আপনি কি মোটরসাইকেলের ব্যাটারির দাম কত এ সম্পর্কে জানতে এসেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা জানতে পারবো বর্তমান সময়ে বহুল ব্যবহৃত বেশ কিছু মোটরসাইকেলদের ব্যাটারি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।
আমরা সকলেই জানি মোটরসাইকেলে ব্যাটারি ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল সিস্টেম চালানোর জন্য । তাছাড়া মোটরসাইকেলে থাকা হেডলাইট, ইন্ডিকেটর এবং হর্ন ইত্যাদি সবকিছু পরিচালনা করার জন্য ব্যাটারির দরকার হয় । তাই আমাদের মোটরসাইকেল চালাতে হলে অবশ্যই একটি ভাল মানের ব্যাটারি কেনার দরকার হয়ে পড়ে ।
বর্তমানে বাজারের মোটর বাইকের জন্য বেশ কিছু কোম্পানি ব্যাটারির সরবরাহ করে আসছে । কিন্তু কোন কোম্পানির ব্যাটারি ভালো এবং দীর্ঘ সময় টেকসই হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই । না জেনে আন্দাজে ব্যাটারি কিনলে বাইকের ব্যাটারি সমস্যা সমস্যা হয় এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় না । তাই কোন ব্যাটারি মোটর সাইকেলের জন্য ভালো হবে সে সম্পর্কে জানা দরকার ।
আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪
আপনি যদি ইতিমধ্যে মোটর বাইকের জন্য ব্যাটারি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । কেননা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়েন তাহলে বেশ কিছু মোটর বাইকের ব্যাটারি মডেল নাম্বার, দাম এবং ব্যাটারি কেনার সময় বেশ কিছু টিপস সম্পর্কে আপনারা জানতে পারবেন । তো চলুন শুরু করা যাক ।
মোটরসাইকেলের ব্যাটারির মডেল নাম্বার
আমাদের অনেকের মনে প্রশ্ন মোটরবাইকের জন্য কোন কোম্পানির ব্যাটারি সবচেয়ে ভালো হয় । তারপর আমাদের জানার দরকার হয় ওই কোম্পানির ব্যাটারির মডেল নাম্বার সম্পর্কে । তাহলেই আমরা আমাদের কাঙ্কিত ব্যাটারিটি কিনতে পারি । এখন নিচে বেশ কিছু ব্যাটারি মডেল নাম্বার দেয়া হলো ।
- Hamko 12V 9AH
- Hamko 12V 5AH
- Hamko 200 Easy Bike
- Hamko 12YB2.5LC
- Kenson KS6-4.5
- Hamko 12NYTX5L-BS
- Hamko 12N7-4B
মোটরসাইকেলের ব্যাটারির দাম কত টাকা
আমরা ইতিমধ্যেই বাইকের জন্য বেশ কিছু ব্যাটারির মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । এসকল ব্যাটারিগুলো বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় । মানুষজন এই ব্যাটারিগুলো সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করছে । এখন আমরা এই সকল ব্যাটারির মূল্য কত টাকা সে সম্পর্কে জানব ।
মডেল নাম্বার | ব্যাটারির দাম |
Hamko 12V 9AH | Tk-1,800 |
Hamko 12V 5AH | Tk-1,350 |
Hamko 200 Easy Bike | Tk-14,500 |
Hamko 12YB2.5LC | Tk-950 |
Kenson KS6-4.5 | Tk-650 |
Hamko 12NYTX5L-BS | Tk-1,450 |
Hamko 12N7-4B | Tk-1,550 |
এখানে যতগুলো ব্যাটারির মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা ব্যাটারির ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী দেওয়া হয়েছে । তাই এই ব্যাটারি গুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে ।
মোটরসাইকেল ব্যাটারি কেনার সময় কিছু টিপস
- আপনার মোটর বাইকের আকারের সাথে মিল রেখে পছন্দের ব্যাটারিটি কিনুন ।
- কত টাকার ভেতরে ব্যাটারি কিনতে চাচ্ছেন তা আপনার চাহিদার সাথে মিল রেখে নির্ধারণ করে নিন ।
- বিশ্বস্ত এবং জনপ্রিয় ব্র্যান্ডের বাইকের ব্যাটারি কিনুন ।
- ব্যাটারীতে কতদিনের ওয়ারেন্টি আছে তা চেক করে নিন ।
- বিভিন্ন ব্যাটারির ডিলার অথবা অনলাইন শোরুমে যোগাযোগ করে মডেল ও দামের সাথে তুলনা করুন ।
- আপনি মোটরসাইকেলের ব্যাটারি কত ভোল্ট নিবেন তা নির্ধারণ করে নিন (১২ ভোল্ট অথবা ৬ ভোল্ট) ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বেশ কিছু মোটরবাইকের ব্যাটারির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আলোচনা করেছি । তাছাড়া ওই সকল ব্যাটারি কেনার সময় আমাদের কি কি বিষয় বিবেচনা করা উচিত সে সম্পর্কেও জেনেছি । আপনি যদি কখনো বাইকের জন্য ব্যাটারি কিনতে আগ্রহী হন তাহলে উপরে উল্লেখিত তথ্য বিবেচনা করে যে ব্যাটারিটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম অপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে মনে করি । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।