আমাদের অনেক ভাই ও বোন বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে চান । আপনিও কি এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব বাহরাইনের মুদ্রার নাম ও আজকের বাহারাইন টাকার রেট সম্পর্কে ।
বাহরাইন হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায়ভুক্ত উন্নত একটি দেশের নাম । এই দেশটিতে জনগণের মাথাপিছু গড় আয় তুলনামূলক অনেক বেশি । সেই সুবিধার্থে এই দেশের মুদ্রার মানও অনেক বেশি হয় । তাছাড়া বাহরাইনের বসবাসকৃত জনগণের জীবন যাত্রার মান অতি উচ্চ পর্যায়ের যা একরকম বিলাসিতা বলা যায় ।
আরও পড়ুন ➝ দুবাই ১ দিরহাম বাংলাদেশের কত টাকা
বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে প্রবাসী হিসেবে কাজ করছে । যেমনঃ সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এবং বাহরাইন ইত্যাদি । তবে এই সকল দেশগুলোর মধ্যে বাহরাইনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রবাসী হিসেবে কাজ করছেন ।
মূলত উচ্চ বেতন ও উন্নত জীবনযাপনের আশায় বাংলাদেশের মানুষ বাহারাইন যেতে আগ্রহ প্রকাশ করছে । আপনি যদি নিজের সফল ও প্রতিষ্ঠিত ক্যারিয়ার গড়তে চান তাহলে দেশে পড়ে না থাকে বাহরাইন আসতে পারেন । তাহলে প্রতি মাসে মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন যা দিয়ে নিজের ও পরিবারের অর্থ সংকট মোকাবেলা করতে পারবেন ।
আপনি যদি কখনো বাহরাইন প্রবাসী হিসেবে কাজ করতে চান তাহলে সেই দেশের মুদ্রার মান ও সম্পর্কে জানার দরকার । তাছাড়া আপনার পরিবারের অথবা আত্মীয়-স্বজনের কেউ যদি বাহরাইন থাকে তাহলে সে প্রতি মাসে কত টাকা বেতন পায় তা আপনি বাহরাইন মুদ্রার মান জানলেই বলতে পারবেন । তাই আমাদের বাহরাইন টাকা রেট সম্পর্কে জানা দরকার ।
এখন আমরা মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায়িক ভুক্ত দেশ বাহরাইনের আজকের টাকার রেট সম্পর্কে জানব । আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
বাহরাইনের মুদ্রার নাম কি?
বর্তমানে বাহরাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার । ১৯৬১ সালে সর্বপ্রথম বাহারাইনের জাতীয় মুদ্রার নাম হিসেবে দিনার রাখা হয় । এই দেশটি যেহেতু মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং মুসলিম দেশ হওয়ায় অন্যান্য আরবি দেশগুলোর সাথে মিল রেখে এখানকার মুদ্রার নাম দিনার রাখা হয়েছে । কেননা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার ।
আজকের বাহরাইন টাকার রেট
আপনার স্বপ্ন যদি থাকে বাহরাইন গিয়ে উচ্চ বেতনে চাকরি করবেন এবং নিজের সফল ও প্রতিষ্ঠিত ক্যারিয়ার করবেন তাহলে অবশ্যই বাহরেনের টাকার রেট সম্পর্কে জানতে হবে । কেননা আপনি যদি অনেক টাকা খরচ করে বাহরাইন চান এবং যদি ভালো মানের অর্থ উপার্জন করতে না পারেন তাহলে লাভের থেকে ক্ষতি বেশি হবে । এখন আমরা আজকের বাহরাইন টাকার রেট সম্পর্কে জানব । নিচে তা ছক আকার উল্লেখ করা হলো
বাহরাইন ১ দিনার | বাংলাদেশী টাকা |
বাহরাইন ১ দিনার | ৩৩২ টাকা ১৩ পয়সা |
বাহরাইন ১০ দিনার | ৩৩২১ টাকা ৩০ পয়সা |
বাহরাইন ৫০ দিনার | ১৬৬০৬ টাকা ৫০ |
বাহরাইন ১০০ দিনার | ৩৩২১৩ টাকা |
বাহরাইন ২০০ দিনার | ৬৬৪২৬ টাকা |
বাহরাইন ৫০০ দিনার | ১৬৬০৬৫ টাকা |
বাহরাইন ১০০০ দিনার | ৩৩২১৩০ টাকা |
বাহরাইন ২০০০ দিনার | ৬৬৪২৬০ টাকা |
বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাহরাইন এর জাতীয় মুদ্রার নাম হচ্ছে দিনার । আমাদের অনেক ভাই ও বোন মনে করেন বাহরাইনের মুদ্রার নাম টাকা । না ভাই বাহারইনের মুদ্রার নাম হচ্ছে দিনার । টাকা হচ্ছে আমাদের বাংলাদেশের মুদ্রার নাম । তাই আমরা বাহরাইন ১ টাকায় বাংলাদেশের কত টাকা এভাবে না বলে বাহরাইন ১ দিনার বাংলাদেশের কত টাকা এভাবে বলবো ।
তাহলেই সঠিকভাবে বলা হবে বলে আমি মনে করি । কিন্তু আপনি চাইলে কথার কথা হিসেবে বাহরাইন ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা এভাবে বলতে পারেন । বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ আপডেট মতে বাহরাইনের ১ টাকা বাংলাদেশের ৩৩২ টাকা ১৩ পয়সা ।
বাহরাইন ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
যদি বাহরাইন ১ টাকা সমান আমাদের বাংলাদেশের ৩৩২ টাকা ১৩ পয়সা হয় তাহলে বাহরাইন ১০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা হবে । এই উত্তরটি জানার জন্য ফোনের ক্যালকুলেটরে গিয়ে ৩৩২.১৩×১০০ গুণ করবেন তাহলে এর সঠিক উত্তর পেয়ে যাবেন । বর্তমানে বাহরাইন ১০০ টাকা সমান বাংলাদেশের ৩৩,২১৩ টাকা ।
[the_ad id=”2754″]
বাহরাইন ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
আপনার কাছে যদি বাহরাইন ৫০০ টাকা থাকে তাহলে তার মূল্য কত টাকা এই বিষয়ে জানা খুবই দরকার । যদি বাহরাইন ১ টাকা সমান বাংলাদেশের ৩৩২ টাকা ১৩ পয়সা হয় তাহলে বাহরাইন ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা? আমরা যদি ৩৩২.১৩×৫০০ গুণ করি তাহলে পাই বাহরাইন ৫০০ টাকা সমান বাংলাদেশের ১,৬৬০৬৫ টাকা ।
বাহরাইন ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
আমরা জানি বাহরাইনের ১ টাকা বাংলাদেশের ৩৩২ টাকা ১৩ পয়সা । তাহলে বাহরাইন ১০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা হবে? এই উত্তরটি জানার জন্য আমরা ফোনের ক্যালকুলেটরে যাব । অতঃপর ৩৩২.১৩×১০০০ গুণ করব । বর্তমানে বাহরাইন ১০০০ টাকা সমান বাংলাদেশের ৩,৩২,১৩০ টাকা ।
FAQ – বাহরাইন দিনার রেট বাংলাদেশ
বাহরাইন ১ দিনার বাংলাদেশ কত টাকা?
বর্তমানে বাহরাইন ১ দিনার বাংলাদেশের ৩৩২ টাকা ১৩ পয়সা ।
বাহরাইনের টাকা কোথা থেকে আসে?
বাহরাইনের বেশিরভাগ বৈদেশিক মুদ্রা আসে তেল ও গ্যাস থেকে ।
বাহরাইনের টাকার নাম কি?
বর্তমানে বাহরাইনের টাকার নাম হচ্ছে বাহরাইনি দিনার ।
১ দিনার সমান কত টাকা ?
১ দিনার সমান বাহরাইন এর ৩৩২ টাকা ১৩ পয়সা ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক আজকের পোস্টে আমরা মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায় ভুক্ত উন্নত দেশ বাহরাইনের টাকার মান সম্পর্কে বিস্তারিত জেনেছি । আপনার স্বপ্ন যদি থাকে বিদেশে গিয়ে উচ্চ বেতনে চাকরি করবেন এবং উন্নত জীবন যাপন করবেন তাহলে বাহরাইন যাবেন । তবে এই দেশে যাওয়ার পূর্বে বাহরাইনে মুদ্রার নাম ও টাকার রেট সম্পর্কে জেনে যাবেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।