আপনি কি সোলার ফ্যানের দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আপনারা সোলার টেবিল ফ্যানের দাম সম্পর্কে জানতে পারবেন । আমাদের দেশে গরমকালে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়ে থাকে । এই সময় একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টা পর্যন্ত আসার কোন নাম গন্ধ থাকে না ।
একে তো মাত্রাতিরিক্ত গরম তার ওপর বাতাস গ্রহণের সুযোগ নেই তাহলে ওই সময় আপনার পরিস্থিতি কেমন হতে পারে একটু ভাবুন তো? আমরা তখন গরমের কারণে খুব বাজে অবস্থায় পতিত হই । আর তখন আমরা বাজারে আরামদায়ক বিভিন্ন চার্জার ফ্যান খোঁজ করে থাকি । অনেকে আবার সোলার ফ্যান খোঁজ করে থাকেন ।
আরও পড়ুন ➝ ভিশন সিলিং ফ্যানের দাম কত
আবার কিছু কিছু মানুষ আছে সোলার ফ্যান বা সৌর বিদ্যুৎ ফ্যান এর সম্পর্কে এখনো অবগত নয় । আপনি যদি বাজার থেকে চার্জার ফ্যান কিনেন তাহলে ওই ফ্যানের জন্য আপনাকে মাসে বিদ্যুৎ বিল আসবে । কিন্তু সৌর বিদ্যুৎ ফ্যান ব্যবহার করলে মাসে কোন টাকা বিল উঠবে না ।
শুধুমাত্র আপনার ফ্যানটিকে সূর্যের তাপে কিছু সময় যদি রেখে দেন তাহলে সেটি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এবং আপনি একবার চার্জ দিলে সারাদিন রাত ব্যবহার করতে পারবেন । এর জন্য আপনাকে মাস শেষে বাড়তি কোন টাকা খরচ করতে হবে না । তাহলে আপনি বলুন কোনটি ভালো হবে চার্জার ফ্যান নাকি সৌর বিদ্যুৎ ফ্যান? নিসন্দেহে, উত্তরটি হবে সৌর বিদ্যুৎ ফ্যান সবচেয়ে ভালো ।
আপনি যদি এই গরম থেকে পরিত্রান পেতে চান তাহলে সৌর বিদ্যুৎ ফ্যান টি কিনতে পারেন । এই ফ্যানগুলোর মূল্য কত টাকা এবং কি কি মডেল নাম্বার রয়েছে সেগুলো এখন আমরা জানতে পারবো । আপনি যদি এই সকল বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
সোলার ফ্যানের দাম কত
বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির সোলার ফ্যান পাওয়া যায় । ওই সকল ফ্যানগুলো খুবই ভালো এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । মূলত ফ্যানগুলোতে উন্নত মানের প্রযুক্তি এবং ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয় বলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় । তাছাড়া ওই ব্যাটারিগুলো দিয়ে আপনি সৌর বিদ্যুৎ ফ্যানটি কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম
কোম্পানি ভেদে এই ফ্যানগুলোর মূল্য আলাদা আলাদা হয়ে থাকে । সাধারণত একটি সোলার ফ্যান ১০০০ থেকে শুরু করে ৩০০০ টাকার ভেতরে পাওয়া যায় । তাই আমরা এই ফ্যানটিকে বাজেট ফ্রেন্ডলি ফ্যান বলতে পারি । আপনার বাজেট যদি উপরোক্ত টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই ফ্যানটি কিনতে পারেন ।
সোলার ফ্যানের মডেল নাম্বার
বর্তমানে বাজারে সৌর বিদ্যুতের ফ্যানগুলোর বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন মডেল নাম্বার রয়েছে । আমরা যদি সোলার ফ্যান কিনি তাহলে অবশ্যই ওই ফ্যানগুলোর মডেল নাম্বার সম্পর্কে জেনে নিব । তাহলে আমরা সঠিক এবং ন্যায্য দামে ফ্যান কিনতে পারবো । এতে .১ শতাংশ ঠকার কোন সম্ভাবনা নেই । নিচে বেশ কয়েকটি সৌর বিদ্যুৎ ফ্যান মডেল নাম দেয়া হলোঃ
- SSTF-1112
- SSTF-1212
- SSTF-1312
- SSTF-5512
- SSTF-2216
- SSTF 3312
- SSTF 3316
উপরে উল্লেখিত যতগুলো মডেল দেওয়া রয়েছে এ সকল মডেল গুলো বর্তমানে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । আপনি যদি বাজার থেকে সৌর বিদ্যুতের টেবিল ফ্যান কিনতে চান তাহলে উপরোক্ত মডেল থেকে কিনতে পারেন ।
সোলার টেবিল ফ্যানের দাম
আমরা ইতিমধ্যে বেশ কিছু সোলার টেবিল ফ্যান মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা যদি ওই সকল ফ্যানগুলোর দাম এবং কোথা থেকে কিনতে পারবো সে সম্পর্কে জানি তাহলে খুবই ভালো হয় । আপনাদের কথা চিন্তাভাবনা করে নিচে ছক আকারে উপরোক্ত মডেল সমূহের দাম উল্লেখ করা হলোঃ
মডেল নাম্বার | ফ্যানের দাম |
SSTF-1112 | 1,285 TK |
SSTF-1212 | 1,345 TK |
SSTF-1312 | 1,345 TK |
SSTF-5512 | 1,370 TK |
SSTF-1216 | 1,540 TK |
SSTF-2216 | 1,610 TK |
SSTF 3312 | 1,450 TK |
উপরে উল্লেখিত টেবিল ফ্যানগুলোর দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই ফ্যানগুলোর মূল্য যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে এবং অনলাইন থেকে ফ্যানগুলো কিনতে এই সাইটে ভিজিট করুন https://safebdes.com/solar-table-fan
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা সোলার টেবিল ফ্যানের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সৌর বিদ্যুৎ বা সোলার ফ্যান ক্রয় করবেন তাহলে উপরোক্ত মডেল গুলো থেকে যে কোন একটি মডেল প্রথমে পছন্দ করে ওই মডেলটি ক্রয় করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি পড়ে আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।