বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় । তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে রিয়েল মি । আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখতে পাবো অসংখ্য মানুষ রিয়েল মি মোবাইল ফোন ব্যবহার করছে । তাই আমরা অনেকে জানতে চাই রিয়েল মি 4/64 বাংলাদেশ প্রাইস কত ।
আমরা সচরাচর ভিডিও দেখা, মোবাইলে কথা বলা এবং এসএমএস করা সহ আরও দৈনন্দিন জীবনের কাজকর্ম সম্পাদন করার জন্য মোবাইল ব্যবহার করে থাকি তাই । দেখা যায় দেশের প্রায় সকলের কম বেশি মোবাইল রয়েছে ।
আরও পড়ুন ➝ কিস্তিতে মোবাইল কেনার নিয়ম
আমরা যখন বাজার থেকে নতুন মোবাইল ফোন কিনতে চাই তখন দ্বিধায় পড়ে যাই বর্তমানে কোন মোবাইল ফোন ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং কি কি ফিচার রয়েছে । দরকার হলে ওই মোবাইলের দাম কিছুটা বেশি হবে তাও আমরা উন্নত ও দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন মোবাইল কিনতে চাই ।
আপনি যদি চান অনেক বেশি ফিচার সম্পর্কিত একটি মোবাইল কিনতে তাহলে অবশ্যই রিয়েল মি 4/64 মোবাইল কিনুন । কিন্তু কথা হচ্ছে আমরা শুধুমাত্র এই মোবাইল না আরো যদি কোন মোবাইল কিনতে চাই তাহলে অবশ্যই সেই মোবাইলে কি কি সুবিধা এবং ফিচার রয়েছে জেনে কিনব ।
এখন আমরা রিয়েল মি 4/64 বাংলাদেশ প্রাইস সহ আরো বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি নাগরের জন্য আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
রিয়েল মি 4/64 বাংলাদেশ প্রাইস কত
বর্তমানে বাজারে রিয়েল মি কোম্পানির রিয়েল মি 4/64 অনেকগুলো মোবাইল রয়েছে । প্রতিটি মোবাইলের জন্য আলাদা আলাদা দাম নির্ধারিত করে দেওয়া রয়েছে । কিন্তু আপনি নিশ্চয় এটাও জানেন সকল রিয়েল মি 4/64 একই ধরনের সার্ভিস ও সুবিধা দিবেনা ।
আপনাদের সুবিধার্থে আমরা সেরা একটি রিয়েল মি 4/64 মোবাইল বাছাই করেছি । সেই মডেলটির নাম হচ্ছে realme c15 (রিয়েল মি সি১৫) । আপনি যদি গুগলে রিয়েল মি সি১৫ দাম কত লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন অসংখ্য ওয়েবসাইট ইতিমধ্যে এই মোবাইল নিয়ে লেখালেখি করেছে ।
আরও পড়ুন ➝ কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার নিয়ম
মূলত কম দাম ও উন্নত আকর্ষণীয় ফিচার থাকার কারণে স্মার্টফোন বাজারে একরকম ঝড় তুলেছে রিয়েল মি সি১৫ মোবাইল । বর্তমানে রিয়েল মি সি১৫ এঁর বাংলাদেশ প্রাইস হচ্ছে ১২৯৯০ টাকা । সর্বশেষ আপডেট অনুযায়ী এই দামটা তুলে ধরা হয়েছে । তবে রিয়েল মি কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় এই দাম কিছুটা কম বা বেশি করতে পারে ।
রিয়েল মি 4/64 তে কি কি ফিচার রয়েছে
আমরা ইতিমধ্যে realme কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন রিয়েল মি সি১৫ মোবাইলের বাংলাদেশে দাম কত সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা যদি এই মোবাইলটি কিনে কি কি ফিচার পাব সে সম্পর্কে জানা দরকার । আপনাদের সুবিধার্থে রিয়েল মি 4/64 মোবাইলটির ফিচার গুলো নিচে ছকের মাধ্যমে তুলে ধরা হলো ।
রিয়েল মি 4/64 তে কি কি সুবিধা রয়েছে
বড় ব্যাটারি ক্ষমতা
৬০০০ এমএএইচ ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে ।
মাল্টি-ক্যামেরা সেটআপ
১৩ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর । এছাড়া ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ।
প্রসেসর পারফরম্যান্স
মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর যা স্মুথ এবং দ্রুত পারফরম্যান্স প্রদান করে ।
বড় এবং উজ্জ্বল ডিসপ্লে
৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ২০:৯ আসপেক্ট রেশিও, যা গেমিং এবং ভিডিও দেখার জন্য আদর্শ ।
স্টোরেজ ও এক্সপ্যান্ডেবল মেমোরি
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যায় ।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নান্দনিক ডিজাইন
দ্রুত আনলক করার জন্য পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত ফিনিশিং সহ প্লাস্টিকের বডি ।
কেন রিয়েল মি 4/64 কিনবেন?
বর্তমানে সারা বাংলাদেশের প্রায় সকলের হাতে মোবাইল ফোন রয়েছে । আমাদের মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা মোবাইল ফোন ছাড়া একদিন চলতে পারি না । এই সময়ে এসে আপনি যদি বাজার থেকে মোবাইল কিনতে চান তাহলে কম দামে উন্নত মানের মোবাইল পাওয়া খুবই কষ্টসাধ্য ।
যদিও বা বাজারে ইতোমধ্যে বেশ কিছু কোম্পানি কম দামে মোবাইল ফোনের বাজারজাত করেছে । কিন্তু সেখান থেকে রিয়েল মি কোম্পানির রিয়েল মি সি১৫ সিরিজের ৪/৬৪ মোবাইলটি দাম খুবই কম এবং এতে উন্নত ফিউচার বা বৈশিষ্ট্য রয়েছে । যা সচরাচর এত কম দামি অন্যান্য ফোনে পাওয়া যায় না ।
আপনি যদি চান আমি কম দামে এবং আকর্ষণীয় ফিচারসহ মোবাইল কিনব তাহলে আমার মতে রিয়েল মি c15 মোবাইল কিনুন । তাহলে আশা করি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সর্বোচ্চ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক আজকের পোস্টে আমরা বর্তমান সময়কার অন্যতম জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েল মি এর realme c15 4/64 মোবাইল দাম কত, কি কি ফিচার রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে ইত্যাদি সম্পর্কে জেনেছি । আপনি যদি চান অল্প টাকা খরচ করে উন্নত ফিউচার সম্পর্কিত মোবাইল কিনতে তাহলে realme c15 মোবাইল টি কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।