আপনার হাতে কি পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? তাহলে কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কিনতে পারেন । সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের কথা চিন্তা ভাবনা করে কিভাবে কিস্তিতে ল্যাপটপ নেওয়া যায় সেই ব্যবস্থা তৈরি করে দিয়েছে । আপনি যদি একজন তথ্যপ্রযুক্তি ভিত্তিক মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ল্যাপটপের দরকার হবে ।
এই ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে লাগে । যেমনঃ পড়াশোনা করা, ইন্টারনেটে ব্রাউজিং করা, ফ্রিল্যান্সিং করা, ইউটিউবে ভিডিও দেখা এবং ফেসবুকে ব্রাউজিং করা । সব কাজে যেগুলো ইন্টারনেট ভিত্তিক সেগুলোতে এই ল্যাপটপের ব্যবহার অপরিসীম । মোটকথা আমাদের প্রতিদিনের কাজ ল্যাপটপ ব্যতীত এক রকম অসম্ভব বলা যায় ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম
আমাদের অনেকে ল্যাপটপ কিনতে আগ্রহী কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই । তাই সেই কারণে পিছিয়ে আছেন । মনে রাখবেন বর্তমান এই প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে । আপনি যদি সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু অনেক অংশে পিছিয়ে যাবেন । আর একদিন পিছিয়ে যাওয়া মানে জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলা ।
তাই আপনি চাইলে ল্যাপটপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের সকল কার্যাদি সম্পাদন করতে পারেন । এখন আপনার হাতে যদি অর্থ নাও থাকে আপনি চাইলে সিঙ্গার থেকে কিস্তির মাধ্যমে ল্যাপটপ কিনতে পারেন । সিঙ্গার আপনাকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তি প্রদানের সুযোগ দিবে যা সচরাচর অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিগুলোতে দেওয়া হয় না ।
আপনাদের দৈননিন্দ জীবনের কাজকে আরো সুন্দর ও সুগঠিত করার জন্য সিঙ্গার বাংলাদেশ কিস্তির মাধ্যমে ল্যাপটপ কার্যক্রম শুরু করে দিয়েছে । আপনি যদি চান তাহলে আজই সেখান থেকে কিস্তিতে ল্যাপটপ সংগ্রহ করতে পারেন । এই কাজটা কিভাবে করবেন তা জানার জন্য পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ।
কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ নেওয়ার শর্তাবলী
কিস্তির মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ থেকে ল্যাপটপ গ্রহণ করার পূর্বে আমাদের বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে । তাছাড়া এই ডকুমেন্ট দেওয়ার পাশাপাশি আমাদের সিংগারের বেশ কিছু শর্তাবলী মানতে হবে । অন্যথায় আমরা কিন্তু এই কিস্তি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো না । এখন কি কি ডকুমেন্ট লাগবে এবং শর্তাবলী মানতে হবে তা নিচে উল্লেখ করা হলো ।
- বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের ভিতরে হতে হবে ।
- পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি ।
- জাতীয় পরিচয় পত্রের ১ কপি ফটোকপি ।
- দুইজন জামিনদারের ২ কপি রঙিন ছবি ও ২ কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।
- নমিনির ১ কপি রঙিন ছবি এবং ১ কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।
- সর্বশেষ মাসের ইউটিলিটি বিলের ১ কপি ফটোকপি ।
- চুক্তিপত্রে দুইজন জামিনদারকে স্বাক্ষর করতে হবে ।
- ৩০% ডাউন পেমেন্ট বা এডভান্স টাকা দিতে হবে ।
- ডাউন পেমেন্ট যত বেশি দিবেন সেই অনুযায়ী কিস্তির টাকা কম হবে ।
- ৬ মাসের মধ্যে পুরো টাকা প্রদান করলে নগদ মূল্যে ল্যাপটপ কেনার সুযোগ ।
কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কেনার নিয়ম
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সিঙ্গার বাংলাদেশ থেকে ল্যাপটপ ক্রয় করবেন তাহলে উপরে উল্লেখিত শর্তাবলি ফলো করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিন । তারপর নিজের স্টেপ গুলো ফলো করতে থাকুন ।
সবার প্রথমে নিকটস্থ সিঙ্গার মেগা অথবা সিঙ্গার প্লাস শোরুমে যোগাযোগ করুন । সেখানে গিয়ে আপনার পছন্দের ল্যাপটপটি বাছাই করে ওখানকার কর্মকর্তাকে আপনার পছন্দের কথা জানান । অতঃপর ওনার সাথে কথাবার্তা বলে কত পারসেন্ট ডাউন পেমেন্ট এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তা জেনে নিন ।
আপনার নিজের কাগজপত্র নিবেন এবং দুইজন জামিনদারের কাগজপত্র নেওয়ার পাশাপাশি তাদেরকে সাথে নিয়ে যাবেন । সেখানকার কর্মকর্তা আপনাকে একটি ফরম দিবে সেই ফর্মে তিনজন সিগনেচার করবেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরবেন । সব শেষে আপনি ৩০% বা তারও অধিক ডাউন পেমেন্টের টাকা প্রদান করবেন ।
এইভাবে সবগুলো স্টেপ শেষ করার পর ওখানকার কর্মকর্তা আপনাকে ল্যাপটপটি দিয়ে দিবে এবং বলে দিবে আপনি যেই তারিখ ল্যাপটপটি কিনেছেন পরবর্তী মাসের ওই তারিখে আপনাকে টাকা প্রদান করতে হবে । আপনি চাইলে বিকাশ, রকেট বা নগদেও টাকা দিতে পারবেন ।
আমাদের শেষ কথা
কিভাবে সিঙ্গার বাংলাদেশ থেকে ৩০% ডাউন পেমেন্টে ল্যাপটপ কেনা যায় সে সম্পর্কে আমরা আজকের পোস্ট থেকে জানতে পেরেছি । আপনি যদি মনে করেন ল্যাপটপ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পণ্য তাহলে অবশ্যই ল্যাপটপ কিনে নিবেন । যদি হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকে তাহলে উপর স্টেপ গুলো ফলো করে সিঙ্গার থেকে কিস্তিতে ল্যাপটপ সংগ্রহ করে নিন ।
আশা করি এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাখবেন । তাছাড়া আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন মতামত জানাতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন । ধন্যবাদ ।