আমাদের অনেক ভাই ও বোন গোলাপ জলের দাম কত এই বিষয়ে জানতে চান? আপনিও কি অনলাইনে এ বিষয়ে তথ্য খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ মনে হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা গোলাপ জলে কি সুবিধা সমূহ ও বাংলাদেশের গোলাপজলের দাম কত তা জানব ।
বর্তমানে মহিলারা রূপচর্চা করার জন্য বিভিন্ন ধরনের মেকআপ ও কসমেটিক্স ব্যবহার করে থাকে । যদিও বা বাজারে ইতিমধ্যে অসংখ্য পণ্য রয়েছে যেগুলো ব্যবহার করে একজন মহিলা রূপচর্চা করতে পারেন । কিন্তু আপনার ত্বককে মসৃণ ও সুন্দর রাখতে গোলাপজল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেন ।
একজন ব্যক্তি যদি নিয়মিত গোলাপজল ব্যবহার করে তাহলে তার ত্বক হাইড্রেট করবেন । তাছাড়া যদি ত্বকে কোন ব্রণ হয় তাহলে খুব দ্রুত সেগুলো নিঃশেষ হয়ে যাবে । তাছাড়া চোখের ক্লান্তি ও বয়সের ছাপ কমানোর ক্ষেত্রে এই গোলাপ জলের ভূমিকা অপরিসীম ।
আরও পড়ুন ➝ ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম কত
আপনি যদি নিয়মিত ত্বকের যত্ন নিতে চান তাহলে অবশ্যই গোলাপ জলের দাম সম্পর্কে জানা উচিত । এখন আমরা গোলাপ জলের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
গোলাপ জল কি?
গোলাপ জল হলো গোলাপের পাপড়ি থেকে তৈরি একটি প্রাকৃতিক নির্যাস । সাধারণত গোলাপের পাপড়ি পানিতে ফুটিয়ে বা স্টিমিং পদ্ধতির মাধ্যমে এ নির্যাস তৈরি করা হয়। যা আপনার ত্বকের জন্য এক অব্যর্থ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ।
গোলাপজল সাধারনত ত্বকের যত্ন, সুগন্ধি, এবং চিকিৎসায় ব্যবহৃত হয় । গোলাপজলে থাকা প্রাকৃতিক উপাদানগুলোর কারণে আপনার ত্বকের বিভিন্ন ধরনের উপকারিতা পরিলক্ষিত হয় ।
গোলাপ জলের সুবিধা কি কি
আমরা যদি গোলাপ জল ব্যবহার করি তাহলে কি কি সুবিধা পাব সে সম্পর্কে জানা দরকার । কেননা বর্তমানে বাজারে ইতিমধ্যে অসংখ্য মেকআপ বা রূপচর্চা বর্ধক পণ্য রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে রূপচর্চা করতে পারবেন । এখন আমরা গোলাপজলের সুবিধা সম্পর্কে জানব । নিচে তা তুলে ধরা হলো ।
- আপনার ত্বককে হাইড্রেট বা গ্লো করতে গোলাপজল ব্যবহার করা হয় ।
- এই গোলাপ জল আপনার ত্বকের ছিদ্র গুলো পরিষ্কার করে এবং টোনার হিসেবে কাজ করে ।
- আপনার ত্বকে ব্রণ হলে খুব দ্রুত নির্মূল করার জন্য গোলাপজল কার্যকরী ভূমিকা পালন করে ।
- চোখের ক্লান্তি দূর করার এক অব্যর্থ উপাদান হচ্ছে গোলাপ জল
- বয়সের ছাপ কমাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার এবং গোলাপ জলে থাকা সুগন্ধি মনে প্রশান্তি আনে ।
- আপনার চুলের যত্নে এবং মেকআপ রিমুভার হিসেবে গোলাপজল ব্যবহার হয় ।
উপরে উল্লেখ করার সুবিধা সহ আরো অসংখ্য সুবিধা রয়েছে যেগুলো জানলে আপনি আজ থেকে গোলাপ জল ব্যবহার করা শুরু করবেন । তাই আপনি যদি চান আপনার ত্বক দীর্ঘদিন পর্যন্ত সুস্থ ও সতেজ থাকুক যাতে সময়ের সাথে সাথে মুখে বয়সের ছাপ না পড়ে তাহলে অবশ্যই গোলাপজল ব্যবহার করুন ।
গোলাপ জলের দাম কত ২০২৪
আমাদের ত্বকের যত্নে গোলাপ জলের ভূমিকা কতটুকু তা ইতিমধ্যে জানতে পেরেছি । এখন আমরা জানবো বাজারে গোলাপ জলের দাম কত । আপনাদের সুবিধার্থে আমরা একটি ছক তৈরি করেছি । এই ছকটি নিচে তুলে ধরা হলো যেখানে গোলাপ জলের দাম দেওয়া রয়েছে ।
গোলাপ জলের নাম | গোলাপ জলের পরিমাণ | গোলাপ জলের দাম |
ডাবর | ১২০ মিলিগ্রাম | ৫৯ – ৯০ টাকা |
ডাবর | ২৫০ মিলিগ্রাম | ১৩০ – ১৫০ টাকা |
পাতঞ্জলি | ১০০ মিলিগ্রাম | ৪০ – ৫০ টাকা |
পাতঞ্জলি | ২৫০ মিলিগ্রাম | ৮০ – ১০০ টাকা |
হিমালয় | ১০০ মিলিগ্রাম | ৬০ – ৭০ টাকা |
হিমালয় |
২৫০ মিলিগ্রাম | ১২০ – ১৪০ টাকা |
উপরে উল্লেখিত ছকে গোলাপ জলের দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও প্রয়োজনীয় চাহিদার উপর ভিত্তি করে গোলাপ জলের দাম যে কোন সময় কম অথবা বেশি হতে পারে ।
কিভাবে গোলাপ জল ব্যবহার করবেন
আমরা যদি ত্বককে মসৃণ ও মুখে বয়সের ছাপ কমাতে চাই তাহলে অবশ্যই গোলাপজল ব্যবহার করতে হবে । কিন্তু কিভাবে গোলাপজল ব্যবহার করা যায় এ সম্পর্কে আমরা অনেকে জানিনা । আপনি যদি গোলাপ জল ব্যবহার করতে চান তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন ।
- তুলোর বল গোলাপ জলে ভিজিয়ে মুখ পরিষ্কার করতে পারেন ।
- ফেসওয়াশ করার পর গোলাপ জল মুখে ছিটিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যায় ।
- তুলোর বল গোলাপ জলে ভিজিয়ে কিছুক্ষণ চোখের ওপর রেখে দিন।
- মেকআপ করার পর গোলাপ জল হালকা করে স্প্রে করলে মেকআপ হয় ।
- শ্যাম্পু করার পর চুলে গোলাপ জল ছিটিয়ে দিলে চুলের উজ্জ্বলতা বাড়ে ।
আপনি যদি গোলাপজল ব্যবহার করতে চান তাহলে উপরে উল্লেখিত উপায় গুলো অবলম্বন করে ব্যবহার করতে পারবেন । আমার দেখানো স্টেপ গুলো ফলো করলে আশা করি আপনি গোলাপ জলের সর্বোচ্চ বেনিফিট উপভোগ করতে পারবেন ।
আরও পড়ুন ➝ প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম
গোলাপ জল কেনার সময় কিছু টিপস
আপনি যদি গোলাপজল কিনতে চান তাহলে অবশ্যই বেশ কিছু টিপস অনুসরণ করা উচিত । বর্তমানে অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে ভেজাল বা দুই নম্বরি গোলাপজল দিয়ে দিবে । এতে আপনার উপকারের থেকে ক্ষতি বেশি হবে । এখন আমরা গোলাপজল কেনার সময় কিছু টিপস সম্পর্কে জানব ।
- গোলাপজল ১০০% প্রাকৃতিক এবং কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা খেয়াল করুন ।
- গোলাপজলের উপাদানে রোজ ডিস্টিলেট বা রোজ এক্সস্ট্র্যাক্ট আছে কিনা খেয়াল করুন ।
- শুধুমাত্র গন্ধের ওপর নির্ভর করে গোলাপ জল কিনবেন না । অনেক সময় কেমিক্যাল ব্যবহার করেও ভালো গন্ধ ছড়ানো যায় ।
- বিশ্বস্ত কোন ব্র্যান্ডের গোলাপজল কিনুন যাদের বাজার ইতোমধ্যে হাজার হাজার ভালো রিভিউ রয়েছে ।
- গোলাপজলের প্যাকেট টি ভালোভাবে মুদ্রিত আছে কিনা চেক করুন । কারণ খুব ভালোভাবে প্যাকেট মদ্রিত থাকলে দীর্ঘদিন গোলাপজল সতেজ থাকে ।
আশা করি উপরে উল্লেখ করা টিপসগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই ১০০ শতাংশ প্রাকৃতিক ও খাঁটি গোলাপজল কিনতে পারবেন । অতঃপর সেই গোলাপ জল ব্যবহার করে আপনার ত্বককে দীর্ঘদিন পর্যন্ত মসৃণ ও সৌন্দর্য রাখতে পারবেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা সেরা কয়েকটি গোলাপ জলের নাম, পরিমাণ ও দাম সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া গোলাপজলে কি কি সুবিধা রয়েছে, গোলাপজল কিভাবে ব্যবহার করবেন এবং গোলাপজল কেনার সময় কিছু টিপ সম্পর্কেও জেনেছি । আপনি যদি ত্বককে দীর্ঘদিন সতেজ ও মুখে বয়সের ছাপ কমাতে চান তাহলে অবশ্যই গোলাপজল ব্যবহার করুন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামনেতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান । ধন্যবাদ ।