আপনি কি বি আর বি সিলিং ফ্যানের দাম ২০২৪ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানবো বিআরবি সিলিং ফ্যানের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে । আমরা সকলে জানি ইতিমধ্যে দেশে প্রচুর গরম পড়েছে ।
এই গরমকালে প্রচন্ড রৌদ্রের তাপমাত্রায় ঘরে থাকার মত অবস্থা থাকে না । এই সময় আমাদের সিলিং ফ্যান ব্যবহার করে বাতাস গ্রহণের দরকার পড়ে । তখন আমরা দোকানে অথবা শোরুমে অথবা অনলাইনে সিলিং ফ্যানের খোঁজ করতে থাকি । কোন কোম্পানির সিলিং ফ্যান কিনব এবং ভাল সার্ভিস সেই নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই ।
আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত
আমাদের বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যানের কোম্পানি রয়েছে যারা কিনা কাস্টমারদের জন্য সব সময় সর্বোচ্চ মানের সিলিং ফ্যান সরবরাহ করে থাকে । তা ছাড়া কিছু কোম্পানি রয়েছে যারা নামমাত্র সিলিং ফ্যান দেয় কিন্তু কাজের বেলায় কোন কাজ হয় না । বাতাস কম হয় এবং দেখা যায় কিছুদিন পর ওই ফ্যান নষ্ট হয়ে যায় ।
আপনি যদি ইতিমধ্যে সিলিং ফ্যান ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । কেননা এই পোস্টে থেকে আপনারা কম দামে সবচেয়ে ভালো বিআরবি সিলিং ফ্যান কিনতে পারবেন । তো আর দেরি না করে চলুন মুল আলোচনায় যাওয়া যাক ।
বিআরবি সিলিং ফ্যানের সুবিধা
আপনি যদি বিআরবি থেকে সিলিং ফ্যান ক্রয় করেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন আমরা যদি বিআরবি ফ্যান ক্রয় করি কি কি সুযোগ সুবিধা উপভোগ করব সে সম্পর্কে জানব । নিচে এই ফ্যানের যাবতীয় সুবিধাগুলো উল্লেখ করা হলোঃ
- এই ফ্যানগুলো খুবই বিদ্যুৎ সাশ্রয়ী যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
- ফ্যানের আঁকার আপনার ঘরের আকারের সাথে মানানসই যা দেখতে কখনোই খারাপ লাগবেনা ।
- ফ্যানগুলো সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।
- ফ্যানগুলোর ডিজাইন এবং নকশা খুবই চমৎকার যা যে কেউ দেখে খুব সহজে পছন্দ করবে ।
- এই ফ্যানগুলোতে মিনিমাম .১ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় ।
উপরে উল্লেখিত যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি আরো অনেক সুযোগ-সুবিধা পাবেন । তাই আপনার যদি মনে হয় সিলিং ফ্যান ক্রয় করবেন তাহলে অবশ্যই বিআরবি থেকে সিলিং ফ্যান ক্রয় করে নিন ।
বি আর বি সিলিং ফ্যানের মডেল
আপনি যদি বাজার থেকে সিলিং ফ্যান ক্রয় করতে চান তাহলে অবশ্যই ওই ফ্যানের মডেল সম্পর্কে জানতে হবে । কেননা বর্তমানে বিআরবি কেবল কোম্পানির বেশ কিছু সিলিং ফ্যান বাজারে রয়েছে । সব সিলিং ফ্যানের সার্ভিস কিন্তু সমান নয় এখানে কোনোটি সার্ভিস ভালো দিতে পারে আবার কম দিতে পারে । এখন নিচে দুইটি জনপ্রিয় বিআরবি সিলিং ফ্যান মডেল উল্লেখ করা হলোঃ
- BRB Lovely Ceiling Fan 48 Inch
- BRB Lovely Ceiling Fan 56 Inch
বিআরবি ক্যাবল এর যতগুলো সিলিং ফ্যান মডেল রয়েছে উপরোক্ত দুটি মডেল সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে । এগুলোর সার্ভিস এবং ওয়ারেন্টি ভালো পাওয়া যায় । আপনি যদি সিলিং ফ্যান দীর্ঘ দিন যাবত ব্যবহার করতে চান তাহলে উপরোক্ত যে কোন একটি মডেল ক্রয় করতে পারেন ।
বি আর বি সিলিং ফ্যানের দাম ২০২৪
আমরা ইতিমধ্যে বিআরবি ক্যাবলের সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় দুইটি সিলিং ফ্যানের মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । মূলত এই সিলিং ফ্যানগুলোর নাম একই কিন্তু ইঞ্চির পরিমাণ আলাদা । একটি হচ্ছে 48 ইঞ্চি এবং অপরটি হচ্ছে 56 ইঞ্চি এখন নিচে উপরোক্ত দুটি মডেলের দাম উল্লেখ করা হলোঃ
Brand Name | Model | Inch | Price |
BRB | Lovely Ceiling Fan | 48″ | 3050 TK |
BRB | Lovely Ceiling Fan | 56″ | 3450 TK |
এখানে দুইটি ফ্যানের জন্য যে দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী করা হয়েছে । এই মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য বিআরবি https://brbcable.com/ অফিসিয়াল সাইটে ভিজিট করুন ।
কেন বি আর বি সিলিং ফ্যান কিনবেন?
আমরা সকলেই জানি বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যান কোম্পানি রয়েছে যারা কিনা ভালো ভালো সিলিং ফ্যান সরবরাহ করে থাকে । কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা বিআরবি সিলিং ফ্যান কিনব? এই প্রশ্নটি করা খুবই যুক্তিসঙ্গত । আমরা যে ফ্যানে বাতাস বেশি এবং দীর্ঘদিন যাবত ওয়ারেন্টি পাওয়া যায় সেই ফ্যানটি নিঃসন্দেহে ক্রয় করব ।
ভালো সার্ভিস এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন ফ্যানের দাম বেশি হলেও আমরা কিন্তু সেটি ক্রয় করতে চাইবো । এই বিআরবি নামক সিলিং ফ্যানটি সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । তাছাড়া আপনার বাজেট যদি তুলনামূলক কম হয় এবং যদি চান ভালো মানের ফ্যান ক্রয় করতে তাহলে বিআরবি কেবল আপনার জন্য একটি বেস্ট ফ্যান হতে পারে ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিলিং ফ্যান কোম্পানি বিআরবি ক্যাবল এর জনপ্রিয় দুইটি ফ্যানের মডেল নাম্বার এবং সম্পর্কে । তাই আপনি যদি কখনো বাজার থেকে সিলিং ফ্যান ক্রয় করতে চান তাহলে অবশ্যই বিআরবি থেকে সিলিং ফ্যান ক্রয় করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । তাছাড়া আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।