আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু মাদারীপুর বাস ভাড়া কত টাকা সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে মাদারীপুর সড়ক পথে চলাচল কারী কিছু বাসের নাম, সময়সূচী ও ভাড়া সম্পর্কে ।
বেশিরভাগ মানুষ ঢাকা থেকে মাদারীপুর যাতায়াত করার জন্য বাস ব্যবহার করে থাকে । মূলত অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাস ব্যবহার করার গুরুত্ব অপরিসীম । তাই আমদের যদি কখনো ঢাকা হতে মাদারীপুর যাওয়ার দরকার হয় তাহলে অবশ্যই বাস ব্যবহার করে যাতায়াত করব ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
বর্তমানে ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার জন্য সড়ক পথে অসংখ্য বাস নিয়মিত যাতায়াত করছে । এখন আমরা যদি ওই বাসগুলোর নাম সম্পর্কে জানি তাহলে সেখান থেকে পছন্দের বাস বাছাই করতে পারব । আপনাদের সুবিধার্থে ঢাকা-মাদারীপুর সড়ক পথে চলমান বাসের নাম নিম্নে তুলে ধরা হলো ।
- হানিফ পরিবহন
- সোনালি পরিবহন
- সার্বিক পরিবহন
- সাকুরা পরিবহন
- গোল্ডেন লাইন
উপরে উল্লেখিত সবগুলো বাস খুবই বিলাসবহুল এবং বাসগুলোতে উচ্চ আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে । তাছাড়া এই বাসগুলোর ভাড়া সাধারণত অন্যান্য বাসের ভাড়ার থেকে তুলনামূলক অনেক কম হয় । আপনি যদি ইতিমধ্যে ঢাকা হতে মাদারীপুর যেতে আগ্রহী হন তাহলে উপরে উল্লেখিত বাস গুলো ব্যবহার করে যাতায়াত করতে পারেন ।
এখন আমরা এই বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
ঢাকা টু মাদারীপুর বাস সময়সূচী
আমরা যদি সড়ক পথের ঢাকা হতে মাদারীপুর যেতে চাই তাহলে অবশ্যই বাসের সময়সূচী সম্পর্কে জানা দরকার । এর মূল কারণ হচ্ছে যদি আমরা ঢাকা মাদারীপুর বাসের সময়সূচি সম্পর্কে জানি তাহলে সঠিক সময়ে বাস কাউন্টারে যেতে পারবো এবং পছন্দের বাস ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন ঢাকা থেকে মাদারীপুর সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো ।
বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
হানিফ পরিবহন | সকাল ০৬ঃ০০, ০৭ঃ০০, ০৮ঃ০০, ০৯ঃ০০, ১০ঃ০০, ১১ঃ০০, দুপুর ১২ঃ০০ | দুপুর ০৩ঃ০০, বিকাল ০৪ঃ০০, ০৫ঃ০০, সন্ধ্যা ০৬ঃ০০, ০৭ঃ০০, রাত ০৮ঃ০০, ০৯ঃ০০ |
সোনালি পরিবহন | সকাল ০৬ঃ৩০, ০৭ঃ৩০, ০৮ঃ৩০, ০৯ঃ৩০, ১০ঃ৩০, ১১ঃ৩০ | দুপুর ০৩ঃ৩০, বিকাল ০৪ঃ৩০, ০৫ঃ৩০, সন্ধ্যা ০৬ঃ৩০, ০৭ঃ৩০, রাত ০৮ঃ৩০, ০৯ঃ৩০ |
সার্বিক পরিবহন | সকাল ০৭ঃ০০, ০৮ঃ০০, ০৯ঃ০০, ১০ঃ০০, ১১ঃ০০, দুপুর ১২ঃ০০ | বিকাল ০৪ঃ০০, ০৫ঃ০০, সন্ধ্যা ০৬ঃ০০, ০৭ঃ০০, রাত ০৮ঃ০০, ০৯ঃ০০ |
সাকুরা পরিবহন | সকাল ০৮ঃ০০, ০৯ঃ০০, ১০ঃ০০, ১১ঃ০০ | বিকেল ০৫ঃ০০, সন্ধ্যা ০৬ঃ০০, ০৭ঃ০০, রাত ০৮ঃ০০ |
গোল্ডেন লাইন | সকাল ০৯ঃ০০, ১০ঃ০০, ১১ঃ০০, দুপুর ১২ঃ০০ | সন্ধ্যা ০৬ঃ০০, ০৭ঃ০০, রাত ০৮ঃ০০, ০৯ঃ০০ |
উপরে উল্লেখিত সবগুলো বাসের সময়সূচী সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময়সূচি যে কোন সময় বাস কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য বাস কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন ।
আরও পড়ুন ➝ কম্বোডিয়া ভিসার দাম কত সর্বশেষ আপডেট
ঢাকা টু মাদারীপুর বাস ভাড়া
আপনি যদি ঢাকা থেকে মাদারীপুর বাসে যাতায়াত করতে যান তাহলে বাস ভাড়া কত টাকা হবে তা বাসের কোয়ালিটির উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে সাধারণত কম দামি সিট থেকে সর্বোচ্চ দামি সিটের ব্যবস্থা রয়েছে । এখন ঢাকা-মাদারীপুর সড়ক পথে চলাচল কারী কোন বাসের ভাড়া কত টাকা তা নিম্ন তুলে ধরা হলো ।
বাস নাম | বাস ভাড়া |
হানিফ পরিবহন | ৫০০ টাকা |
সোনালি পরিবহন | ৪০০ টাকা |
সার্বিক পরিবহন | ৪০০ টাকা |
সাকুরা পরিবহন | ৫০০ টাকা |
গোল্ডেন লাইন | ৪৫০ টাকা |
উপরে উল্লেখিত সবগুলো বাস থেকে আপনার পছন্দের বাস বাছাই করুন । অতপর সেই বাসের টিকিট কেটে আপনার যাত্রা সম্পন্ন করুন । আপনি যদি উচ্চ আরামদায়ক সিট পেতে চান তাহলে অবশ্যই বেশি টাকা খরচ করতে হবে ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা ঢাকা টু মাদারীপুর সড়ক পথে চলাচল করার জন্য কিছু বাসের নাম, ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ঢাকা থেকে মাদারীপুর যেতে চান তাহলে প্রথমে যে কোন একটি বাস বাছাই করুন । অতঃপর সেই বাসের টিকিট কাটুন এবং আপনার যাত্রা সম্পন্ন করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা স্বার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।