আমাদের অনেক ভাই ও বোন ভিশন ফ্রিজ মূল্য তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয় সম্পর্কে তথ্য খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ মনে হয় তাহলে বলব সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা ভিশন ফ্রিজ বিভিন্ন লিটারের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো ।
আমরা সচরাচর গরমকালে বেশি পরিমাণে ফ্রিজ ব্যবহার করে থাকি । এই সময় সাধারণত প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়া হয় । মূলত আপনি ফ্রিজে নরমাল পানি রাখার কিছু সময়ের ভিতর তা বরফে বা ঠান্ডা হয়ে যায় । অতঃপর ওই পানি আপনি যদি পান করেন তাহলে আপনার তৃষ্ণা মিটে যায় ।
তাছাড়া আপনার পরিবারের ফ্যামিলিতে যদি ৪-৫ জন মেম্বার হয় তাহলে অবশ্যই আপনার একটি ফ্রিজের দরকার হবে । কারণ আপনি প্রতিদিন যে পরিমাণ খাবার রান্নাবান্না করেন তার কিছু না কিছু খাবার অবশ্যই অবশিষ্ট থাকে । ওই খাবার যাতে নষ্ট না হয় তা দীর্ঘ সময় সংরক্ষণের জন্য আপনার ফ্যামিলিতে অবশ্য একটি ফ্রিজ দরকার হবে ।
আমরা অনেকে জানতে চাই ফ্রিজ দাম ২০২৫ কত । এখানে আপনি ফ্রিজের দাম সম্পর্কে জানার পূর্বে বুঝতে হবে আপনি কোন কোম্পানির ফ্রিজ কিনতে চাচ্ছেন । বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন লিটার ফ্রিজ পাওয়া যায় । তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভিশন ফ্রিজ ।
সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি ভিশন ফ্রিজ আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । তাছাড়া লম্বা সময় ধরে ওয়ারেন্টি সার্ভিস তো রয়েছে । এখন আমরা ভিশন ফ্রিজের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ভিশন ফ্রিজ মূল্য তালিকা ২০২৫
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ফ্রিজ পাওয়া যায় তা আমরা সবাই জানি । আপনার আত্মীয় স্বজনের অথবা বন্ধু-বান্ধবের বাড়িতে যদি যান তাহলে নিঃসন্দেহে বিভিন্ন কোম্পানির ফ্রিজ দেখতে পাবেন । সেটা হতে পারে ওয়ালটন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, ভিশন ফ্রিজ এবং মার্সেল ফ্রিজ ইত্যাদি । এখান থেকে আপনি কোন কোম্পানির ফ্রিজ কিনবেন তা নিয়ে অনেকে সংশয় পড়ে যান ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা ২০২৫
যদিও বা বাজারে বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যায় কিন্তু সেখান থেকে বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে ভিশন ফ্রিজ । এখন আমরা ভিশন কোন ফ্রিজের দাম কত এই বিষয় সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে আমরা সেরা কিছু ভিশন ফ্রিজ বাছাই করেছি । এখন ঐ সকল ভিশন ফ্রিজ মূল্য তালিকা নিম্নে তুলে ধরা হলো ।
উপরে উল্লেখিত সকল ভিশন ফ্রিজ মূল্য তালিকা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এখান থেকে আপনার যে ফ্রিজ পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন । তবে একটা বিষয় মনে রাখবেন উল্লেখিত ফ্রিজ গুলোর মডেল ও দাম ভিশন কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে ।
ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম
আপনার পরিবার যদি ছোট হয় সেটা হতে পারে ২-৩ জন মেম্বার হতে পারে । এক্ষেত্রে আপনার যদি একান্তই ফ্রিজ কেনার দরকার হয় তাহলে আপনি ভিশন ফ্রিজ ১৫০ লিটার নিতে পারেন । এই ফ্রিজটি যেমন আপনার পরিবারের সাথে মিল রয়েছে ঠিক তেমনি দামও তুলনামূলক কম । কিন্তু আমরা অনেকে ভিশন ফ্রিজ ১৫০ লিটার দাম কত জানিনা ।
আপনি যদি বাজারের সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন ভিশন ১৫০ লিটার ফ্রিজের দাম কত । এখন আপনাদের সামনে আমরা সেরা কিছু ভিশন ফ্রিজ 150 লিটার দাম ও মডেল সহ নিম্নে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VSN GD Chest Freezer RE-150L Maple Leaf Red Wave | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VSN GD Chest Freezer VIS-150L Magic Line Blue | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-150 Liter Golden Gardenia Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE 150 Liter Black Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-150 Liter Sky Blue Flower Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-150 Liter Moonlight Lily Flower Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-150 Liter Chinese Rose Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-150 Liter Vase G Magnolia Flower Top Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম
আপনার হাতের বাজেট যদি কম হয় এবং পরিবারের সদস্য সংখ্যাও যদি ২-৩ জন হয় তাহলে আপনি ভিশন ফ্রিজ ১৬০ লিটার নিতে পারেন । এই ফ্রিজটি আপনার ছোট পরিবারের জন্য উপযুক্ত একটি ফ্রিজ বলে আমি মনে করি । তবে আপনি ভিশন থেকে ১৫০ লিটার ফ্রিজ নেওয়ার পূর্বে জানা উচিত এই ফ্রিজের দাম কত ।
এখন আমরা সেরা কিছু ভিশন ১৬০ লিটার ফ্রিজ বাছাই করেছি । ওইগুলো থেকে আপনাদের জন্য নিচে একটি ছক তৈরি করেছি । এ ছকের মধ্যে ভিশন ফ্রিজ ১৬০ লিটার দাম ও মডেল নাম্বার সহ তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
Vision Glass Door Refrigerator RE-160L Blue FL-BM | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-160 Liter Crystal Lotus Flower Bottom Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-160L Golden Poddo Bottom Mount | ৩০,৯০০ টাকা | ২৭,৮১০ টাকা |
VISION Ice Cream Freezer 158L | ৪০,৯০০ টাকা | ৩৬,৮১০ টাকা |
ভিশন ফ্রিজ ১৮0 লিটার দাম
আপনি যদি কখনো ভিশন ফ্রিজ কিনতে চান তাহলে ১৮০ লিটার ভিশন ফ্রিজ কিনতে পারেন । কারণ এই ফ্রিজ গুলোর দাম তুলনামূলক অনেক কম । তবে একটা বিষয় মনে রাখবেন আপনার পরিবারের মেম্বার যদি ৩-৪ জন হয় তাহলে এই ফ্রিজটি আপনার জন্য অত্যন্ত উপযোগী একটি ফ্রিজ ।
কিন্তু আপনি অনলাইন বলুন অথবা অফলাইন বলুন যদি ভিশন ফ্রিজ 180 লিটার কিনেন তাহলে অবশ্যই এই ফ্রিজ গুলোর মডেল নাম্বার ও দাম সহ জেনে তারপর কিনবেন । এখন আপনাদের সামনে সেরা কিছু ভিশ ফ্রিজ ১৮০ লিটারের দাম ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-180 Liter Sky Blue Flower Top Mount | ৩৬,৫০০ টাকা | ৩২,৮৫০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-180 Liter Lotus Poddo Top Mount | ৩৬,৫০০ টাকা | ৩২,৮৫০ টাকা |
VISION Glass Door Refrigerator Top Mount RE-180L Lily Flower Maroon | ৩৬,৫০০ টাকা | ৩২,৮৫০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-180L Pink Juhua Flower Top Mount | ৩৬,৫০০ টাকা | ৩২,৮৫০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-180 Liter White Peony Top Mount | ৩৬,৫০০ টাকা | ৩২,৮৫০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-180 Liter Mirror Iris Top Mount | ৩৭,৫০০ টাকা | ৩৩,৭৫০ টাকা |
ভিশন ফ্রিজ ১৮৫ লিটার দাম
আমরা অনেকে ভিশন ফ্রিজ 185 লিটার খুজে থাকি । আপনি চাইলে নিকটস্থ ভিশন ডিলারশিপ অথবা ভিশন আউটলেট থেকে কিনতে পারেন । তাছাড়া বর্তমান অনলাইনে সরাসরি ভিশন অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিশন ১৮৫ লিটার ফ্রিজ কেনা যায় । মোটকথা আপনি অনলাইনে অথবা অফলাইন যে কোন জায়গা থেকে ভিশন ফ্রিজ 185 লিটার কিনতে পারবেন ।
কিন্তু আমরা অনেকে ভিশন ফ্রিজ 185 লিটার দাম কত তা জানি না । আপনাদের সুবিধার্থে আমরা সেরা কিছু ভিশন ১৮৫ লিটার ফ্রিজ বাছাই করেছি । নিচে তা ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-185L Digital Lily Flower Bottom Mount | ৩৭,২০০ টাকা | ৩৩,৪৮০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-185 Liter Pink Daisy Flower Bottom Mount | ৩৭,২০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-185 Liter Light Point Flower Bottom Mount | ৩৭,২০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-185 Liter Mirror White Purple Bottom Mount | ৩৮,২০০ টাকা | – |
ভিশন ফ্রিজ ২০০ লিটার দাম
আমরা বেশিরভাগ মানুষ ভিশন ২০০ লিটার ফ্রিজ ব্যবহার করে থাকি । মূলত ভিশনের তৈরি ২০০ লিটার ফ্রিজ মাঝারি পরিবারের জন্য উপযোগী । আপনার পরিবার যদি মাঝারি হয় তাহলে আপনি চাইলে ভিশন ফ্রিজ ২০০ লিটার কিনে ব্যবহার করতে পারেন ।
আপনি যদি অনলাইন থেকে অথবা অফলাইন থেকে ভিশন ফ্রিজ 200 লিটার কিনে ব্যবহার করতে চান তাহলে এই ফ্রিজ গুলোর মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানা উচিত । এখন আমরা সেরা কিছু ভিশন ফ্রিজ 200 লিটার মডেল বাছাই করেছি এবং দাম সহ তা নিচে ছকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-200 Liter Radish Carnation Top Mount | ৩৭,৮০০ টাকা | ৩৪,০২০ টাকা |
VSN GD REFRIGERATOR RE-200L Blue Peony FL-TM | ৩৭,৮০০ টাকা | ৩৪,০২০ টাকা |
VSN GD Refrigerator RE-200L Blue Lily 3D Flower-TM | ৩৭,৮০০ টাকা | ৩৪,০২০ টাকা |
VSN GD Refrigerator RE-200L Digital Rainbow FL-TM | ৩৭,৮০০ টাকা | ৩৪,০২০ টাকা |
Vision Glass Door Refrigerator RE-200L Daisy Red FL-TM | ৩৭,৮০০ টাকা | ৩৪,০২০ টাকা |
VISION Glass Door Top Mount Refrigerator RE-200 Liter Mirror Lotus | ৩৮,৮০০ টাকা | ৩৪,৯২০ টাকা |
VISION Glass Door Top Mount Refrigerator RE-200 Liter Mirror Blue Flower | ৩৮,৮০০ টাকা | ৩৪,৯২০ টাকা |
ভিশন ফ্রিজ ২১৬ লিটার দাম
বর্তমানে ভিশনের যতগুলো ফ্রিজ বেশি ব্যবহৃত হচ্ছে তার মধ্যে ভিশন ২১৬ লিটার ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে । মূলত দাম তুলনামূলক কম এবং মাঝারি আকারের পরিবারের জন্য এই ফ্রিজ গুলো খুবই জনপ্রিয় । সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কম দামে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ভিশন ২১৬ লিটার ফ্রিজ কিনতে পারছেন ।
আমরা প্রথমে অনলাইনে অথবা অফলাইনে ভিশন ফ্রিজ 216 লিটার দাম খুঁজে বের করব । তারপর সেখান থেকে পছন্দের মডেল বার করে নিকটস্থ ভিশন আউটলেট অথবা ডিলারশিপে যাব অথবা চাইলে ভিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২১৬ লিটার ভিশন ফ্রিজ কিনবো । এখন ভিশন ২১৬ লিটার বেশ কিছু মডেল ও দাম সহ তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-216 Liter White Peony Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VSN GD Refrigerator RE-216L Big Daisy Red -BM | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-216 Liter Hibiscus Flower Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-216 Liter Chinese Rose Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-216 Liter Pansy Fancy Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-216 Liter Sun Glory Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-216L Digital Blue Lotus Flower Bottom Mount | ৩৯,৩০০ টাকা | ৩৫,৩৭০ টাকা |
VSN GD Refrigerator RE-216L Mirror Lotus FL-BM | ৪০,৩০০ টাকা | ৩৬,২৭০ টাকা |
VSN GD Refrigerator RE-216L Mirror Purple FL-BM | ৪০,৩০০ টাকা | ৩৬,২৭০ টাকা |
ভিশন ফ্রিজ ২৬২ লিটার দাম
বর্তমানে উচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং কম দামে ভিশন ২৬২ লিটার ফ্রিজ তৈরি করছে । এই ফ্রিজ গুলোর ডিজাইন খুবই চোখের পড়ার মতো । তাছাড়া আপনি যদি ফ্রিজের কালার এবং ফিচারগুলো দেখেন তাহলে অবাক হয়ে যাবেন । আপনি চাইলে কম দামে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ২৬২ লিটার ফ্রিজ কিনতে পারেন ।
আমরা অনেক ভাই ও বোন ভিশন ২৬২ লিটার দাম কত তা জানি না । আপনাদের সুবিধার্থে সেরা কিছু ভিশন ফ্রিজ ২৬২ লিটার বাছাই করা হয়েছে । এখন ওই সকল ফ্রিজ গুলোর মডেল নাম্বার ও দাম সহ নিচে ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-262 Liter Mirror Plum Blossom Top Mount | ৪৩,৯০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-262 Litre Grand Rose Blue Top Mount | ৪২,৯০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-262 Liter Mirror White Purple Top Mount | ৪৩,৯০০ টাকা | ৩৯,৫১০ টাকা |
ভিশন ফ্রিজ ২৪০ লিটার দাম
আমরা অনেকে জানতে চাই ভিশন ফ্রিজ ২৪০ লিটার দাম কত । এখানে ভাই দাম মূলত আপনার মডেল নাম্বার এবং ফিচারের উপর ভিত্তি করে হয়ে থাকে । যদিওবা স্টোরেজ ক্যাপাসিটি একি কিন্তু ফিচার এবং গুণগত মান সম্পন্ন উপর ভিত্তি করে ভিশন ফ্রিজ ২৪০ লিটার দাম নির্ধারণ করা হয়ে থাকে ।
আপনি চাইলে অনলাইন থেকে অথবা অফলাইনের মাধ্যমে ভিশন ২৪৪ লিটার ফ্রিজ কিনতে পারেন । এখন আমরা সেরা কিছু ভিশন ২৪০ লিটারের ফ্রিজ বাছাই করেছি । নিচের ছকের মাধ্যমে ঐ সকল ফ্রিজ গুলোর মডেল ও দাম সহ তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-240 Liter Maroon Daisy Top Mount | ৪১,২০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-240 Liter Mirror White Lilac Top Mount | ৪২,২০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-240 Liter Cyclamen Leaf Top Mount | ৪১,২০০ টাকা | ৩৭,০৮০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-240 Liter Vase W Magnolia Flower Top Mount | ৪১,২০০ টাকা | ৩৭,০৮০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-240 Liter Red Carnation Top Mount | ৪১,২০০ টাকা | – |
ভিশন ফ্রিজ ২৫২ লিটার দাম
আপনার পরিবার যদি বড় হয় তাহলে আপনার বড় ক্যাপাসিটি সম্পর্কিত ফ্রিজ দরকার হবে । কারণ পরিবার বড় হওয়াতে প্রতিদিন বেশি পরিমাণে খাবার রান্নাবান্না করা হয় এবং অনেক খাবার বাড়তি থাকে । সেই খাবার দীর্ঘ সময় ধরে সংরক্ষণের জন্য অবশ্যই বেশি ক্যাপাসিটর ফ্রিজ দরকার হবে । এ ক্ষেত্রে আপনি চাইলে ভিশন ফ্রিজ ২৫২ লিটার কিনতে পারেন ।
আমরা অনেকে জানিনা ভিশন ২৫২ লিটারের ফ্রিজ দাম কত । এই ফ্রিজ গুলোর দাম যদিও তুলনামূলক কিছুটা বেশি কিন্তু আপনার এমন কম দামে আপনি অন্য কোন ব্র্যান্ডের ফ্রিজ পাবেন না বলে মনে হয় । এখন আমরা সেরা কিছু ভিশন ২৫২ লিটার দাম সহ মডেল ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VISION Glass Door Refrigerator RE-252 Liter Vase G Magnolia Flower Bottom Mount | ৪২,৬০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-252 Liter Orchid Gold Bottom Mount | ৪২,৬০০ টাকা | ৩৮,৩৪০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-252 Liter Anemone Red Bottom Mount | ৪২,৬০০ টাকা | ৩৮,৩৪০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-252 Liter Golden Gardenia Bottom Mount | ৪২,৬০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-252 Liter Crystal Lotus Flower Bottom Mount | ৪২,৬০০ টাকা | ৩৮,৩৪০ টাকা |
ভিশন ফ্রিজ ৩০৫ লিটার দাম
বর্তমানে ভিশন বড় স্টোরেস ক্যাপাসিটি সম্পর্কিত যত গুলো ফ্রিজ রয়েছে তার মধ্যে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে ভিশন ফ্রিজ ৩০৫ লিটার । আপনার পরিবার যদি বড় হয় এবং সেখানে যদি প্রতিদিন অনেক বেশি খাবার সংরক্ষণ করার দরকার হয় তাহলে অবশ্যই ভিশন ফ্রিজ ৩০৫ লিটার কিনতে পারেন । এই ফ্রিজ গুলো আপনার খাবার নষ্ট হওয়ার থেকে দীর্ঘ সময় সংরক্ষণ করবে ।
এখন আমরা ৩০৫ লিটার ভিশন ফ্রিজ দাম সম্পর্কে জানব । মূলত আপনাদের জন্য সেরা কিছু বিষনের ৩০৫ লিটার ফ্রিজের মডেল ও দাম আমরা বাছাই করেছি । নিচে তা ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
মডেল নাম্বার | অরিজিনাল মূল্য | ১০% ছাড়ের পর মূল্য |
---|---|---|
VSN GD Chest Freezer RE-350L Maple Leaf Red Wave (ডিপ ফ্রিজ) | ৪৬,২০০ টাকা | ৪১,৫৮০ টাকা |
VSN GD Refrigerator RE-305L Blue FL-TM | ৪৮,৮০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-305 Liter Pink Daisy Top Mount | ৪৮,৮০০ টাকা | – |
VSN GD Refrigerator RE-305L Mirror Jaba FL-TM | ৪৮,৮০০ টাকা | – |
VISION Glass Door Refrigerator RE-305 Liter Daisy Red Flower Top Mount | ৪৮,৮০০ টাকা | ৪৩,৯২০ টাকা |
VISION Glass Door Refrigerator RE-356 Liter Red Flower Top Mount | ৪৮,৮০০ টাকা | ৪৩,৯২০ টাকা |
ভিশন ফ্রিজ কেনার সুবিধা কি কি
আমরা ইতিমধ্যে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ভিশন ফ্রিজ দাম সম্পর্কিত তথ্য জানতে পেরেছি । মূলত বিভিন্ন লিটারের উপর সেরা কিছু মডেল নাম্বার ও দাম ছকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে । এখন আমরা জানবো সাধারণত ভিশন ফ্রিজ কিনলে কি কি সুযোগ সুবিধা রয়েছে । নিচে তা প্রকাশ করা হলো ।
- ভিশন ফ্রিজের সব গুলো মডেল উন্নত মানের উপাদান দিয়ে তৈরি যা দীর্ঘস্থায়ী হয় ।
- ভিশন ফ্রিজে রয়েছে এনার্জি সেভিং সিস্টেম যা আপনার বিদ্যুৎ খরচ কমাবে ।
- ভিশন ফ্রিজে রয়েছে বড় পরিসরে স্টুরেস ক্যাপাসিটি যা আপনি অনেক খাবার সংরক্ষণ করতে পারবেন ।
- বাজারের অন্যান্য ফ্রিজের তুলনায় ভিশন ফ্রিজের দাম তুলনামূলক অনেক কম ।
- ভিশনের সবগুলো ফ্রিজে রয়েছে লম্বা সময় ধরে ওয়ারেন্টি ব্যবস্থা ।
- ভিশনের প্রতিটি ফ্রিজে স্টাইলিশ ডিজাইন, গ্লাস ডোর এবং ডিজিটাল লক সিস্টেম রয়েছে ।
উপরে যতগুলো সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অসংখ্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন যদি আপনি অনলাইন অথবা অফলাইন থেকে ভিশন ফ্রিজ কিনেন । তাই যদি দীর্ঘদিন ফ্রিজ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বাজার থেকে ভিশনের ফ্রিজ কিনে আনেন ।
ভিশন ফ্রিজ কেনার সময় কিছু টিপস
আপনি যদি কখনো ভিশন ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই জানা উচিত ওই ফ্রিজ কেনার সময় কি কি টিপস অনুসরণ করা দরকার । তাহলে দেখা গেল আপনি উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কিনতে পারছেন এবং দামও কম পাচ্ছেন । এখন আমরা ভিশনের ফ্রিজ কেনার সময় কিছু টিপস সম্পর্কে জানব ।
- আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন তার উপর ভিত্তি করে আপনি ফ্রিজের আকার নির্ধারণ করুন ।
- ভিশন কোন ফ্রিজে এনার্জি সেভিং বেশি রয়েছে সেটি কেনার চেষ্টা করুন তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে ।
- দেখতে খুব সুন্দর এবং স্টাইলিশ ডিজাইন রয়েছে যা আপনার কিচেনের সাথে মানানসই এমন ফ্রিজ কিনুন ।
- আপনার পছন্দকৃত ভিশন ফ্রিজে কি কি ফিচার্স রয়েছে তা যাচাই করে নিন ।
- ভিশন ফ্রিজ কেনার পূর্বে ডিসকাউন্ট বা প্রমোশনাল অফার রয়েছে কিনা চেক করুন । সচরাচর ভিশনের ফ্রিজে ১০% ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যায় ।
- আপনার পছন্দকিত ভিশন ফ্রিজে কত বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তা জেনে নিন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টটিতে আমরা ভিশন ফ্রিজ মূল্য তালিকা ২০২৫ সম্পর্কে জেনেছি । এখানে মূলত ভিশন .১৫০ লিটার ফ্রিজ থেকে শুরু করে ভিশনের ৩০৫ লিটার ফ্রিজের অসংখ্য মডেল ও দাম সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ফ্রিজ কিনতে চান তাহলে উল্লেখিত ফ্রিজগুলো থেকে আপনার যে ফ্রিজ টি পছন্দ সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার সামান্যতম হলেও উপকার হয়েছে । আপনি যদি সম্পূর্ণ পোস্টটি পড়ার পর উপকৃত হন তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন । তাছাড়া চাইলে আপনার পরিবারের অথবা বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।