আপনি কি নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচি খুঁজছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে বলব সঠিক জায়গাতে এসেছেন । বর্তমানে ঢাকা-নরসিংদী রেলপথে অসংখ্য ট্রেন চলাচল করছে । আপনি চাইলে ওই সকল ট্রেন থেকে পছন্দের ট্রেনের টিকিট ক্রয় করে নরসিংদী হতে ঢাকায় আসতে পারেন ।
নরসিংদী থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি চাইলে বাস অথবা মাইক্রো ব্যবহার করতে পারেন । বাস বা মাইক্রো ব্যবহার করে যাতায়াত করলে অনেক বেশি খরচ হবে । সেই সাথে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হবে । কিন্তু রেলপথে নরসিংদী হতে ঢাকায় আসলে সময় কম লাগবে এবং নিরাপদে যেতে পারবেন ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
আজকের পোস্টে আমরা আলোচনা করতে চলেছি ঢাকা-নরসিংদী রুটে চলমান ট্রেন সমূহের নাম, সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে । আপনি যদি এই সকল বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন আলোচনায় যাওয়া যাকঃ
নরসিংদী টু ঢাকা ট্রেনের তালিকা
নরসিংদী রুটে কোন কোন ট্রেন চলাচল করছে সেগুলো সম্পর্কে আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি । কেননা আমরা যদি ঐ সকল ট্রেনের নাম গুলো জেনে নিই তাহলে কোন ট্রেন ভালো হবে এবং খুব দ্রুত সময়ে আমাদের গন্তব্য পৌঁছাতে পারবো আমরা সেটি বাছাই করতে পারব । এখন নিচে বেশ কিছু ট্রেনের নাম প্রকাশ করা হলোঃ
আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন
- উপকূল এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- এগারো সিন্ধুর প্রভাতী
- এগারো সিন্ধুর গোধূলি
- কিশোরগঞ্জ এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
মেইল এক্সপ্রেস ট্রেন
- ঢাকা মেইল
- কর্নফুলী এক্সপ্রেস
- সুরমা মেইল
- ঢাকা এক্সপ্রেস
- তিতাস এক্সপ্রেস
- তিতাস কমিউটর
- ঈশাখান এক্সপ্রেস
- চাটাল এক্সপ্রেস
- কুমিল্লা কমিউটর
নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী
আমরা ইতিপূর্বে ঢাকা নরসিংদী রেলপথে চলাচলকারী বেশ কিছু ট্রেনের নাম সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা ঐ সকল ট্রেনের সময়সূচি সম্পর্কে জানব । যদি আমরা ট্রেন সময়ের সময়সূচী সম্পর্কে জেনে রাখি তাহলে ওই ট্রেন কখন স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং কখন গিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় তা আমরা জানতে পারবো । এখন নিচে উপরোক্ত ট্রেনসমূহের সময়সূচী উল্লেখ করা হলোঃ
আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | যাত্রা শুরুর সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
উপকূল এক্সপ্রেস | সকাল ১০ঃ২৫ | সকাল ১১ঃ০৭ | বুধবার |
মহানগর এক্সপ্রেস | বিকাল ১৭ঃ৪৫ | সন্ধ্যা ১৮ঃ৩২ | রবিবার |
এগারো সিন্ধুর প্রভাতী | সকাল ০৯ঃ১০ | সকাল ০৯ঃ৫৫ | নাই |
এগারো সিন্ধুর গোধূলি | বিকাল ১৫ঃ৩৮ | বিকাল ১৬ঃ২৩ | বুধবার |
কিশোরগঞ্জ এক্সপ্রেস | সন্ধ্যা ১৮ঃ৪৩ | সন্ধ্যা ১৯ঃ৩২ | শুক্রবার |
চট্টলা এক্সপ্রেস | দুপুর ১৪ঃ২৬ | বিকাল ১৫ঃ১০ | মঙ্গলবার |
মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | যাত্রা শুরুর সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
ঢাকা মেইল | ভোর ০৫ঃ০৭ | ০৬ঃ৫৫ | নাই |
কর্নফুলী এক্সপ্রেস | বিকাল ১৭ঃ৪৭ | সন্ধ্যা ১৯ঃ৪৫ | নাই |
সুরমা মেইল | সকাল ০৬ঃ২৫ | সকাল ০৯ঃ১৫ | নাই |
ঢাকা এক্সপ্রেস( | রাত ০৩ঃ০৫ | সকাল ০৬ঃ৪০ | নাই |
তিতাস এক্সপ্রেস | সকাল ০৬ঃ৪৪ | সকাল ০৮ঃ৩০ | নাই |
তিতাস কমিউটর | দুপুর ১৩ঃ৪৩ | বিকাল ১৫ঃ১৫ | নাই |
ঈশাখান এক্সপ্রেস | সন্ধ্যা ১৯ঃ১২ | রাত ২৩ঃ০০ | নাই |
কুমিল্লা কমিউটর | সকাল ১০ঃ০০ | দুপুর ১২ঃ৫০ | সোমবার |
চাটাল এক্সপ্রেস | দুপুর ১৪ঃ১০ | বিকাল ১৫ঃ৩৫ | মঙ্গলবার |
নরসিংদী টু ঢাকা ট্রেনের ভাড়া
নরসিংদী হতে ঢাকা ট্রেনের ভাড়া কত টাকা হবে তা মূলত আপনার সিট বা আসনের ধরণের উপর ভিত্তি করে হবে । এখানে আপনি সর্বনিম্নমানের সিট থেকে শুরু করে সর্বোচ্চ মানের সিটের বুকিং করতে পারবেন । মূলত আপনি কতটুকু রুচিশীল এবং আপনার বাজেট কতটুকু রয়েছে তার ওপর ভিত্তি করে যে কোন সিটের বুকিং করতে পারেন । নিচে বেশ কিছু সিটের ভাড়া উল্লেখ করা হলোঃ
- শোভন —— ৬০ টাকা
- শোভন চেয়ার —— ৭০ টাকা
- প্রথম আসন —— ৯০ টাকা
- প্রথম বার্থ —— ১৩৫ টাকা
- স্নিগ্ধা —— ১৩৩ টাকা
- এসি —— ১৫৬ টাকা
- এসি বার্থ —— ২৩৬ টাকা
উপরে যতগুলো সিটের নাম ও মূল্য উল্লেখ করা হয়েছে সেখান থেকে যে সিট আপনার পছন্দ হয় সেটি বুকিং করুন এবং আপনার যাত্রা সম্পন্ন করুন ।
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি নরসিংদী হতে ঢাকায় যাওয়ার জন্য বেশ কিছু ট্রেনের নাম, সময়সূচী এবং ভাড়া সম্পর্কে । আপনি যদি কখনো নরসিংদী হতে ঢাকায় আসেন তাহলে উপরোক্ত নির্দেশনা ফলো করে ট্রেন বাছাই করুন এবং সিটের বুকিং করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে পোস্টটি শেয়ার করে রাখবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।