং ফ্যান, ওয়ালটন সিলিং ফ্যান। বিআরবি সিলিং ফ্যান, এবং সুপারস্টার সিলিং ফ্যান ইত্যাদি ।

তবে এখানে যতগুলো সিলিং ফ্যানের নাম তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিশন সিলিং ফ্যান খুবই ভালো এবং ব্যবহার করাও সহজ । এই সিলিং ফ্যানগুলোর নকশা এবং ডিজাইন খুবই আকর্ষণীয় যা দেখে যে কেউ খুবই পছন্দ করতে পারে । তাছাড়া এই ফ্যানগুলোর আকারের সাথে আপনার ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে ।

আপনি যদি ইতিমধ্যে বাজার থেকে সিলিং ফ্যান কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন ভিশন সিলিং ফ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।

ভিশন সিলিং ফ্যানের দাম

আপনি যদি ভিশন সিলিং ফ্যানের দাম জানতে চান তাহলে সবার প্রথমে জানা দরকার আপনি কত ইঞ্চির সিলিং ফ্যান কিনতে এসেছেন । মূলত এখানে ইঞ্চির উপর ভিত্তি করে এই সিলিং ফ্যানগুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে । যেমনঃ ভিশন সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি এবং ভিশন সিলিং ফ্যান 56 ইঞ্চি । এখন নিচে বেশ কিছু ফ্যানের মডেল নাম্বার এবং দাম তুলে ধরে হলো ।

মডেল নাম্বার  ফ্যানের দাম 
VISION Super Ceiling Fan Ivory 56″ 3,087
VISION Super Ceiling Fan 36″ White 2,441
VISION Ceiling Net Fan 20″ Black 1,597
VISION Royal Ceiling Fan 56″ 3,990
VISION Super Ceiling Fan White 56″ 3,250
VISION Super Ceiling Fan 48″ Ivory 2,740

এখানে যতগুলো ভিশন সিলিং ফ্যানের দাম এবং মডেল নাম্বার দেয়া হয়েছে তা ভিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার যে ফ্যান পছন্দ হয় সেটি ভিশন শোরুম অথবা ডিলারশিপ থেকে কিনে ব্যবহার করতে পারেন ।

ভিশন সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি দাম

আপনার হাতের বাজেট যদি কম হয় এবং যদি চান ভালো মানের সিলিং ফ্যান কিনবেন তাহলে ভিশন ৩৬ ইঞ্চি সিলিং ফ্যান কিনতে পারেন । এই ফ্যানের আকার আপনার ঘরের আকার সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে । তাছাড়া ফ্যানের পাখা গুলো  মোটামুটি বড় যা আপনার সারা ঘর জুড়ে বাতাস ছড়াতে সহায়তা করবে ।

বিভিন্ন মডেল বেদে ভিশন ৩৬ ইঞ্চি সিলিং ফ্যানের দাম আলাদা আলাদা হয়ে থাকে । তবে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে vision super ceiling fan 36″ white । এই ফ্যানের বাজার মূল্য হচ্ছে ২৪৪১ টাকা । আপনি চাইলে এই ফ্যানটি নিকটস্থ ডিলারশিপ অথবা ভিশন ওয়েবসাইট থেকে অনলাইনে কিনতে পারবেন ।

ভিশন সিলিং ফ্যান 56 ইঞ্চি দাম

আপনার ঘরের আকার যদি বড় হয় এবং বেশি বাতাস গ্রহণের দরকার হয় তাহলে ভিশন সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি কিনতে পারেন । এই সিলিং ফ্যানের আকার এতটা বড় নয় যে আপনার ঘরের সাথে মানানসই হবে না । এই ফ্যানটি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে তাই দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

আরও পড়ুন ➝ ভিশন সিলিং ফ্যানের দাম কত

বর্তমানে ভিশন ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানের দাম বিভিন্ন মডেলের উপর নির্ভর করে থাকে । এখন বাজারে Vision Super ceiling fan Ivory 56″ দাম ৩০৮৭ টাকা এবং vision super ceiling fan white 56″ দাম ৩২৫০ টাকা । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে এই ফ্যানগুলো কিনে ব্যবহার করতে পারেন ।

ভিশন সিলিং ফ্যানের সুবিধা

আপনি যদি ভিশন সিলিং ফ্যান কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । কেননা আমরা যদি অন্যান্য কোম্পানি থেকে ভিশনে  বেশি সুবিধা পাই তাহলে আমরা অবশ্যই এই কোম্পানির ফ্যান ব্যবহার করব । এখন নিচে বেশ কিছু সুবিধার কথা তুলে ধরা হলো ।

  • এই সিলিং ফ্যান ঠান্ডা বাতাস নিচে টেনে আনতে সহায়তা করে যা সিতাতাপ নিয়ন্ত্রণের কার্যক্ষমতা বৃদ্ধি করে ।
  • এই ফ্যানগুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।
  • ফ্যানের আকার এবং ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে ।
  • এই ফ্যানগুলো সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
  • ফ্যানগুলোতে ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।

এখানে যতগুলো সুবিধার কথা তুলে ধরেছে এগুলো ছাড়াও আরো অন্যান্য সুবিধা রয়েছে । তাই আপনি চাইলে ভিশন সিলিং ফ্যান কিনে ব্যবহার করতে পারেন ।

ভিশন সিলিং ফ্যান কেন কিনবেন?

আমরা জানি বাংলাদেশের সিলিং ফ্যানের জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যারা ইতিমধ্যে ভালো অবস্থানে রয়েছে এবং তাদের ফ্যানের সার্ভিসও খুবই ভালো । তাহলে ঐ সকল ফ্যান না কিনে কেন আমরা ভিশন সিলিং ফ্যান কিনব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি আমার কাছে খুবই যুক্তিসঙ্গত বলে মনে হয় ।

আপনি যদি কম খরচে উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি সিলিং ফ্যান ব্যবহার করতে চান তাহলে ভিশন সিলিং ফ্যান আপনার জন্য বেস্ট হতে পারে । এই ফ্যানের গুণগত মান অন্যান্য কোম্পানির ফ্যানের গুণগন্ত মনের থেকে হাজারগুন ভালো । তাছাড়া এই ফ্যানের বর্তমান বাজার মূল্য অন্যান্য কোম্পানির ফ্যানের বাজার মূল্য থাকে তুলনামূলক বেশি ।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি ভিশন থেকে সিলিং ফ্যান কিনেন তাহলে ১ থেকে ২ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । যা সচরাচর অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিতে পাওয়া যায় না । আমরা উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর এই সিদ্ধান্ত উপনীত হতে পারি ভিশন সিলিং ফ্যান কিনলে আমাদের লাভ হবে ।

ভিশন সিলিং ফ্যান কেনার সময় কিছু টিপস

  • আপনি কত দামী সিলিং ফ্যান কিনতে চাচ্ছেন তার বাজেট নির্ধারণ করুন ।
  • ফ্যানের আকার এবং আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস রাখুন ।
  • বেশ কিছু সিলিং ফ্যানের মডেল এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানান ।
  • অনলাইনে অথবা অফলাইনে বেশ কয়েকটি স্টোরে একই সিলিং ফ্যানের দামের তুলনা করুন ।
  • দীর্ঘদিনের ওয়ারেন্টি সার্ভিস দেয় এমন সিলিং ফ্যান কিনুন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা ভিশন সিলিং ফ্যানের দাম কত এবং বেশ কিছু মডেলের নাম সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া এই ফ্যানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা যদি ফ্যান কিনি তাহলে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জানতে পেরেছি । তাই আপনি যদি কখনো ভিশন সিলিং ফ্যান কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক অথবা টুইটার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন । তাছাড়া আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
হ্যামকো সোলার ব্যাটারি দাম কত ২০২৫
হ্যামকো সোলার ব্যাটারি দাম কত

আমরা বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকি । যার মাধ্যমে বাতি জ্বালানো, ফ্যান বিস্তারিত পড়ুন

মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম ২০২৫
মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম

অনেকে মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম সম্পর্কে জানতে চান? আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কেনার নিয়ম ২০২৫
কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কেনার নিয়ম ২০২৪

আপনার হাতে কি পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? তাহলে কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কিনতে পারেন । সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের কথা বিস্তারিত পড়ুন

কিস্তিতে মোটরসাইকেল কেনার নিয়ম ২০২৫
কিস্তিতে মোটরসাইকেল কেনার নিয়ম

মোটরসাইকেল আমাদের খুব শখের একটি জিনিস । আমাদের প্রায় সকলেরই ইচ্ছে থাকে নতুন একটি মোটরসাইকেল কেনার । কিন্তু বেশিরভাগ মানুষের বিস্তারিত পড়ুন

১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আপনি কি ১০০ ওয়াট সোলার প্যানেলের সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম

আপনি কি ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে নিতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!