আমাদের অনেক ভাই ও বোন সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম কত এই বিষয় সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে সিঙ্গার ১২ সেফটি ফ্রিজের দাম খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ মনে হয় তাহলে বলব সঠিক জায়গায় এসেছেন । কারণ আমরা আজকের পোস্টে সিঙ্গার ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ বিশেষ করে সিঙ্গেল ফ্রিজের ১২ সেফটির বেশ কিছু মডেল ও দাম সম্পর্কে জানব ।
বর্তমানে প্রায় সকলের বাসা বাড়িতে বিভিন্ন কোম্পানির ফ্রিজ দেখতে পাওয়া যায় । আপনি যদি আপনার আশেপাশে থাকা আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব অথবা পরিবারের কারো ঘরে লক্ষ্য করেন তাহলে অবশ্যই কোন না কোন ব্র্যান্ডের ফ্রিজ দেখতে পাবেন । আপনার ফ্যামিলিতে যদি ৪-৫ জন মেম্বার হয় তাহলে অবশ্যই একটি ফ্রিজ দরকার হবে ।
মূলত আমরা পরিবারের সকলের খাবার চাহিদা মিটানোর পর অতিরিক্ত খাবার যাতে নষ্ট না হয় সেগুলো পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রিজে সংরক্ষণ করি । তাছাড়া অনেক সময় দেখা যায় একসাথে কয়েক কেজি মাছ, কয়েক কেজি গোস্ত বা অন্যান্য সবজি এক সাথে কিনেন দীর্ঘদিন খাওয়ার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি ।
আমাদের বাংলাদেশে বর্তমানে বিভিন্ন কোম্পানির ফ্রিজ পাওয়া যায় । যেমনঃ ওয়ালটন ফ্রিজ, ভিশন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ এবং মার্সেল ফ্রিজ ইত্যাদি । তবে এখান থেকে আমরা আজকের পোস্টে সিঙ্গার ফ্রিজ বিষয় সম্পর্কে আলোচনা করব । কারণ বর্তমানে মার্কেটে সিঙ্গার ফ্রিজের ব্যাপক চাহিদা রয়েছে ।
আপনি যদি ইতিমধ্যে সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক ।
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি মডেল
আপনার সামনে যখন সিঙ্গার ফ্রিজ দাম কত বলা হবে তখন আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আমি কত সেফটি সিঙ্গার ফ্রিজ কিনতে চাচ্ছি । যদিও বা সিঙ্গারের বিভিন্ন সেফটির ফ্রিজ পাওয়া যায় । যেমনঃ ফিঙ্গার ৮ সেফটি সিঙ্গার, সিঙ্গার ১০ সেফটি ফ্রিজ, সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ, সিঙ্গার ১৪ সেফটি ফ্রিজ এবং সিঙ্গার ফ্রিজ ১৬ সেফটি ইত্যাদি ।
বর্তমানে বাজারে আমাদের সকলের বাজেট ও চাহিদা অনুযায়ী সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি মডেল তৈরি হয়েছে । এখন আমরা সিঙ্গার ফ্রিজের ১২ সেফটির বেশ কিছু মডেল নাম্বার সম্পর্কে জানব । তারপর আমরা এই মডেল গুলোর বর্তমানে বাজার দাম কত ইত্যাদি বিষয় সম্পর্কে জানব ।
- Singer NRB-120DTGTGT
- Singer NRB-120DXTGTGT
- Singer NRB-120DGTGT
- Singer NRB-120DXTGT
- Singer NRB-120DTGT
- Singer NRB-120DXGT
- Singer NRB-120DGT
- Singer NRB-120DXT
- Singer NRB-120DT
- Singer NRB-120DX
- Singer NRB-120DF
- Singer NRB-120D
- Singer NRB-120S
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম কত
সিঙ্গার তার গ্রাহকদের জন্য বিভিন্ন সেফটি ফ্রিজ তৈরি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি । বর্তমানে বাজারে সিঙ্গারের ১২ সেফটি ফ্রিজ ব্যাপক চাহিদা রয়েছে । আমরা ইতিমধ্যে সিংগার ১২ সেফটি ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার সম্পর্কে জেনেছি । এখন ওই সকল মডেলের দাম সম্পর্কে জানব ।
আরও পড়ুন ➝ মিনিস্টার ফ্রিজের মূল্য তালিকা ২০২৫
আমরা নিচে একটি ছক তৈরি করেছি । ওই ছকের মধ্যে সিঙ্গার ফ্রিজ 12 সেফটি মডেল নাম্বার ও দাম সহ তথ্য তুলে ধরা হলো । তাই নিচের ছকটি ফলো করতে থাকুন ।
সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ দাম ছক
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম |
---|---|
Singer NRB-120DTGTGT | ৩০,০০০ |
Singer NRB-120DXTGTGT | ২৯,০০০ |
Singer NRB-120DGTGT | ২৮,০০০ |
Singer NRB-120DXTGT | ২৭,০০০ |
Singer NRB-120DTGT | ২৬,০০০ |
Singer NRB-120DXGT | ২৫,০০০ |
Singer NRB-120DGT | ২৪,০০০ |
Singer NRB-120DXT | ২৩,০০০ |
Singer NRB-120DT | ২২,০০০ |
Singer NRB-120DX | ২১,০০০ |
Singer NRB-120DF | ২০,০০০ |
Singer NRB-120D | ১৯,০০০ |
Singer NRB-120S | ১৮,০০০ |
সর্বশেষ আপডেট অনুযায়ী উল্লেখিত সবগুলো সিঙ্গার ফ্রিজ ১২ সেফটির দাম ও মডেল নাম্বার তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে সিঙ্গার কর্তৃপক্ষ চাইলে উল্লেখিত মডেল গুলোর দাম যে কোন সময় কিছুটা কম বা বেশি করতে পারে ।
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম বাংলাদেশ
আমরা যখন পরিবারের বাড়তি খাবার সংরক্ষণের জন্য অথবা দীর্ঘদিন খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ কিনতে চাই তখন সবার প্রথমে মাথায় আসে কোন কোম্পানি ফ্রিজ কিনব । বর্তমানে যদিও বা বিভিন্ন কোম্পানির ফ্রিজ বাংলাদেশে পাওয়া যায় সেগুলো থেকে সিঙ্গারের তৈরি ব্রিজগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং ব্যবহার করাও খুবই সহজ হয় ।
আমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে সিঙ্গার ফ্রিজ বাংলাদেশ প্রাইজ অর্থাৎ বাংলাদেশে সিঙ্গার ফ্রিজের দাম কত । এখানে দামের কথা আসলে আপনি সিঙ্গারের কত সেফটি ফ্রিজ কিনতে যাচ্ছেন তা প্রথমে যাচাই করতে হয় । তবে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি দাম সম্পর্কে অর্থাৎ সিঙ্গার ফ্রিজ 12 সেফটির দাম বাংলাদেশ ।
আমরা ইতিমধ্যে সিংগারের বেশ কিছুও ১২ সেফটি মডেলের নাম সম্পর্কে জেনেছি । তাছাড়া ওই মডেল গুলোর দাম জেনেছি । আপনি প্রতিটি সিঙ্গার ১২ সেফটি ফ্রিজের মডেল গুলো দেখবেন তার দাম কত সেগুলো র সাথে আপনার বাজেট মিলাবেন । অতঃপর ওই ফ্রিজ গুলোতে কি কি বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে তা যাচাই করবেন ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি অনলাইনে সিঙ্গারের ১২ সেফটি যে ফ্রিজটি পছন্দ করেছেন সেটি লিখে সার্চ করুন । তারপর বর্তমান বাজার দাম কত সেটি দেখুন । তাছাড়া ওই ফ্রিজ ডি সম্পর্কে গ্রাহকরা কি বলছে সব কিছু জেনে তারপর কিনুন । তাহলে আশা করি আপনি উচ্চ কোয়ালিটি সম্পন্ন সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ কিনতে পারবেন ।
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটিতে কি কি সুবিধা আছে
আমরা ইতিমধ্যে বাজারের সেরা কিছু সিঙ্গার ১২ সেফটি ফ্রিজের মডেল ও দাম সম্পর্কে জেনেছি । এখন অনেকে প্রশ্ন হতে পারে সিঙ্গার ১২ সেফটি ফ্রিজে কি কি সুবিধা রয়েছে । আমরা কেন সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ কিনব? এই বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত ।
আমরা এখন সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি ফ্রিজে কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয় সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে সিঙ্গার ১২ সেফটি ফ্রিজের সুবিধাগুলো নিচে তুলে ধরা হলো ।
- এই ফ্রিজ গুলোতে ফাস্ট কোলিং সিস্টেম রয়েছে যা আপনার খাবার দ্রুত ঠান্ডা করতে সহায়তা করবে ।
- এই ফ্রিজ গুলোতে উচ্চ কোয়ালিটি সম্পন্ন কম্প্রেসর রয়েছে যা আপনার বিদ্যুৎ খরচ কমাবে ।
- এই ফ্রিজ গুলোতে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যা বেশি পরিমাণে খাবার সংগ্রহণ করতে সহায়তা করবে ।
- ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ করার জন্য ফ্রিজ গুলোতে রয়েছে এন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট ।
- সাধারণত এই ফ্রিজগুলো লো ভোল্টেজ ভালোভাবে কাজ করতে সক্ষম ।
- বিদ্যুৎ চলে গেলেও নির্দিষ্ট সময় ফ্রিজ ঠান্ডা রাখতে এখানে পাওয়ার ব্যাকআপ সিস্টেম রয়েছে ।
- এই ফ্রিজ গুলোর শব্দ খুবই কম যা আপনার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবে ।
- সকল ফ্রিজে নিরাপত্তার সাথে লক সিস্টেম এবং এলইডি লাইটিং ব্যবস্থা রয়েছে ।
এখানে যতগুলো সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অসংখ্য সুবিধা রয়েছে । যদি আপনি কখনো সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি কিনেন তাহলে আশা করি উল্লেখিত সকল সুবিধা উপভোগ করতে পারবেন ।
সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি কেনার সময় টিপস
আমরা যদি কখনো বাজার থেকে সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি কিনি তাহলে বেশ কিছু বিষয় সম্পর্কে কেনার সময় টিপস অনুসরণ করা উচিত । তাহলে আমরা ফ্রিজ কেনার সময় কিছু ডিসকাউন্ট পেতে পারি বা ওই ফ্রিজে উচ্চ কোয়ালিটি সম্পন্ন সুবিধা ও গুণগত মান সম্পন্ন ফ্রিজ পেতে পারি । এখন সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ কেনার সময় কিছু টিপস নিচে তুলে ধরা হলো ।
- প্রথমে ফ্রিজের ধরন ঠিক করুন । ছোট পরিবারের জন্য সিঙ্গেল ডোর, বড় পরিবারের জন্য ডাবল ডোর এবং বেশি সময় ধরে খাবার সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজ কিনুন ।
- আপনি কতটুকু স্টোরেজ ক্যাপাসিটি সম্পর্কিত ফ্রিজ কিনতে চাচ্ছেন তা বাছাই করুন । সেটা হতে পারে আপনার ছোট পরিবারের জন্য ১৫০ লিটার থেকে ২৫০ লিটার । কিন্তু আপনার পরিবার বড় হলে ৩০০ লিটার পর্যন্ত ফ্রিজের ক্যাপাসিটি স্টোরেজ নির্ধারণ করুন ।
- আপনি যে ফ্রিজটি বাছাই করেছেন তার স্টার রেটিং কেমন, বিদ্যুৎ সাশ্রয় এবং কোন ইনভার্টার সিস্টেম কম্প্রেসার আদৌ আছে কিনা তা যাচাই করে দেখে নিন ।
- আপনার পছন্দকৃত ফ্রিজটিতে ফাস্ট কুলিং সিস্টেম আছে কিনা বা ডুয়েল কুলিং ফিচার আদৌ আছে কিনা তা দেখে নিন
- আপনার ফ্রিজে ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য এন্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট এবং নিরাপত্তার জন্য ফ্রিজে কোন লক আছে কিনা তা দেখে নিন ।
- আপনি যে ফ্রিজটি বাছাই করেছেন তার অনলাইনে দাম কত এবং অফিশিয়াল শোরুমে কত দাম তা পার্থক্য তুলনা করুন । তাছাড়া কোথায় ডিসকাউন্ট সুবিধা রয়েছে বা ক্যাশব্যাক রয়েছে সেগুলো জেনে তারপর ফ্রিজ কিনুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টটিতে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সিঙ্গার ফ্রিজ ১২ সেফটি ফ্রিজ দাম, মডেল নাম্বার সুবিধা ও কেনার সময় বেশ কিছু টিপস সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন বাজার থেকে পরিবারের খাদ্য সংরক্ষণের জন্য ফ্রিজ কিনবেন তাহলে অবশ্যই সিঙ্গার ১২ সেফটি ফ্রিজ কিনুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।