আপনি কি হানিফ এন্টারপ্রাইজ বাসের সকল কাউন্টার নাম্বার খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টটিতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম দ্রুতগতির বাস সার্ভিস হানিফ পরিবহনের সমস্ত কাউন্টার নাম্বার এবং যোগাযোগের ঠিকানা সম্পর্কে ।
বাংলাদেশে যতগুলো দ্রুতগতির ও বিলাসবহুল বাস সার্ভিস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ । এই কোম্পানির বাস গুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এর ফলে বাসগুলোতে রয়েছে এয়ারকন্ডিশন সিস্টেম এবং ওয়াইফাই ব্যবস্থা । তাই আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট এক্সেস করার সুযোগ পাবেন ।
আরও পড়ুন ➝ সরকারিভাবে জাপান যাওয়ার উপায়
আমরা যারা সড়ক পথে নিয়মিত বাস ব্যবহার করে যাতায়াত করি তাদের চোখে হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাসগুলো চোখে পড়ে । বেশিরভাগ সময় দেখা যায় বাসগুলোতে উপচে পড়া মানুষের ভিড় থাকে । মূলত অল্প টাকা খরচ করে এবং সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যই হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাসগুলো খুবই বেশি ব্যবহৃত হয় ।
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাস ব্যবহার করে যাতায়াত করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন আমরা এই কোম্পানির সকল কাউন্টার নাম্বার ও যোগাযোগ নাম্বার সম্পর্কে জানব । তো চলুন শুরু করা যাক ।
হানিফ এন্টারপ্রাইজ বাস কোন কোন রুটে চলাচল করে
আমরা যদি হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাস ব্যবহার করে সড়কপথে চলাচল করতে চাই তাহলে অবশ্যই জানার দরকার এই বাসগুলো কোন কোন রুটে নিয়মিত চলাচল করে । তাহলে আমাদের গন্তব্য যদি ঐ সকল স্থানে হয় তাহলে খুব সহজে হানিফ এন্টারপ্রাইজ ব্যবহার করে যাতায়াত করা যাবে । এখন নিম্নে ওই রোডগুলোর নাম উল্লেখ করা হলো ।
- ঢাকা সড়ক রোড
- খুলনা সড়ক রোড
- সিলেট সড়ক রোড
- চট্টগ্রাম সড়ক রোড
- কক্সবাজার সড়ক রোড
উপরে উল্লেখ করা পাঁচটি সড়ক রোডে আপাতত হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাসগুলো নিয়মিত চলাচল করছে । আপনি যদি উপরোক্ত স্থানগুলোতে বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই হানিফ এন্টারপ্রাইজ এর বাসগুলো ব্যবহার করুন ।
হানিফ এন্টারপ্রাইজ বাসের সকল কাউন্টার নাম্বার
আপনি যদি হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির বাসের অগ্রিম টিকিট কাটতে চান তাহলে বাস কাউন্টার নাম্বারে ফোন দেয়ার দরকার হয় । তাছাড়া অনেক সময় বাসের সিডিউল পরিবর্তন হয় তখন বাস কাউন্টারে ফোন দেয়ার দরকার হয় । তাছাড়া আপনি যদি বাস কাউন্টারের ঠিকানা সম্পর্কে জানেন তাহলে সেখানে গিয়ে সরাসরি টিকিট কাটতে পারবেন ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হানিফ এন্টারপ্রাইজ সাধারণত ঢাকা, খুলনা, সিলেট চট্টগ্রাম ও কক্সবাজার সড়ক রুটে নিয়মিত চলাচল করে । এই কোম্পানির উপরোক্ত স্থানগুলোতে বাস কাউন্টার রয়েছে । এখন আমরা সেখানকার ঠিকানা ও কাউন্টার নাম্বার সম্পর্কে জানব ।
হানিফ এন্টারপ্রাইজ ঢাকা কাউন্টার নাম্বার
হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির প্রধান কাউন্টার ঢাকায় অবস্থিত । ঢাকাতে এই কোম্পানির বাসের তিনটি কাউন্টার রয়েছে । এখন আমরা ওই সকল কাউন্টার নাম্বার গুলো সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচে ঢাকা হানিফ এন্টারপ্রাইজ বাস কাউন্টার যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করা হলো ।
কাউন্টার ঠিকানা | কাউন্টার নাম্বার |
গাবতলি | ০১৭১৩-২০১৭২২ |
কলাবাগান | ০১৭৩০-৩৭৬৩৪২, ০১৭১৩-৪০২৬৭০ |
কল্যাণপুর ১ | ০১৭১৩-০৪৯৫৪০, ০১৭১৩-০৪৯৫৪১ |
হানিফ এন্টারপ্রাইজ খুলনা কাউন্টার নাম্বার
আপনি যদি ঢাকা টু খুলনা বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই হানিফ এন্টারপ্রাইজ বাস ব্যবহার করুন । বর্তমানে মানিফ এন্টারপ্রাইজের বাসগুলো নিয়মিত ঢাকা থেকে খুলনা অথবা খুলনা থেকে ঢাকা চলাচল করছে । এখন নিম্নে এই বাস কোম্পানির কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করা হলো ।
কাউন্টার ঠিকানা | কাউন্টার নাম্বার |
নওয়া পাড়া | ০১৭৪০-৫৯১৫৩৯ |
ফুলবাড়ি গেইট | ০১৯১৮-৬০৫১৯৬ |
হানিফ এন্টারপ্রাইজ সিলেট কাউন্টার নাম্বার
বর্তমানে ঢাকা টু সিলেট যাতায়াত করার জন্য অসংখ্য বাস ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ । এই কোম্পানির বাসগুলোর কাউন্টার নাম্বার সিলেটে রয়েছে । বর্তমানে সিলেটে তিনটি হানিফ এন্টারপ্রাইজ বাস কাউন্টার রয়েছে । এখন নিম্নে তা উল্লেখ করা হলো ।
কাউন্টার ঠিকানা | কাউন্টার নাম্বার |
দরগা গেইট | ০১৭১১-৯২২৪১৯ |
কদমতলি বাসস্ট্যান্ড | ০১৭১১-৯২২৪১৩, ০১৭১১-৯২২৪১৬ |
সোবহানী গেইট | ০১৭১১-৯২২৪২১ |
হানিফ এন্টারপ্রাইজ চট্টগ্রাম কাউন্টার নাম্বার
আপনি ঢাকা টু চট্টগ্রাম অথবা চট্টগ্রাম টু ঢাকা বাসে নিয়মিত যাতায়াত করতে চান তাহলে হানিফ এন্টারপ্রাইজ বাস ব্যবহার করুন । বর্তমানে চট্টগ্রামে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার রয়েছে । এখন আমরা সেখানকার যোগাযোগের ঠিকানা ও কাউন্টার নাম্বার সম্পর্কে জানব ।
কাউন্টার ঠিকানা | কাউন্টার নাম্বার |
চট্টগ্রাম বাস স্ট্যান্ড | ০১৭১৩-৪০২৬৬৩ |
দামপাড়া | ০১৭১৩-৪০২৬৬৪ |
এ কে খান | ০১৭১৩-৪০২৬৬৫, ০১৭১৩-৪০২৬৬৭ |
হানিফ এন্টারপ্রাইজ কক্সবাজার কাউন্টার নাম্বার
বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ কোম্পানির কক্সবাজার কাউন্টার রয়েছে । আপনি যদি কক্সবাজার থেকে ঢাকা যাতায়াত করতে চান তাহলে অবশ্যই কাউন্টার নাম্বারে ফোন করা জরুরী । এখন কক্সবাজারের হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করা হলো ।
কাউন্টার ঠিকানা | কাউন্টার নাম্বার |
কক্সবাজার | ০১৭১৩-৪০২৬৫১ |
সুগন্ধা বিচ | ০১৭১৩-৪০২৬৩৫, ০১৭১৩-৪০২৬৫১ |
টেকনাফ | ০১৮২৫-১৫৭৩২৪ |
আমাদের শেষ কথা
বর্তমান সময়ের অন্যতম দ্রুতগতির ও বিলাসবহুল বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজের কয়েকটি কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হয়েছে । আপনি যদি কখনো হানিফ এন্টারপ্রাইজ বাস ব্যবহার করতে চান তাহলে উপরোক্ত তথ্য ফলো করে যাতায়াত করতে পারেন ।
সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।