আপনি কি রহিম আফরোজ সোলার ব্যাটারি দাম কত ২০২৪ সম্পর্কে জানতে এসেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আমরা আজকের পোস্ট থেকে জানব রহিম আফরোজ নামক সোলার ব্যাটারির পরিচিতি, সুবিধা, বিভিন্ন মডেলের নাম এবং দাম কত ।
আমরা অনেকেই বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকি । যারা সোলার প্যানেল নিয়মিত ব্যবহার করে থাকেন তারা রহিম আফরোজ ব্যাটারির নাম শুনে থাকবেন । বর্তমানে সৌর বিদ্যুতের যত ব্যাটারি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের ব্যাটারি হচ্ছে রহিম আফরোজ ।
আরও পড়ুন ➝ সোলার প্যানেল এর দাম কত ২০২৪
আমাদের অনেকে ইতিমধ্যে সৌর বিদ্যুৎ ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন । কিন্তু কোন কোম্পানির ব্যাটারি ব্যবহার করবেন সে সম্পর্কে কনফিউশনে আছেন । আপনার সৌর বিদ্যুৎ কত সময় ধরে চালু থাকবে তা মূলত আপনার ব্যাটারির ক্যাপাসিটি এবং ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে ।
আপনি যদি সস্তা বা নিম্ন কোয়ালিটির ব্যাটারি কিনে সৌর বিদ্যুৎ চালান তাহলে সেই প্যানেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আপনার সৌর বিদ্যুৎ সেই ব্যাটারি দিয়ে বেশি সময় ধরে চালাতে পারবেন না । এতে তখন দেখা যাবে আপনার টাকা এবং প্যানেল দুটোই লস হয়ে যাবে ।
তাই আমরা আজকের পোস্টে রহিম আফরোজ নামক সোলার ব্যাটারি সম্পর্কে আলোচনা করব । আপনি যদি সৌর বিদ্যুতের ব্যাটারি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
রহিম আফরোজ সোলার ব্যাটারি পরিচিতি
বর্তমানে বাজারে সৌর বিদ্যুতের অসংখ্য কোম্পানির হাজার হাজার ব্যাটারি রয়েছে । কিন্তু গুণগত মান এবং টেকসই ব্যাটারি খুব কম সংখ্যক কোম্পানিরই পাওয়া যায় । আপনি যদি নতুন সৌর বিদ্যুৎ গ্রাহক হয়ে থাকেন তাহলে হয়তো রহিম আফরোজ নামক ব্যাটারি সম্পর্কে জানবেন না । কিন্তু একজন পুরাতন সৌর বিদ্যুৎ গ্রাহক হয়ে থাকলে নিঃসন্দেহে এই ব্যাটারির নাম শুনে থাকবেন ।
সৌর বিদ্যুতের হাজার হাজার ব্যাটারির মধ্যে সবার প্রথমে ও শীর্ষে যে ব্যাটারিটি অবস্থান করছে সেটি হচ্ছে রহিম আফরোজ সোলার ব্যাটারি । এই ব্যাটারীটি উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে । এই ব্যাটারির গুণগত মান এবং টেকসই খুবই ভালো । একবার ব্যাটারিটি ক্রয় করলে নিঃসন্দেহে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায় ।
রহিম আফরোজ সোলার ব্যাটারির সুবিধা
আমরা যদি রহিম আফরোজ নামের সোলার ব্যাটারি ক্রয় করতে চাই তাহলে অবশ্যই জানতে হবে ওই ব্যাটারির কি কি সুবিধা রয়েছে । এর মূল কারণ হচ্ছে আমরা যেখানে সুযোগ সুবিধা বেশি পাবো সেই জায়গায় ব্যাটারি কিনব লাগলে টাকা বেশি নেক সমস্যা নেই । নিচে এই ব্যাটারির সুবিধাগুলো উল্লেখ করা হলোঃ
- উচ্চ গুণগতমান ধারা এই ব্যাটারি তৈরি করা হয়েছে ফলে বেশি সময় ধরে চার্জ থাকে ।
- মূলত ড্রাই সেল ব্যবহার করে ব্যাটারিটি তৈরি করা হয়েছে বলে ব্যাটারি ডিস চার্জ হওয়ার সম্ভাবনা খুব কম ।
- সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা ব্যাটারিটি তৈরি করা হয়েছে ।
- একবার ক্রয় করলে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায় ।
- এই ব্যাটারির ওয়ারেন্টি অথবা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ১ থেকে ১.৫ বছর পর্যন্ত ।
আরও পড়ুন ➝ ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
উপরে উল্লেখিত যতগুলো সুবিধার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো ছাড়াও আপনি আরো অসংখ্য সুযোগ সুবিধা এই রহিম আফরোজ ব্যাটারী থেকে পাবেন । তাই আপনার যদি কখনো সৌর বিদ্যুতের ব্যাটারির দরকার হয় তাহলে উপরোক্ত ব্যাটারিটি ক্রয় করে ব্যবহার করতে পারেন ।
রহিম আফরোজ সোলার ব্যাটারি মডেল নাম
বর্তমানে মার্কেটে রহিম আফরোজ কোম্পানির বেশ কিছু সৌর বিদ্যুতের ব্যাটারি মডেল রয়েছে । আপনি যদি ওই সকল মডেল গুলোর নাম জানেন তাহলে খুব সহজে অনলাইন থেকে অথবা দোকান থেকে ব্যাটারি ক্রয় করতে পারবেন । ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম । নিচে বেশ কয়েকটি টি ব্যাটারির মডেল উল্লেখ করা হলোঃ
- IPB-100 Battery
- IPB-120 Battery
- IPB-150 Battery
- IPB-200 Battery
উপরে যতগুলো মডেল উল্লেখ করা হয়েছে আপনি চাইলে এই সকল মডেল থেকে যেকোনো একটি ব্যাটারি ক্রয় করতে পারেন । উপরোক্ত ব্যাটারি গুলো অত্যন্ত ভালো এবং উন্নত মানের ড্রাই সেল দিয়ে তৈরি করা । তাই এই ব্যাটারি কিনে লস হওয়ার সম্ভাবনা খুবই কম ।
রহিম আফরোজ সোলার ব্যাটারি দাম কত ২০২৪
আমরা ইতিমধ্যে রহিম আফরোজ ব্যাটারির পরিচিতি, সুবিধা এবং বেশ কিছু মডেলের নাম সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা ওই সকল মডেলের ব্যাটারির দাম কত টাকা সে সম্পর্কে জানব । উপরোক্ত মডেল গুলোর ব্যাটারির দাম জানার কারণ হচ্ছে যদি আমরা অনলাইন থেকে অথবা দোকান থেকে ব্যাটারি ক্রয় করতে চাই তাহলে সঠিক দামে ক্রয় করতে পারব । এখন নিচের ছক আকারে উপরোক্ত মডেলের ব্যাটারিগুলো র দাম উল্লেখ করা হলোঃ
মডেল নাম | ভোল্ট | অ্যাম্পিয়ার | দাম |
IPB-100 | 12 Volt | 100AH | 17500 |
IPB-120 | 12 Volt | 120AH | 20500 |
IPB-150 | 12 Volt | 150AH | 26000 |
IPB-200 | 12 Volt | 200AH | 28500 |
উপরে যতগুলো ব্যাটারির মডেল এবং দাম উল্লেখ করা হয়েছে এগুলো সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই মডেল এবং দাম যেকোন সময় পরিবর্তিত হতে পারে । সুতরাং সর্বশেষ আপডেটের জন্য রহিম আফরোজ ব্যাটারির https://www.rahimafrooz.com/ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সৌর বিদ্যুতের ব্যাটারি রহিম আফরোজ ব্যাটারির পরিচয় পরিচিতি, বেশ কিছু মডেল নাম, সুবিধা এবং দাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে । আপনি যদি পুরো পোস্ট পড়ে থাকেন তাহলে আশা করা যায় এই ব্যাটারী সম্পর্কে আর কোন কনফিউশন থাকবে না ।
যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে মতামত জানাতে পারেন । আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।