আপনি কি মিশুক অটো রিক্সার দাম কত তা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মিশুক অটো রিক্সার দাম কত এবং কেন আমরা মিশুক অটো রিক্সা কিনব ।
আমরা জানি বাংলাদেশে অসংখ্য মানুষ শিক্ষিত কিন্তু পর্যাপ্ত চাকরির ব্যবস্থা নেই । তাই একজন শিক্ষিত মানুষ হয়েও বেকার না থেকে তারা বিভিন্ন কাজকর্ম করে খাচ্ছে । অনেক শিক্ষিত যুবক এখন নিয়মিত অটো রিক্সা চালিয়ে নিজের জীবন চালাচ্ছে । মূলত দুবেলা দুমুঠো ভাত ভালো মত খাওয়ার জন্য এই অটো রিক্সা চালানো ।
আরও পড়ুন ➝ ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম কত টাকা
আপনি যদি নতুন অবস্থায় কোন গার্মেন্টস অথবা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নেন তাহলে বেতন ১০-১২ হাজার টাকা ধরা হবে । তাহলে দৈনিক গড় হিসাব করে আপনার মজুরি হতে পারে ৩০০-৪০০ টাকার মতো । কিন্তু আপনি জেনে হয়তো অবাক হবেন একজন অটো রিক্সাচালক অনায়াসে দিনে ১০০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে ।
আমরা কোন কাজকেই কখনো ছোট করে দেখতে পারি না । আপনি যদি একজন সুইপার অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী ও হন তবুও আমরা আপনার কাজকে সম্মান দিতে জানি । সেই হিসাব করলে অটো রিক্সা চালানো কোন খারাপের কাজ নয় । আপনি কাজ না করলে কেউ আপনাকে দু পয়সা দিতে আসবে না ।
তাই আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন অটো রিকশা চালিয়ে অর্থ উপার্জন করবেন তাহলে সবার প্রথমে ভালো একটি অটো রিক্সা কিনতে হবে । বর্তমানে বাজারে মিশুক অটো রিক্সা বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । এখন আমরা মিশুক অটো রিক্সা সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন শুরু করা যাক ।
মিশুক অটো রিক্সার দাম কত
আপনি যদি কখনো বাজার থেকে অথবা অনলাইনে মিশুক অটো রিক্সা কিনতে চান তাহলে এই অটো রিক্সার দাম সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি । তা নাহলে আপনি কিন্তু অটো রিকশা কিনতে গিয়ে ঠকে যেতে পারেন । কেননা বাংলাদেশ ঠকবাজ ও প্রতারকের অভাব নেই ।
বাজারে মিশুকের দুই ধরনের অটো রিক্সা পাওয়া যায় । সেগুলো হচ্ছে যথাক্রমে ছাদ সহ মিশুক অটো রিক্সা এবং ছাদ ছাড়া মিশু অটো রিক্সা । এই দুই ধরনের অটো রিক্সার জন্য কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে । তাই আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে ছাদসহ নাকি ছাদ ছাড়া অটো রিকশা কিনবেন ।
বর্তমানে ছাদ ছাড়া মিশুক অটো রিক্সার দাম হচ্ছে ৮০,০০০ টাকা থেকে শুরু করে ৯০,০০০ টাকার মধ্যে পাওয়া যায় । ছাদ ছাড়া অটো রিক্সা কেনার সুবিধা হচ্ছে আপনি কম দামে অটো রিক্সা কিনতে পারছেন । কিন্তু এই অটো রিক্সার সবচেয়ে অসুবিধা হচ্ছে বৃষ্টির সময় আপনি চালাতে পারবেন না ।
তাছাড়া ছাদ সহ মিশুক অটো রিক্সার দাম ১ লক্ষ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা মধ্যে পাওয়া যায় । আপনার হাতের বাজেট যদি কিছুটা বেশি হয় তাহলে আপনি ছাদসহ মিশুক অটো রিক্সা কিনতে পারেন । যদি ঝড় অথবা বৃষ্টি আসে তবুও কিন্তু আপনি এই অটো রিক্সা চালাতে পারবেন ।
আপনি যদি দীর্ঘদিন যাবত অটো রিক্সা চালাতে চান তাহলে আমি সাজেশন হিসেবে বলছি কিছু টাকা বেশি খরচ করে ছাদ সহ অটো রিক্সা কিনুন । আমি একেবারেই যে ছাদ ছাড়া অটো রিক্সা কিনতে নিষেধ করছি তা নয় । যদি আপনার বাজেট বেশি হয় এবং দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে ছাদ সহ অটো রিক্সা কিনে ব্যবহার করে পারেন ।
মিশুক অটো রিক্সার দাম বাংলাদেশ
আমরা ইতিমধ্যে ছাদ সহ এবং ছাদ ছাড়া মিশুক অটো রিক্সার দাম কত টাকা সে সম্পর্কে জানতে পেরেছি । কিন্তু উপরে উল্লেখিত অটো রিক্সা গুলো সাধারণত তিনজন থেকে পাঁচ জনের সিটের হয়ে থাকে । এই অটো রিক্সা গুলোতে আপনি সর্বোচ্চ তিন থেকে পাঁচজন লোক নিয়ে চালাতে পারবেন ।
কিন্তু আপনি যদি আরও বড় অটো রিক্সা চান অর্থাৎ সেই অটো রিক্সাতে ৮-১০ জন মানুষ নিয়ে চালাতে পারবেন তাহলে কিন্তু বেশি টাকা খরচ করতে হবে । আপনি যেহেতু বেশি বড় অটো রিক্সা নিবেন তাহলে টাকাও মোটামুটি বেশি খরচ করতে হবে । সেখানে আপনি আর ৮০০০০ বা ১ লক্ষ টাকায় ৮-১০ জনের সিটের অটো রিক্সা কিনতে পারবেন না ।
বর্তমানে ৮-১০ জনের মিশুক অটো রিক্সার দাম ২ লক্ষ টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত । এই অটো রিক্সার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একসাথে ৮-১০ জন ব্যক্তিকে নিয়ে ভাড়া কাটতে পারবেন । যেখানে আপনি চার ৩-৫ জনের অটো রিক্সা দিয়ে সারাদিনে ১ হাজার টাকা ইনকাম করতেন সেখানে আপনি ৮-১০ জনের অটো রিক্সা দিয়ে সারা দিনে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা উপার্জন করতে পারবেন ।
আপনার হাতের বাজেট যদি বেশি টাকা হয় এবং যদি অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করতে চান তাহলে ৮-১০ জনের মিশুক অটো রিক্সা কিনুন । যদিও বা এই অটো রিক্সার দাম তুলনামূলক ছোট অটো রিক্সা থেকে বেশি কিন্তু আপনি বেশি টাকা খরচ করলেও অল্প সময় খরচ করে অধিক অর্থ উপার্জন করতে পারবেন ।
কেন মিশুক অটো রিক্সা কিনবেন?
বর্তমানে বাংলাদেশের অটো রিক্সা সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে যারা ইতিমধ্যে ভালো সার্ভিস দিচ্ছে এবং সেই অটো রিক্সা গুলো দীর্ঘদিন ব্যবহার করা যাচ্ছে । তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন দেশে এত ভালো ভালো অটো রিক্সা থাকতে কেন আমরা মিশুক অটো রিক্সা কিনব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত ।
দেখুন ভাই, আপনি যদি অল্প টাকা খরচ করে অধিক গুণগত মানসম্পন্ন অটো রিক্সা কিনতে চান তাহলে আমার মতে মিশুক অটো রিক্সা বেস্ট হতে পারে । এই অটো রিক্সা গুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং অল্প চার্জ করে দীর্ঘ সময় অটো রিক্সা চালাতে পারবেন ।
তাছাড়া আপনি যখন কোন ডিলারশিপ অথবা শোরুম থেকে মিশুক অটো রিক্সা কিনবেন তখন সেখান থেকে দুই তিন বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । তাহলে বুঝতেই পারছেন এই অটো রিক্সা কেনাতে কতটুকু সুবিধা রয়েছে । এই সকল তথ্য বিবেচনা করে আমরা মিশুক অটো রিক্সা কিনতে পারি ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টএ আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মিশুক অটো রিক্সা প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে মিশুক অটো রিক্সার দাম কত এ সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো অটো রিক্সা কিনতে আগ্রহী হন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে মিশুক কোম্পানির অটো রিক্সা কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।